![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
একেবারেই অল্প বাকি মা!
নো পাপা। আই ডোন্ট ওয়ান্ট। ইটস এনাফ।
এটুকু খেলে আমার লক্ষ্মী মেয়ের কিন্তু মোটেই কষ্ট হত না, জান তো!
আমার কথা শুনে সামান্য অনাগ্রহ সত্ত্বেও মেয়ে রাজী হল খাবার মুখে নিতে। ওকে পাপা, লেট মি ট্রাই, বাট কুড ইউ প্লিজ টেল এ্যা পোয়েম ফর মি?
ঠিক আছে বলছি, তবে বাংলায় কিন্তু!
ওকে স্টার্ট দেন জাস্ট নাও।
আমি একটু ভাবলাম। আশ্চর্য! তেমন কোন কবিতাই তো মনে পড়ছে না এই মুহূর্তে! ‘দুই বিঘা জমি’ তো অন্তত আমার মুখস্তই ছিল! ভুলে গেলাম নাকি!
কিন্তু মনে না পড়লে তো চলবে না! মেয়েকে বলতে যে হবে কিছু একটা! কি করা যায়!
এক ধরনের ইতস্ততবোধে আক্রান্ত হলেও শুরু করলাম বলা, তাৎক্ষণিকভাবে-
“-লক্ষ্মী ভীষণ আমার মেয়েটা যে
কষ্ট মোটে বাবাকে দেয় না যে
এমন মেয়ে যায় দেখা খুব কম-ই
চাঁদের মতো ফুটফুটে একদম-ই-”
ওয়াও! এ্যা বিউটিফুল লিটল গার্ল লুক এ্যালাইক দ্যা মুন- রাইট পাপা?
হ্যাঁ, মা।
বাট ইজ ইট এ্যা পোয়েম? ইটস এ্যা রাইম! ইজ নট ইট?
সবই এক ধরনের কবিতাই মা!
ইনডিড! ওকে দেন। হু রোট ইট পাপা?
আমি এবার বিব্রত বোধ করলাম। খাবারের শেষ অংশটুকু মেয়ের মুখে তুলে দিতে দিতে বললাম, এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় মা- কোন কবিতা মনে পড়ছিল না তো, তাই আমিই বানিয়ে বানিয়ে বললাম তোমাকে-
গ্রেট! আর ইউ এ্যা পোয়েট পাপা?
না, মা। আমি শ্রমিক।
এ্যা লেইবারার! মেয়ের চোখেমুখে এক ধরনের অনিশ্চিতির চিহ্ন! বাট, ইজ ইট পসিবল ফর এ্যা লেইবারার টু ক্রিয়েট এ্যা পোয়েম?
সম্ভব মা। যারা বাংলায় কথা বলে, তারা প্রত্যেকে অন্তরে কবি হয়!
ইজ ইট! মেয়ের কণ্ঠস্বরে সংশয়।
হ্যাঁ, মা।
ইফ আই স্পিক বাংলা, দেন?
তুমিও অন্তরে কবি হবে মা।
আই ওয়ান্ট টু বি এ্যা পোয়েট পাপা। সো আই মাস্ট- সরি পাপা- আমি নিশ্চয়ই বাংলায় কথা বলব এখন থেকে-নিশ্চয়ই-
মাতৃভাষার প্রতি মেয়ের উৎসাহ, উত্তেজনা দেখে চোখে জল চলে এল আমার। আমি মুখ ঘুরিয়ে নিলাম দ্রুত। আমি চাই না আমার মেয়ে চোখের এই জল দেখুক। কারণ, চোখের এই জল সম্পর্কে কোন প্রশ্ন যদি করে আমার মেয়ে, এই মুহূর্তে, তার উত্তর দিতে আমি অপারগ একেবারে!
ছবি: সংগৃহীত
২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:২১
দীপংকর চন্দ বলেছেন: অনেক শুভকামনা ভাই।
আপনার লেখা পড়ছি প্রায়ই। মন্তব্যের আড়ালকে পাঠের আড়াল ভাবার কোন কারণ নেই। হা হা হা হা
কাব্যিক উপস্থাপন আপনার। ভালো লাগা জন্ম নেয় অজান্তেই।
আর হ্যাঁ, ভালো থাকার চেষ্টা করছি ভীষণভাবে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
২| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:১১
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: ছোট মেয়ে আর বাবার কথোপকথনের মিষ্টি একটা দৃশ্য। তারও চেয়ে মিষ্টি ইংরেজি বলা মেয়ের মধ্যে বাবার যে বাংলার প্রতি ভালোবাসা জাগিয়ে তোলার চেষ্টা। অনেক ভালো লাগা রইল।
আপনার লিখার ধরণটা আমার বেশ পছন্দের। এই মুহূর্তে "বেদনার পাখি" পড়ছি। সুন্দর সুন্দর কিছু চিন্তাকে যেভাবে অপূর্ব ভাষা শৈলীতে আবদ্ধ করেছেন তা সত্যিই মুগ্ধ করার মত। আমি মুগ্ধ
২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩৬
দীপংকর চন্দ বলেছেন: "অসংলগ্ন কিছু কথা গল্প যদি হয়" এবং "পৌরাণিক ভস্ম থেকে উঠে আসে বেদনার পাখি" নির্জল নিরীক্ষা।
শিল্পনির্মাণরীতি আমাকে দ্বিধান্বিত করে সবসময়। অন্তত কিছু মানুষ যখন আমার ক্রমবর্ধমান দ্বিধার বিপরীতে আন্তরিকতার করস্পর্শ নিশ্চিত করেন, তখন আমি ভীষণ ভীষণ ঋণী হই এবং কীভাবে যেন ঠিক জানি এই ঋণ শোধ দেবার সাধ্য আমার হবে না এক জীবনে।
ঋণভারে নত থাকছি। এবং জানাচ্ছি কৃতজ্ঞতা। অনেক।
অনেক শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৩| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১২:০১
অতঃপর হৃদয় বলেছেন: বাহ চমৎকার লাগল। অনেক সুন্দর করে গুছিয়ে লিখেছেন।
০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২২
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক।
অনেক অনেক দুঃখপ্রকাশ উত্তর প্রদানের দীর্ঘ বিলম্বের জন্য।
আমার শুভকামনা থাকছে। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
৪| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪১
উম্মে সায়মা বলেছেন: খুব খুব ভালো লাগল
০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।
উত্তর প্রদানের বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থনা থাকছে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
৫| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১১:০৮
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা এবং শুভকামনা।
ক্ষমাপ্রার্থনা উত্তর প্রদানের বিলম্বের জন্য। অনেক।
ভালো থাকবেন ভাই। অনেক অনেক ভালো। সবসময়।
৬| ২৩ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৩
পার্থ তালুকদার বলেছেন: চমৎকার দাদা।
০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
অনেক দুঃখপ্রকাশ উত্তর প্রদানের দীর্ঘ বিলম্বের জন্য।
শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
৭| ২৩ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৪২
আরণ্যক রাখাল বলেছেন: বাঙালি মাত্রই কবি হয় বলেই এত অকবিতা।
আপনার লেখাটা মিষ্টি। বাবা মেয়ের- বিশেষত মেয়েটা যদি ছোট হয়, তাদের কথোপকথনে যে ভালবাসা থাকে, তা আর দেখা যায় না অন্য কোথাও। ব্যাপারটা খুব সুন্দর তুলে ধরেছেন
০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
দীপংকর চন্দ বলেছেন: //বাঙালি মাত্রই কবি হয় বলেই এত অকবিতা।//
হা হা হা হা
কবিতা/অকবিতা যাচাইয়ের ভার ছেড়ে দিন কালের হাতে।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের বিলম্ব।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
শুভকামনা।
৮| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৩২
হাসান মাহবুব বলেছেন: সুন্দর।
০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা। অনেক।
উত্তর প্রদানের দীর্ঘ বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থনা থাকছে।
ভালো থাকবেন। অনেক অনেক ভালো। সবসময়।
৯| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫৭
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ,
স্পর্শ করে গেলো হৃদয় আর গুমড়ে উঠলো একটি নিঃশব্দ কান্না ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।
যে কান্না নিঃশব্দ, তার মূল্য অপরিমেয়।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন। সবসময়।
ভালো থাকবেন। অনেক অনেক ভালো।
১০| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:২০
জুন বলেছেন: যারা বাংলায় কথা বলে, তারা প্রত্যেকে অন্তরে কবি হয়!
+
০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪
দীপংকর চন্দ বলেছেন: আপনিও কবিত্ব লালন করেন অন্তরে। নয়?
হা হা হা হা
ক্ষমাপ্রার্থনা উত্তর প্রদানের বিলম্বের জন্য।
শুভকামনা অনেক।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১১| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৯:৪৯
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ কবি।
বরাবরের মতো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের বিলম্ব।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১২| ২২ শে জুন, ২০১৭ রাত ১০:১৫
বিজন রয় বলেছেন: ব্লগে ফিরে আসুন, নতুন পোস্ট দিন।
০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
দীপংকর চন্দ বলেছেন: এই তো ফিরলাম। নতুন পোস্টও দিলাম। কিন্তু আপনি সহব্লগারদের পোস্ট পড়ার কথা তো বললেন না কিছু!!!
হা হা হা হা
যাই হোক। শুভকামনা থাকছেই। অনেক। অনেক।
ভালো থাকবেন ভাই। সবসময়।
১৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪
বিজন রয় বলেছেন:
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
০২ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
দীপংকর চন্দ বলেছেন: আপনার শুভকামনা গৃহীত। নতমস্তকে।
জীবন সর্বাঙ্গসুন্দর হোক আপনার।
শুভকামনা পুনরায়।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৯
পুলহ বলেছেন: "যারা বাংলায় কথা বলে, তারা প্রত্যেকে অন্তরে কবি হয়!"-- এতো সুন্দর কথা এতো সহজে কিভাবে বলেন !
হৃদয়স্পর্শী লেখা।
ভালো আছেন দাদা আশা রাখি।
শুভকামনা জানবেন ।