![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
সুতো কাটা ঘুড়ি ঊর্ধ্ব গগণে উড়ছে
কখনো রৌদ্রে দেহ মন তার পুড়ছে
কখনো বাতাস মেঘজল মেখে হাসছে
সুতো কাটা ঘুড়ি দুঃখবিলাসে ভাসছে
সুতো কাটা ঘুড়ি খুঁজছে রঙিন লগ্ন
সুতো কাটা ঘুড়ি আপন খেয়ালে মগ্ন
ঘুড়ি তাই মোটে পারে না কখনো জানতে
নিঃস্ব নাটাই পড়ে আছে কোন প্রান্তে?
নাটাই, নাটাই, কোথায় তুমি? কী করছো?
সিঁড়িঘরে শুয়ে বেদনার লিপি পড়ছো?
সিঁড়িঘরে বুঝি ধুলো খুব? বায়ু নিশ্চল?
ভীষণ আঁধার? সিঁড়িঘর, হতবিহ্বল?
থাকগে নাটাই, ঘুড়ি গেছে যাক, যাকগে;
কী করে এড়াবে যা আছে তোমার ভাগ্যে?
নিজেকে লুকাও সংযত মন্তব্যে
উড়ে যাক ঘুড়ি তার নিজ গন্তব্যে-
ছবি: সংগৃহীত
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৭
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
ব্লগ তো আমাদের যাপিত জীবনেরই প্রতিচ্ছবি। গমন-আগমন, উত্থান-পতন, আনন্দ-বিষাদ, আলো-অন্ধকার, এসব ছাড়া জীবনটাও তো পানসে হয়ে পড়ে!!! তবে শুধু মন্তব্যই নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে সংযম আমাদের রুচিশীলতার প্রকাশকে ভিন্ন মাত্রা প্রদান করে বলেই আমার বিশ্বাস।
অনেক অনেক শুভকামনা জানবেন শ্রদ্ধেয়।
কৃতজ্ঞতা অনেক।
ভালো থাকবেন। সবসময়।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মুগ্ধপাঠ। অসাধারণ।
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:২০
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা কবি। অনেক কৃতজ্ঞতা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
দুঃখপ্রকাশ উত্তর প্রদানে বিলম্বের জন্য।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২
মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর ফিরলেন ;
উড়ে যাক ঘুড়ি তার নিজ গন্তব্যে-
ভাললাগা !
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:২২
দীপংকর চন্দ বলেছেন: ফেরা না-ফেরার দ্বন্দ্বে রয়েছে ঘুড়ি!!!
অনেক অনেক কৃতজ্ঞতা।
অনেক শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৪
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা কবি।
উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
শুভকামনা অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:০২
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লিখেছেন, ভাল লাগা।
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৫
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ কবি। অনেক ধন্যবাদ।
কৃতজ্ঞতা জানবেন।
জানবেন শুভকামনা। অনেক।
ভালো থাকবেন। সবসময়।
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।
কেমন আছেন?
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৭
দীপংকর চন্দ বলেছেন: আছি মানে, এই চলে যাচ্ছে আর কি!!!
উপস্থিতিতে কৃতজ্ঞতা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৯
কথাকথিকেথিকথন বলেছেন:
ঘুড়ি, তুমি নাটাই ছেড়ে ওড়ো কার আকাশে !
কবিতা ভাল লেগেছে ।
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩০
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
যার আকাশেই উড়ুক, শেষ আশ্রয় মাটি! নয়?
শুভকামনা। শুভকামনা।
অনেক ভালো থাকবেন কবি। সবসময়।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৪
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,
একটা রূপকল্প করে নিচ্ছি নিজেই --- মাঝে মাঝে ব্লগে কথার ঘুড়ি কাটাকাটি খেলা হয় তুমুল জোশে । ঘুড়ি তো বোকাট্টা হয়ে সুদূরে মিলায়, পড়ে থাকে শুধু নাটাই । ভীষণ আঁধারে নাটাই পড়ে থাকে একা, ব্লগের সিঁড়িঘরে । এ ভাগ্য নাটাই নিজেই ডেকে আনে ।
সে সব নাটাইয়ের উচিত - নিজেকে লুকানো সংযত মন্তব্যে ।