![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
চোক্ষের দেখা হইল নারে
বন্ধুয়ার চিবুকে তিল
সুর বান্ধিলাম বিনা অন্ত্যমিল
হইল নারে দেখা কেমন কইরা পরানবন্ধুয়ায়
স্বর্ণলতায় জড়াইয়া কেশ গহীন নীলে ভাইস্যা যায়
ভাইস্যা যায় রে ভাইস্যা যায় রে
যেমন ভাসে মেঘমিছিল
সুর বান্ধিলাম বিনা অন্ত্যমিল
হইল নারে দেখা কেমন কইরা পরানবন্ধুয়ায়
ভ্রু-পল্লবে মাইখ্যা কাজল দূর আসমানে উইড়া যায়
উইড়া যায় রে উইড়া যায় রে
যেমন ওড়ে শঙ্খচিল
সুর বান্ধিলাম বিনা অন্ত্যমিল
ছবি: সংগৃহীত
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৮
দীপংকর চন্দ বলেছেন: দিশেহারা রাজপুত্র, কেমন আছেন? আপনি, আপনারা আছেন আমার মনের গভীরে। সবসময়।
শুভকামনা। অনেক । অনেক।
ভালো থাকবেন। অনেক অনেক ভালো।
২| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো হয়েছে +++++
কেমন আছেন, দাদা?
অনেকদিন পরে আপনাকে ব্লগে পেলাম।
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৩
দীপংকর চন্দ বলেছেন: হ্যাঁ, অনেকদিন পর পর!
আগের মতো আসাটা কেন যে হয়ে ওঠে না!!!
কি জানি!!! হয়তো কখনও নিয়মিত হবো আবার!!! হয়তো!!!
শুভকামনা কবি।
ভালো থাকবেন। সবসময়।
৩| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: অভ্যস্ততায় আছি। ভালো আছি দীপংকর দা।
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৪
দীপংকর চন্দ বলেছেন: আপনার একটা কবিতা পড়লাম। অনেক অনেক ভালো লিখেছেন। এধরনের অভ্যস্ততা ভালো অবশ্যই।
শুভকামনা কবি। পুনরায়। অনেক।
৪| ০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১১:৫৩
ভ্রমরের ডানা বলেছেন:
আবেশিত সুরে আকর্ষিত হলাম!
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:১৯
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।
জানবেন শুভকামনা। অনিঃশেষ।
অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১২:০১
ইফতেখারুল মবিন বলেছেন: খুব ভালো লেগেছে+++
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:২২
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতাও।
অনেক শুভকামনা।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো। অনেক।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৩:৩৯
হুমায়রা হারুন বলেছেন: অসাধারণ
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৪
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক।
অনেক কৃতজ্ঞতা।
অনেক শুভকামনা।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সকাল ৭:৫৯
এম ডি মুসা বলেছেন: ভালো লাগা+++
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:২৭
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা। অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৫
শায়মা বলেছেন: ভাইয়া আমাদের মনে সুর বেঁধে বেঁধে কোথায় হারিয়ে যাও !!!!!!
এই গানের সুরটাও দিয়ে যাও ভাইয়া।
অনেক অনেক অনেক ভালো লাগা!
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:৩৬
দীপংকর চন্দ বলেছেন: ভালো আছেন আশাকরি।
হারিয়ে যাওয়ার সুযোগ কোথায়!!! যেখানেই যাই, ফিরে ফিরে আপনাদের কাছেই তো আসি!!!
আমার সাদামাটা লেখায় আপনার উপস্থিতি অনেক সম্মানের।
কৃতজ্ঞতা থাকছে।
অনিঃশেষ শুভকামনাও।
ভালো থাকবেন। অনেক অনেক ভালো। সবসময়।
৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ দুপুর ১:১১
প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল।
অনেক দিন পর আপনার লেখা পেলাম। কেমন আছেন?
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:৪৯
দীপংকর চন্দ বলেছেন: শহীদ ভাই, অনেক অনেক দিন পর। আশাকরি ভালো আছেন।
আমার শুভকামনা জানবেন বরাবরের মতো অনিঃশেষ।
জানবেন কৃতজ্ঞতাও।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১০
উম্মে সায়মা বলেছেন: বেশ সুখপাঠ্য....
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫২
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ উপস্থিতিতে।
কৃতজ্ঞতা। অনেক।
অনেক শুভকামনা।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮
রূপক বিধৌত সাধু বলেছেন: বিরহের গান
পাঠপূর্বক কেঁদে ওঠলো মন-প্রাণ।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৫
দীপংকর চন্দ বলেছেন: আশাকরি ভালো আছেন সাধু।
উপস্থিতিতে কৃতজ্ঞতা জানবেন।
জানবেন শুভকামনা। অনিঃশেষ।
সুন্দর হোক জীবন।
১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
জাহিদ অনিক বলেছেন:
দারুণ লাগলো।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:০১
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা। অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক অনেক ভালো।
১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:০৩
দীপংকর চন্দ বলেছেন: আপনার উপস্থিতি অনু্প্রেরণাদায়ক সবসময়।
কৃতজ্ঞতা।
অনেক শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৮:৩৭
ধ্রুবক আলো বলেছেন: বাহ্, বেশ সুন্দর লিখেছেন । অভিনন্দন।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:০৫
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা। এবং কৃতজ্ঞতা।
শুভকামনা। এবং শুভকামনা।
ভালো থাকবেন সবসময়। অনেক ভালো।
১৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:২৪
কথাকথিকেথিকথন বলেছেন:
গ্রাম্য বাশবাগানের পাশে জ্যোস্নায় স্নান করতে করতে শোনার মত সুর ! চমৎকার ।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:০৮
দীপংকর চন্দ বলেছেন: 'জ্যোৎস্নায় স্নান'- সুন্দর শব্দযুগল।
অনেক অনেক ধন্যবাদ কবি।
অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
অনেক শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৯:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর লিরিক!
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:১১
দীপংকর চন্দ বলেছেন: লিটন ভাই, অনিয়মিত উপস্থিতি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
যতোটা মনোযোগ দাবী করে ব্লগ, আমি মনে হয় ঠিক সে অবস্থায় নেই এখন!!!
দেখি আগামীতে কি হয়!!!
কৃতজ্ঞতা জানবেন।
অনিঃশেষ শুভকামনা।
১৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:৫৯
নীলপরি বলেছেন: অসাধারণ লাগলো ।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:১৩
দীপংকর চন্দ বলেছেন: কবির উপস্থিতিতে সম্মানিত বোধ করছি।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।
১৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৩
মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
অনেকদিন পর আপনাকে পড়লাম ;
অবশ্যই সুখপাঠ্য !!!
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪২
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা থাকছেই। অনিঃশেষ। সবসময়।
ভালো থাকবেন। অনেক অনেক ভালো।
১৯| ০৫ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮
রিয়াজ মাহমুদ শামীম বলেছেন: আহা, আহা, আহারে...
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৯
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা। অনেক। অনেক।
২০| ০৫ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৫
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,
চোক্ষের দেখায় দেখলাম একজন
চন্দ দীপংকর,
আর সুরলতায় বাইন্ধা রাখা
্একখান গীত ভয়ঙ্কর ।
সুর বান্ধিয়া চইলা গেল বিনা অন্ত্যমিল
মনের মইধ্যে ঢেউ উঠাইলো ভাবের একখান ঢিল !
[ এমন গীতিকাব্য পোস্টে করা এই মন্তব্যে যথাযোগ্য সুরারোপ করা হলো কিনা জানিনে । তবে চেষ্টার ক্রুটি ছিলোনা । ]
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১১
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
অনেক অনেক প্রাণবন্ত মন্তব্য শ্রদ্ধেয়।
উত্তর প্রদানে বারবার বিলম্বের জন্য বারবার ক্ষমাপ্রার্থনা থাকছে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
২১| ০৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
নীলসাধু বলেছেন: কেমন আছেন দীপংকর দা!!
কতোদিন পর!
আপনার সব লিখাই আমার অতি পছন্দের। ভালো লাগার। এটা আমি আগেও পড়েছি - এমন লাগছে
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৩
দীপংকর চন্দ বলেছেন: ভালো থাকার চেষ্টা চলছে কবি।
আশাকরি ভালো আছেন আপনি।
উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
শুভকামনা। শুভকামনা।
২২| ২৩ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০১
জেন রসি বলেছেন: সুর। অনুভব করলাম। চমৎকার।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৪
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা সুলেখক। অনেক।
উপস্থিতিতে কৃতজ্ঞতা।
উত্তরের দীর্ঘ বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৭ রাত ১০:১২
দিশেহারা রাজপুত্র বলেছেন: +++
অনেকদিন পর পড়লাম আপনায়। দারুণ লাগছে।