![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
কাকের সাথে কোকিলের গলায় গলায় ভাব। গভীর বন্ধুত্ব।
দেখতে দুবন্ধু অনেকটা একই রকম হলেও বড়সড়ো দুটো পার্থক্য কিন্তু আছে দুজনের মধ্যে।
প্রথম পার্থক্য হল, কাক মধুরকণ্ঠী, অসাধারণ গান গাইতে পারে সে।
অন্যদিকে কোকিলের কণ্ঠ কর্কশ। তার গান শুনে পালাতে ইচ্ছে করে সকলের।
দ্বিতীয় পার্থক্য, কোকিল ভীষণ সুন্দর বাসা বানাতে পারে, কাক পারে না।
বাসা বানাতে না পারায় কাক ডিম পাড়ে কোকিলের বাসায়। কোকিল অবশ্য কাকের এই কাজে বিরক্ত হয় না কখনও। বন্ধুত্বের খাতিরে বিষয়টাকে মেনে নেয় সহজভাবেই।
কাক আর কোকিল দূর বনে বেড়াতে গেল একদিন। হঠাৎ তাদের সাথে দেখা হল টিয়ের।
সবুজ শাড়ি পরা, পান খেয়ে ঠোঁট লাল করা টিয়েকে দেখে কাক তো পাগল প্রায়!
টিয়েকে বিয়ে করার জন্য নানা ধরনের গান গাইতে শুরু করলো সে।
কিন্তু টিয়ে ভীষণ বাস্তববাদী। সে জানে, বিয়ের পর গানের চাইতে বাসাই বেশী জরুরী। সুতরাং টিয়ের পছন্দ কোকিলকে।
ব্যাপার দেখে কাক ক্ষেপে অস্থির। সমস্ত বিষয়টাকে সে কোকিলের কারসাজি হিসেবে বিবেচনা করল। কোকিলের বাসা ভেঙেচুড়ে একাকার করল কাক।
কাকের এমন অহেতুক আচরণে কোকিলের রাগ চরমে উঠল। সেও কামড়ে-ঠোকরে ক্ষতবিক্ষত করল কাককে।
টিয়েকে নিয়ে এই ঘটনায় কাক-কোকিলের বন্ধুত্ব নষ্ট তো হলোই, উপরন্তু তাদের পারস্পরিক শত্রুতায়, রাতদিন ঝগড়াঝাটি-মারামারিতে শান্তি নষ্ট সমস্ত পাখিদের।
জরুরী সভায় বসল পাখিরা। দুটো পাখি রাতদিন যদি ঝগড়াঝাটি করে, মারামারি করে তবে তো ভারী মুশকিল! ডাক কাককে। ডাক কোকিলকে। ডাক টিয়েকে।
কাক এল, কোকিল এল, কিন্তু টিয়ে এল না। কেন? কারণ, টিয়ে বিয়ে করে শ্বশুরবাড়ি চলে গেছে ইতিমধ্যেই। কাকে বিয়ে করেছে সে? অন্য একটা টিয়েকে।
সবশুনে কাকের মাথায় হাত! কোকিল হতভম্ব!
যাই হোক, পাখিদের শান্তি নষ্ট করার শাস্তি তো পেতেই হবে কাক-কোকিলকে। কিন্তু কি শাস্তি দেয়া যায় তাদের?
অতি উৎসাহী ফিঙ্গে বলল, মৃত্যুদণ্ড!
না না! মৃত্যুদণ্ডের বিধান নেই পাখিদের মধ্যে, বলল দোয়েল।
তাহলে? বুলবুলি নাচতে নাচতে জিজ্ঞেস করল।
পাখিদের রাজা ঈগল বেশ বিজ্ঞ। বেশ সুক্ষ বিচারক্ষমতা তার। সে দৃঢ়ভাবে বলল, গান কেড়ে নাও কাকের! কেড়ে নিয়ে কোকিলকে দাও! আর কোকিলের কর্কশ কণ্ঠ জুড়ে দাও কাকের গলায়!
ঈগলের কথায় লাফিয়ে উঠল চড়ুই, বলল, এ-তো শুধু কাকের শাস্তি হল রাজামশাই! কাকের অপরাধ বেশী হলেও কাককে ছেড়ে কথা বলেনি কোকিল! আপনার কাছে বিচার প্রার্থণা না করে কোকিলও পাল্টা মেরেছে কাককে! তাই বিচার হওয়া উচিত কোকিলেরও!
ঠিক বলেছো তুমি, জলদগম্ভীর গলায় বলল ঈগল এবং স্পষ্টভাবে ঘোষণা করল, কোকিলের বাসা বানানোর ক্ষমতা কেড়ে নাও! সেই ক্ষমতা তুলে দাও কাকের হাতে!
কোকিল তাহলে থাকবে কোথায়? কোথায়ইবা ডিম পাড়বে? শঙ্কিতভাবে জানতে চাইল শালিক।
বিজ্ঞ ঈগল উত্তর দিল, কোকিল থাকবে গাছে গাছে! আর ডিম পাড়বে কাকের বাসায়! কাকের চোখ এড়িয়ে ডিম পাড়বে কোকিল! কাক যদি কোকিলের ডিম চিনতে ব্যর্থ হয়, তবে কাকের তা’তেই ফুটবে কোকিলের ছা’!
ঈগলের কথামতোই সম্পন্ন হল বিচার।
এই বিচার সম্পর্কে কোকিলের বক্তব্য কি? জানতে চাইল টুনটুনি।
কোকিল কর্কশকণ্ঠে জবাব দিতে গিয়ে দেখে অসাধারণ মিষ্টি স্বর বেরোচ্ছে তার গলা দিয়ে- কূ-উ-উ কূ-উ-উ-উ কূ-উ-উ-উ-উ-
আর কাকের বক্তব্য? জানতে চাইল কৌতূহলী মাছরাঙা।
রাজার বিচারে বিরক্ত হলেও তা প্রকাশ করা উচিত নয় মোটেই! তাই মিষ্টিস্বরে কাক জবাব দিতে গেল এবং আতঙ্কিতভাবে আবিস্কার করল, তার কণ্ঠ চিড়ে বেরোচ্ছে ভীষণ কর্কশ স্বর।
কেমন সেই স্বরটা?
কা- কা- কা-
ছবি: সংগৃহীত
০৫ ই জুলাই, ২০১৯ রাত ১২:৫০
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক দিন পর।
দুঃখপ্রকাশ করছি প্রত্যুত্তরের দীর্ঘ বিলম্বের জন্য।
শুভকামনা কবি। অনেক। অনেক।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ! দারুণ। বাচ্চারা পড়লে আনন্দ পাবে।
০৫ ই জুলাই, ২০১৯ রাত ১২:৫২
দীপংকর চন্দ বলেছেন: দুঃখপ্রকাশ প্রথমে।
উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব আমাকে লজ্জায় ফেলছে রীতিমতো।
শুভকামনা জানবেন। অনেক।
ভালো থাকবেন। সবসময়।
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,
রূপক লেখা ।
সমাজের বিচারের চিত্রটা এমন হলে ভালো হতো । সেই বিজ্ঞ ঈগল কই পাবে এ সমাজ ?
তা , চাঁন্দ তাহলে আকাশে উঠলো অবশেষে ? আশা , আলো ছড়িয়ে পড়বে তার আর তা থাকবে নিরবিচ্ছিন্ন ।
শুভেচ্ছান্তে ।
০৫ ই জুলাই, ২০১৯ রাত ১২:৫৭
দীপংকর চন্দ বলেছেন: দুঃখিত অনেক অনেক।
নাহ! সবাই চাঁদ নয়, সবাই আলো ছড়াবার ক্ষমতা রাখে না।
ব্লগে লেখার মতো যোগ্য ভাবি না নিজেকে।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমার যতো ভুল-ত্রুটি।
শুভকামনা জানবেন শ্রদ্ধেয়। ভালো থাকবেন সবসময়।
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৭
সনেট কবি বলেছেন: দারুন লিখেছেন।
০৫ ই জুলাই, ২০১৯ রাত ১২:৫৯
দীপংকর চন্দ বলেছেন: ক্ষমাপ্রার্থনা দীর্ঘ দেরির জন্য।
শুভকামনা। শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০২
আখেনাটেন বলেছেন: রুপকের আড়ালে কিছু বোঝাতে চেয়েছেন মনে হচ্ছে।
০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:০১
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
দূর! কি এমন বুঝি যে ভিন্ন কিছু বোঝানোর চেষ্টা করবো!
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের বিলম্ব।
শুভকামনা। অনেক।
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৯
টুটুল বলেছেন: অনন্যসাধারণ সৃজনশীলতা।
০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:০৩
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।
ক্ষমা করবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
শুভকামনা। শুভকামনা অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৩
ওমেরা বলেছেন: রূপক গল্পে যা বুঝাতে চেয়েছেন তা না বুঝলেও গল্পটে খুব মজার হয়েছে ।
০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:০৫
দীপংকর চন্দ বলেছেন: অনিঃশেষ কৃতজ্ঞতা।
ক্ষমাপ্রার্থনা প্রত্যুত্তরের বিলম্বের জন্য।
আমার শুভকামনা জানবেন। অনেক।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৭
রাজীব নুর বলেছেন: আগামী দশ বছরের মধ্যে এ দেশে যা ঘটবে:
১. যেসব প্রবাসী সুখ-সমৃদ্ধির আশা দেশ ছেড়েছিলেন তাদের ৫০% দেশে ফিরে আসবেন।
২. বর্তমান দুর্নীতির ৭০% কমে যাবে।
৩. রাজাকারদের মতো দুর্নীতিগ্রস্তদের তালিকা হবে। মানুষ তাদেরকে ঘৃণা করবে। সামাজিকভাবে বয়কট করবে। আত্মীয়তা করবে না।
৪. আলেমগণের বয়ানে দান-খয়রাতের না; থাকবে স্বয়ম্ভরতার বয়ান এবং উন্নয়নের কথা।
৫. ঢাকা শহরের সম্প্রসারণ না হয়ে বিকেন্দ্রীকরণ হবে। গ্রামে গ্রামে নাগরিক সকল সুবিধা চলে যাবে।
৬. উচ্চ শিক্ষার হার কমবে। কর্মমুখী শিক্ষায় মানুষের ঝোঁক বাড়বে।
৭. লেবাসী ধর্মকর্ম কমে যাবে।
৮. ধনী ও গরিবদের মধ্যে ব্যবধান কমে যাবে।
৯. এনজিও কার্যক্রম বলতে গেলে থাকবেই না।
১০. বিপুল পরিমাণ কবি কমে যাবে।
১১. বই প্রকাশকদের অবস্থা ভয়াবহ খারাপ হবে।
বাকিগুলো আপনারা লিখুন।
০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:০৭
দীপংকর চন্দ বলেছেন: আশা মানুষকে প্রেরণা দেয় আমৃত্যু।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন সবসময়।
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: এক কথায় অসাধারণ। +++++
০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:০৮
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা, এবং কৃতজ্ঞতা।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন সবসময়। অনেক অনেক ভালো।
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০
সেলিম আনোয়ার বলেছেন: দারুন লিখেছেন। আপনি চমৎকার পোস্ট করেন। আপনার একটি কবিতার ব ই আমার সঙগ্রহে আছে।