![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
কালো বিড়ালটা কথা বলতে পারতো, হয়তো অবিশ্বাস্য শোনাচ্ছে, অথচ আমার দেখা শ্রেষ্ঠ গল্পকথক আমি ওকেই বলবো
ও আমার বিছানায় ঘুমোতো, রান্নাঘরে ঢুকতো না পারতপক্ষে, খাবার টেবিল ছিলো ওর অন্যতম পছন্দের জায়গা
বাজার থেকে আনা ভালো মাংসটুকু ও-ই নিতো, জড়তাহীন ভঙ্গি একেবারে, যেন আমি নই, ও-ই হচ্ছে পরিবারের সর্বেসর্বা, কর্তাপ্রধান কিংবা নিরঙ্কুশ ক্ষমতার অধিকারীর মতো, ভাজা ইলিশের টুকরো খুব কম দিনই কপালে জুটেছে আমার, তবে এসব ভারি গৌণ মনে হতো যখন ও গল্প বলা শুরু করতো
গল্পের বিষয়বৈচিত্র্যে ডুবে যেতাম আমি, মহাকাশ থেকে অতল সাগরের অনাবিষ্কৃত জগত্, আমি একটা ঘোরে আটকে যেতাম, গল্প বলার সময় ঝকঝকে মার্বেলের মতো চোখ দুটো একদম স্থির থাকতো ওর, শুধু মুখটা নড়তো, মুখের ভেতর হালকা গোলাপি রঙের ছোট জিহবার জাদুকরী আলোড়ন সৃষ্টি করতো মন্ত্রমুগ্ধতা
ওর গোঁফের আড়ালে মাঝে মাঝে উঁকি দিতো রহস্যময় ক্ষীণ হাসি, বলতে দ্বিধা নেই, আমি কালো বিড়ালের গল্পে ভেসে বেড়াতাম, আমার অবসরের ডুবসাঁতারে কালো বিড়ালের গল্পই থাকতো কেবল, আমি ডায়েরিতে লিখে রাখতাম ওর গল্পগুলো, দু'একটা পাঠাতাম পত্রিকায়, কোনোটাই ফেরত আসতো না, ছাপা হতো প্রতিটিই, আপনারা সেগুলো পড়তেন সাহিত্যপাতায়, জানতেন না 'ক্যাপ্টেন নিমো' ছদ্মনামের আড়ালে আমার কালো বিড়ালের গল্প সেগুলো
গল্পকারের পরিচয় নিয়ে মাথাব্যথা ছিলো না সম্পাদকের, পত্রিকার পাতা ভরলেই নির্ভারচিত্তে বাড়ি ফিরতেন তিনি, হেঁড়ে গলায় গান গাইতে গাইতে
০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:১১
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
হয়তো! অথবা নয়!
শুভকামনা। অনেক অনেক শুভকামনা।
২| ০৫ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৪
রাজীব নুর বলেছেন: তারপর??
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪৬
দীপংকর চন্দ বলেছেন: দুঃখপ্রকাশ করছি উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।
ক্ষমাপ্রার্থনা থাকছে।
শুভকামনা জানবেন, অনেক অনেক।
৩| ০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:০৪
নীলপরি বলেছেন: ভালো লাগলো লেখা ।
কেমন আছেন ?
শুভকামনা
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪৭
দীপংকর চন্দ বলেছেন: উত্তরে দীর্ঘ দিন পর 'ভালো আছি' বলছি, হয়তো আপনি জানবেন না সেটা!
দুঃখপ্রকাশ অনিচ্ছাকৃত বিলম্বের জন্য।
শুভকামনা জানবেন, অনেক অনেক শুভকামনা।
৪| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ৮:১৭
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ,
কৃষ্ণগহ্বর থেকে বেরিয়ে এসে এক কৃষ্ণকলির কথাই লিখলেন।
হেঁড়ে গলায় গান গাইতে গাইতে মাথাব্যথা ছাড়াই সম্পাদক হয়তো ঘরে ফিরতে পারেন কিন্তু পাঠকদের তো অনেক মাথাব্যথা থাকেই কারো লেখা নিয়ে, লেখককে নিয়ে। তাই গল্পকারকে নিয়ে একটু মাথা ঘামাই-------------
মনে হয় কোনও এক কৃষ্ণকলির চক্করে ফেঁসে গেছেন গল্পকার। এখন গল্পকারকেই হেঁশেল ঠেলতে হচ্ছে। কারন কৃষ্ণকলি রান্নাঘরে ঢোকেনা পারতপক্ষে। তার উপর মাছমাংস তারই বরাদ্দে সবটাই, গল্পকার পাঁচকের কপালে জোটেনা তেমন একটা।
তবে লাভের মধ্যে গল্পকারের এইটুকুই, গল্পকারের বিছানার ওমে শুয়ে শুয়ে কৃষ্ণকলি যে তাকে আগড়ুম বাগড়ুম গপ্পো শোনায় তা লিখেই পত্রিকার পাতা ভরানো যায়। গল্পকারের কিছু উপরি মেলে।
"কৃষ্ণকলি আমি তারেই বলি" বলতে পারলেই গল্পকারের শান্তনা নইলে কৃষ্ণকলির কামড়ে তাকে তো ঘর ছাড়তে হয়
ছোট্টোর মধ্য ভালো লেখা হয়েছে।
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪৮
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
আপনার বর্ণনা অনেক বেশি আকর্ষণীয় এবং এভাবে চিন্তা করতে পারার ক্ষমতা আমার কাছে অন্তত ঈর্ষণীয়ও!
উত্তর প্রদানে বাত্সরিক বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থনা অযুত সহস্রবার।
অনেক অনেক ভালো থাকবেন শ্রদ্ধেয়।
আমার শুভকামনা জানবেন অনিঃশেষ, সবসময়।
৫| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ৯:৫৬
সুমন কর বলেছেন: কেমন আছেন?
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪৯
দীপংকর চন্দ বলেছেন: বরাবরের মতো ভালো থাকার চেষ্টা যাপিত জীবনে।
কেমন আছেন আপনি?
ক্ষমাপ্রার্থনা উত্তর প্রদানে দীর্ঘ বিলম্বের জন্য।
শুভকামনা, অনেক অনেক শুভকামনা।
৬| ২১ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৪৭
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৫০
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কথাসাহিত্যিক।
আপনার উপস্থিতি বিশেষ সম্মান বহন করে আমার জন্য।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
শুভকামনা। অনিঃশেষ শুভকামনা।
৭| ০৩ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪২
দৃষ্টিসীমানা বলেছেন: আপনার স্নেহে বিড়ালটি সাহসী হয়ে উঠলো ।
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৫১
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
স্নেহের সাথে সাহসী হয়ে ওঠার সম্পর্কের বীজ সম্ভবত সৃষ্টির আদিতেই প্রোথিত!
শুভকামনা জানবেন, অনেক।
এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
ভালো থাকবেন সবসময়।
৮| ০৩ রা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
খায়রুল আহসান বলেছেন: চমৎকার ছোটগল্প। + +
ছবিটাও সুন্দর!
আহমেদ জী এস এর মন্তব্যটা ভাল লেগেছে।
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৫১
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা, অনেক অনেক শুভকামনা।
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।
এবং ভালো থাকবেন সবসময়, অনেক।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৯ রাত ১:০৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কালো বিড়ালটা কখনোই কৃষ্ণকলি হতে পারে না ।

...........................................................................
কৃষ্ণকলি : এতে মেয়েদের ভীষন কালোর মাঝেও অদ্ভুদ সৌন্দর্যর কথা
বিবেচনা করা হয় ।