নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

ব্লগার চাঁদগাজীকে প্রশ্ন ?

২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০১

1.আপনার আগে ব্লগে কয়টি নিক ছিলো?
এবং সেগুলো কি কি?
2.ফার্মার কি আপনার নিক?
3.আপনি কি "আমার ব্লগে" লিখতেন?
4.স্বর্ণা কে?
5.আপনাকে কেন এতবার ব্যান করা হয়েছিলো?
6.আপনি কত সাল থেকে ব্লগিং করেন?
7.আপনি কেন ইমো ইউজ করেন না?

মন্তব্য ৮২ টি রেটিং +২/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: আই হোপ ইউ উইল গিভ আনসার :)

২| ২২ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:


সামুতে আমার ৬টি নিক ব্যান খেয়ে। এটা ৭ নং নিক; ফারমার, খেলাঘর, পংবাড়ী, লেখক-৭১, পাঠক-৭১, ইপিআর-৭১

ফারমার, আমার নিক ছিলো।

হ্যাঁ, আমার ব্লগে লিখতাম।

স্বর্ণা একজন মেডিক্যাল ছাত্রী

আমাকে হয়তো ১৫ বারের বেশী ব্যান করা হয়েছে ( সামু ও অন্যগুলো মিলে)

আমাকে ব্যান করা হয় আমার বক্তব্য ও মন্তব্যের জন্য

ইমোর অর্থ বুঝি না আমি!


****** আপনার লেখা ১ম পাতায় যায় না?

২৩ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ উওর দেবার জন্য ।
হ্যাঁ আমার লেখা প্রথম পাতায় যায় না |
আসলে তার দরকার নেই :)
ইমো অর্থ আপনি :) -এই সব চিহ্ন কেন ব্যবহার করেন না |
আর ঐ নিকগুলো এখনো ব্লগে আছে ? নাকি সামু মুছে ফেলেছে ?
খাকলে লিংক দিবেন?
আপনার স্ট্রেইটকাট কথা আমার খুব ভালো লাগে |তাই আগের নিকের লেখাগুলো পড়তে চাই :)

৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:১০

চাঁদগাজী বলেছেন:


আগের সব লেখাগুলোতে যাওয়া যায় না; "খেলাঘর" নিকে আমি যেতে পেরেছিলাম; সম্প্রতি চেষ্টা করিনি।

আপনি [email protected] এ ইমেইল করে, আপনাকে ১ম পেইজে লেখার অনুমতি দিতে অনুরোধ করবেন।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ উওর দেওয়ার জন্য ।
আমার প্রথম পাতায় যাওয়ার দরকার নেই :) আপাতত রিসার্চে ব্যস্ত আমি :(
আপনার আগের কোনো নিক কি হ্যাক হয়েছিলো?
আপনার বর্তমান আইডিতে পুরোনো পোস্টে এরকম হ্যাক হবার কথা বলেছেন

৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


না, আমার নিক কখনো হ্যাক হয়নি; আমার একই নিকে কেহ একজন ফেইসবুক চালাচ্ছে; আমি অনুরোধ করেছিলাম বন্ধ করার জন্য, কিন্তু বন্ধ করেনি।

আমার নিকের মতো প্রায় একই রকম নিক নিয়ে কয়েকজন ২০১৫ সালে সামান্য গন্ডগোল করেছিল; তবে, কোন সমস্যা হয়নি, ওরা আজকাল সেগুলো ব্যবহার করে না।

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ |
ভালো থাকবেন :)

৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"7.আপনি কেন ইমো ইউজ করেন না?"
--- চাঁদগাজীর ইমোর দরকার পড়ে না:P

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো বলেছেন |
তিনি আমাদের ব্লগের সেরা পলিটিক্স এনালিস্ট :)
আশা করি উনি আরো ৬৬ বছর বাঁচবেন :)

৬| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫০

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: উনার সম্পর্কে তো ভালই রিসার্স করেছেন।

@"তিনি আমাদের ব্লগের সেরা পলিটিক্স এনালিস্ট""
--- গঠনমূলক সমালোচনায় উনি পিছিয়ে।

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: হ্যাঁ উনি গঠনমুলক সমালোচনায় পিছিয়ে আছেন কিন্তু তাঁর বয়সতো আর কম হলো না :)
তবে তার কমেন্টেও অনেক কিছু জানা যায় :)
হ্যাঁ আমি উনার উপর রিসার্চ করছি একথা বলতে পারেন :)
আশা আছে তাঁর সব পোস্ট পড়ার

৭| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

কাওসার চৌধুরী বলেছেন:


এতোদিন প্রিয়.... চাঁদগাজী ভাইয়ের সাথে পরিচিত ছিলাম.....
....... আজ চাঁদগাছী ভাইকে চিনলাম।

প্রশ্ন হলো, বয়স.......প্রজ্ঞা......আর মানুষ হিসাবে কে সেরা?
.......গাছী/গাজী?

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ভাই গাজীই প্রথম গাজীই সেরা :)
আমার নিক তাঁর নামেই দিয়েছিলাম কিন্তু এখন আমি আমার নিক চেন্জ করবো
কাভা ভাইকে কমেন্টে বললাম দেখি কি হয়
আর আমিতো নিতান্ত সাধারন ব্লগার |
মানুষ হিসেবেও ভালা না হে হে :)
শুভ ব্লগিং :)

৮| ২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

কাওসার চৌধুরী বলেছেন:


সুন্দর বলেছেন। গাজীই সেরা।
কিন্তু এখন শুধু সেরা নাম দিয়েও পানির ট্যাংকী পাওয়া যায়!!!

২৪ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: হা হা
ভালো বলেছেন :)

৯| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: সময় করে, নতুন একটা পোস্ট দিন। আড্ডা দেয়া যাবে।।

২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন পোস্ট দিবোনে :)
আপাতত ব্যস্ত আছি :(
My target is to read every post posted by chandgazi.From his first nick to this chandgazi one.I am also interested in weaponology.Especially AVTOMAT KALASHNIKOV and SPY DRONES.I also have deep knowledge in cyber security.Will write asap am free man :)

১০| ২৪ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৪৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: ওকে।। আপনি চাঁদগাজী নিয়েই থাকেন, আর গোয়েন্দাগিরি করেন। :(

চাঁদগাজীর চেয়েও ভাল সমালোচক ব্লগার দেশে আছে। তাদের খুঁজে বের করার দায়িত্বটা গোয়েন্দা ভাইকে দিলাম।।

আপডেট কিছু পেলে জানাবেন।।:)

২৫ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: ওকে ওকে :) :)
আপাতত আমার মনের আকাশে চাঁদ উঠেছে :)
আরো সমালোচক আছেন জানি বাট চাঁদগাজী ইজ দি ওল্ডেস্ট :)

১১| ২১ শে জুলাই, ২০১৮ রাত ১:২২

চাডেরনুর বলেছেন: আমু ব্লগে উনি নিদারুণ লাঞ্চিত হয়েছিলেন

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি.....

১২| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫০

আরজু পনি বলেছেন: অফটপিকে প্রশ্ন করলাম। দুঃখিত।
’আর্কিওপটেরিক্স’ মানে কী? ভাবলাম সার্চ দেবার আগে জেনে নিই আপনার কাছ থেকেই। কিন্তু ইংরেজি বানানটা কেমন হয় দেখতে নিজেই সার্চ দিলাম।
সামহোয়্যারইন থেকে কতো কিছু যে শিখছি!!
Paleontologists view Archaeopteryx as a transitional fossil between dinosaurs and modern birds. With its blend of avian and reptilian features, it was long viewed as the earliest known bird. Discovered in 1860 in Germany, it's sometimes referred to as Urvogel, the German word for "original bird" or "first
এর বাইরে আপনার মতামতটা দিবেন আশা করি।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: In my opinion Archaeopteryx refers to connection between old and new.From the ancient bird to the bird of the new era there is a constant change.And our life is just change of time.

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: And yes I will not mind if you ask offtopic questions.

১৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৩

আরজু পনি বলেছেন: হিহি
আগের বাঘের সাথে বর্তমান পাখি হলে কতোই না ভালো হতো :P

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: Tigeroteryx hoto. :-B

১৪| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৪

উদাসী স্বপ্ন বলেছেন: আমি চিনছি আপনে কেডা! এখন কি এশিয়াতে?

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি কেডা :-B ??? ??
আমি এশিয়ায় মানে???

১৫| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: এখনো সেফ হননি ? ব্লগে সময় দিতে হবে

গাছী ভাই নিক চেঞ্চ করলেন প্রোপিক করলেন না যে ?

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: I am a safe blogger B-)
Will give time in blog
Propic will give clue what my older nic was

১৬| ১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রোপিকের ব্যাপারে আমারও তাই মনে হয়েছিল।

ভাল থাকবেন।

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: Thanks :D

১৭| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৭

হাঙ্গামা বলেছেন: :-B

১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: ;)

১৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৭

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, বাংলাদেশে একটা হাই আইকিউ সোসাইটি খোলা দরকার, মেনসার মতো। আপনার কি মত???

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: MENSA একটা জোসস কমিউনিটি :)
তাই খুললে দারুণ হবে :)

১৯| ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: Here

২০| ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

খায়রুল আহসান বলেছেন: ভাল লাগলো প্রশ্নোত্তরে এ ব্লগিং পোস্ট। চাঁদগাজী সাহেব অনেস্টলী এবং অকপটে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, এটাও বেশ ভাল লেগেছে।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয় মন্তব্য করার জন্য :)

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আর আমার ব্লগে স্বাগতম :)

২১| ২৫ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৮

খায়রুল আহসান বলেছেন: আরো লিখুন, আবার আসবো ইন শা আল্লাহ!

২৫ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: অবশ্যই শ্রদ্ধেয় :)

২২| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চাঁদগাজী ভাইয়ের কীটকাট কথার জন্য আমার কাছেও ভাল লাগে! আপনার রিসার্চের পদ্ধতি দেখে মুগ্ধ হলাম।
রিসার্চ থেকে আরো লেখুন, খায়রুল ভাই যেটা বলছেন আমি সেটাই বলি!

২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

২৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বাহ! আপনি তো বড় কৃপণ!

শুধুই ধন্যবাদ! আচ্ছা, নানাস্তাখাস্তা না হয় নাই বা করলাম! আপনার হয়ে আমি নিজেকে আপনার ব্লগবাড়িতে স্বাগতম জানয়ে দিলাম! :(

২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি তো বড় কৃপণ :-B
নিমন্ত্রণ গ্রহণ করা হলো ;)

২৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩৭

সূর্যালোক । বলেছেন: মন্তব্য দেখে যা বুঝা যায়,আপনি ভালো লিখতে পারেন বা পারবেন।

৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ইয়েস আমি লিখতে সিদ্ধহস্ত কিন্তু সময় পাই না :(

২৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৭

সামিয়া বলেছেন: হাহাহাহা এই অবস্থা :)

৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: হাহাহাহা এই অবস্থা
কি অবস্থা আপি B:-)
বলো না B-))

২৬| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮

ডঃ এম এ আলী বলেছেন: অনেক তথ্য জানা গেল ।

০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

২৭| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৩:৫১

এলিয়ানা সিম্পসন বলেছেন: হুম।

০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনিই তো এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ;)
বাকি অংশ নিচের কমেন্টে

২৮| ০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার ব্লগ এ লেখাঃ :
দুঃখিত, আপনাকে ব্যান করা হয়েছে
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণার ব্লগে লেখা :
Banned
E.T denotes ALIENS
আর আপনি চাঁদগাজীর ব্লগে প্রচুর কমেন্ট করেন B:-)
Same as এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা
Links:
Your blog
ET blog
Posts:
A post
Am I right or am I wrongly right B-))

২৯| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

এলিয়ানা সিম্পসন বলেছেন: So? Everyone knows that.

০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: Everyone but I didn't :(
This is.....soooo baaaad B:-)
Don't mind miss alien B-))
Thnx for answering ;)
Offtopic:
Bebe Rexha এর I Got You শুনেছেন??
দারুণ B-))

৩০| ০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৬

হাসান রাজু বলেছেন: উনি গঠনমুলক সমালোচনায় পিছিয়ে আছেন ।
এটা উনার বেশ বড় একটা নেগেটিভ সাইড। আর উনার সাথে দ্বিমত হলে উনি আপত্তিকর শব্দ ব্যাবহার করেন। কিন্তু সবচেয়ে ভাল গুণ হল, কখনো ক্ষেপে যান না। সব মন্তব্যের উত্তর দেন। নূর ভাইকে দেখলাম বেশ ভালই চাঁদগাজী ভাইয়ের পিছু নিয়েছিলেন । উনাদের খুনসুটি উপভোগ করেছিলাম। নূর ভাইয়ের ধারনা উনি বাঘা তেতুল কেমন জিনিস সেটা চাঁদগাজী ভাইকে হাড়ে হাড়ে টের পাইয়েছেন । কিন্তু সবাই জানি, চাঁদগাজী ভাই ছাড় দেয়ার পাত্র নন। তবে অনেকটা নরম হয়েছেন বুঝা যায়।

চাঁদগাজী সাহেব চলমান রাজনীতিতে বিরক্ত। সেই ৭১ থেকে এখন পর্যন্ত যেভাবেই রাষ্ট্র চলেছে সেটাতে বাকি ৯৯.৯৯ জন বাঙ্গালীর মত তিনিও হতাশ। অন্তত উনার লেখার শুরু দেখে তেমনি মনে হয়। কিন্তু উনার লখায় কখনো দেখি নাই নতুন প্রজন্মকে নতুন চেতনায় উদ্বুদ্ধ করতে। যেন তারা এই সব বাতিল রাজনীতির বাহিরে গিয়ে একটা সৎ রাজনীতির ধারা তৈরি করতে পারে।

০৩ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ
আমার ব্লগে স্বাগতম :)

৩১| ০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:২৯

এলিয়ানা সিম্পসন বলেছেন: You are so boring!

০৩ রা নভেম্বর, ২০১৮ রাত ৮:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: O man.......
What do you like??

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: Can I get the reason why I am boring B:-)

৩২| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

অপু দ্যা গ্রেট বলেছেন:
চাঁদগাজী স্যারে কে চিনি আমি যখন লিখতে শুরু করলাম তখন থেকে । ওনার সোজাসাপ্টা কথা বলাটাই বেশি ভাল লাগে । তবে ওনাকে মাঝে মাঝে খুজে পাই না ।

পরে জানতে পারি ওনাকে কমেন্ট ব্যান করে দিয়েছে । তবে সব দিক থেকে আমার প্রিয় ব্লগারদের মধ্যে একজন ।

ভাল থাকবেন স্যার ।

@আর্কিওপটেরিক্স

সামুতে স্বাগতম । আমারও ওয়েপেন নিয়ে অনেক ফ্যাসিনেশন আছে । আশা করি আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পরব ।

০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: চাঁদগাজীর কমেন্ট ব্যান আর নেই :)
ধন্যবাদ মন্তব্যের জন্য :)

৩৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার প্রশ্ন উত্তর পর্বটি পড়ে খুব ভালো লাগলো। শ্রদ্ধেয় ব্লগার মিস্টার গাজী সম্পর্কে আপনার আগ্রহ দেখে আনন্দ পেলাম। বিষয়টা জানানোর জন্য আমার কমেন্টে আগমন । আপনি ওনার ওপর আরো বেশি খোঁজ খবর নিন। আমরাও আপনার মাধ্যমে অনেক কিছু জানতে পারবো।


শুভকামনা জানবেন।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: উনার উপর গবেষণা শেষ।
যেকোন সময় পোস্ট হবে ;)
পাশে থাকবেন :)

৩৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৫

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক কিছু জানা হলো

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৩৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪৭

এস এম ইসমাঈল বলেছেন: শ্রদ্ধেয় ব্লগার চাঁদ গাজী ভাই এর ব্যাপারে আমিও খুব ইন্টারেস্টেড। অপেক্ষায় থাকবো। হ্যাপি ব্লগিং, ডিয়ার ব্রাদার।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংস :)

৩৬| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

পলাশবাবা বলেছেন: ও মোর খোদা!!! বৃদ্ধ বয়সে একি দেখতে হল।

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: কি দেখলেন হুর নাকি পরী ;)

৩৭| ২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

পলাশবাবা বলেছেন: হুরপরী দেখলে স্বভাবতই মন্তব্য করার সময় পেতাম না।
জিয়া বা জিয়া পরিবারের প্রতি আক্রোশ দেখে আমি ভেবেছিলাম একমাত্র জিয়াই চাঁদগাজীর ***** মেরেছে।
কিন্তু দেখা যাচ্ছে চাঁদগাজী নিয়মিত ***** মারা খান।
উনার সাইকোলজিক্যাল ডিস অর্ডার স্বাভাবিক।

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: পলাশবাবা বলেছেন: হুরপরী দেখলে স্বভাবতই মন্তব্য করার সময় পেতাম না
=p~ =p~ =p~

আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ।

৩৮| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫১

chondrobhuk বলেছেন: চাদগজী সরকারি কোনো গোয়েনদা সংস্‌থার এজেন্‌ট

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

৩৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৭

খাঁজা বাবা বলেছেন: --- গঠনমূলক সমালোচনায় উনি পিছিয়ে।
আমিও তাই মনে করি।

২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ

৪০| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৮

খায়রুল আহসান বলেছেন: And our life is just change of time. - ১২ নং প্রতিমন্তব্যে খুব সুন্দর বলেছেন এ কথাটা।
আজ একনাগাড়ে আমার বেশ কয়েকটা পোস্ট পড়ে মন্তব্য রেখে এসেছেন- অনেক অনুপ্রাণিত হ'লাম। :)

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম :)

ধীরে ধীরে আপনার সব পোস্ট পড়বো....

ভালো থাকবেন :)

৪১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

খায়রুল আহসান বলেছেন: ধীরে ধীরে আপনার সব পোস্ট পড়বো.... ... আমিও, আপনারগুলো, ইন শা আল্লাহ!

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: আবারো আসার জন্য অশেষ ধন্যবাদ :)
দেখা হবে পোস্টে কমেন্টে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.