নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

আমার ব্লগ যাত্রা

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৭


সেফ হয়েছি সেই কবে।
কিন্ত পোস্ট করার সময় পাচ্ছিলাম না।
অবশেষে আজ সেই সময়টা হলো :)

সামুতে আসা শুরু হয় কোন এক বিষয়ে গবেষণা করতে গিয়ে। তারপর একাউন্ট খোলা,সেফ হতে কতকাল গড়িয়েছে।যদিও সেফ হওয়ার কোনো ইচ্ছাই ছিলো না ;)

একসময় ব্লগে আমি ব্লগার চাঁদগাজীর উপর গবেষণা করছিলাম। সে গবেষণা শেষ হয়েছে :)

মাঝে সামুর নানা ত্রুটি খুঁজেছি। সেগুলো জানিয়েছি সামুর এপ সম্পর্কিত পোস্ট এ। মডুরা আমাকে যথাযথ রিপ্লাই দিয়েছেন। তাদেরকে ধন্যবাদ :)

আরও বাগ আছে :(
সেগুলো কতৃপক্ষকে মেইল করবো সময় পেলে।
এখন অন্য বিষয়ে গবেষণা করছি।

সব সময়ই ব্লগের সবাই আমাকে সহায়তা করেছেন।
আমি সবার কাছে কৃতজ্ঞ :)
বিশেষভাবে বলতে হয় ব্লগার চাঁদগাজীর কথা। উনি আমার সকল প্রশ্নের জবাব দিয়েছেন। সেজন্য তাকে ধন্যবাদ।

আজ একটা পোস্ট দিয়েছিলাম শুধু ছবি দিয়ে। এটা ছিলো ব্লগ এর প্রতিক্রিয়া দেখার জন্য। মডু আমাকে নিরাশ করেনি :)
সাথে সাথেই পোস্টটি মুছে দিয়েছেন :)
উল্লেখ্য ছবিটা ছিলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফোন Xiaomi Black Shark এর ;)
Google এ দেখুন B-))
একদিন সময় করে ফোনটির রিভিউ দিবো। দিতে পারবো তো কাভা ভাই নাকি ব্যান করে দিবেন??? :-B

সামুতে আমি নানা বিষয়ে লিখব। সৃষ্টিকর্তার কল্যাণে সাহিত্য,গান,প্রোগ্রামিং,সাইবার স্পেস,টেকনোলজি,বিজ্ঞান,বই,ভ্রমণসহ সব বিষয়ই একটু আধটু চর্চা করি।

সামনে আমার যেসব পোস্ট আসবে:

১.প্রতিদিন একটা করে বই এর রিভিউ (প্রায় ৬ হাজার এর মতো বই পড়েছি।আর প্রতিদিনই একটু হলেও বই পড়ি)
২.মেনসা নিয়ে পোস্ট (It's a high IQ society ব্লগার প্রান্ত আমার পোস্ট এ কমেন্ট করেছিলো এটা নিয়ে)
৩.চাঁদগাজীর উপর গবেষণার ফলাফল :)
৪.ব্লগের ভূত :P
৫.নানা টেকি পোস্ট :)
৫.চমক B-)

বি.দ্রঃ সময় পেলেই পোস্ট আসিবে :P

প্রিয় সহব্লগারদের সঙ্গে পাব তো???

মন্তব্য ৮৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

সাদা মনের মানুষ বলেছেন: লিখতে থাকুন, দেখা হবে মাঝে মাঝে

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: অবশ্যই
ধন্যবাদ :)

২| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪

ইফতেখার ভূইয়া বলেছেন: হাত খুলে লিখে যান, শুভ কামনা রইল। B-)

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ

৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

অপু দ্যা গ্রেট বলেছেন:

আশা করি বইয়ের রিভিউ থেকে অনেক বই সংগ্রহ করতে পারব ।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২০

হাবিব বলেছেন:

তিন আর চারে আমার আগ্রহ বেশি............

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি ;)
সাথে থাকবেন :)

৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

তারেক ফাহিম বলেছেন: সামুতে আমি নানা বিষয়ে লিখব। সৃষ্টিকর্তার কল্যাণে সাহিত্য,গান,প্রোগ্রামিং,সাইবার স্পেস,টেকনোলজি,বিজ্ঞান,বই,ভ্রমণসহ সব বিষয়ই একটু আধটু চর্চা করি।

সৃষ্টিকর্তার কল্যাণে বুঝিনি ব্যাপারটা।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: Um....
Don't we say for God's sake???
এটাও সেরকম :)
আল্লাহর রহমতে ধরে নিন
Is it clear??

৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২২

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চালিয়ে যান।
আপনার জন্য শুভকামনা রইল।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন:
ম্যাওপ্যাও ভায়া!
প্রথম পেজে আয়া!!!
ইংলিশে কেন কমেন্ট করো
নেই কি তোমার হায়া???:D



সমসাময়িক রাজনীতি নিয়ে একটা পোস্ট দিয়েন। বোঝা যাইবে পড়িয়া পড়িয়া মগজ কতটা বাড়িয়াছে/খুলিয়াছে। উহা হাতির সমপরিমান না কি!!!:P

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ম্যাওপ্যাও ভায়া! :-P
প্রথম পেজে আয়া!!!
Yep Baby ;)
ইংলিশে কেন কমেন্ট করো
নেই কি তোমার হায়া?
আছেতো B-))
এমনি :)

সমসাময়িক রাজনীতি নিয়ে একটা পোস্ট দিয়েন। বোঝা যাইবে পড়িয়া পড়িয়া মগজ কতটা বাড়িয়াছে/খুলিয়াছে। উহা হাতির সমপরিমান না কি!!
দেখা যাইবে :-B
হাতি না হইলেও হামিংবার্ডের সমপরিমান হইবেক :P

৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬

সৈয়দ ইসলাম বলেছেন: ভালই উদ্যোগ, আশাকরি এতে জাতীকর্তৃক আপনার উপর পড়ে থাকা সকল সন্দেহ দূর হবে।


তো শুরু হোক ভোঁ দৌড়...

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: জাতীকর্তৃক আপনার উপর পড়ে থাকা সকল সন্দেহ B:-)
ইহার অর্থ কি???
ধন্যবাদ
সাথে থাকবেন :)

৯| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮

বিজন রয় বলেছেন: অভিনন্দন।

আমাদের অবশ্যই পাবেন।
ভাল ভাল লিখুন।

তবে এত কিছু বিষয় থাকতে চাঁদগাজীকে নিয়ে গবেষণা কেন?

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: Somewhereinblog লিখে Google বা যেকোন সার্চ ইন্জিনে সার্চ দিন।
চাঁদগাজীকে পাবেনই ;)
আর উনার এত নিক!!!
সেটাও একটা কারণ :)

ধন্যবাদ
সাথে থাকবেন :)

১০| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

আরোগ্য বলেছেন: আপনি দেখছি বইয়ের কীরা। রিভিউ পড়ার অপেক্ষায় রইলাম।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি বই এর কীট
বই ছিঁইড়া ছিঁইড়া খাই ;)
সাথে থাকবেন :)

১১| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: অভিনন্দন।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

১২| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

নজসু বলেছেন:



ব্লগে স্বাগতম।
পোষ্টগুলোর অপেক্ষায় রইলাম।

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

১৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

ব্লগার_প্রান্ত বলেছেন: I am a simple man, i see my name, i press the like button.

০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: Don't say that boy ;)
Here is what I say:
Simplicity is the ultimate complexity
Stay tuned :)

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: Mensa নিয়া পোষ্ট আসছে......

১৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৭

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ২ নং এর অপেক্ষায় ! ট্রাক্টরে কবে প্লেন হইবো জানাইয়েন। স্বাগত আপনাকে।

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: এট লাস্ট!!!
কেউ মেনসাকে চায় :P
ট্রাক্টরে কবে প্লেন হইবো
হবেতো কোন একদিন B-)

১৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

তারেক_মাহমুদ বলেছেন: বেশ ভাল কথা, আপনার বুক রিভিউ পড়ার অপেক্ষায় রইলাম, ব্লগের ভুতের সাথেও পরিচিত হতে চাই।

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ
সাথে থাকবেন :)

১৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

স্রাঞ্জি সে বলেছেন:

ভালই মাস্টারপ্ল্যান নিলেন, এবার দেখা যাক.... প্ল্যানের বাস্তবতায় কতটুকু পেতে পারি।



চাঁদ গাজীরে আমি কয়েকদিন পর একটা পোস্ট দিবু.....

একটা কথা, ব্লগে অনেক ব্লগার চাঁদ গাজীর সুনাম করার পোস্ট পাইছি। কিন্তু তার দূর্ণাম নিয়ে কোন পোস্ট চোখে পড়েনি। আপনার চোখে পড়ে থাকলে একটু বলিয়েন। প্লিজ।

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালই মাস্টারপ্ল্যান নিলেন, এবার দেখা যাক.... প্ল্যানের বাস্তবতায় কতটুকু পেতে পারি।
হবে হবে সব হবে ;

চাঁদ গাজীরে আমি কয়েকদিন পর একটা পোস্ট দিবু....ঠিক বুঝলাম না B:-)

তার দূর্ণাম নিয়ে কোন পোস্ট চোখে পড়েনি

কত আছে!!
সার্চ করুন :)

১৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

স্রাঞ্জি সে বলেছেন:

চাঁদ গাজীরে নিয়ে কয়েকদিন পর পোস্ট দেওয়ার চিন্তা করেছি।

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: কেন কেন :-B :-B

১৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

স্রাঞ্জি সে বলেছেন:

তাঁকে নিয়ে যেসব ব্লগার লিখেছেন। সেইসব পোস্টের লিংক গুলো নিয়ে। মূলত একটা চাঁদ গাজীর সঙ্কলন বলতে পারেন।

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: দিন তাড়াতাড়ি দিন ;)
আমারও লাভ হবে
রিসার্চ আরও এগোবে :)

১৯| ০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


পোষ্টের প্রতি লাইনে "ইমো" দিলে পোষ্টের সৌন্দয্য নষ্ট হয়।
এমন কিছু লিখবেন না, যাতে সামু আপনাকে ব্যান করে দিতে পারে; ব্যান খুবই কষ্টকর বিষয়!

আমি এই ব্লগের সাধারণ ব্লগারদের একজন; আপনি বরং দীর্ঘদিন যাঁরা ব্লগে আছেন, অবদান রেখেছেন, তাঁদের লেখার ধারা নিয়ে লিখুন; এতে ব্লগারেরা উপকৃত হবেন।

০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: At last you came to my post :)
পোষ্টের প্রতি লাইনে "ইমো" দিলে পোষ্টের সৌন্দয্য নষ্ট হয়।
আচ্ছা দিবো না ;)

এমন কিছু লিখবেন না, যাতে সামু আপনাকে ব্যান করে দিতে পারে; ব্যান খুবই কষ্টকর বিষয়
অবশ্যই মাথায় রাখব

আমি এই ব্লগের সাধারণ ব্লগারদের একজন; আপনি বরং দীর্ঘদিন যাঁরা ব্লগে আছেন, অবদান রেখেছেন, তাঁদের লেখার ধারা নিয়ে লিখুন; এতে ব্লগারেরা উপকৃত হবেন।
ঠিক আছে চেষ্টা করব :)

২০| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮

জগতারন বলেছেন:
আমি এই ব্লগারের নামটি মনে রাখিবো।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: কেন কেন B:-)

২১| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৫

পদ্মপুকুর বলেছেন: দেশের বিজ্ঞাপনী সংস্থাগুলো আপনাকে বিশেষজ্ঞ হিসেবে নিতে পারে। সুন্দর বিজ্ঞাপন দিয়ে গেলেন.. :P যাইহোক, ভবিষ্যৎ ক্রেতা হিসেবে লাইনে দাড়ালাম। দেখি কতদিনে লেখা ছাড়েন!!

ও ভালো কথা, আপনার গবেষণার বিষয়ে জানতে আগ্রহী। (প্রাইভেট)

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: দেশের বিজ্ঞাপনী সংস্থাগুলো আপনাকে বিশেষজ্ঞ হিসেবে নিতে পারে। সুন্দর বিজ্ঞাপন দিয়ে গেলেন.. :P যাইহোক, ভবিষ্যৎ ক্রেতা হিসেবে লাইনে দাড়ালাম। দেখি কতদিনে লেখা ছাড়েন!!
=p~ =p~
তা আমি কোন বিষয়ের বিশেষজ্ঞ??

আমার গবেষণার বিষয় হলো ;) ;)

২২| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩০

ঢাবিয়ান বলেছেন: পুরান বান্দা বলে মনে হচ্ছে।আগে কোন নিকে ছিলেন? =p~

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আগে আর্কিওপটেরিক্স নিকে ছিলাম ;)
পুরান বান্দা বলে মনে হচ্ছে
কেন কেন :-B

২৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০১

পদ্মপুকুর বলেছেন: কোন বিষয়ে বিশেষজ্ঞ মানে?
বিজ্ঞাপনের বিষয়টা আপনার অস্থি-মজ্জায় মিশে আছে দেখছি। এই যে পোস্টে ভবিষ্যতে কি লিখবেন, কোন বিষয়ে লিখবেন তার বিজ্ঞাপন দিলেন, আপনি যে টেকমাস্টার, সামুর বাগ ধরার কথা বলে চামে সেইটাও জানালেন, এত এত বিজ্ঞাপন দেওয়ার পরও বুঝতে পারছেন না যে কত সহজে কাস্টমারদের মনে গ্রথিত হয়ে গেলেন। মানে এই প্রতিভাটা আপনার অটো এসে পড়ে। :-B
তাই বলছিলাম বিজ্ঞাপনী সংস্থাগুলো আপনাকে নিলে উপকৃত হবে...

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: থাক থাক আর হাটে হাড়ি ভাঙতে হবে না ;)
আপনিতো জানেনই যে আমি B-)) B-))

আর বিনে পয়সায় নিজের এ্যাড তো দেওয়াই যায় B-)

২৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

সুমন কর বলেছেন: শুভকামনা রইলো।

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

২৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৪

শিখা রহমান বলেছেন: আর্কিওপটেরিক্স ব্লগিংয়ের পথযাত্রা আনন্দময় হোক। দেখা হবে কবিতায়-গল্পে-লেখায়। শুভকামনা নিরন্তর!!

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: অনুপ্রেরণার জন্য ধন্যবাদ :)

২৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪২

মনিরা সুলতানা বলেছেন: ব্লগের উপর শান্তি বর্ষিত হোক :|

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ কমেন্টের জন্য ;)
শান্তি তো আছেই তাহলে আবার শান্তি বর্ষণ B:-)

২৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

সূর্যালোক । বলেছেন: স্বাগতম :)

০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ
পাশে থাকবেন :)

২৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:০৩

কাওসার চৌধুরী বলেছেন:



অভিনন্দন আপনাকে। আশা করবো, গবেষণার পাশাপাশি সুন্দর সুন্দর পোস্ট ব্লগে লিখবেন। এতে পাঠক হিসেবে আমরা উপকৃত হবো। শুভ কামনা রইলো।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: অবশ্যই।
শুভকামনার জন্য ধন্যবাদ :)

২৯| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ

ভালো থাকুন।

৩০| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

নতুন নকিব বলেছেন:



শুভকামনা আপনার জন্য।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ
পাশে থাকবেন :)

৩১| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৩

মোস্তফা সোহেল বলেছেন: পাশেই আছি।অনেক শুভ কামনা রইল।

০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ :)

৩২| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: ১ ও ২, আগ্রহ প্রকাশ করে গেলাম ।

দেখা হবে সামুর পথে।

০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য :)

৩৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

শাহারিয়ার ইমন বলেছেন: ১ ও ২ নিয়ে বেশ আগ্রহী

০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি??
ভাবছি কোন বই দিয়ে সূচনা করব B:-)
মন্তব্যের জন্য ধন্যবাদ :)

৩৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

সামিয়া বলেছেন: ব্লগ যাত্রা শুভ হোক শুভ কামনা

০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ আপি :)

৩৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

আখেনাটেন বলেছেন: পপকর্ন নিয়ে বসে পড়লুম। দেখি কখন আপনার নয়া পোস্ট আসে। :P

অাগাম শুভকামনা নতুন লেখার জন্য।

০৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: হায়ারোগ্লিফিক্স বাদ দিয়া পপকর্ন খাচ্ছেন B:-)
তুতেমখামেনের বাপকে ধন্যবাদ শুভকামনার জন্য ;)
পোস্ট পোস্ট এর ইচ্ছা অনুযায়ী আসিবে B-))

৩৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৮

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,



যাত্রা শুভ হোক আপনার ।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ
সাথে থাকবেন :)

৩৭| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১:২০

এস এম ইসমাঈল বলেছেন: আর্কিওপটেরিক্স, ওরে বাবা! যা বাহারি ও কঠিন একখান নাম। ভাই সাব, দয়া কইরা এত কঠিন লেখা দিবেন না। প্লিজ। আমি কিন্তু চাঁদ গাজী ভাইয়ের মত অত বড় মাপের ব্লগার না। আচ্ছা একখান কথা কুইতাম, ভাই সাব! মাইন্ড খাইবেন না, কইলাম। আমি কি আপনার গবেষণার কোন সাবজেক্ট? বা কোন কারণে বস আপনি আমারে সন্দেহের তালিকায় রাখেন নাই তো? আপনার বহুমুখী প্রতিভার স্ফুরণ হোক, আর আপনার পোষ্ট পড়ে আমার মত অতি সাধারণ ব্লগাররা কিছু যদি শিখতে পারি, তবে সেটাই হবে সব থেকে বড় পাওয়া। নতুন পোষ্টের অপেক্ষায় থাকবো......

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আর্কিওপটেরিক্স, ওরে বাবা! যা বাহারি ও কঠিন একখান নাম।
ধন্যবাদ। নামখানা ইউনিক তো তাই ধারণ করিয়াছি B-))

আমার গবেষণার সাবজেক্ট এর ঠিক নাই। মেইনলি Cyber Security.

আমি নিতান্তই সাধারণ একজন ব্লগার :)

আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য ;)

৩৮| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:২৭

অলিউর রহমান খান বলেছেন: জনাব চাঁদগাজী সাহেবের লিখা ২টি গল্প পড়েছিলাম যখন সামুতে প্রথম যুক্ত হই। গল্প দুটি এতই সুন্দর ছিল যা মাঝে মাঝে এখনও আমার মনে নাড়া দেয়।
ওনার সম্পর্কে কি গবেষণা করেছেন আমি জানতে খুবই আগ্রহী। আর আপনি বললেন বিভিন্ন রকম লিখা দিবেন, তাই আমি বলবো আমাদের জন্য কিছু রহস্যময় গল্প লিখবেন। গল্প পড়তে আমার বেশ ভালো লাগে। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আপনি ৬ হাজার বই পড়ে শেষ করার জন্য।

১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: অচিরেই উনার সম্পর্কে করা গবেষণার ফলাফল পোস্ট করা হবে :)

লেখা সময়মতো আসবে। পাশে থাকবেন।

শুভেচ্ছার জন্য ধন্যবাদ :)

৩৯| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

আকতার আর হোসাইন বলেছেন: আপনার জন্য শুভকামনা। সামুর কি কি ত্রুটি পড়েছে? ব্লগ ক্যাটাগরিতে "মুভি রিভিউ' থাকলেও বই রিভিউরর কোন ক্যাটাগরি নেই। চোখে পড়েছে এটা..??

১৪ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: এটা মনে হয় ক্রুটি নয় :)

আর অনেক বাগ আছে।

মন্তব্যে কৃতজ্ঞতা :)

৪০| ১৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৫

নীল আকাশ বলেছেন: তবে এত কিছু বিষয় থাকতে চাঁদগাজীকে নিয়ে গবেষণা কেন?
চাদগাজীর কথাবার্তা গায়ে না লাগানোই ভাল।এগুলি একপেশে ও অধিকাংশই অর্থহীন - আমি বলব নির্লজ্জ আর বেহায়া কথা বার্তা.....একটা ফালতু রাজনৈতিক বিষয় ছাড়া তাকে আর কোন বিষয় নিয়ে লিখতে দেখিনা.......সম্ভবত অন্য কিছু লেখার যোগ্যতাও নেই। তার ব্লগে যেয়ে লাস্ট ২০টা পোষ্ট দেখে আসুন। এর উপর গবেষনা করে আপনি ৩ টা ভুল করছেন: ১) ক্যালরি নস্ট করছেন, ২) অহেতুক সময় নষ্ট করছেন, ৩) আংগুল গুলি ব্যাথা করছেন, তার চেয়ে বরং বাসায় কার্টুন নেটওর্য়াকে টম & জেরী বা মি: বিন দেখুন, সেটাও ভালো।
ধন্যবাদ।

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্য এর জম্য ধন্যবাদ :)

৯ নং কমেন্ট এর উত্তর দেখুন।

And I love to waste my time B-))

৪১| ২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

শামিম অমি বলেছেন: অভিনন্দন !

২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ শামিম অমি :)

৪২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

বেঙ্গল রিপন বলেছেন: আমার মত ছাঁপোষা মানুষকে অনুসরন কইরা কি হইবো !?

০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: I am also an introvert...

Go to my profile and see how many people I follow....

It's my research....

সবশেষে থ্যাংকুশ কমেন্ট করার জন্য :)

৪৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৬

খায়রুল আহসান বলেছেন: বাহ, আপনার বহুমুখী ইন্টারেস্ট এর কথা জেনে মুগ্ধ হ'লাম!
যাত্রা হলো শুরু...চালিয়ে যান, সাথে পাবেন আমার মত আরো অনেককেই।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় :)
পাশে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.