নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

বুক রিভিউ-দি পার্ল

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭



"দি পার্ল", জন স্টেইনবাক এর লেখা একটি বিখ্যাত উপন্যাস । যা ক্ষুদ্র কলেবরে মানব জীবনের প্রতিচ্ছবি ৷ এটি স্টেইনবাক এর মুন্সীয়ানার সফল পরিচায়কও বটে ।

উপন্যাসটিতে প্রথমেই আমরা পাব কিনোকে।
কিনো একজন গরীব জেলে যে সমুদ্রের মুক্তো তুলে নামমাত্র মূল্যে বিক্রি করে । তার স্ত্রী জোয়ানা এবং সন্তান কয়োটিটো।

একদিন দোলনায় ঘুমন্ত কয়োটিটোকে বিছা কামড় দেয় । ছোট্ট বাচ্চাটা ব্যাথায় কেঁদে ওঠে । পুরো পাড়ার সবাই কান্না শুনে ছুটে আসে । জুয়ানা চিৎকার করে ওঠে, "ডাক্তার ডাক" । কিন্ত কিনো যে গরীব! সে জানে ডাক্তার তার বাচ্চাকে দেখবে না ।
তবুও সে ডাক্তারের কাছে ছুটে যায়।
ডাক্তার বড় লোভী । সে টাকার জন্য বাচ্চার চিকিৎসা করলো না । ভৃত্যকে দিয়ে কিনোকে বলাল,"ডাক্তার সাহেব বাইরে গিয়েছেন"
বাচ্চার চিকিৎসা আর হলো না।

এই অসুস্থ বাচ্চা ও জোয়ানাকে নিয়ে কিনো বেরিয়ে পড়ে সাগরে । ধীরে ধীরে তাদের নৌকা পৌঁছে মাঝ সাগরে । এখানেই কিনো ডুব দিয়ে তুলে আনে একটি বড় মুক্তা । কিনোর চোখে এটিই পৃথিবীর সবচেয়ে বড় মুক্তা।
পরবর্তীতে এটাই হয় তার জীবনের সবচেয়ে নিয়ামক।

তারপর, লেখকের ভাষ্যমতে,"শহর আসলে হাত-পাওয়ালা প্রাণীর মতোই । শহরের নার্ভাস সিস্টেম আছে । মাথা,কাঁধ,পা সবই আছে।"
কিনোদের আসার আগেই মুক্তোর খবর রাস্ট্র হয়ে যায় । মুক্তোর ডিলাররা সবাই অপেক্ষা করা শুরু করল।

কিনো আসার পর সবাই মুক্তোটি দেখতে এলো।পুরোহিত এলো,এলো সেই ডাক্তারও।
সমুদ্রে বাচ্চাটির শরীরের বিষক্রিয়া কমে গিয়েছিল।
লোভী ডাক্তার একটা ওষুধ দেওয়ায় বাচ্চার আবার বমি শুরু হয় । এতে আবার ডাক্তারের ডাক পড়ে । ডাক্তার কিনোকে মুক্তোটি সাবধানে রাখতে বলে।
এরপর রাতে কিনোর বাড়িতে চোর আসে মুক্তো চুরি করতে । কিনো লড়াই করে মুক্তো রক্ষা করে।
এরই মাঝে জোয়ানার মনে হয় মুক্তোটা অশুভ । কিন্তু কিনোর কাছে তা সৌভাগ্যের প্রতীক।


এরপর এলো সেইদিন, কিনো মুক্তা বিক্রি করতে গেল।
ব্যবসায়ীরা বলল,"এ মুক্তোর দাম নেই । এ হচ্ছে বোকার সোনার মতো".
কিনোর মাথায় বাজ পড়ল.......
এরপর বইটা পড়ে জেনে নিন । উপন্যাসটির শেষটা বড়ই ট্র্যাজিক :(

এটি অনেক আগে পড়া একটি বই । তাই যতোটা মনে আছে তা ই লিখেছি । আমি জানি রিভিউ ততটা মানসম্পন্ন হয়নি। এজন্য আমি দুঃখিত । রিভিউ বাংলাতেই লিখলাম আর বেশি বড় করলাম না।
আমি প্রায় প্রতিদিনই একটু হলেও বই পড়ি । ইংরেজি বইগুলো ইংরেজি আর বাংলা অনুবাদ দুটোই পড়ি । আর কেউ PDF লিংক চাইবেন না । Google এ খুজে নিন । হার্ডকপি কিনলেই ভালো ।

মন্তব্য ৭২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

অপু দ্যা গ্রেট বলেছেন:

স্যালারি হয়নি । আপাতত লিস্ট করলাম ।

রিভিউ ভালো হয়েছে । তবে আর একটু গুছানো হলে ভাল হতো । বা বিস্তারিত হলে ভাল হতো ।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: তবে আর একটু গুছানো হলে ভাল হতো । বা বিস্তারিত হলে ভাল হতো
ধীরে বৎস ধীরে B-))
লেখার তো কেবলই শুরু
খেলতো আভি বাকি হ্যায় ;)

২| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০

জুন বলেছেন: অনেক আগে পড়া উপন্যাস দ্যা পার্ল । কয়োটিটোর করুন মৃত্যু ও অভিশপ্ত মুক্তোটিকে ফিরিয়ে দিয়ে লেখিকা উপন্যাসের উপসংহার টেনেছেন । মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ আর্কিও :)
+

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৬

রাজীব নুর বলেছেন: পড়েছি।

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৪| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩

শাহারিয়ার ইমন বলেছেন: বইটা পড়া শুরু করছিলাম ,পড়ে আর পড়া হয়নি আবার পড়তে হবে

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি :-B
আবারো পড়ুন :)

৫| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৭

শায়মা বলেছেন: আমিও এই বইটি পড়েছি ভাইয়া!


অনেক ভালো লাগা!

০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি ;)
খুবই খুশী হলাম :)

৬| ০৭ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

মনিরা সুলতানা বলেছেন: বোঝা যাচ্ছে স্মৃতি থেকে লেখা ;
ভালোলেগছে ফর্মাল না হওয়াতে।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ বোঝার জন্য :)
আমি সাধারণত এক বই দুই বার পড়ি না।
কারন এতে অন্য আরেকটি বই পড়ার সময় আমি পাব না :(
তবে একই বই দুই ভাষায় থাকলে পড়ি৷।
তাতে বইটির সবই জানা হয়ে যায়।
ভালো থাকবেন :)

৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্রথম রিভিউ হিসেবে দারুন হয়েছে। তবে প্রফেশনল রিভিউ হতে হলে আরেকটু তথ্যপূর্ণ ও চরিত্রের বিশ্লেষণ থাকতে হবে।

হার্ডকপি কিনতে পারবো না, PDF পড়ার মুড নাই। ল্যাপটপে কয়েকশ বই আছে। ২০টা পড়েছি কিনা সন্দেহ...:(

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: তবে প্রফেশনল রিভিউ হতে হলে আরেকটু তথ্যপূর্ণ ও চরিত্রের বিশ্লেষণ থাকতে হবে।
জানি ম্যান জানি B-)

শুরুতেই কি Kawasaki Speed তোলে??
সময় যেতে দিন.... একসময় ৪০০+ তুলবে ;)

প্রথম দিনেই কি সব চাই নাকি :P
কেউ দিবে না ;)
আস্তে আস্তে সব দিবে :P

৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৮

ব্লগার_প্রান্ত বলেছেন: কমান্ডার কি anonymous এর লোক? :#)
আপনার রিভিউ দেখলুম
আমি পড়ছি শওকত ওসমানের ---জননী

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: কমান্ডার কি anonymous এর লোক?
নাহ । হলেও কি কেউ বলে B-))
বই পড়ছ শুনে খুবই খুশি হলাম :)

বাংলাদেশের ৪ জন মতো মেনসার সদস্য
বিস্তারিত আসছে.....

রিভিউ কেমন হয়েছে বললে না তো??

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: জননী বই এর একটা রিভিউ লিখে ফেলো :)

৯| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার রিভিও ভালো হয়েছে, তাড়াহুড়ায় লাইক দেইনাই।
পরবর্তীতে বই কত পৃষ্টা এই বিষয়টা প্লিজ অ্যাড করবেন

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি ;)

বই কত পৃষ্ঠার তা উল্লেখ করা যাবে না....
কারণ তাহলে পৃষ্ঠা সংখ্যা দেখে অনেকেই বইটি পড়তে চাইবে না :)

Am I right or am I right??

১০| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

ব্লগার_প্রান্ত বলেছেন:
এই মাসে একটা ৩*৩ থান্ডারক্ল্যাপ কিনছি B-)

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: Mirror cube কই ??
Speed Cubing কতদূর ??
গোলাকার কোন কিউব নেই কেন??
দাবা,সুডোকু চলছে তো??
আর প্রোগ্রামিং???

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: বলেনতো ২০ কে গডস নাম্বার বলা হয় কেন?
অন্য একটি পোস্টের Answer:
God's Algorithm
And 20 is the least one....

১১| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: অনেক অনেক ভালো লিখেছেন। গল্পটি নিয়ে কি কোনো মুভি বা কার্টুন তৈরী হয়েছিলো? পড়ে মনে হচ্ছে গল্পটি জানা।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)
হ্যা মুভি,ডকুমেন্টারি আছে

১২| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১২

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আচ্ছা সময় নিয়ে একদিন দেখা হবে কি মুভিটি, কি বলেন?

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: হ্যা দেখে ফেলুন :)

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, আমি গরিব মানুষ, টাকা পয়সা নাই।
আমার বেস্ট ১৯ সেকেন্ড
দাবা সুডোকো চলছে!
প্রোগ্রামিং আপনি শিখাবেন!! বলেনতো টাইগার মেট কে? ওনার সম্পর্কে একটা পোষ্ট দিয়েন

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: টাকা পয়সা নাই
GF তো আছে ;)

19 seconds.... impressive
ঋভুর কাছে ট্রেনিং নাও ;)

বলেনতো টাইগার মেট কে?
নামটা তো ঠিক করে লেখ।
TiGER-M@TE লেখো :)
He is the boss of Bangladeshi Cyber World...
আসলে এটা একটা টিমের নাম.....
এ বিষয় এ পোস্ট করায় রিস্ক আছে।
টেকটিউনস এর মতো সামু হ্যাক করার ক্ষমতা TiGER-M@TE এর আছে।
zone h এ দেখো লাস্ট হ্যাক কবে....

প্রোগ্রামিং আপনি শিখাবেন!!
শিল্ড ইট এর বইটা শেষ করো৷।
আর এই ভাষাটা শেখো :
Brainf*ck ;)

১৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৩

ব্লগার_প্রান্ত বলেছেন: টাকা পয়সা নাই
GF তো আছে ;)
না ভাই নাই :|
ভাই আপনি যে আসল লোক, আমার আর কোন সন্দেহ নাই। ঋভু ভাই তো বস, আমাদের বেস্ট। কিন্তু ভাই, আমার স্পিড কিউবিং এ আগ্রহ নাই :P
আমি আসলেও প্রোগ্রামিং শিখতে চাই, প্লিজ ভাই, আমাকে গাইড করেন :(
আমার বেসিক নলেজটাও নাই,
আই রিকোয়েস্ট

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: না ভাই নাই
তাই নাকি.... :-B
আমারটা আছে তো... নাকি নাই B-))

ভাই আপনি যে আসল লোক, আমার আর কোন সন্দেহ নাই।
Explain the upper sentence :)

আমার স্পিড কিউবিং এ আগ্রহ নাই :P
কি বলো... তাহলে God's Algorithm দিয়া বিতর্ক করো নাকি B-))

আমি আসলেও প্রোগ্রামিং শিখতে চাই, প্লিজ ভাই, আমাকে গাইড করেন :(
আমার বেসিক নলেজটাও নাই,
আই রিকোয়েস্ট।

Go for it.You have that potential.
সুবিন ভাইয়ের বই দিয়া শুরু করো....

১৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালো লাগল, আরও প্রকাশ হউক ++

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

১৬| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪

শিখা রহমান বলেছেন: অনেক বছর আগে "দি পার্ল" বইটা পড়েছিলাম। আপনার পোস্ট পড়ে বইটার সাথে জড়িয়ে থাকা কিছু প্রিয় মুখ, কিছু সুখস্মৃতি মনে পড়ে গেলো।

নিজের ভাষায় খুব প্রাঞ্জল করে লিখেছেন, যেমনটা হয়তো আমি কাউকে এই বইটার সম্পর্কে বলতাম। এই সহজ কথোপকথনের ভঙ্গীটা ভালো লেগেছে।

শুভকামনা। দেখা হবে অন্য কোন গল্পে বা কবিতায়।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: দি পার্ল পড়েছেন শুনে খুশি হলাম ।
আসলে বইটি অনেক আগে পড়া
যেমনটা পোস্ট এ বলেছি।
আর একই বই দুবার সাধারণত পড়া হয় না।
তাই যা মনে আছে তা নিয়েই এ অবতারণা :)

আপনার ভালো লেগেছে জেনে ধন্য হলাম ।
ভালো থাকবেন :)

১৭| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: স্টেইনবেক তেমন একটা পড়া হয়নি। পড়তে হবে! সুন্দর বুক রিভিউ এর জন্য আপনাকে ধন্যবাদ :)

০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: You are welcome :)

১৮| ০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১২

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: এই বইয়ের অনুবাদটি আমার ভাইয়ের কালেকশনে ছিল। তবে আমার পড়া হয়নি। আপনার রিভিউ পড়ে এখন পড়তে ইচ্ছা করছে। খুঁজে দেখতে হবে আছে কিনা। আমার ভাইয়ের কালেকশন মানেই কেনার থেকে হারানো বেশি। আমার বইগুলো আমি আবার খুব যত্নেই রাখি।
শুভ কামনা রইলো। :)

০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: শুনে ভালো লাগল :)
এখনই পড়ে ফেলুন।

১৯| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৪

রানার ব্লগ বলেছেন: বাহ !! বেশ !! কিন্তু ভাই এই আকালের দিনে হটাত করে কেউ ফলো করলে ভয় লাগে। আপনার মত আড়াল বাসি আমার মত তুচ্ছ প্রানী কে কেন ফলো করছেন জানালে কৃতজ্ঞ হই।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

আমি আড়াল বাসি নাকি :-B
আমিও আপনার মতো ব্লগার

আর ফলো করছি ইচ্ছে হলো তাই
নাকি ভয় পেয়েছেন ;)

আমি কিন্ত ব্লগে ফলো করছি বাস্তবে না B-))
আর ভয়ের কারনটা..... জানানো যাবে???

JUST Chill man!

২০| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫১

তারেক ফাহিম বলেছেন: সাইজনুসারে রিভিউ ভালো হয়েছে।

১৯নং মন্তব্য আমারও ছিলো :) , প্রত্তিত্ত্যর বুঝে নিয়েছি ১৯ এর প্রতিত্ত্যরে ;)

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ ।
সবাই এত সাইজ দেখে কেন B-))

প্রশ্নের জবাব পেলে তো ভালোই ;)

২১| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১২

খায়রুল আহসান বলেছেন: অসম্পূর্ণ আলোচনা, তবুও আপনার এ প্রয়াসকে আমি সাধুবাদ জানাই। + +

১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: অসম্পূর্ণ আলোচনা
আমি জানি শ্রদ্ধেয়।

এটা কেবলই শুরু।
ছোট্ট চারা থেকেই তৈরী হয় বিশাল তরু।

সাধুবাদ জানানোর জন্য কৃতজ্ঞতা রইলো....

২২| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

আকতার আর হোসাইন বলেছেন: পড়ার আগ্রহ থাকল।

মিনিমালিস্ট বই এর পিডিএফ খুঁজেছিলেনন বোধ হয় আপনি.. দিলাম..

http://www.solidfiles.com/v/q66x6MKzAjyBD

১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ আমার ব্লগেে আসার জন্য :)

PDF link এর জন্য আবারো ধন্যবাদ।

২৩| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

সাাজ্জাাদ বলেছেন: পড়ার আগ্রহ থাকল।

১০ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

২৪| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

নজসু বলেছেন:

রিভিউ যথেষ্ট মানসম্পন্ন হয়েছে।
বইটা পড়া হয়নি।
আপনার পোষ্টটির কারণে বইটি পড়ার আগ্রহ সৃষ্টি হলো ।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: রিভিউ যথেষ্ট মানসম্পন্ন হয়েছে B:-)
আমার তো মনে হয় কোনো মত হয়েছে B-))

বইটি অবশ্যই পড়বেন।
ধন্যবাদ।

২৫| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মাঝ পথেই রিভিউ শেষ।

আরেকটু দিলে ভাল হতো।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: জানি।
আসলে প্রথম রিভিউ তো :)

২৬| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ১ম হিসেবে ভালই বলা যায়।

আমিও একটা বুক রিভিউ করবো করবো করে আর করা হচ্ছেনা।

সেটা আমারও ১ম হবে।

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি??
করে ফেলুন :)

বই আমার খুবই প্রিয়।

০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রথম হিসেবে চমৎকার রিভিউ দিয়েছেন মাইদুল ভাই :)

২৭| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, প্রোগ্রামিং এর এবিসি ও জানিনা, কোন বই কিনবো, কিভাবে এগুবো, বলেন....

১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ভাই আপনি যে আসল লোক, আমার আর কোন সন্দেহ নাই
Explain It.

List:
1. Computer Programming -Tamim Shahrier Subin (NDC,SUST)
2.পাইথন পরিচিতি -সুবিন
3.Teach yourself c,c++ -শিল্ড ইট
4.Programming in ansi c -Balagurushami...

২৮| ১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

ব্লগার_প্রান্ত বলেছেন: ভাই, আপনার আইটি দক্ষতা, প্লাস প্রোপিক, প্লাস টাইগার ভাইয়ের নাম জানা, তারউপরে বিভিন্ন পোষ্টে উরাধুরা মন্তব্য করা...সব মিলিয়ে আমার এই বিষয়টা মনে হইছে B-)

১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার আইটি দক্ষতা
উহা ডোডো পাখির নখের সমান ;)

টাইগার ভাইয়ের নাম জানা।
কি যে বল না আমি না জানলে B-))

বিভিন্ন পোষ্টে উরাধুরা মন্তব্য করা।
এইডা কিতা বুঝলুম না B:-)
বুঝাইয়া দাও :-B

১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: ভাই, প্রোগ্রামিং এর এবিসি ও জানিনা।

তাইলে তোমার ব্লগ এডরেস এ abcd এর লহে 11 আহে কিতা ;)

২৯| ১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

ব্লগার_প্রান্ত বলেছেন: উহা আমার অনেক গুলা এলিয়াসের একটা B-))

১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: কোনটা Is One of Your's Alias?? :D

৩০| ১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

ব্লগার_প্রান্ত বলেছেন: আরে ভাই, হ্যাকিং ম্যাকিং না, আগে ছোটবেলা মিনিক্লিপসে গেম খেলতাম :P

১১ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: Miniclips...
Nintendo DS....
Mustafa....

আহা.... B-))

৩১| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

টারজান০০০০৭ বলেছেন: বিখ্যাত উপন্যাস ! তবে ট্রাজেডি আমার পেটে সয় না ! :(

১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: তবে ট্রাজেডি আমার পেটে সয় না।
আহারে আহারে কোথায় পাবো তাহারে B-))

ধন্যবাদ।

৩২| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

সনেট কবি বলেছেন: শেয়ার করার জন্য শুভেচ্ছা।

১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৩৩| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪১

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: অবশেষে বইটি খুঁজে পেয়েছি ভাইয়া। আপনার রিভিউ পড়ার পর দুইদিন ধরে খুঁজে তারপর বইটিকে উদ্ধার করা হয়েছিল। কিন্তু অন্য বই পড়ছিলাম আর ব্যস্তও ছিলাম তাই পড়া হয়ে উঠেনি। একটু শুরু করেছিলাম অবশ্য। কাল-পরশু বাকিটা পড়ে ফেলবো। :)

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: তাহলে তো দারুন একখানা কাজ করেছেন :)

শেষ করে ফেলুন।

৩৪| ১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

এনসিয়েন্ট মেরিনার বলেছেন: তবে আর একটু গুছানো হলে ভাল হতো ।

১০ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ভাই ফার্স্ট বুক রিভিউ এটা......
আর বইটাও ছোটো....

বইটা পড়ে ফেলুন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.