নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

সামু ভাবনা - ২

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৬



সামু নিয়ে আমার কিছু ভাবনার ২য় অংশ এটা । পূর্ববর্তী পোস্ট সামু ভাবনা - ১ এ কমেন্ট করা কয়েকজন ব্লগারের ভাবনাও এই পোস্ট এ যোগ করা হলো।


ভাবনা ১০
বর্তমানে সামুর Android App আছে। কিন্তু ব্লগে একমাত্র নোটিশবোর্ডের পোস্ট বাদে অন্য কোথাও এপের লিংক নেই। তাই ব্লগের উপর্যুক্ত স্থানে এ সম্পর্কিত লিংক রাখতে হবে।

ভাবনা ১১
ড্রাফট করা পোস্ট পাবলিশ করতে গেলে ড্রাফটের সময় অনুসারেই পোস্ট প্রথম পাতায় আসে। এক্ষেত্রে যখন পোস্ট পাবলিশ করা হয় সেই সময়েই পোস্টটি পাবলিশ করতে ড্রাফট আপডেট করতে হয়। তাই এই বিষয়ে কিছু করা যেতে পারে।

ভাবনা ১২
নিজের ব্লগপোস্ট এ নিজের মন্তব্যে বানান ভুল ঠিক করা অপশন থাকা উচিৎ। অনেক সময় বানান ভূল হয়ে যায়। এক্ষেত্রে যেহেতু নিজের পোস্ট তাই ব্লগাররা ইচ্ছা করলেই নিজের বানান ভুল হওয়া মন্তব্য মুছতে পারেন। তবুও এ বিষয়টা ভেবে দেখা যেতে পারে।

ভাবনা ১৩
ব্লগে ইমেইল চেন্জ করার কোনো অপশান নেই। ফলে ইমেইল হ্যাক হলে বা অন্য কোনো কারনে ব্লগে ইমেইল চেঞ্জ করতে ফিডব্যাক অপশন ব্যবহার করতে হয়। কিন্তু বেশিরভাগ সময়ই ফিডব্যাক কাজ করে না। তাই এ ধরনের অপশান রাখা যেতে পারে।

ভাবনা ১৪
বিষয় ভিত্তিক ব্লগ আছে। কিন্তু সেখানে তেমন নতুন পোস্ট আসে না। অন্যদিকে বেশিরভাগ বিষয়ই সেখানে নেই। তাই পোস্ট করার সময়ই বিষয় ভিত্তিক ব্লগ এ যাবে কিনা তা নির্ধারণ করার অপশন রাখা যেতে পারে। আবার প্রাসঙ্গিক বিষয়ও যোগ করতে হবে ।

ভাবনা ১৫
ব্লগে অনেক সময় বেশি ছবি সংবলিত পোস্ট দিলে প্রথম পাতা ভরে যায় । তাই এর জন্য পোস্ট করার নির্দেশনা থাকলে ভালো হয়।

ভাবনা ১৬
সামুতে বহুবছর ধরে কোনো নতুন ইমোটিকন নেই। কিছু নতুন ইমোটিকন যোগ করা যেতে পারে।

ভাবনা ১৭
সামুতে কোনো ব্লগারের ব্লগের লিংক দিতে লিংক কপি করা লাগে। এক্ষেত্রে @Blogger_Name এজাতীয় লেখার প্রচলন করা যেতে পারে। এভাবে লিখলেই ব্লগারের নাম লিংকসহ আসবে। অনেকটা হ্যাশট্যাগ টাইপ সিস্টেম।

ভাবনা ১৮
সামুতে কোনো থিম পরিবর্তন এর ব্যবস্থা নেই । বর্তমানে অনেক ওয়েবসাইটেই থিম পরিবর্তন করা যায়। এতে ব্যবহারকারী নিজের পছন্দমতো লুক পেতে পারে। তাই এ বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

ভাবনা ১৯
সামুর ট্রান্সপারেন্সি রিপোর্ট সম্পর্কে তেমন কোনো কিছু নেই। এ বিষয় এ পোস্ট ও হয় না। এই বিষয় এ পোস্ট করা যেতে পারে।

আপনাদের কারো কোনো ভাবনা থাকলে কমেন্ট করতে ভুলবেন না :)



*যাদের ভাবনাগুলো এসেছেঃ
ক. ব্লগার আরোগ্য (১১ নং)
খ.ব্লগার নীল আকাশ (১২ নং)
গ.ব্লগার ফণীমনসা (১২ নং)
ঘ.ব্লগার অপু দ্যা গ্রেট (১৩ নং)

মন্তব্য ৬৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫

হাসান মাহবুব বলেছেন: ১০, ১২ এবং ১৩ কার্যকর করা দরকার।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ হামা ভাই :)

২| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

নজসু বলেছেন:



আপনার নামে মামলা করবো ভাবছি। :D

আপনার সামু ভাবনা-১ এ কমেন্ট করার পর থেকে
কোন নোটিফিকেশন পাচ্ছিনা। :(

ভাবনা ১২ এর সাথে লক্ষ কোটি বার সহমত।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: কাভা ভাইরে ধরেন :D

আপনার মতামতের জন্য ধন্যবাদ :)

৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
উনাদের আয় রোজগার বৃদ্ধি করার পরামর্শ দিতে পারেন। পৃথিবী চলে টাকার উপর। টাকা ছাড়া কোন গতি নাই।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ :)

৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

আরোগ্য বলেছেন: আশা করছি মডারেটররা বিষয়গুলো বিবেচনা করে দেখবে। এতে সামু আরও আকর্ষণীয় ও উন্নত হবে।

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই যেন হয় :)

৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: আসলে আপনার সব কয়টি পয়েন্টই যথাযথ :(

২৮ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ :)

৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনার আর অন্যান্য ব্লগার থেকে পাওয়া পরামর্শগুলো খারাপ না। কিন্তু এটাও ভেবে দেখতে হবে যে, পরামর্শগুলো সামু কর্তৃপক্ষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব কি না? সবচেয়ে বড় বাধাই হচ্ছে ফিন্যান্সিয়াল। এই বাধাটা দূর করার উপায় জানা থাকলে সবাই শেয়ার করতে পারেন। আমার মনে হয় ফিন্যান্সিয়াল সাপোর্টটা যদি স্ট্রং হয় তাহলে সবই বাস্তবায়ন সম্ভব।

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ :)

হ্যাঁ অর্থনৈতিক দিকটাই মূখ্য। সামু চলে আউটসোর্সিং আর কিছু এড দিয়ে। যা যথেষ্ট নয়।

আর এটাতো মতামত, তাই না...

তবে ব্লগ কতৃপক্ষ এসব বিষয়ে ভেবে দেখতে পারেন.....

৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

কিরমানী লিটন বলেছেন: আপনার সব ভাবনা সামুর আঙিনায় প্রস্ফুটিত হোক, পেখম মেলুক- এই কামনা সব সময়।

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার শুভকামনার জন্য ধন্যবাদ :)

৮| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

করুণাধারা বলেছেন: আপনার ১৩, ১৪, ১৫ নং ভাবনায় একমত; বাকিগুলো ভালো; ১৮-১৯ তেমন বুঝিনি।

আপনি সামুর উন্নয়নের জন্য অনেকগুলো ভাবনা ভেবেছেন, কিন্তু মোবাইল ভার্সন উন্নয়নের কোন ভাবনা নেই! সম্ভবত আপনি মোবাইল দিয়ে কখনো সামুতে লগইন করেননি! করলে জানতে পারতেন, সামুর মোবাইল ভার্সন কত অনুন্নত। মোবাইল দিয়ে সাম্প্রতিক মন্তব্য শেষে যেখানে আরো দেখুন লেখা আছে, সেখানে ক্লিক করলে আর কোন মন্তব্য দেখা যায় না। অনেক সময় দ্বিতীয় বা তৃতীয় পেইজ লোড হয় না, লেখা থাকে এরর 404। তবে আজকের সমস্যাটা অনন্য এবং খুবই বিরক্তিকর; যে কোন পোস্ট এতদিন ডেস্কটপ সাইট থেকে মোবাইল ভার্সনে নেয়া যেত, আজ সেটা যাচ্ছে না। করতে গেলেই মেসেজ আসছে, "সরি, রং ইউ আর এল"। মোবাইল দিয়ে কিছুই পড়তে পারছিনা। ভালই তো ছিল, জানিনা কি বদলাতে গিয়ে মোবাইল ভার্সনটার এই দুরবস্থা হলো!!

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ঐক্যমত্যের জন্য ধন্যবাদ।

আমি মোবাইল দিয়েও চালিয়েছি।

আজকের সমস্যার কারন আমিই। আমি বাগ রিপোর্ট করায় এমন হয়েছে।

সামু তার ত্রুটি ঠিক করছে।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

হাবিব বলেছেন: স্যার, আপনার পরামর্শ মেনে নিলে সামু বিশ্ববিদ্যালয় আরো সমৃদ্ধ হবে................

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: একমত সনেটোলজির ছাত্র :)

১০| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

সুমন কর বলেছেন: ১১ অতিদ্রুত ঠিক করা দরকার। পোস্ট করার সময় প্রকাশিত হওয়া দরকার।
১২ এবং ১৩ সহমত।

আপনার ভাবনাগুলো ভালো লাগছে।

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ :)

১১| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

সুমন কর বলেছেন: ১৫ নং নিয়ে আমি অনেক বলেছি.....এখন বিরক্ত !!

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রথম পাতা ভরে যাওয়া আসলেই বিরক্তিকর

১২| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


সামুতে লেখার মান বাড়ানোর জন্য সামু ক করতে পারে?

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: অনেকগুলো পোস্ট এর পর সেফ ব্লগার করতে হবে।

১৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

পদাতিক চৌধুরি বলেছেন: 12 নম্বরে মারাত্মক রকমের সহমত। এ যেন হাতের গুলি ফসকে যাওয়ার মতোই। বাকিগুলো সব গুলো ঠিক আছে। তাদের মধ্যে 15 টি ভাবনা অগ্রাধিকার পাবে।
শুভকামনা জানবেন।

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ :)

আশাকরি সামু কতৃপক্ষ পোস্টটি বিবেচনায় নিবেন।

১৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ১. দারুন আইডিয়া। এত বুদ্ধি নিয়ে ঘুমান কীভাবে ভ্যা?? (খুব পটর পটর করা শিকেচিস, না?)

২. চন্দ্রপাজীর উপর এতদিন গবেষনা করে কী ম খ পেলেন? একটা পোস্টও তো দিতে দেকলুম না!!!!

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: শিকব না ক্যা ;)

মও না খও না ট্রাক্টর পেলাম B-))

পোস্ট দিমু না কি করবা B-)

১৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

রাজীব নুর বলেছেন: গ্রেট।
সাথে আছি, সহমত।

২৮ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই :)

১৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তারপরেও সামু চলছে। আশা করি সময়ের সাথে আপগ্রেড হবে।।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: সামু হাজার বছর চলবে....

মতামতের জন্য ধন্যবাদ :)

১৭| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

সোহানী বলেছেন: প্রতিটি পয়েন্টে সহমত।

২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: এট লাস্ট ইউ কেম ;)

থ্যাংকু থ্যাংকু :)

১৮| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০১

ফেইরি টেলার বলেছেন: ভাবনা -১৬ নং এ একটি " থামবস আপ" ইমোটিন থাকলে ভালো হয় আর্কিওপটেরিক্স

২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ :)

আসলে অনেক ইমোটিকনই দরকার...

১৯| ২৯ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৪৩

কাওসার চৌধুরী বলেছেন:



সামু নিয়ে আপনার ভাবনার সাথে আমাদের ভাবনারও সংমিশ্রণ ঘটলো। আশা করি, কর্তৃপক্ষ বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। এতে পাঠক-লেখক সবাই উপকৃত হবেন।

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ কাওসার চৌধুরী :)

আমারও সেই পথেই চেয়ে থাকা...

আপনার কোনো ভাবনা থাকলে শেয়ার করতে ভুলবেন না :)

২০| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

ভীতু সিংহ বলেছেন: ভাবনাগুলোর সাথে একমত।

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ :)

২১| ২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২১

নীল আকাশ বলেছেন: ভাবনা ১২: এটা আমি দিয়েছি। তবে যা লিখেছেন তার সাথে যোগ হবে - ধরুন আমি আপনার পোষ্ট মন্তব্য করতে যেয়ে একটা বানান ভূল হয়ে গেল। পোষ্ট দেবার পর তো আর ঠিক করতে পারবো না। আমি চাই, নিজের মন্তব্য অন্যের পোষ্টে দেয়া হলেও যেন সেটা শুধু মাত্র এডিট করা (ডিলিট নয়) অপশন থাকে। মোবাইল থেকে মন্তব্য দিলে অনেক সময় বানান ভূলের সম্ভাবনা থেকে যায়। পোষ্ট করার পর দেখতে খুবই লজ্জা লাগে.........।
দারুন কাজ করছেন। চালিয়ে যান, সাথেই আছি।
শুভ কামনা রইল!

২৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ নীল আকাশ :)

কিন্তু এটা করলে কেউ কমেন্টে গালি দিয়ে তাও এডিট করতে পারবে।
তাই সামু এটা কক্ষনো করবে না....

তারপরও আমি পোস্টে এটা যোগ করবো :)

২২| ২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সহমত। মেইল করার পরও আমার নোটিভিকেশন সমস্যার সমাধান হলোনা।
+++++++

২৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

মনে হয় সামুর প্রচুর মেইল আসে....

২৩| ২৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

রাকু হাসান বলেছেন:



অনেক গুরুত্বপূর্ণ ভাবনা উঠে আসলো । আশা রাখছি সামু কতৃপক্ষ বিষয়গুলো নিয়ে ভাববে ।

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ :)

২৪| ২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

বলেছেন: সহমত

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকুশ :)

২৫| ২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনার ভাবনার সাথে সহমত ।

২৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকুশ :)

২৬| ৩০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ধন্যবাদ। আমাদের টিম আলোচিত বেশ কিছু বিষয় নিয়ে কাজ করছিলো। এর মধ্যে বেশ কিছু বাগ সংশোধন করা হয়েছে। পর্যায়ক্রমে আরো প্রয়োজনীয় ফিচার যুক্ত করা হবে।

৩০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: পুরো সামহোয়্যারইন টিম অসাধারণ কাজ করেছে। তাই পুরো টিমকে জানাই কৃতজ্ঞতা। আশাকরি সামহোয়্যারইন ব্লগ এতে আরও সমৃদ্ধ হবে।

২৭| ৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

নীল আকাশ বলেছেন: নিশ্চয়ই কা-ভা ভাই ব্লগারদের জন্য ভাল কিছু হবে এই রকম ফিচারগুলোই যুক্ত করবেন। ধন্যবাদ।

৩০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগ কতৃপক্ষ অবশ্যই ব্লগারদের জন্য নতুন নতুন ফিচার যোগ করবেন :)

২৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬

আখ্যাত বলেছেন: নিক এ বানান ভুল হয়ে গেলে তা ঠিক করার ব্যবস্থা কী? :(

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: [email protected] এ আপনার সমস্যা জানিয়ে মেইল করুন।
এক্ষেত্রে আপনি যে ইমেইল দিয়ে এখানে একাউন্ট খুলেছেন সেই মেইল অ্যাডরেস ব্যবহার করলে ভালো হয় :)

২৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

আখ্যাত বলেছেন: আমি নতুন কিনা

০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: ঠিক আছে :)

৩০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০১

অপু দ্যা গ্রেট বলেছেন:



আরো কিছু যোগ হবে কিনা জানি না । তবে বলছি,

কোন পোস্ট নির্বাচিত অংশে গেলে সেটার নটিফিকেশন আসে না । আবার নটিফিকেশন ৫০ দেখায় কিন্তু ক্লিক করলে ০ । পোস্ট এর ক্ষেত্রে ছোট লেখা বা গঠনমূলক লেখাকে প্রাধান্য দেয়া উচিত । অনেক কিছু লিখে দুই লাইন বা শুধু ডট দিয়ে কোন একটা পোস্ট ছেড়ে দেন । তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত ।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: অবশ্যই যোগ হতে পারে।

আমি আপনার ভাবনাগুলো সামু ভাবনা - ৩ এ যুক্ত করবো....

তবে কতৃপক্ষ আমার এ পোস্ট যথেষ্ট গুরুত্বের সাথে নিয়েছে। এজন্য সামহোয়্যারইনকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: এই পোস্টের ২৬ নং কমেন্ট দেখুন :)

৩১| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

নাহিদ০৯ বলেছেন: ভাবনা ১০ এর জন্য আর্থিক কোন বিনিয়োগ এর প্রয়োজন পড়বে না গয়তো। ফুটার লিংক বা হেডার মেনুতে যোগ করা ১ মিনিট এর ব্যাপার।

ভাবনা ১১ এর জন্য ব্লগ এর প্রোগ্রামার কে নতুন করে ভাবতে হবে। হয়তো একটা বড় অংশের প্রোগ্রামিং পরিবর্তন করতে হতে পারে। বেশ কিছু টাকা চাইতে অস্বাভাবিত কিছু হবে না।

ভাবনা ১২ এর জন্য মুছে ফেলার ব্যাপার টা ব্লগের জন্য একটু পরিবেশ পরিবর্তন ই হবে। বিশেষ করে বিতর্কিত ব্লগ পোস্ট এর মন্তব্য সেকশানে মুছে না ফেলার অপশন থাকায় একটু হলেও দায়ীত্বশীল হয়ে মন্তব্য করে। এডিট করার অপশন চালু করলে সার্ভার এ কিঞ্চিত চাপের সৃষ্টি হতে পারে।

ভাবনা ১৩ এর একাউন্ট সেটিং টা আমাদের ব্লগে নাই বললেই চলে। একাউন্ট সেটিং অপশন এর মধ্যে শুধু ইমেইল ই না, একাউন্ট সংক্রান্ত আরো কিছু অপশন এর দেখা মিলবে। এটা খুবই সাধারন একটা অপশন। তবে ফিডব্যাক এর জন্য আপাতত একটা মেইল তো বরাদ্দ করাই যায়।

ভাবনা ১৪ বিষয়ভিত্তিক ব্লগ সেট করার সময় না পেলে ব্লগ পোস্ট ক্রিয়েট করার সময়েই সাইড বারে অপশন বা টিক মার্ক যোগ করে দেওয়া যেতে পারে। এতে করে লেখকরা নিজেরাই নিজেদের ব্লগের ক্যাটাগরি নির্ধারন করে পোস্ট দিতে পারবে।

ভাবনা ১৫ এর জন্য আমার ও স্ট্রং সাপোর্ট। প্রথম পাতা এমনকি আলোচিত ব্লগ পোস্ট এও এরকম অনেক জায়গা খেয়ে বসে থাকে। একটা সাধারন নোটিশে বলে দেওয়া যেতে পারে যে ব্লগের শুরুতে পর পর একাধিক ছবি যোগ না করতে। অন্ততঃ ২-৩ লাইনের ভুমিকা’র পরে ছবি যোগ করলে সমস্যা নাই।

ভাবনা ১৬ এর জন্য ইমো বাড়ানো বা পুরাতন ইমো সেট পরিবর্তন এর দাবী জানাই। এটা তো বাজেটে খূব একটা প্রভাব ফেলবে বলে মনে করছি না আমি।

ভাবনা ১৭ এর জন্য একটা পোস্ট লিখতে যাচ্ছিলাম। খুঁজে দে্খি আপনি এটাতে যুক্ত করেছেন। বিশেষ করে ব্লগ ডে’র পোস্ট লিখতে গিয়ে এই অপশন এর প্রয়োজনীয়তা অনেক বেশি দেখা দিয়েছে।

ভাবনা ১৮ এর ব্যাপারে আমার ঠিক স্ট্রং কোন ফিলিংস নাই। একটা কভার ফটো যোগ করা যায় নিজস্ব হয়তো। এতটুকু হলেই চলবে। শুনলাম এটা নিয়ে কাজ চলছে।

ভাবনা ১৯, এটা একটা কমিউনিটি এর জন্য অনেক অনেক অনেক বেশি গুরুত্বপূ্র্ন। জানিনা কর্তৃপক্ষ এটাকে কিভাবে নিবে। কিন্তু একটা রিপোর্ট কমিউনিটি এর প্রাপ্য।


** পরিশেষে আমি ব্লগ কমিটি কে এতটুকুই বলবো আমাদের ব্লগ টা যদি সম্ভব হয় ওয়ার্ডপ্রেস এ ট্রান্সফার করিয়ে নিন। এতে করে ব্যয় কমবে, সহজে ডেভেলপার পাওয়া যাবে আর অনেক অপশন ওটাতে ব্লগের জন্য প্রিমেড ই থাকে। বিশ্বের বেশিরভাগ ব্লগ ই তো ওয়ার্ডপ্রেস এ!!

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ :)

ভাবনা ১০ বাস্তবায়ন করতে কোনো টাকা লাগবে না... Just some lines of code...

ভাবনা ১১ করা না করা ব্লগ কর্তৃপক্ষের ব্যাপার...

ভাবনা ১২ এর জন্য সার্ভারের চাপ বাড়বে। এক্ষেত্রে ফেসবুকের মতো এডিট হিস্ট্রি রাখা যায়...

বাকি পয়েন্টগুলোতে ঐক্যমত্যের জন্য ধন্যবাদ :)

ওয়ার্ডপ্রেসে ট্রান্সফার করা ঠিক হবে না...
পুরো কোড নতুন করে লিখতে হবে... UI এর ব্যাপার আছে...
ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি নিয়েও সমস্যা আছে....

ব্লগ কর্তৃপক্ষ আমার পোস্ট ও বাগ রিপোর্টগুলো নিয়ে কাজ করছে....
দেখি কি হয়...
অচিরেই সামু ভাবনা ৩ পোস্ট করবো :)

২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আর ইউআই পরিবর্তন হলে ব্লগের ইউজার আরো কমে যাবে...
যেমনটা স্ন্যাপচ্যাট এর ক্ষেত্রে দেখা গিয়েছিলো....

লুকটা অনেক ম্যাটার করে....
আগে দর্শনধারী দেন গুণ বিচারী...

৩২| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

নাহিদ০৯ বলেছেন: ইউআই কাছাকাছি রেখেই ব্লগের উন্নয়ন সম্ভব। ফেসবুক এ ১ বছরে যে পরিবর্তন হয় তা একসাথে দেখলে চোখে পড়ার মতো। কিন্তু বেসিক কিছু স্ট্রাকচার, কালার কম্বিনেশান ঠিক রেখে পরিবর্তন করে ফলে চোখেও পড়ে না।

আমাদের ব্লগে হাজারো সমস্যা থাকবে, ফেসবুক টুইটার এর মতো এক স্মুদ হবে না, অনেক হোমলি টাচ থাকে এসব ইরর এর মধ্যে। কিন্তু তাই বলে সাধারন কিছু বাগ তো অবশ্যই পরিবর্তন এর দাবী রাথে।

আর ওয়ার্ডপ্রেস এ সিকিউরিটি সমস্যা মানে কি বুঝলাম না! শুধুমাত্র ট্রান্সফার ঝামেলা এর কথা বলে মাসে মাসে ছোট খাটো উন্নয়নেও বিশাল বাজেট চলে যাবে কাস্টম ব্যাকেন্ড মেইনটেইন করলে।

২৮ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ইউআই না হয় সিএসএস দিয়ে রাখা হলো কিন্তু তার পরেও শিফট করাটা অনেক ঝামেলার ব্যাপার। ফেসবুক নিজেই PHP এর কন্টিবিউটর। তাই তাদের পরিবর্তন তেমন চোখে পড়ে না। অনেকটা লুকিয়েই পরিবর্তন হয়ে যায়।

সামুর ব্যাকএন্ড ২০০৫ সাল থেকেই নিজস্ব ভাবে তৈরী। তাই ধীরেধীরে বাগ ঠিক করতে হয়। তারপরও সামু অনেক স্মুথলি লোড হয়। আপনি কয়টি ডিভাইসে সামু চালিয়েছেন জানি না, আমি প্রায় সব ধরনের ডিভাইসেই ভালো পার্ফরমেন্স পেয়েছি।

ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি মেইনটেইন করা অনেক টাফ। পৃথিবীর অধিকাংশ সাইটেই এটা ব্যবহার হওয়ার কারনে বাগ এবং সিকিউরিটি ভালনারাবিলিটি প্রচুর। প্রায় সবাই ওয়ার্ডপ্রেস হ্যাকের ধান্দায় থাকে। সামুর পুরো ব্যাকএন্ড ওয়ার্ডপ্রেসে আনতে হলে প্রচুর খাটতে হবে। তাও মন মতো হবে না।

বাজেট সম্পর্কে আমি তেমন কিছু জানি না । সামু একটা ফ্রিল্যান্স টাইপ কোম্পানি।

সাধারণ বাগগুলো ধীরেধীরে ফিক্স করা হচ্ছে। আমি নিজে অনেক বাগ রিপোর্ট পাঠিয়েছি এবং নানা রেকমেন্ডেশনও করেছি। সামুর টিম সেগুলো নিয়ে কাজ করছে...


ওয়ার্ডপ্রেস আনলে নোটিফিকেশন আর ইমোটিকন বাদে কোন ইমপ্রুভমেন্ট হবে বলে আপনি মনে করেন???? বাজেটটা না হয় বাদ দিলাম তখন???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.