নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

আমার কাছে কবিতা

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১



আমার কাছে কবিতা হলো জীবন নামক নদীর কলকল ধ্বনি ...
হৃদয়ের গভীরতা প্রকাশের চমৎকার উপায়.....
কবিতার প্রত্যেকটা শব্দই যেন জীবনের ছায়া....

আমার কাছে কবিতা হলো প্রেয়সীর হাসি...
সদা ছন্দময়,মধুর সে হাসি....

আমার কাছে কবিতা হলো একটি শক্তি....
যা দ্বারা মনের যাবতীয় ভাবনার প্রকাশ সম্ভব.....

আমার কাছে কবিতা হলো পরিবর্তনের প্রতীক.....
দুনিয়া বদলানোর হাতিয়ার.....

আমার কাছে কবিতা হলো স্নিগ্ধ সুন্দর.....
রিমঝিম বরষার সজল অনুভূতি.....

আমার কাছে কবিতা হলো কবির জীবনগাঁথা....
কবির ছবি আঁকার ক্যানভাস....

একটি সুন্দর কবিতার জন্য হাজারটা পাতা নষ্ট করা যায়...
তবুও চাই মনোমুগ্ধকর কয়েক লাইনের একটা কবিতা....

তাইতো ভালোবাসি কবিতাকে....
এ ভালোবাসাকে কেড়ে নিতে পারে কেবল কবিতাই.....



মনিরা সুলতানা আপুর আমার কাছে চমৎকার একটা কবিতা পাঠের অনুভূতি অমরাবতী সম আনন্দের! পোস্টে আমি এই কথাগুলো লিখেছিলাম....

মন্তব্য ১১১ টি রেটিং +২০/-০

মন্তব্য (১১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫০

আরোহী আশা বলেছেন: অসাধারন ভাবনা...........।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫০

আরোগ্য বলেছেন: এ যেন আমারও কথা যা এই পোস্টে আছে লেখা।
কবিতা যেন এমন অনুভূতি যা দুর করে শত ব্যথা।

দারুণ আপনার লেখায় একরাশ ভালোলাগা ও মুগ্ধতা রেখে গেলাম।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫০

রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
সহজ সরল সুন্দর।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই :)

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


কবিরা সমাজের বিবেক, মানুষের কন্ঠস্বর, হৃদয়ে জমে থাকা কথার প্রকাশক; এখন মিলিয়ে দেখুন।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার সাথে একমত :)

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫১

বলেছেন: অসাধারন

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৯

মনিরা সুলতানা বলেছেন: কবিতা নিয়ে দারুণ শব্দ চয়নে আপনার ভাবনার অনন্য প্রকাশে মুগ্ধতা !!
সম্মানিত বোধ করছি, আমার লেখার সাথে অত সুন্দর একটা কবিতা জড়িয়ে থাকল বলে।

সব সময় ভালো থাকার শুভ কামনা।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার চমৎকার পোস্টটি না পড়লে যে আমার এ লেখা সম্ভব হতো না...
তাই আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ :)

আশাকরি সময়ের এই পথচলায় সহযাত্রী হিসেবে পাশে থাকবেন :)

৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:


কতজন বাংগালী বাংলা ভাষায় কাজী নজরুলের কবিতা পড়েছেন, উনার সময়, এবং আজকে?

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: উনার সময় কতজন পড়েছেন জানি না তবে তাঁর কবিতা অনেক আগে থেকেই পাঠ্যবইয়ে আছে।
তাই বর্তমানে প্রায় সবাই তাঁর কবিতা পড়েছে বলে আমার মনে হয়।
আপনার কি ধারণা?

৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি :)

৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৩

কথার ফুলঝুরি! বলেছেন: ও আচ্ছা' আপনি। :P প্রোগ্রামার ভাইয়া দেখি কবিতাও লিখতে পারে :||
আমার কাছে কবিতা মানে,,, ;)
এনিওয়ে ভালো লেগেছে লেখা' ভাইয়া।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: একটু আধটু লিখি হে হে B-))
তোমার কাছে কবিতা মানে কি B:-) জাতি জানতে চায় ;)

ত্যাংকুশ B-)

১০| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

সাইন বোর্ড বলেছেন: ভাল অনুভব ।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪১

হাবিব বলেছেন: আমার বলার কি কিছু আছে????

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: বলে ফেলুন :)

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: হা হা হা , দারুন সব অনুভূতি!!!

আমার কাছে কবিতা হলো বদ্ধ মনের ভিতরে ঢোকার চাবিকাঠি ।


অফুরান শুভেচ্ছা ও ভালবাসা নতুন পরিচয় পাওয়া প্রিয় ভাইকে।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই তো ! কবিতা দিয়ে মনের ভেতরে অনুভব জাগানো যায়.....
পড়ার জন্য ধন্যবাদ :)
ভালো থাকবেন...

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৪

সোহানী বলেছেন: আরে আপনি কবিতাও লিখেন!!!!!!!!!!!!

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: Yeah, baby, that's what I do ;)

আরো কতো কি যে লিখি...... B-))

আপনি কেন :( তুমি বলবা... ঠিক আছে?

কেমন লাগলো সেটা তো বললে না আপু B:-)

উপরের ইংরেজি লাইনটা Bebe Rexa এর I Got You থেকে নেওয়া B-)

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৮

নতুন নকিব বলেছেন:



আমার কাছে এই কবিতা আপনার মুগ্ধ কাব্যানুভূতির স্নিগ্ধ প্রকাশ.....

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: অসংখ্য ধন্যবাদ নতুন নকিব ভাই :)

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

ব্লগার_প্রান্ত বলেছেন: বাহ আপনার কাছে কবিতার মানেতো খুব সুন্দর

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকু :)

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১০

নীলপরি বলেছেন: ভালো লাগলো আপনার অনুভূতি ।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ নীলপরি :)

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯

কুঁড়ের_বাদশা বলেছেন:

মেয়েলি মেয়েলি কবিতা হয়েছে, আরো জোরে মারো হেঁইও =p~

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: জোরছে বলো হেঁইও B-))

১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৯

শায়মা বলেছেন: আমার কাছে কবিতা মানে শুধুই ভালোবাসা! :)

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: তোমাকেও এত্তগুলা ভালোবাসা ;)

১৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

শায়মা বলেছেন: তুমি যে আমার কবিতা

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: :D :D :D
ত্যাংকু শামা :P

২০| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

ঢাবিয়ান বলেছেন: আমার কাছে কবিতা হল দুর্বোদ্ধ কিছু শব্দমালা ।

একটু দুষ্ঠুমি করলাম আর কি। আসলে বিজ্ঞানের ছাত্রতো, কবিতা /সাহিত্য আমার কাছে বরাবরই বড় খটোমোট লাগে। তবে কমেন্ট পড়ে বুঝতে পারি যে এই ব্লগের কিছু ব্লগার দারুন ভাল কবিতা লেখে।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আমিও বিজ্ঞানের ছাত্র :)
আসলেই কিছু ব্লগার চমৎকার কবিতা লিখেন।

কমেন্টের জন্য ধন্যবাদ :)

২১| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

খায়রুল আহসান বলেছেন: কবিতা নিয়ে যা কিছু বলেছেন, ঠিকই বলেছেন; শুধু ১২ নম্বর লাইনটাতে একটু দ্বিমত আছে। কবিতা সব সময় কবির জীবনগাথা নয়। অন্যের জীবনগাথায় একাত্মবোধ করেও কবি কবিতা লিখতে পারেন।
কবিতা কবি'র হৃদয়ের গুন্জন। পাখি যেমন তার গান কে শুনছে বা না শুনছে সেটা ভেবে গান গায় না, কবিও তেমনি তার কবিতা কে পড়ছে বা পড়বে, তা ভেবে কবিতা লিখেন না।

কবিতা লেখা সম্ভব নয়, যদি না কবিতা "আসে"। কবিতা অনেকটা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মত; ভেতরে ভেতরে তপ্ত হতে হতে উদ্গিরণের জন্য উন্মুখ হয়ে থাকে। এক সময় প্রজ্জ্বলিত শিখায় চারিদিক আলোকিত করে এর গলিত লাভা কবির মনকোষ থেকে প্রবল বেগে বের হয়ে এসে সকলের নিকট দৃশ্যমান হয়। কবি তখন কিছুতেই তাকে চেপে রাখতে পারেন না।

প্রত্যেক মানুষের মধ্যেই একটা কবি মন থাকে। আগ্নেয়গিরি যেমন কোনটা জীবন্ত, কোনটা সুপ্ত আবার কোনটা নির্বাপিত, মানুষের কবি মনও ঠিক তেমনি- কোনটা সক্রিয়, কোনটা নিষ্ক্রিয় আবার কোনটা আপাতঃ নিষ্ক্রিয় হলেও তার সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা প্রচুর। সহায়ক পরিবেশ পরিস্থিতি পেলে তার যথাসময়ে উদ্গিরণ ঘটে। আগ্নেয়গিরির ভূ অভ্যন্তরে সঞ্চিত তরল শিলাকে বলে ম্যাগমা, আর যে তরল শিলা ভূ পৃষ্ঠের বাইরে বেরিয়ে আসে তাকে বলে লাভা। প্রত্যেক মানুষের কবি মনে কম বেশী ম্যাগমা থাকে। যাদের ভাবনা গুলো লাভা হিসেবে নির্গত হয়, এবং তা যদি আমাদের ক্রিয়াশীল মন, বোধ ও মননকে উদ্দীপ্ত করতে সহায়ক হয়, তবে তাদেরকেই আমরা সাধারণতঃ কবি এবং সেই নির্গত 'লাভা'কে কবিতা নামে আখ্যায়িত করে থাকি।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ শ্রদ্ধেয় :)

আপনার চমৎকার মন্তব্য পড়ে আমি অভিভূত !
অনেকদিন পরও আপনার এ মন্তব্য আমার স্মৃতির মানসপটে আঁকা থাকবে...
বৃষ্টির পরের স্নিগ্ধতার মতো এর রেশ রয়ে যাবে....

আসলে আমি এরকমটা বলেছি কারন কবিতা অনেক সময় কবির জীবনের নানা কথাকে প্রকাশ করে। এটা অবশ্যই সব সময় নয়। তবে কবিতায় কবির জীবনের প্রতিচ্ছবি থাকতে পারে।

কবিতা কবি'র হৃদয়ের গুন্জন
আসলেই তো ! হৃদয়ের কথাই ফুটে ওঠে কবিতায়.....
কবিতা সকলের, সকল কালের,সারা পৃথিবীর....

আগ্নেয়গিরির সাথে কবিতার মিল....
চমৎকার উপমা....

আসলে আমি কবি নই। এটা একজন সাধারণ পাঠকের কবিতা সম্পর্কে ধারণা হিসেবে ধরতে পারেন ।

২২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭

হাবিব বলেছেন:





সুন্দর কবিতা এক শিশুর মতন

সুন্দর কবিতা এক শিশুর মতন
যতটুকু হৃদয়েতে করবে ধারণ
সদ্য ভূমিষ্ঠ সতত নিষ্পাপ নয়ন
অন্তরের প্রশান্তিতে সুসজ্জিত মনে।
কবিতা শক্তিতে কবি নজরুল হোন
বিদ্রোহীর উপাধীতে সকলে চিনেন
সুন্দর অনিন্দ্য কাব্যে বিপ্লব আনেন
মানুষকে সামনের নব পথে টানে।

কাব্যেই অন্তর ভিজে ছলছল আঁখি
আবেগের বেগ দিয়ে জীবনটা দেখি
জীবনের মানে বুঝা সহজ তখন।
কুলসিত কাব্য হয় অল্প সময়ের
হৃদয়ের উত্তেজনা কিছু লোকে রাখে
শালীনতায় কখনো পায়না যতন।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর কবিতাটির জন্য অসংখ্য ধন্যবাদ হাবিব স্যার :)

সুন্দর কবিতা পড়লে যে অনুভূতি হয় তা সদ্যজাত শিশুর হাসির সাথে তুলনীয়....
শিশুদের মতোই সুন্দর কবিতা মন ভালো করে দেয়....

কবিতা জীবনের জয়গান....

২৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

কাওসার চৌধুরী বলেছেন:



একটা প্রিয় কবিতা পাঠ করার পর একটি নিষ্পাপ শিশুর অনুভূতি হয়। ভাল লাগা আর দৃষ্টিতে ভিন্ন তৃপ্তি আসে। এজন্য আজো কবিতার পাঠক আছেন, ভবিষ্যতেও থাকবেন। কবিরা মানুষকে আনন্দ দেন, জীবনকে উপভোগ করার রসদ যোগান।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: কবির কাছে কবিতাই জীবন.....
আপনার অনুভূতি প্রকাশের জন্য অনেক অনেক ধন্যবাদ :)

২৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০

অপু দ্যা গ্রেট বলেছেন:




প্রোগ্রামার এখন কবি । বাহ । বাহ ।

আমি ই জীবনে কিছু করতে পারলাম না ।

বেটা অপু তোমার ব্লগ ছাড়ার সময় হয়ে যাচ্ছে ।

ভাই কিভাবে মিলালেন । একটু শিখিয়ে দেন । না হলে প্রোগ্রামার বানাইয়া দেন ।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: কি যে কন :D

মন্তব্যর জন্য ধন্যবাদ :)

আপনিও কবিতা লেখার চেষ্টা করুন। হয়ে যাবে :)
আপনার লেখাগুলো খুব সুন্দর !
ট্রাই অপু ট্রাই....

মিলাইনি..... মিলে গেলে কি আর করা ;)

২৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩০

জাহিদ অনিক বলেছেন:


আপনার কবিতার ধরণ জানা হলো। :)

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি আবার কবি নাকি B-))
ইচ্ছা হলো তাই এ অবতারণা B-)

থ্যাংকু ফর ইয়োর কমেন্ট :)

২৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমার কাছে কবিতা হল একটা শান্তি। যার বর্ণনা আমার কাছে নাই। আমি অনুভব করি। শান্ত হয়ে অনুভব করি

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ :)
কবিতা তো মনকে শান্ত সরল করে....

২৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা হল মনের প্রতিচ্ছবি।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই....

আসলেই তো ! কবিতায় মনের ভাবনা প্রকাশ পায়....

২৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

শিখা রহমান বলেছেন: বাহ!! প্রাচীন পক্ষী আপনি তো চমৎকার কবিতা লিখতে পারেন, তাও আবার কবিতাকে নিয়েই।

কথাগুলো খুব সুন্দর। কবিতাকে নিয়ে লেখা কবিতার প্রতিটা লাইনই মন ছুঁয়ে গেলো।

কবিতা আমার প্রথম প্রেম।

ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়। শুভকামনা অফুরন্ত!!

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতা হলো ছন্দের জাদু.....
শব্দের সাথে শব্দের জাল বোনা.....
কবিতাই জীবনের ভাষা......
ঝর্ণার মতো এঁকেবেঁকে চলা শব্দের ধারা.....

প্রত্যেক কবিরই প্রথম ভালোবাসা কবিতা....

আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম....

ভালো থাকবেন :)

২৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৭

ফেইরি টেলার বলেছেন: দারুন ! ভাবছি আমিও একটি কবিতা লিখব ।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: লিখে ফেলুন :)
মন্তব্য করার জন্য ধন্যবাদ :)

৩০| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

কাল্পনিক_জীবন বলেছেন: করেছেন অনুসরন,
ঋৃনী হয়ে গেলাম,
তাই একটু ঘুরে দর্শন দিয়ে গেলাম,
মনে হলো অন্যরকম একজন ব্লগার বন্ধু খুঁজে পেলাম । ;)

০৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ত্যাংকু ত্যাংকু B-))

৩১| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আরেহ !!!! আপনার কবিতায় এইমাত্র ভালোবাসা জানিয়ে এলাম...
আর তখনই আপনি আমার কবিতার খাতায়.....

অসংখ্য ধন্যবাদ কবি......

৩২| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতা -
আপনাতেই হেসে ওঠে মন, ঘুমের ঘোরে শিশুর খুশির হাসির মতো স্নিগ্ধতায় :)
মনের গহনে অনুরিত হয় উচ্ছল ঝর্নার কল কল - -
মন হয় কবি বুঝি আমার জন্যেই লিখেছে !
কথাগুলোর উত্তর কাব্যে লিখতে নিশপিশ করে মন!
আরো কতকথা- বলতে গেলে হয়ে যাবে আরেক কবিতা

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার জন্যই লেখা....
সকল কবির জন্য.....

কবিতার জবাবে কবিতা....
সেটাই তো কাম্য :)

হোক না কবিতা আরেকটা....
তবুও চাই একখান চমৎকার কবিতা.....

পাঠে হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা...... :)

৩৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০২

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,




কবিতা কি! কাকে বলে কবিতা! সুন্দর ফুটিয়ে তুলেছেন।
কবিতা একেকজনের কাছে একেকরকম। আমার কাছেও কবিতা এমন----তাহলে কবিতা কি ? কাহাকে বলে কবিতা ?

০৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতা পাঠে অনেক অনেক ধন্যবাদ :)

কবিতা কবির মনোভাব....
তাই তো কবিতার জগৎ অনন্ত, অসীম......


আপনার পোস্টটা এখনই পড়বো......

ভালো থাকবেন :)

৩৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৪৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সোহানী বলেছেন: আরে আপনি কবিতাও লিখেন!!!!!!!!!!!!

একটি কবিটার জন্য তোমার ব্লগবাড়িতেও আসা যায়।
আসা পুরোই সার্থক হয়েছে। মুগ্ধতা জানিয়ে গেলেম..........

বিঃদ্রঃ সোহানীপু বুইড়া পুলারে 'তুমি' কইবো ক্যান? :P

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকু :)

ওইইইই X(( আমি বুইড়া পোলা হলে তুমি কি :D

আপু আমারে কি কইবে তুমি কওয়ার ক্যাডা :-B

৩৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: মনোমুগ্ধকর কবিতা..... B-)

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকু :)

৩৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনার চিন্তাভাবনায় প্রভাবিত হয়ে, কতৃপক্ষের কোন পদক্ষেপ এখনো এসেছে?

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: SSL এসেছে।
Application Firewall যোগ হয়েছে।
বাগ রিপেয়ার হয়েছে।
মোবাইল ভার্সন এর সমস্যার সমাধান হয়েছে।
আরও ইম্প্রুভমেন্ট এসেছে।


এ বিষয় এ জানতে সামু ভাবনা -২ এর কাভা ভাইয়ের কমেন্ট দেখো :)

৩৭| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

ব্লগার_প্রান্ত বলেছেন: ওকে
আসলে ব্লগে সময় দিতে পারছি না,
তাই সব আপডেট জানি না
আপনি তো ২৫ ঘন্টাই ব্লগবাসী!
ভালো লাগে

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ২৫ ঘন্টা X(( কি যে কও B-))

ভালো করে পড়াশোনা করো।

কোনো প্রশ্ন থাকলে করতে পারো :)

৩৮| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: বলেন ডিম আগে, না মুরগি আগে?
আপনি উত্তর টা না দিতে পারলে আমিই কালকে একটা পোষ্টে বলে দিবো
ক্লু: সবার মতো সাধারনভাবে ভাবলে হবে না

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ইহা তো একটা Casualty dilemma

মোরগ আগে ;)

আগে কম্পানি তারপর প্রোডাক্ট B-))

It varies from person to person.

৩৯| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯

ব্লগার_প্রান্ত বলেছেন: নো নো নো এভাবে না
একটা সাইন্টিফিক এনালজী দেন
আগেই তো কহিলাম মোরগ মুরগির কাহিনি নাই B-))
আমার দৃঢ় বিশ্বাস আপনি পারবেন, আপনার আইকিউ ভালো

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: কি যে কও ! আমার আইকিউ মেনসার চার বাংলাদেশীর চেয়ে কম B-))

তাইলে Campbell Biology পড়ো।

কম্পানি বলতে আমি মুরগী বুঝিয়েছি....

৪০| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ধুর মিয়া
আপ্নে যে কি কন ---------------------------------------------------------------------------------কিছুই বুঝি না---- আপনার সাথে চেস খেলুম । চেস ডট কমে আইডি খুলেন

যাই ভাই, ঘুমাইতে যাই

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

গুড নাইট B-))

উত্তরটা কবা না :P

৪১| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২০

ব্লগার_প্রান্ত বলেছেন: লেখক বলেছেন: ইয়েস বস
এ জিনিসটা এভয়েড করার জন্য
ওয়ান পারসন টু কমেন্ট নীতি নিছি (যে লেখা প্রথম পাতায় তার জন্য)
আর যদি কোন ব্লগারের সাথে বিতর্ক চলে, তবে কথা ভিন্ন


(সরি ভাই ভুলে শেষটা ডিলেট করে দিছিলাম)

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: ওকেই বয় ;)

৪২| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২১

ব্লগার_প্রান্ত বলেছেন: কালকে কবো নে B-)

১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: তাইলে তো কাল অমলেট খাওয়া মাস্ট B-))

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: অমলেট নয় দুদুখানা ডিম সিদ্ধ খেলুম B-))

৪৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৭

চিট্টি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকু :)
তা ২.০ এর এ্যামি জ্যাকসনরে কেমুন লাগলো :-B

৪৪| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

চিট্টি বলেছেন: ভাল :|

১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: শুধু ভাল নাকি B-))

৪৫| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

চিট্টি বলেছেন: কিছু কথা থাক না গোপন

১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~
ক্রাশ খাইছেন নাকি ;)

৪৬| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৩

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
আপনার এই লেখাটা কিভাবে যেন আমার চোখ এড়িয়ে গিয়েছিল! খুব লজ্জি্ত আমি। এটা আগেই পড়া উচিৎ ছিল।
কি অসম্ভব সুন্দর করে কবিতার প্রতি মমতা আর ভালোবাসাকে কে ছন্দ আর অছন্দের কারুকাজে বেঁধে ফেললেন?
আমি মনে করি - প্রেমের বাসনা থেকেই তো আসবে আকুতি, আসবে ছন্দ আর কবিতা লেখার প্রেরণা।
আপনি যে এত ভালো করে অনুভূতি প্রকাশ লিখতে পারেন সেটা জানতাম না।
শুভ কামনা রইল, ভাই!

১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আরে এটা কোনো ব্যাপার না :)

সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।

আরও কত কি যে পারি ;)

পাশে থাকবেন :)

৪৭| ১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬

নীল আকাশ বলেছেন: আরও কত কি যে পারি ;) পাশে থাকবেন :)
আমার তো ধারনা ছিল আপনি আইটি বিশেষগ্গ, এই লেখা প্রথম বার পড়ে আমি তো হতভ্মব! ;)
লেখা খুবই চমৎকার হয়েছে। তবে আমি আসলেও জানতে চাই আর আপনি কি কি পারেন! :P মন্তব্যে তো অলরেডী আমাকে মুগ্ধ করে ফেলেছে। :`> প্রায় কবিতাও হয়ে গেল! B-) মনে হচ্ছে ১০০ তে ১০০! :)
অবশ্যই পাশে পাবেন সব সময়। :`>
শুভ কামনা রইল!

১১ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ত্যাংকু ত্যাংকু B-)

কি পালি বুলবো না ;)

সময় মতো লেখা আসিবে.....

আবার আসার জন্য অনেক ধন্যবাদ B-))

৪৮| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৭

বলেছেন: হে গুণী।


আমার কবিতায় আপনার মন্তব্য টা কিন্ত আমার কবিতার চেয়েও সুন্দর।


পোস্ট করতে পারেন

১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: সাহস দিলেন....

তাহলে পোস্ট করেই দেখি.....

কয়েকটা পোস্ট পরে পোস্টটা করবো...

পরপর দুটো ইংরেজি কবিতা কারো ভালো লাগবে না বলে মনে হয়।

৪৯| ১১ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

টারজান০০০০৭ বলেছেন: হাত দুইখানা কি আপনার নাকি রে ভাউ ? নাকি ভইন ? B:-)

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় ---------------- আমার কাছে সবই গদ্য মনে হয় ! অনুভূতি গভীর। ধন্যবাদ। :)

১১ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: এত্ত গভীরতা বুঝেন কেনু ;)
গদ্য থুক্কু পদ্য পড়ার জন্য ধন্যবাদ B-))

১৪ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: ভইন হমু ক্যা X( X((
ভাউ বইলাই তো কাইলি জেনার, জিজি হাদিদরে দেহি ;) ;) ;)

তা নরম নরম কিচু লাগবি নাকি B-))

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: এই যে নরম নরমঃ



আপনি আবার অন্য কিচুমিচু ভাবেন নি তো ;)

৫০| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

ইকবালসইনফো বলেছেন: সত্য সত্যই সত্যপ্রকাশ এমন হওয়া চাই। তবে নিজের মতো করে।

১২ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মন্তব্যর জন্য অনেক অনেক ধন্যবাদ :)

৫১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫২

ফাহিমা জেরিন জেবা্ বলেছেন: মুগ্ধ হয়ে পড়ছিলাম...।

২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

৫২| ১৯ শে মে, ২০১৯ দুপুর ১:৪৬

মেঘ প্রিয় বালক বলেছেন: ভালো লাগলো আপনার প্রথম কবিতায় চোখ বুলিয়ে। আপনার কবিতা ভালবাসা কেড়ে নেওয়ার অধিকার রাখে। শুভকামনা রেখে গেলাম আগামীর জন্য।

১৯ শে মে, ২০১৯ দুপুর ২:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতাটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই :)

শুভকামনা বয়ে চলুক আজীবন.......

৫৩| ১৯ শে মে, ২০১৯ দুপুর ২:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরেব্বাস কী সুন্দর কবিতা

কবিতাকে ভালোবাসি
যদিও কবিতা লিখতে পারি না :(

১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু :)

মানুষ পারে না এমন কোনো জিনিস নেই.......

৫৪| ১৯ শে মে, ২০১৯ বিকাল ৫:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: আমি শব্দ দিয়ে শুরু কবিতাটি পাঠে ভাল লাগল । যদিও বেশীর ভাগ কবির কবিতায় কবির আমিত্ব অনুল্লেখ্য থেকে যায়, তাহলেও এখানে আমিটাই দেখতে পাই কবির অনেক কথা বলে যায় । উল্লেখ্য, কবিতায় বলা আমি শব্দটির অর্থ অনেক ব্যপক কারণ আমি শব্দ ভাষার ক্ষেত্র হইতে শস্য আকারেই ফলেছে বলে মনে হল । প্রসঙ্গক্রমে লালনের সৃস্টি হতে দুটি তাৎপর্যপূর্ণ পঙক্তির কথা বলা যায় যথা ”আমি কি তাই জানলে সাধন সিদ্ধ হয়/আমি শব্দের অর্থভার সে-তো আমি নয়” তাই আমি নিয়ে বলা একটি কবিতা কেমন করে কবিতা হয়ে উঠতে পারে তাকি আর বলার অপেক্ষা রাখে । আমি শব্দে নির্মিত পঙক্তিমালা যদি তার রূপ, রস, সৌন্দর্যে উত্তীর্ণ হয়ে পাঠকের মনে প্রশান্তি দেয়ার ক্ষমতা দেখাতে পারে তবে তাই কবিতা । এরকম একটি কবিতা রচনা সারা জীবনের কাজও হতে পারে, আবার অনেকের হাতে অল্প কিছুতেও হয়ে থাকতে পারে, দিতে পারে কবি হিসেবে কবিতায় বেঁচে থাকার সুযোগ। একটি ভালো কবিতা বহু সময় ধরে পাঠকের মননশীল মানসিকতা তৈরীতে অবদান রাখে , এটাই কবিতার প্রভাব বা শক্তি ।

হাজার পৃষ্ঠার কবিতার প্রয়োজন নেই ,একটি মাত্র পঙক্তি বা যুৎসই শব্দ দিয়ে কবি পারেন পাঠক মনে গভীর প্রভাব বিস্তার করতে আর তা’ হতে হলে একজন কবিকে তার উপলব্ধির মাত্রা বাড়িয়ে দেখে নিতে হয় চার পাশ। নির্বাচন করতে হয় বিষয়, যে বিষয়ের সংগে সম্পৃক্ততা থাকবে রূপের। যাকে কেন্দ্র করে কবিতাটি রূপে,রসে, সুন্দরে উপভোগ্য হয়ে মানুষের অনুভবকে করবে বিস্তৃত। এমন কবিতায় কবির নীজের অস্তিত্ত্ব অনুল্লেখ্য থাকলেও তা সহজেই বুঝা যায় এযে কবির বয়ানে সমাজের সকলেরই অন্তরের কথামালা । সকল কবিরই রয়েছে কল্পনা ও চিন্তার চিরন্তনতা যা সৃষ্টি করে নান্দনিকতার বোধ । যা আমরা তাঁদের সৃষ্টি ও ব্যবহারিক রীতি থেকে বুঝতে পারি । কবিগন প্রতিটি কর্মে-চিন্তায় ও কল্পনায় সুন্দরের যে ইমেজ তৈরী করেন তা ভাষায় প্রকাশ করেন উদ্ভাবনাময় চিন্তা আর কল্পনার জোরে , সৃষ্টি করেন নান্দনিকতা । তাই কবি যেমন কবি, কবিতাও ঠিক তেমনি কবিতা,এর ভিতরে থাকা শব্দ ও ভাষায় তার বিশেষত্ব এমনিতেই প্রকাশ হয়ে যায় যদিও বাক্যাংশটি শেষ না হয়ে তাতে প্রবাহমানের একটি ধারা……. থেকে যায় যেমনটি দেখা যায় এ কবিতাটিতেও ।

কামনা করি আধুনিকতার চিন্তায় আপনার কবিতা হয়ে উঠোক আরো গতিময় ও হৃদয়গ্রাহী ।

শুভেচ্ছা রইল

১৯ শে মে, ২০১৯ রাত ১০:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রথমেই কবিতাটি পাঠের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ :)

আমিত্ব কবিতায় অনুল্লেখ থাকলেও কবির মনের ভাবই কবিতা হয়ে প্রস্ফুটিত হয়। সব শব্দের চেয়ে আপন মনে হয় এই আমি শব্দটি। নিজস্ব সত্তা প্রকাশ করে যেন। লালন ঠিকই বলেছেন। নিজেকে জানাটা সহজ নয় বটেও। তাই আমি শব্দটি হয়েছে শক্তিমান। বিশাল তার অর্থের ক্ষেত্র।

একটি ভালো কবিতা মূহুর্তের সৃষ্টি হতে পারে আবার হতে পারে বহুল সাধনার ফল। তবে পাঠকের কাছে গ্রহণযোগ্যতাই মূখ্য। পাঠকের হৃদয়ে দোলা দিতে পারতে হবে। তবেই সেই কবিতা স্বার্থক !

কবির উপলব্ধির গন্ডি বাড়িয়ে দিতে হয় বহুগুণ। ঠিক কথা বলেছেন। অনুভব করতে হয় শব্দকে, জীবনকে। পাঠকের মনের ভাবও বুঝতে হয়। তারা কি চায় আসলে?

কবিতার বিষয়ের সাথে রূপের সম্পর্ক রয়েছে। বিষয়টিকে কবি শব্দের মাধ্যমে লিখেন।


যাকে কেন্দ্র করে কবিতাটি রূপে,রসে, সুন্দরে উপভোগ্য হয়ে মানুষের অনুভবকে করবে বিস্তৃত - পাঠকের মনকে, হৃদয়কে নাড়া দিতে হবে। তবেই সে কবিতা সার্থক।

নান্দনিকতা একটি চমৎকার শব্দ ! চোখের সাথে মনের, হৃদয়ের সংযোগ। এজন্যই আছে আলাদা করে নন্দনতত্ত্ব। কবিরা নান্দনিকতার চর্চা করেন।

আড়ালে আবডালে লেখার মধ্যে কবির আমি এসে যায়। এটার একটা প্রকট বা প্রচ্ছন্ন ছাপ কবিতায় দেখা যায়।

তাই কবি যেমন কবি, কবিতাও ঠিক তেমনি কবিতা,এর ভিতরে থাকা শব্দ ও ভাষায় তার বিশেষত্ব এমনিতেই প্রকাশ হয়ে যায় যদিও বাক্যাংশটি শেষ না হয়ে তাতে প্রবাহমানের একটি ধারা……. থেকে যায় যেমনটি দেখা যায় এ কবিতাটিতেও - চমৎকার করে বলেছেন। এ কবিতাটিতে এমনটাই করতে চেয়েছি। যাতে একটা রিনঝিন থেকে যায়।

শুভেচ্ছা সতত....

ভালো থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.