নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

নিমগাছ - বনফুল

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮



কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে।

পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে কেউ।

কেউ বা ভাজছে গরম তেলে।

খোস দাদ হাজা চুলকানিতে লাগাবে।

চর্মরোগের অব্যর্থ মহৌষধ।

কচি পাতাগুলোও খায় অনেকে।

এমনি কাঁচাই.....

কিংবা ভেজে বেগুন- সহযোগে।

যকৃতের পক্ষে ভারী উপকার।

কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক...। দাঁত ভালো থাকে।

কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ।

বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশী হন।

বলেন-"নিমের হওয়া ভাল, থাক, কেটো না।"

কাটে না, কিন্তু যত্নও করে না।

আবর্জনা জমে এসে চারিদিকে।

শান দিয়ে বাধিয়েও দেয় কেউ- সে আর এক আবর্জনা।

হঠাৎ একদিন একটা নূতন ধরণের লোক এল।

মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিমগাছের দিকে। ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙ্গলে না। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু।

বলে উঠলো, "বাঃ কি সুন্দর পাতাগুলো.....কি রূপ। থোকা থোকা ফুলেরই বা কি বাহার....এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাঃ--"

খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল।`

কবিরাজ নয়, কবি।

নিমগাছটার ইচ্ছে করতে লাগল লোকটার সঙ্গে চলে যায়। কিন্তু পারলে না।মাটির ভেতর শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে।

ওদের বাড়ীর গৃহকর্ম-নিপুণা লক্ষ্ণী বউটার ঠিক এই দশা।



(বনফুল-বলাইচাঁদ মুখোপাধ্যায়)

Source

মন্তব্য ৬৭ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য :)

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: কলেজে পড়ার সময় এক বড় আপুকে আমি নিমপাতা এনে দিতাম বলে আপু আমাকে নিমাই বলে ডাকতেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: নিমপাতার গুণের শেষ নেই :)

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৮

ট্রাভেলার মাসুদ বলেছেন: মনযোগ দিয়ে পড়লাম।
কেননা, নিমগাছ আমার প্রিয় গাছের মধ্যে অন্যতম!

ধন্যবাদ শেয়ার করার জন্য, ধন্যবাদ তাঁকেও যিনি ২০০৮ সালে তা পোষ্ট করেছেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)
গল্পটা মনে হয় কোনো ক্লাসের পাঠ্য বইয়ে আছে.......

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩

ভুয়া মফিজ বলেছেন: রাজীব নুর বলেছেন: কলেজে পড়ার সময় এক বড় আপুকে আমি নিমপাতা এনে দিতাম বলে আপু আমাকে নিমাই বলে ডাকতেন। ভাগ্যিস জামপাতা দেন নাই!!! =p~

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৩

স্রাঞ্জি সে বলেছেন: ক্লাস নাইন টেনের পাঠ্য বইয়ে। _________


ধন্যবাদ শেয়ার করার জন্য______ #:-S

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ওক্কে আই গট ইট........
পড়ার জন্য ধন্যবাদ :)

#:-S এইটা দেওয়ার কারন কি????

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪

ট্রাভেলার মাসুদ বলেছেন: গল্পটা কোন ক্লাসের পাঠ্য কিনা তা বলতে পারবো না!

তবে, বনের লতা-গুল্ম, বুনো ফুল, বুনো গাছ/ঘাস, বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া বিষয়ক বিভূতিভূষণ দা'র একটা গল্প পড়েছিলাম। সেই থেকেই আমি বনে-বাদারে ঘুরতে ভালবাসি। বুনোফুলের ঘ্রাণ নিতে বেশ ভালো-লাগে!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: গল্পটা ক্লাস টেনের পাঠ্যবইয়ে আছে...... ( ৫ নং কমেন্ট দেখুন )

বৃক্ষ আমারও প্রিয়....... বিভূতিভূষণের বইটা মনে হয় "আরন্যক" হবে........

এইবার বুঝলাম ট্র্যাভেলার নামের হেতু :)

পুনরায় আসার জন্য অসংখ্য ধন্যবাদ.....

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৮

স্রাঞ্জি সে বলেছেন: #:-S _______ বুঝে নেন। গাছি ভাইয়ু। ;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: বুঝলাম ;)

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮

হাবিব বলেছেন: আসলেই নিমের শতগুণ। শেয়ার করার জন্য ধন্যবাদ আর্কু ভাই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪০

মনিরা সুলতানা বলেছেন: বাহ !

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার করা এই পোস্টের কমেন্ট দেখেই আমার এ পোস্ট......

কমেন্টের লেখা পড়েই বুঝলাম আপনি এ গল্পটা পড়েন নি...... তাই সবার জন্যই গল্পটা গুগলে খুঁজে পোস্ট করলাম.......

বনফুলের লেখা "তাজমহল" পড়ে দেখতে পারেন। ছোটগল্প লেখায় উনার ঈর্ষনীয় সাফল্য.......
কিংবা ত্রিলোক্যনাথের ডমরু চরিত.......

আর বিভূতিভূষণের "আরন্যক"....... চমৎকার......

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯

ট্রাভেলার মাসুদ বলেছেন: স্রাঞ্জি সে'র মন্তব্যে জানতে পারলাম। ধন্যবাদ তাঁকে।

*** আমার কমেন্টস এর মধ্যে একটু সংশোধনী আছে, বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া স্বচ্ছ জলধারা" ____

দ্রুত প্রতিউত্তর করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

শুভকামনা রইলো... :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও শুভকামনা :)

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৪

মনিরা সুলতানা বলেছেন: বনফুলের ছোট গল্প পড়ছি তো !
বিশ্ব সাহিত্য কেন্দ্রের কর্মসূচি তে ছিল। কিন্তু সব সময় হয়ত সব মনে পড়ে না।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: সময়ের স্রোতে হারিয়ে যায় কত কথা, সুখ-দুঃখ গাঁথা......
সবসময় সব মনে পড়ে না......
মনে রাখা কি সম্ভব????
হয়তোবা উত্তর হবে - না........

মেঘমালার মতোই ভেসে বেড়ায় স্মৃতি মনের আকাশে.......
নানান আকার-আকৃতিতে ধরা দেয় মনে.....
কখন কি হবে কে জানে !!!
তবুও বেঁচে থাকা......
পথচলা অনিশ্চয়তার পথে......

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: বিশ্ব সাহিত্য কেন্দ্র মনন গড়ার কারিগর.........
জীবন পাল্টে দিতে পারে একটা বই......
কিছু কথা বদলে দিতে পারে সবকিছু......

১২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮

আখেনাটেন বলেছেন: সুন্দর! সুন্দর!

তা ছবিটা কি দেশি নিমের নাকি ঘোড়া নিমের... :P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

বিদেশি নিম :P

১৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৭

গরল বলেছেন: নিম গাছ বাংলাদেশ থেকে উধাও হয়ে যাচ্ছে দিন দিন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: :(

১৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন: বাড়িতে একটি নিম গাছ থাকা মানে একজন ডাক্তার থাকা। :P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: হাছা কইচেন B-))

১৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আগেও পড়েছি, এখনও পড়লাম।

দারুণ।++++

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার একটা ছোটগল্প.......
বারবার পড়ার ইচ্ছা হয়......
যেন সেই কথা..... "শেষ হয়েও হইলোনা শেষ "

১৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮

শায়মা বলেছেন: হা হা ভূয়া মফিজ ভাইয়া!


আমিও এটাই ভাবছিলাম .......

যাইহোক এই লেখাটা আমার অনেক প্রিয়.....

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ভূয়া মফিজ আসল কথাই ভেবেছে B-))

আমারও প্রিয় শামা :)

১৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর শেয়ার।+

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

১৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৬

করুণাধারা বলেছেন: গল্পটা একটা চমৎকার বাক্য দিয়ে শেষ হয়েছে। এটা আগের পড়া কিন্তু বারবার পড়া যায়। শেয়ারের জন্য ধন্যবাদ, আর্কিওপটেরিক্স।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: শেষ হয়েও হইলোনা শেষ হয়ত একেই বলে :)
আমিও বারবার পড়ি........

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭

শিখা রহমান বলেছেন: বনফুল প্রিয় লেখক। লেখাটা শেয়ার করার জন্য ধন্যবাদ।

@ভুয়া মফিজের মন্তব্য পড়ে অনেক হাসলাম। :)

শুভকামনা প্রাচীন পক্ষী। ভালো থাকুন সবসময়।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: আমিও ভুয়া মফিজের মন্তব্যে মজা পেয়েছি :)

চমৎকার এ ছোটগল্পটি হাজারো বার পড়া যায়.....

যেন রবীন্দ্রনাথের সেই কথা " শেষ হয়েও হইলোনা শেষ ".......

গল্পটির গূঢ়ার্থ ব্যাপক বিস্তৃত.......


পুনরায় পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: নিমগাছটার ইচ্ছে করতে লাগল লোকটার সঙ্গে চলে যায়। কিন্তু পারলে না। মাটির ভেতর শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ***ওদের বাড়ীর গৃহকর্ম-নিপুণা লক্ষ্ণী বউটার ঠিক এই দশা। - আহারে এটাই হয়তো মানুষের জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি সাথে সেই কুলবধুটি ।



নিম পাতার নিমাই আর জাম পাতার জামাই গল্পটি প্রায় ৩০-৪০ বছর পুরোনো। - আপাতত “নিম পাতা নিমাই জাম পাতা জামাই” লিখে গুগলে সার্চ দিলে হাসিটা অনেক পুরোনো বাসী হয়ে যাবে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: সবারই জীবনে কিছু অপ্রাপ্তি থাকে......
হয়তো এটাই জীবনের একটা অংশ.......

তবুও জীবন ছুটে চলে সময়ের আঁকেবাঁকে.......


নিম জাম এর গল্পটি সার্চ করে দেখবোনে B-))

২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

জুন বলেছেন: বনফুলের ছোট গল্পগুলো খুব প্রিয় ছিল। তবে নিমগাছ নিয়ে অল্প কথায় কি অসামান্য প্রকাশ।
মায়ানমারে রাস্তার পাশে পাশে এখানে ওখানে অগুন্ততি নিম গাছ নয় বলা যায় মহীরুহ। এখনো বুনে চলেছে বিভিন্ন জায়গায়। গাইড এর ঔষধি গুন নিয়ে আমাদের বলছিল যা আমরাও জানি। কিন্ত আমাদের দেশে এত নিম গাছ আর এত বিশাল আকার দেখিনি। থাকবে কি করে! আমরাতো গাছ কাটার ওস্তাদ।
ভালোলাগা আর্কিপয়েরিক্স ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: মিয়ানমারের কথা জেনে ভালো লাগলো আপু :)
কিন্তু বাংলাদেশে..... :( :((

আমার নামটা কিন্তু এবারও ভুল লিখেছ X((
তবে কি ধরে নেবো এটা একটা দুষ্টুমি ;)

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

২২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার একটা লেখা! প্রথমবার পড়েই সেই যে মুগ্ধ হয়েছিলাম, এখনো মুগ্ধতা অটুট আছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: আমারও আপনার মতোই অবস্থা :)
গল্পটা আসলেই অতীব চমৎকার.....

পুনরায় পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

২৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কপি-পেষ্ট করে আর কত?


নিমের এতগুন তো খা চিবিয়ে...:D


০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রশ্নটা তো আমিও করতে পারি মিয়া ;)
উত্তর কি দিবা B-))

খাবো তো..... তুমি খাইছো :D

২৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দ্যাখো বন্দু, আমিও কি সুন্দর ফডো তুলিতে পারি..:)

খাইচি বন্দু খাইচি, খুব মিস্টি। তুমিও খাও..


পুনশ্চঃ তুমি আমার মাল্টি কি না, এই কথা কাউরে কইবা না। পিলিজ লাগে..;)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: কি চুন্দর ফুটো থুক্কু ফটো ;)

আমিও খেলাম B-))

আমি তোর মাল্টি হবো কেন X(( X((

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: পুনশ্চঃ :P ইমো হবে

২৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বন্দু, ফডো তো ঠিকমত আসনি..:P

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~

২৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৩

পদাতিক চৌধুরি বলেছেন: পোস্টটা বেশ সুন্দর । সাথে সাথে রাজীব নূর ভাই ও ভুয়া মফিজ ভায়ের কমেন্ট দুটি পড়ে বেশ মজা পেয়েছি । পোস্টে লাইক।

শুভকামনা রইল।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আমিও মজা পেয়েছি ভাই :)

পড়ার জন্য অশেষ কৃতজ্ঞতা :)

২৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩১

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,




বনফুলের এমন সুন্দর রূপকীয় গল্পটি আগে পড়িনি। সুযোগ করে দেয়াতে ধন্যবাদ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ :)

২৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩০

সোহানী বলেছেন: তুমি আবার কম্পি ছাইড়া কবরেজ কবে হইলা ;)

যাক্ গল্পটা আগেও পড়া ছিল আবার নতুন করে মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ। নিমের অনেক গুন সেটা কিন্তু চিকিৎসা সাস্ত্রে যুগ যুগ ধরে বলে আসছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: যেদিন থেকে পরীর পাল্লায় পড়লাম সেদিন থেকেই ;)

আমি জানতাম তুমিও বলবে গল্পটা পড়া B-))
তবে যাইহোক...... পুনঃ পাঠে কৃতজ্ঞতা.......

নিম জিম ডিম টিম মিম.......

২৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৩

নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী প্রিয় ভাই!
ভুয়া মফিজ বলেছেন: রাজীব নুর বলেছেন: কলেজে পড়ার সময় এক বড় আপুকে আমি নিমপাতা এনে দিতাম বলে আপু আমাকে নিমাই বলে ডাকতেন। ভাগ্যিস জামপাতা দেন নাই!!!

আমার পড়া অন্যতম সেরা মন্তব্য এটা। কিন্তু ভাই, কম্পু ছেড়ে শেষমেষ নিম গাছ, তাও আবার বনফুল! বনফুল কিন্তু ছোট গল্পের জাদুকর। বালক বেলায় এর অনেক গল্প পড়েছি। দুর্দান্ত লেভেলের লেখক!
গল্পের মধ্যে কিন্তু আমিও আছি! লাস্ট লাইনটাই শানে ই নযুল!

একটু আগে আপনার কিঊটি পরী লেখা শেষ করলাম। কালকে ১ম পর্ব পাবেন। পরের দিন ২য় পর্ব।
ভারদানা ফন্ট দিয়ে আপনার সাজেশন মতো লিখেছি এম এস ওয়ার্ডে।
ধন্যবাদ আর শুভ কামনা রইল!


০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভরাত্রি ঠু B-))

এই মন্তব্যে আমিও হেসে খুন :D
কম্পু ছাড়িনি ভাই...... তবে এই পোস্টটা মোবাইলে করা :)
আসলে অনেকেই গল্পটা পড়েননি । তাই এই পোস্ট......
বনফুলের তুলনা হয় না...... An incredible writer.....
"নীল আকাশ" তো আছেই.......

শেষ হয়েও হইলোনা শেষ.... বোধহয় একেই বলে.......


পরীর অপেক্ষায় রইলাম.......
দেখবো কেমন কাজে লেগেছে আমার সাজেশন :)

সবশেষে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

৩০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:১৫

বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: রাজীব নুর বলেছেন: কলেজে পড়ার সময় এক বড় আপুকে আমি নিমপাতা এনে দিতাম বলে আপু আমাকে নিমাই বলে ডাকতেন। ভাগ্যিস জামপাতা দেন নাই!!! -

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~
নিম - নিমাই
জাম - জামাই :D

৩১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৬

তারেক ফাহিম বলেছেন: পোষ্টের তুলনায় ভুয়া মফিজ ভাই’র মন্তব্য হিট দেখাচ্ছে B-)

নিমগাছ আমারও প্রিয়।

ছোডকালে মায়ে মেলা বকি ঝকি বড়ি করি খাওয়াইছে :D

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: মফিজ ভাই সেই কতা কইচে :D

নিমের বড়ি বড়ই মিষ্টি ;)

৩২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৯

বোকামানুষ বলেছেন: কবিতাটা পড়ে ভাঙা কুলা গল্পের কথা মনে পড়ে গেল
কবিতাটা আগে পড়া ছিলনা আপনার জন্য পড়া হল ধন্যবাদ শেয়ার করার জন্য

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.