নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

জীবনটা.......

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩



জীবনটা বইয়ের খোলা পাতার মতো। সময়ের বাতাসে যে বইয়ের পাতা উল্টে যায়। ক্ষণেক্ষণে যাতে যুক্ত হয় নিত্যনতুন লেখা। বইয়ের রঙিন ছবির মতোই জীবনের পটপরিবর্তন। কালের স্রোতে ছবিগুলো রঙিন থেকে ধূসর হয়ে যায়। যেন এই তো সেদিনের কথা। কিন্তু অতীত।

জীবনটা ঝর্ণার মতো। নানান ঘাতপ্রতিঘাত পেরিয়ে চলা জলের ধারা। জন্ম থেকে শেষ পরিনতি পর্যন্ত এক অনন্ত যাত্রা।

জীবনটা একটা ক্যানভাস। এখানে খেলা করে নানান রঙ। রঙবেরঙে গড়ে ওঠে একেকটা মুহূর্ত। যেখানে কখনো বয়ে চলে নীল কখনোবা নানা রঙের মিশ্রণ।

জীবনটা হলো একটি গান। কিছু সময় আনন্দের কিছু সময় বেদনার। এখন সুর আছে তো তখন নেই। যেন ঘোর অনিশ্চয়তা।

জীবনটা রাস্তার মতো। এখানে যাতায়াত করে ঘটনা নামক বাহন। ঘটনে-অঘটনে মিলিয়ে একটা ভ্রমণ।

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২০

আফসানা মারিয়া বলেছেন: জীবন একটা এমিউজ পার্কের মতো। সব কিছুরই স্বাদ নিতে হবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: এমিউজ পার্কে বেদনা কই?

সব কিছুরই স্বাদ নিতে হবে - কারেক্ট :)

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

রাজীব নুর বলেছেন: আল্লাহ আমাদের দুনিয়াতে কেন পাঠিয়েছেন?
জীবনটা আসলে আনন্দময় করে নিতে হবে নিজেকেই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: একমত :)

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৪

নীল আকাশ বলেছেন: @ আফসানা মারিয়া বলেছেন: জীবন একটা এমিউজ পার্কের মতো। সব কিছুরই স্বাদ নিতে হবে।

আল্লাহ আশরাফুল মখলুকাত তথা ইনসানকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা নির্দিস্ট লক্ষ্য নিয়ে। সেটা হচ্ছে তার ইবাদত এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য নয়। আনন্দ ফুর্তি করে কাটিয়ে দেবার জন্য নয়!

আমরা প্রায় সবাই পাশ্চাত্যে অনুকরনে জীবনকে আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিতে চাই। আর এই জন্যই আমাদের সমাজ ব্যবস্থা দিন দিন আইয়ামে জাহলিয়ার দিকে দ্রুতই ধাবিত হচ্ছে। এর সামান্য নমুনা নীচে দিলাম-


ধন্যবাদ এবং শুভ কামনা রইল!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রত্যেকটা কাজেরই একটা উদ্দেশ্য আছে। লক্ষ্যহীন মানুষ কম্পাসবিহীন নৌকার মতো। দিশা থাকতেই হবে।

ছবিটা দেখলাম..... কিন্তু মন্তব্য করবো না......

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪২

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,




জীবনটা চড়াই-উৎরাই নিয়ে বহমান একটা সময়ের চারণভূমি।
জীবনটা পাখির মতো, ডানা মেলে উড়ে চলার আবার ডানা ভেঙে গেলে মাটিতে মুখ থুবড়ে পড়ার।
জীবন হলো জারীগানের মতো, একা একাই বেশীটা গাইতে হয়, খানিকটা কোরাসে!
জীবন হলো এই কম্পিয়্যুটারের স্ক্রীনের মতো, কী-বোর্ডের ভুল অক্ষরে টোকা দিলে সেটাই ভেসে ওঠে।
এগুলো হলো জীবন সম্পর্কে আপনার সুন্দর উপমা দিয়ে সাজানো কথামালারই অনুরণন।

আসলে বহতা সময়ে কতোবার বাতাস টেনে নেয়া হলো তা দিয়ে আমরা জীবন মাপিনা । মুহূর্তগুলি কতোবার আমাদের শ্বাসরূদ্ধ করে দিয়েছে মাপা হয় তা দিয়ে ।


বলতেই হবে, চমৎকার করে সাজিয়েছেন জীবনটাকে।


১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: জীবন নিয়ে আপনার চমৎকার কথামালায় মুগ্ধতা.....

জীবনের সাথে বাতাসের যোগটা মনে করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

"কিছু মুহূর্ত যায় না ভোলা....
থাকে মানসপটে তোলা...... "

সবশেষে পড়ার জন্য অশেষ কৃতজ্ঞতা :)

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৩

ভুয়া মফিজ বলেছেন: জীবনটা জীবনের মতো.....যেখানে স্মৃতির ফেরীওয়ালারা ফেরী করে ফেরে হারানো দিনগুলি আর ক্রেতারা খুজে ফিরে তাদের বিগত যৌবন! আর না পাওয়া হাহাকার নিয়ে কাটিয়ে দেয় বাকীটা জীবন!!



অ.ট.- আমার কাব্য কেমন হইলো??? :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: জীবনটাই একটা হাহাকার। পাওয়া ও না পাওয়ার সংমিশ্রণ। স্মৃতির টানে উড়ে চলে মনপাখি অতীতের আকাশে।

অতীতটাকে যদি ফিরিয়ে আনা যেতো !!!

চমৎকার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ :)

অ.ট.- আপনার কাব্য অসাধারণ হয়েছে :)

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৩

সোনালী ঈগল২৭৪ বলেছেন: জীবন একটা relay race , এখানে শুধু সামনেই এগুতে হয়, পেছনে তাকাবার সময় খুবই কম

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: রিলে দৌড়..... হয়তোবা হ্যাঁ। কিংবা না।

জীবনে অতীতের পানে খেয়া চালানোর দরকার আছে। না হলে যে আমাদের স্মৃতিগুলো ঝরে পড়বে...

আসলে জীবনে বর্তমানটাই আসল। অতীত কেবলই পূর্বে আঁকা ছবি। ভবিষ্যৎ যা আঁকা হবে অদূরে কোনোদিন।

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এই মন্তব্যটা শায়মাকে করে আয়(ঐ খচ্চরকে আমি সাইজ করমু)X(

কত আতিপাতি করে খুজলাম, আমার হালি নিকের একটারও নাম নাই।X(

তোর বই ফ্লপ হোক।X(

মেলায় যদি পাই, তোরে আমি জ্বালায়া মারমু। X(

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: X(( X(( X((

৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: জীবনটা কচুপাতার পানির মত .... ;)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: =p~ =p~ =p~

কচু হইছে ;)

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩

করুণাধারা বলেছেন: জীবন নিয়ে এমন গভীর ভাবনা.......

লেখা খুব ভালো লেখা হয়েছে। (সত্যিই কি এটা আর্কিওপ্টেরিক্স এর লিখা!)

+++++++

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: এটা আমারই লিখা :)

ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম :)

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আর্কি -টার্কি দোস্ত, একটা কাজ করতে হইবে,

সামুর পুরাতন লেখাগুলো দেখার/পাওয়ার কী কোন উপায় আছে? এই ধরো ২০১২-১৩ সালের লেখা?(নির্দিষ্ট কোন লেখকের না)

আমি একটু ট্রাই করলাম। ঠিকমত কাজ করছে না। কুছ আইডিয়া দো...;)
https://www.somewhereinblog.net/live/4502

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগ অনুসন্ধানের আগে ১ লেখাটায় ক্লিক করলেই ক্যালেন্ডার আসবে B-))

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: থ্যাংকস। কিন্তু মোবাইল থেকে আমি পাচ্ছি না।:(

পরে ট্রাই করবানি। ;)
গুড বাই

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: X(

১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৬

হাবিব বলেছেন: গভীর ভাবনার সাগরে আর্কু ভাইকে পেলাম। খুব ভালো লাগলো

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: জীবনে ভাবনারা করে খেলাধুলা......
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: জীবন আসলে জীবনের মতই রহস্যময়।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: জীবন = রহস্য

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩০

নীল আকাশ বলেছেন: কোন খোজ খবর নেই? বেশি ব্যস্ত নাকি?
আর এটার rm -rf / মানে কি?
ধন্যবাদ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্যস্ততার সাগরে ডুব কে না দেয় :(

এটার মানেটা পরে একদিন বলবো B-))

ধন্যবাদ :)

১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৯

মেহেদী হাসান হাসিব বলেছেন: জীবন আসছেই বৈচিত্র্য; রহস্যময়। তবে আপনার ভাবনাগুল খুব গভীর।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য এত্তগুলা ধন্যবাদ :) :)

১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৫

বলেছেন: জীবনটা যত সহজ ভাবি আসলেই ততটা কঠিন
জীবনটা কখনো বৃষ্টি টাপুরটুপুর কখনো এক চিলতে রৌদ্রময় ঝিলিক।


জীবনটা জীবনের গল্পের মতো -- ভালোলাগা জানিয়ে গেলাম।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ ল ভাই :)

একদম তাই.... জীবন জীবনই.......

১৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৯

সাদিয়া দুর্দানা বলেছেন: জীবম নিয়ে সুন্দর ভাবনার টুকরো টুকরো ছবি! ভালো লাগলো!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪০

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: ভালো লিখেছেন। আসলেই জীবন মানে অনেক কিছু। এক এক জনের কাছে জীবনের অর্থ এক এক রকম।

অনেক দিন পর ব্লগে এসেছি। গত বছর বলেছিলাম কিনা মনে নেই। বলে থাকলেও আবার বলছি। আপনার লেখা দ্য পার্লের রিভিউ পড়ে বইটি পড়েছিলাম। ভালো লেগেছিল।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: জীবন জীবনই......

আপনার কথা মনে আছে :)

আমার পোস্ট পড়ে বইটা পড়েছেন জেনে ভালো লাগলো। বইটি ভালো লেগেছে জেনে আরও খুশি হলাম :)

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.