নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

দুঃখের সাথে মিশে গিয়েছে যে সংগীত

২০ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০৮


রানা প্লাজা ধ্বস বা নেপালের দূর্ঘটনা। কিংবা নাটকের দুঃখের কোনো সিন। অথবা কারো সাহায্য চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কোনো পোস্ট। ফুটেজ বা ভিডিও হলেই একটা কমন মিউজিক বাজে। কেউ কি ভেবেছেন সেটা কার তৈরী?

সেটা হলোঃ

পিয়ানো এবং ভায়োলিনের সংমিশ্রণে তৈরী করা সংগীতঃ Sad Romance
Creator of the music: Thao Nguyen Xanh

নিচে ভিডিওটি এমবেড করলামঃ


একজন ব্লগারের পোস্ট দেখে মিউজিকটা নিয়ে পোস্ট করলাম :)

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:১৪

মুক্তা নীল বলেছেন:
খুব বিষাদের, খুব কষ্টের তারপরও ভালোলাগা +++

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: সংগীত আসলে জীবনের প্রতিনিধিত্ব করে.......
তাই কখনো তা সুখের কখনোবা দুখের.....

২| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:২৬

রেজা শাহ্‌ বলেছেন: ধন্যবাদ ।

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: একটা প্রশ্ন না করে পারলাম না, তখন আপনার এটা "খুব দরকার" ছিলো কেন?

৩| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৪৭

রেজা শাহ্‌ বলেছেন: আমি আসলে মানুষের অস্বাভাবিক মৃত্যুতে তখন খুবই আবেগআপ্লুত হয়ে পরতাম এখনো পরি। আর এরকমর একটা মিউজি সব সময় সব জায়গায় ব্যবহার হয়ে থাকে । কেউ এই মিউজিক ক্রিয়েটর নিয়ে কোন কথা বলে না। আমি বার বার শুনে এই মিউজিকের মধ্যে কি এমন ভাব আছে যা বোঝার চেষ্টা করতে চেয়েছিলাম।। পরে আর সংগ্রহ করতে পারি নাই।
তখন আমার একটা ব্যক্তিগত বিচ্ছেদেরও বিষয় ছিলো। সব মিলিয়ে মনে হয়েছিলো মিউজিকটা বার বার শুনলে হয়তো আমার ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে ভাই। এবং কেউ একজন ঐ মিউিজিকটা আমার কাছে চেয়েছিলো বলে এখন একটু একটু মনে হচ্ছে।
ধন্যবাদ ভাই।

২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: অতিরিক্ত আবেগতাড়িত হওয়া ক্ষতিকারক। আপনি কি কারো কাছে এটা কার মিউজিক জানতে চেয়েছিলেন? ব্লগ বাদে?

দুঃখের টোন বারবার শুনলে তা মনে একটা নেগেটিভ প্রভাব ফেলে। ইভেন আত্মহত্যার প্ররোচণাকারী সংগীতও এ পৃথিবীতে আছে।
তাই এজাতীয় কিছু না শোনাই ভালো।

অনেকে নানান মনোকষ্টের কারণে সিগারেট ধরে। তা যেমন ক্ষতিকারক তেমনি এসব মিউজিকও মনে গভীর প্রভাব ফেলে। মনে হয় কষ্টটা ফিরে ফিরে আসে।

৪| ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ১:৫৮

মাহমুদুর রহমান বলেছেন: বেশ!

২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৫| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:৫৬

রাজীব নুর বলেছেন: প্রায় ৫ মিনিটের ভিশিও টি বেশ ভালো লাগলো।

২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: শোনার জন্য অসংখ্য ধন্যবাদ রাজীব ভাই :)

৬| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:০১

নীল আকাশ বলেছেন: অফিসে ওপেন করতে পারছি না। বাসায় যেয়ে শুনব। করুন সুর হলে বেশি মন খারাপ হয়ে যাবে না তো??
ধন্যবাদ।

২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সেটা আপনার মনের উপর নির্ভর করবে :)
তিন নং মন্তব্য এবং প্রতিমন্তব্য দেখতে পারেন ।

৭| ২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:০৪

Hafiz Anwar বলেছেন: হাস্যরস ও বাস্তবতা এক সাথে।ধন্যবাদ।

২১ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৮| ২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪০

চাঁদগাজী বলেছেন:


আমি ব্লু ও রক বেশী পছন্দ করি; এগুলো আমাকে চারিপাশ থেকে বিচ্ছিন্ন করে দেয়; তাই বেশীক্ষণ শুনলে ভয় লাগে

২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশিক্ষণ শুনলে একটা ঘোর লেগে যায়.......

৯| ২২ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:০৪

জুন বলেছেন: কষ্টকর ভালোলাগা।

২২ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগবাড়িতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপু :)

আসলে সংগীতে জীবনের পূর্ণ প্রকাশ ঘটে। তাই জীবনে সুখ দুঃখের ন্যায় সংগীতের এ বিভাজন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.