নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

মজার মজার কিছু টপিকস, মাথানষ্ট করা উত্তর B-))

২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০১



পূর্ববর্তী পোস্টের উত্তর নিয়ে আমার এই লেখা। এটাও কাভা ভাইকে উৎসর্গীকৃত B-))

১.একটি ভাল্লুক 46 মিটার উপর থেকে 9.3 সেকেন্ডে মাটিতে পড়লো।
ভাল্লুকের গায়ের রং কি??
( দিলো কি আর চাইলো কি B:-) )

উত্তরঃ
এখানে মূলত অভিকর্ষজ ত্বরণ তথা g বের করতে হবে। g এর মান 9.8 নাকি 9.8 থেকে কম বা বেশি সেটা বের করলেই কেল্লা ফতে। এখানে যে সূত্রটা লাগবে তা হলোঃ
পোলার বা মেরু ভালুকের রং হবে সাদা। অন্যদিকে বাকি ভালুকের রং কালো বা বাদামী। কিন্তু আমার অংকেরটার গায়ের রং নাই। কিন্তু ক্যানো :||

২.সামু বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং 100 মিটার উচ্চতার। বিল্ডিং এর প্রতি তলার উচ্চতা 10 মিটার। জাদিদ ভাই বিল্ডিং এর 7 তলায় একটা ডিম নিয়ে বারান্দায় দাড়িয়ে আছেন B-)) । এ সময় বিশ্ববিদ্যালয়ের এগোলজির টিচার জনাব আমজাদ০০৭, 5 মিটার/সেকেন্ড বেগে বিল্ডিং এর দিকে এগিয়ে আসছেন :|| । জাদিদ ভাই ডিম্বখানা ছেড়ে দিলেন =p~ । ডিমখানা স্যারের মাথায় পড়বে কি :-B


উত্তরঃ
সিম্পল গতিবিদ্যার অংক B-)) ছবি আঁকো এন্ড ডান। এত্ত সহজ নয় খোকা ! একটা তথ্য দেওয়া নেই। সেটা কি?
সেটা হলো আমজাদ০০৭ এর ভবন হতে দূরত্ব। যেকোনো একটা মান ধরে করে ফেলুন :)


৩.অসীমের সসীমতা কি?? ( ডেটা কই X(( করবো না :(( )

উত্তরঃ (নাকি উত্তরের মধ্যেও প্রশ্ন B:-))

ধরি, X=1+(1/2)+(1/3)+(1/4)+............
ক.তাহলে X এর মান কতো বা ধারাটির যোগফল কতো?
খ.যোগফল কি সসীম নাকি অসীম?

আবার ধরি,
Y= (1/1)+(1/2)+(1/4)+(1/8) +.........
গ.তাহলে Y এর মান কতো বা ধারাটির যোগফল কতো?
ঘ.যোগফল সসীম নাকি অসীম?

ধুর ছাই X(( উত্তর দেখে নিবো দিলো আরো প্রশ্ন :(( নাক ব্যাথা তাই প্রশ্নগুলোর উত্তর দেবো না B-))

উত্তর কঃ
যোগফল বের করা যাবে না।
উত্তর খঃ
যোগফল তো অসীমসংখ্যক :(
উত্তর গঃ
যোগফল 2 B:-)
উত্তর ঘঃ
আরে দুই মানে তো সসীম !

অন্যভাবে,
Infinity নিজেই Finite. কারন এটা মাত্র ৮ টা অক্ষরেই সীমাবদ্ধ B-))

অন্যভাবে
অসীমের চিহ্নটাই একটা সসীম চিহ্ন (ব্লগার গড়ল) প্রদ্ত্ত উত্তর।

অন্যভাবে,
আরে অসীমতা সসীমতা সবই আপেক্ষিক :-/

৪.টুথপেস্ট এর পেস্ট বের করার পর ঢুকাবো ক্যামনে???? ( আমি তো এতদিন দাঁত মাজতাম :|| বের কইরাই শ্যাষ B-)) ক্যামনে কি B:-) এই রে কুলি কইরা লই :-P :-P :-P )

উত্তরঃ ( কুলি করা শেষ B:-/ অহন দেখমু আর লেখমু B-)) )
অনেক ভাবেই করা যায়।যেমনঃ

১.সিরিঞ্জ ব্যবহার করে পেস্টের প্যাকেটে ইনজেকশন দিয়ে :-* (ব্লগার অপু দ্যা গ্রেট) প্রদ্ত্ত উত্তর

২. টুথপেস্টের বডিরে খাড়া কইরা শক্ত জায়গা রাইখা ঠক ঠক করেন। উপ্রে খালি হইয়া যাবে। এই খানে বাইর হওয়া টুথপেস্টে ঢুকান। আবার খাড়া কইরা শক্ত জায়গা রাইখা ঠক ঠক করেন...........এক সময় দেখবেন কাম শেষ! :P ( ব্লগার নীল আকাশ) প্রদ্ত্ত উত্তর

৩. খালিটার মুখে পাইপ লাগিয়ে ভরা পেস্টওয়ালাটা লাগিয়ে চাপ B:-) (ব্লগার হাসান রাজু) প্রদ্ত্ত উত্তর

উনার সরবরাহকৃত টুথপেষ্ট থুক্কু ইউটিউব লিংকঃ
https://www.youtube.com/watch?v=3tvDCl4EFdw

পূর্ববর্তী পোস্টঃমজার মজার কিছু টপিকস, কাভা ভাইকে উৎসর্গিত

মন্তব্য ৩৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১২

এস এম মামুন অর রশীদ বলেছেন: সুন্দর কিছু প্রশ্নকে কৌতুক করে ভালো পোস্ট ধ্বংস করে দিলেন।

২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ B-))

২| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩২

রাজীব নুর বলেছেন: দারুন সব বুদ্ধি।

২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই :)

৩| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪১

শাহিন-৯৯ বলেছেন:



অংকে ৩৩ পাওয়া ছাত্র আমি, এমন জটিল গাণিতিক সমস্যা কি আমার পক্ষে সমাধান করা সম্ভব?
তবে টুটপেস্ট পুনরায় টিউবে ঢুকানোর ফর্মলা আছে আমার কাছে তবে মাগনা কাউকে তা শিখাবো না।

২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: চেষ্টা করলে টুথপেষ্ট ক্যানো রুবিকস কিউব বোতলে ঢুকিবে B-))

৪| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৯

বলেছেন: বুঝি না কিচচু বুঝি না ----------

২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: কেন :||

৫| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:


আপনি পোষ্টে অনেক ইমো ইত্যাদি ব্যবহার করেন, এতে পোষ্ট বিদঘুটে লাগে।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: এটা ঠিক বলেছেন :)

৬| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৩

নজসু বলেছেন:



গণিত বা বিজ্ঞান জিনিসটা আমার কাছে গোলমেলে লাগে।
তবে, যারা বোঝেন তাদের কাছে মজাদার মনে হয়।

সর্বোপরি সুন্দর পোষ্ট।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ B-))

৭| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৮

টারজান০০০০৭ বলেছেন: ওরে বাবা , অংক !!! :(

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: হাও মাও খাও অংকে ভয় পাও :D

৮| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০১

প্রন্তিক বাঙ্গালী বলেছেন: গনিত আমার মাথার চিন্তা শক্তি নষ্টকরে দিছে।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: গণিত আমার মগজ খুলে দিয়েছে B-))

৯| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই

ভালো থাকুন।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: পুনরায় আসার জন্য কৃতজ্ঞতা :)

১০| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৯

নীলপরি বলেছেন: অংকে খুব ভয় । :(

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: অংকের ভয় করতে হবে জয় :)

১১| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৮

পবিত্র হোসাইন বলেছেন: B:-)

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: B:-/

১২| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫৪

নীল আকাশ বলেছেন: আমার ২ পোলা সুযোগ পাইলেই টুথপেস্ট নিয়ে টেপাটিপি করে এই আকাম করে আর আমাকে ঠিক আমি যেভাবে বলেছি সেই ভাবে ঢুকাতে হয়। লাইফটাইম এক্সপেরিয়েন্স। সাধে কি বলেছি।
মজার পোস্ট। মাঝে মাঝে ভালোই লাগে পড়তে। তবে অংক দেখলে এখন অনেক ভয় ভয় লাগে।
ধন্যবাদ।


২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: এখন আরো দুই ভাবে টুথপেষ্ট ঢুকাতে পারবেন। অংক আমার কাছে জীবন।

পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

১৩| ২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: বেশি একটু মজা পেলুমনা।

খটমট, খটমট
কেন তুমি
চট চট
তোমার কি
নেই ভাই কাজ
নাকি তুমি
বিদ্যার মহারাজ.................

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি :D

১৪| ২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:১০

নাহিদ০৯ বলেছেন: বাহ, মরুভূমি ব্লগ এ একটা মজার পোস্ট দেখলাম। ধন্যবাদ।

আপাতত bn.quora.com এ সময় কাটাচ্ছি। আপনি ওখানে থাকলে নক দিয়েন।

২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ :)

আমি কোরা ব্যবহার করি না। কোরার সিকিউরিটি বরাবরই খারাপ। লাস্ট হ্যাকের খবর তো জানেন নিশ্চয়।

১৫| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫০

কিশোর মাইনু বলেছেন: সবগুলোই মজার মজার প্রশ্ন। বাট ৩ নাম্বার প্রশ্নটা সেরা। প্রশ্ন্বের পোস্টটা দূর্ভাগ্যবশত মিস করে ফেললাম। নাহলে ওইখানে একদফা ছাড়তাম লেকচার। :D

২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: লেকচার এখানেই হোক না। সঠিক মনে হলে পোস্টে সংযুক্ত করবো :)

আসার জন্য অসংখ্য ধন্যবাদ :)

১৬| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কাম কাজ কি নাই?

আপনি কি বুড়ো বয়সে প্রেমে পড়েছেন? নাকি ছ্যাকামাইছিন খেয়েছেন?!!!"

২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: দুটোই B-))

২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: ⠠⠽⠕⠥ ⠁⠗⠑ ⠁ ⠋⠕⠕⠇

১৭| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:২৩

শায়মা বলেছেন: গেছি!!!!!!!

অংক!!!!!!!!!!!! |-)

২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: হায় হায়!!!!!!!
অংক নাকি ভূত দেখলা #:-S

এসেছেন তাতেই খুশি :)

১৮| ২৬ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৬

এস এম মামুন অর রশীদ বলেছেন: ৩ নং প্রশ্নে গ, ঘ-তে ভুল উত্তর দিয়েছেন। ধারার পদের তো LOWER BOUND নেই, কিন্তু মাঝখানে পড়বে 1/0। আপনি কীভাবে ফলাফল EVALUATE করলেন 1?

২৬ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ভুলটা ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে পুরনো পোস্ট তো। ড্রাফট ছিলো জাস্ট কপি এন্ড পেস্ট করেছি। এখানে 1 হবে না।
সিরিজটা এডিট করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.