নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

অণুগল্পঃ পথশিশু

২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:২৭


ট্রেনের এসি কামরার জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখছিলেন রফিক সাহেব। গাছগুলোর চোখের আড়ালে চলে যাওয়া বরাবরই তাকে আকর্ষণ করে। ঠিক যেমনটা করতো তার কৈশোরে। যখন তিনি দু বগির মাঝখানে পা দুলিয়ে বসে থাকতেন।

দুমুঠো খেতে কত কি করতে হতো ! কুলি হয়ে মাল তুলে দেওয়া, ময়লা কুড়ানো কিংবা ঝালমুড়ি ফেরি করা। দিনশেষে প্ল্যাটফর্মে ঘুমানো। চা আর পাউরুটি দিয়েই সকাল, দুপুর, রাত। আর ট্রেনের ছাদে করা কত দৌড়াদৌড়ি !

বসে বসে ভাবেন তিনি। যদি ভ্রাম্যমান পাঠশালাটা না থাকতো তবে পিতামাতাহীন রফিক আজ ড. রফিক হতো না।




*এটা দুঃখজনক হলেও সত্যি যে বেশিরভাগ পথশিশুই প্রাথমিক শিক্ষাটুকু পায় না।

মন্তব্য ৪৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৭

বলেছেন: হুম!! মেসেজ তো ভালোই দিলেন -

এটা তো মনে হয় অনু গল্প হপে!!


শুভ কামনা

২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৪১

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রথমেই আপনার মন্তব্য পেয়ে মনটা ১০০ ওয়াটের বাল্বের মতো জ্বলে উঠলো :)

হুম ! অণুগল্পই যথাযথ :)

পড়ার জন্য অশেষ কৃতজ্ঞতা :)

২| ২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৭

পথ হতে পথে বলেছেন: আরেকটু দীর্ঘায়িত করলে ভালো হতো। তবে গল্পের মেসেজ টা ভালো।

২৬ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

আসলে মাথায় আসতেই লিখে ফেলা। তাই এত্তো ছোট্ট :)

৩| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: ছোট্ট পোস্ট কিন্তু অর্থবহ।

মানবিকতার প্রসার ঘটুক। পৃথিবীটা আরো সুন্দর হয়ে উঠুক।

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: মানবিকতার চর্চায় সকলের এগিয়ে আসা উচিত। পথশিশুদের নিয়ে খুব কম কাজ হয়। কিছু ভলেন্টিয়ার অর্গানাইজেশন এবং এনজিওতেই তা সীমাবদ্ধ। কিন্তু ভারত ও বাংলাদেশে এ সমস্যা মারাত্মক। ফলে উপযুক্ত সুযোগের অভাবে হারিয়ে যাচ্ছে আগামীর কান্ডারীরা।

পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ :)

ভালো থাকবেন :)

৪| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৪১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: গল্পটি ভালো লাগল।

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

৫| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:৫৮

মুক্তা নীল বলেছেন: বাস্তব চিত্র। কিছু কিছু বেসরকারি প্রতিষ্ঠান মাঝে মধ্যে এদেরকে খাবার খেতে দেয়। এ-ই যা। খুব কস্ট লাগে এদের জন্য।
ভালো লিখেছেন।

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

আসলে আমাদের সবারই উচিত পথশিশুদের জন্য কিছু করা।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ২:০৬

ভুয়া মফিজ বলেছেন: একটা চমৎকার পরিপূর্ণ গল্প হতে পারতো.....সুযোগটা মিস করলেন। ;)

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: জানি তো ! তবে অণুগল্পই রাখলাম :)

৭| ২৭ শে এপ্রিল, ২০১৯ ভোর ৪:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:



খুব সুন্দর হয়েছে অনুগল্প ।
আচ্ছা গল্পটি লেখার সময়
ড.রফিকের ভাবনাটি
জানা গেল কিভাবে :)

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ড. রফিকের যাত্রা সংগীর মাধ্যমে জানা। উনি উনার সহযাত্রীর সাথে এ বিষয়ে আলোচনা করছিলেন।

আসলে মানুষের অবস্থার পরিবর্তনেও কিছু মানুষ অতীতের কষ্টকে ভোলে না। ঠিক সেরকম চিন্তা থেকেই গল্পটা লেখা।

আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম :)

ভালো থাকবেন :)

৮| ২৭ শে এপ্রিল, ২০১৯ ভোর ৫:০৭

ডঃ এম এ আলী বলেছেন: ড.রফিকের জীবন কাহিনীটি
আরো একটু লম্বা করলে আরো
ভাল লাগত ।

শুভেচ্ছা রইল

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: এটা ঠিকই বলেছেন :) পাঠক আরও কিছু শুনতে চায়। তবে প্রথম লেখা অণুগল্প হিসেবে এটুকুই রাখলাম।

শুভকামনা অশেষ :)

৯| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


বাংগালী একটা জাতি; রাস্তায় বাংগালী শিশুগুলো কার? এদের মানুষ করার দায়িত্ব কার?

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: রাস্তায় বাঙ্গালী শিশুগুলো মূলত গরীব ঘরের ছেলেমেয়ে। কেউ ঘর থেকে পালিয়ে বড় হবার স্বপ্ন নিয়ে শহরে আসা, কেউবা পরিবারের রোজগারের জন্য আসা। অপহরণকৃত এবং ভুল করে চলে আসা শিশুরও অভাব নেই। কেউ কেউ পরিবারহীন রাস্তাই মানুষ। এদের কিছু ভিক্ষা করে, কিছু কাজ করে। টোটালি হোমলেস পোলাপান।

এদের মানুষ করার দায়িত্ব দেশের সকলের। কিন্তু কতিপয় ভলেন্টিয়ারী সংস্থা, এনজিওতেই সাহায্য সীমাবদ্ধ।

১০| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৮:১৮

চাঁদগাজী বলেছেন:



আপনার পোষ্টের তো করুণ অবস্হা

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: কেন ? বুঝিয়ে বলবেন?

১১| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: পথশিশুরা খুব নির্মম জীবন যাপন করে। আমি নিজের চোখে তাদের নিত্যদিনকার কষ্ট দেখেছি।

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: গল্পটাও প্রত্যক্ষ করেই লেখা। পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

১২| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৫

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
খুব চমৎকার একটা বিষয় তুলে ধরেছেন।
আজকেই পত্রিকাতে এদের নিয়ে ভয়ংকর একটা নিউজ এসেছে।
ভাসমান কন্যাদের দুর্বিষহ যন্ত্রণা বোবাকান্না
এটা পড়ে মন খুব খারাপ হয়ে গেল।
ধন্যবাদ।

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: খবরটা পড়ে মনটা বিষাদে ভরে গেল :(

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

১৩| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০১

কালো যাদুকর বলেছেন: এই ছবি গুলো সহ্য করা কঠিন। মনটাই খারাপ হয়ে গেল।

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: কিছুই করার নেই। ঢাকা সহ সারাদেশের পথের এ চিরায়ত দৃশ্য :(

১৪| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: গল্পটাও প্রত্যক্ষ করেই লেখা। পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

ভালো থাকুন।

১৫| ২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৩

নীলপরি বলেছেন: ভালো লাগলো । এরকম জীবন কতো আছে । আমরা দেখেও দেখি না ।
শেরু খান- এর কাহিনীর কথা মনে এলো । ওনার জীবন নিয়ে একটা ফিল্ম তৈরী হয়েছে 'লায়ন' ।

++
শুভকামনা

২৭ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আসলে আমাদের চোখে পড়ে না। দুনিয়ার চাকচিক্যতে চোখ অন্ধ হয়ে থাকে যে !

মুভিটার কথা বলার জন্য ধন্যবাদ :)

শুভকামনা অশেষ :)

১৬| ২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:২৮

মাহমুদুর রহমান বলেছেন: শুনেছি বিগত কয়েক বছর ধরেই সরকার এদের অবস্থা পরিবর্তনের অবিরত পরিশ্রম করেই যাচ্ছে।

২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি !

১৭| ২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিশাল বৃক্ষের ছোট্ট বীজে লুকানো থাকে বিশাল বৃক্ষেরই স্বপ্নবীজ!
ছোট্ট অনুগল্প রুয়ে গেল তেমনি অপার স্বপ্ন আর আশার বীজ :)

++++++++

২৭ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার উপমা !

আসলে সবকিছুই শুরু হয় একেবারে শূন্য থেকে, তবে একসময় তা হয়ে ওঠে মহিরুহ। ছোটখাটো ঘটনায় বৃহৎ জীবন।

পড়ার জন্য এবং এমন একটা মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ :)

১৮| ২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

হাবিব বলেছেন: পথের শিশুদের জন্য দায়ী কারা? আর কত শিশু পথে বড় হবে?

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: দারিদ্র্য.......

১৯| ২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

করুণাধারা বলেছেন: আগে যে ট্রেলার দেখলাম, তারপর কি হলো?? সেটার কোনো খবর নাই........ চলে এলো অনুগল্প X((

কোন মন্তব্য করব না।

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আহা ! রাগছেন কেন। ট্রেলার এলে মুভিও আসবে। আমি তো ভাবছিলাম এর পরে একটা দুই পর্বের গল্প পোস্ট করবো B-))

৫০টার মতো ড্রাফট জমা। কিন্তু পোস্ট করতে পারছি না। একই ব্লগারের দুইটা পোস্ট ব্লগের প্রথম পাতায় মানায় না। আর এখন যে পোস্ট খরা। তা ধর্তব্য করলে আমার পোস্ট করাই সাজে না। আশাকরি বুঝতে পেরেছন :)

মন্তব্য করা না করা পাঠকের ব্যাপার।

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

২০| ২৭ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

ডার্ক ম্যান বলেছেন: চট্টগ্রাম শহরে একজন আছেন যিনি মেয়ে পথশিশুদের নিয়ে কাজ করছেন । উপলব্ধি নামক প্রতিষ্ঠান খুলে তাদের আশ্রয় দিয়েছেন ।

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আমাদের সবারই উচিত পথশিশুদের জন্য কিছু করা :)

২১| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুযোগ আর পরিশ্রমই সফলতার মূলমন্ত্র।

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: একদম তাই :)

পড়ার জন্য অশেষ কৃতজ্ঞতা :)

২২| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৭

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,




বক্তব্য সমৃদ্ধ অনুগল্প। বক্তব্যটিও অনুর মতো মনের , বোধের, চেতনার চোখে ধরা পড়েনা।

২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: শাণিত মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ :)

আসলে প্রথমে লেখা অণুগল্প তো !

শুভকামনা জানবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.