নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

কিউটের ডিব্বা !

২৮ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৩৯


বাচ্চাটা কিছুতেই আসতে চায় না। মায়ের কোলেই থাকে। হঠাৎ সামনে পড়লে গুটিগুটি পায়ে দূরে চলে যায়। তার সাথে কান্নাকাটি তো আছেই।

কি সুন্দর বাবু ! লাল গালটা শুধু টিপে দিতে ইচ্ছে হয়। বয়স একবছরও হয় নি। তবুও নতুন কেউ এলেই উনার দেখা নেই। তাকাতেও কি ভয় ! যেন রাক্ষস-খোক্কস এলো। মায়ের কোলই যেন শেষ আশ্রয় !

কি করা যায় ! ভেবে পাই না। যেভাবেই হোক বাবুটাকে কোলে নিতেই হবে। ওকে আদর না করলে আমার আসাটাই বৃথা !

একটা প্ল্যান করলাম। বাবুর মাকে ফোন করলাম না। বাবু নাকি মায়ের ফোনে কথা বলার মাধমেই বুঝতে পারে কেউ আসছে। এত্তটুকুন বাবু কিভাবে যে বোঝে ! আমার হাই আই-কিউ মস্তিষ্কও ফেল ওকে বুঝতে। কুট্টি জিনিয়াস একটা !

প্ল্যানটা হলো একটা বড় পান্ডা কিনলাম। লাল টুকটুকে। শুনেছিলাম ওর নাকি একটা আছে, কিন্তু ছোট। সারাদিনই উনি ওটা নিয়ে ঘোরেন। যাইহোক, পুরো একসেট চিপস সাথে নিয়েছিলাম। উনি নাকি চিপসও খান। সাথে কিছু খেলনা। সো চিন্তা ডান এ্যান্ড ওয়ার্ক অন........

ট্রেনটা যথাসময়ে স্টেশনে এলো। যথারীতি ট্রেন হতে নামা এ্যান্ড রিকশা নেওয়া। চিপস আর পান্ডাটা দুটো আলাদা ব্যাগে ভরা। সাথে আমার ছোট ব্যাকপ্যাক। রিকশা চলতে শুরু করলো...........

বাসায় পৌঁছে কলিংবেল টিপা এন্ড ইয়েস ! বাবু ইন দ্যা কোল অফ মাদার। উনি নাকি আগেই বুঝে গেছেন। কিভাবে বুঝলো আল্লাহ জানে !



চলবে......

মন্তব্য ৫৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৪২

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আমার ৮ মাসের কিউট বাবুটাও কি করে বুঝে যায় সকাল বেলা আমি অফিসে রওনা হচ্ছি ? অমনি কেঁদে উঠে, কোলে উঠার জন্য বেকে বসে।

সত্যি বাবুরা অনেক কিছু এমনিতেই বুঝতে পারে।

২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার বাবুটাও তো দেখি একটা কিউটের ডিব্বা :) এত্ত কিউট ! আদর করতে ইচ্ছে হয়। বাবুটার জন্য শুভকামনা :)

আসলে বাবুগুলো ক্যামনে যে বোঝে, কে জানে?

বাচ্চাদের দেখলেই বোঝা যায় দুনিয়াটা কত মায়াবী, সুন্দর।

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

২| ২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০৩

নীল আকাশ বলেছেন: বাচ্চার ছবিটা দুর্দান্ত সুন্দর হয়েছে।
সকাল বেলা, দুপুর বেলা আর বিকাল বেলা আমার অফিস থেকে যাওয়া আসার সময় দরজা আমার ছোট ছেলে নিজের হাতে লাগায় আর খোলে। কাউকেই আর করতে দেয় না।
বাবুদের নিয়ে লেখা ভালো লাগছে পড়তে। সাথেই আছি.........

২৮ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ছবিটা আসলেই অনেক মায়াবী। বহু খুঁজে পেয়েছিলাম। এত্ত কিউট !

বাচ্চাকাচ্চার কারনেই পৃথিবীটা এতো সুন্দর, রঙিন। এদের ভালোবাসা একদম খাঁটি হয়।

সাথে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা :)

৩| ২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০৮

বলেছেন: তারপর ...... চলুক

২৮ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

সাথে থাকবেন :)

৪| ২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:২৩

পবিত্র হোসাইন বলেছেন: আপনারা এমন কেন? অর্ধেক বলে, আর বলেন না !!!

২৮ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: বাকিটুকু আসবে তো ! বলেই তো দিয়েছি চলবে :)

পড়ার জন্য অশেষ কৃতজ্ঞতা :)

৫| ২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আর্কিওপটেরিক্স ভাই,

আমরা বড় পোস্ট চাই। এরকম চিপসের প্যাকেটের মতো গল্প পেলে আমাদের পেট ভরে না। যাইহোক চিপস, নাস্তা জাতীয় পোস্ট এর পরে একদিন হয়তো পেট ভরে খাবার পোস্টও পাব এই অপেক্ষায় রইলাম। বাবুটির জন্য অনেক অনেক শুভকামনা।

অফুরান শুভেচ্ছা জানবেন।

২৮ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: আসবে ভাই আসবে।

অণুগল্প থেকে গল্প, গল্প থেকে রিপোর্ট এভাবেই এগোবে B-))

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই :)

৬| ২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৭

মুক্তা নীল বলেছেন:
ওরা ঘ্রাণে-ই অনেক কিছু টের পায়। কিন্তু ঘ্রাণ টের পেল কিভাবে? না-কি বুঝতে পারলো একটা পাগলা পাখির
আগমন?
আগ্রহ রয়ে গেল। দেখি কি হয়।

২৮ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: টের পেতেই পারে। আর্কিওপটেরিক্স এর গন্ধ আবার কেমন কে জানে B-))

আগ্রহ প্রকাশের জন্য ধন্যবাদ।

দেখা যাক বাবুর মন জয় হয় কিনা :)

৭| ২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৮

ভুয়া মফিজ বলেছেন: পদাতিক চৌধুরি বলেছেন: আমরা বড় পোস্ট চাই। এরকম চিপসের প্যাকেটের মতো গল্প পেলে আমাদের পেট ভরে না। পুরাপুরি একমত! :)

২৮ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: আসবে আসবে ! ধারাবাহিক ভাবে.....

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

৮| ২৮ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

অজানা তীর্থ বলেছেন: দাদা বাবু টা অনেক কিউট, কিন্তু লেখাটা শেষ দিকে আরেকটু কৌতূহল থাকলে ভালো হতো।

২৮ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: হুম বাবুটা কিউট !

মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ :)

এর পরে চেষ্টা করবো :)

৯| ২৮ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

ডার্ক ম্যান বলেছেন: চলছে

২৮ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: :)

১০| ২৮ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


আপনি কি বাবু ছিলেন, নাকি হযরত আদমের মত যুবক হিসেবে আবির্ভুত হয়েছেন?

২৮ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: দুটোই B-))

১১| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:১৩

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স ,




বাহ কিউটের ডিব্বাকে পটানোর রিস্ক নিয়ে ট্রাইং ? গুডো গুডো।
লাগে রহো মুন্না ভাই................ :)

২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: রিস্ক তো নিতেই হবে, নইলে হইবে না বাবুর মন জয় :)

লেগে আছি, দেখি বাবুজি কি করেন B:-/

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

ভালো থাকবেন :)

১২| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫১

পথ হতে পথে বলেছেন: বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে।

২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আরে তাই তো !

পড়ার জন্য অশেষ কৃতজ্ঞতা :)

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:০১

কালো যাদুকর বলেছেন: আরো পোস্ট দেবেন, বাচ্চারা হলে "the bunddle of joy" ।

২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: একদম তাই ! বাচ্চারা মাতিয়ে রাখে :)

আরো পোস্ট তো দেবোই.....

সাথে থাকবেন :)

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওলে ওলে কিউটি কিউটি বাবু ..

তারপর???

২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৪

আর্কিওপটেরিক্স বলেছেন: বাবুরা আসলেই কিউট, মায়াবী !

তারপর পরের অংশে......

পড়ার জন্য ধন্যবাদ :)

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:




কিউটের ডিব্বাই বটে
উলে কুটুকুটু বাবু-লে!!!!

বাবুদের ছবি .... সবাই খু উ ব ই কিউট
বাবুরা ততদিনই কিউট যতদিন থাকে মিউট
বড় হতে থাকে আর করে বেশী কট কট
সব কিছু বুঝে যায় তখন ফটা ফট ।

শুভেচ্ছা রইল

২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আসলেই অনেক কিউট। মাইদুল ভাইয়ের বাবুটা তো আরো কিউট !

বাবুরা মিউট মানে কথা না শিখলেও কান্না কিন্তু খুবই করে ;)

আমি বাচ্চাদের খুবই ভালোবাসি, তাই ওরাও আমাকে ভালোবাসে :)

আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য :)

১৬| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪৬

হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর লেখছেন।

এরকম একটা লেখা পড়লে এত ভ্যাজালের ভেতরও মনটা ভাল হয়ে যায়।

২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ :)

আসলে দৈনন্দিন কার্যকলাপের জটিলতায় জীবন জর্জরিত। সেখানে একটু ব্যতিক্রম এনে দিতে পারে প্রশান্তি ।

বাচ্চারা সুন্দরের প্রতিরূপ, মায়ায় ভরা। ওদের হাসির দিকে তাকালেই মনটা ভালো হয়ে যায় :)

সাথে থাকবেন :)

১৭| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:০৯

মাহমুদুর রহমান বলেছেন: সব আল্লাহর রহমত।

মাইদুল ভাইয়ের বাবুটা খুব কিউট!আল্লাহ্‌ তাকে জীবনে অনেক বড় মানুষ করুক ।

২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ :)

আসলেই বাবুরা মায়াবী, সুন্দর !

১৮| ২৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: @ মাহমুুদুর রাহমান ভাই- ধন্যবাদ আমার বাবুর জন্য দোয়া করায়। ভাল থাকুন।

ধন্যবাদ লেখককে সুন্দর প্রতিউত্তরের জন্য।

২৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: পুনরায় আসার জন্য কৃতজ্ঞতা :)

আপনার বাবুর জন্য দোয়া রইলো :)

১৯| ২৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:০৯

জুন বলেছেন: কিউটের ডিব্বা বাবু কি এত পিচ্চি কালেই বুঝে ফেলেছে এ পৃথিবী এখন হিংস্র শ্বাপদের চারণভূমি! তবে আপনার উপর ভরষা রাখবে যখন বুঝবে আপনি তার প্রকৃত ভালোবাসার একজন।
আমার তরফ থেকেও বাবুটার জন্য রইলো অনেক অনেক আদর ও শুভকামনা।
ব্লগার মাইদুল সরকারের বাচ্চাটিও মহা কিঊট, তাকেও অনেক আদর ও শুভকামনা রইলো।

২৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: বাবুজি কিভাবে বোঝে কে জানে !
দেখা যাক পরের কোনো পর্বে বাবুর দয়া হয় কিনা :)

আমার ব্লগে তো তুমি আসোই না। খালি কমেন্ট করে আসার জন্য বলা লাগে :((

পড়ার জন্য এবং শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ আপু :)

২০| ২৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৭

জুন বলেছেন: সবসময় আর্কিওপটেরিক্সের নামের বানান লিখতে ভুল হয়ে যায় :``>>
তাই ভয়ে ভয়ে থাকি মন্তব্য করতে /:)
কথা দ্যান যদি আপনার নামের বানান নিয়ে কিছু কইবেন্না তবে আমি নিয়মিত মন্তব্যকারী হবো :`>
পাঠক লিখলাম না কারন আমি নিয়মিত আপ্নের সব লেখা পড়ি :P

২৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ও আল্লাগো ! আফা কি কয় :||
আমি কি সত্যিকারের আর্কিওপটেরিক্স নাকি যে ভয়ে থাকো B:-)

কথা দেওয়া হলো :)

তুমি যে আমার লেখাগুলো পড়ো তা আমার ব্লগে তোমার নিয়মিত অদৃশ্য ঢু মারা দেখেই বুঝতে পারি ;)

সব্বাই কি কমেন্টে আমার নাম লিখে নাকি B:-/

যাইহোক কমেন্ট চাই কমেন্ট :-/

২১| ২৯ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:০৯

শামছুল ইসলাম বলেছেন: কিউটের ডিব্বা নিয়ে এমন কিউট পোস্ট - ভাবা যায় না।

২৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

২২| ২৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাচ্চাদের দেখলে সকল ক্লান্তি দূর হয়ে যায়

২৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ঠিক তাই :)

একেকটা আনন্দের ফেরিওয়ালা :)

২৩| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১২

করুণাধারা বলেছেন: কিউটের ডিব্বার বর্ণনা যেটুকু পেলাম তাতে আমারও খুব ইচ্ছা করছে তার সাথে ভাব করতে!! দেখা যাক, কিভাবে আপনি ভাব করেন!

অপেক্ষায় রইলাম।

২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ভাব যে আমাকে করতেই হবে, যেভাবেই হোক !

বাচ্চাদের সান্নিধ্যে আসাটা বড়ই মজার। ওরা মাতিয়ে রাখতে জানে।

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

সাথে থাকবেন :)

২৪| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫৯

জাহিদ অনিক বলেছেন: ঘটনা এই পর্যন্ত ঘটার পরে আপনি ল্যাপটপ বের করে টাইপ করা শুরু করেছেন?
বাকী ঘটনা টাইপ করা শেষ হলে ঘটবে ?


এই ঘটনার দুইটা পার্ট কেন?

২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: ঘটনার দুইটা পার্ট কে বললো আপনাকে B:-) তিন বা চারটাও তো হতে পারে B-))

বাকি অংশ সময়মত আসিবে :)

পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ :)

২৫| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:৩৯

আরইউ বলেছেন: আপনার অধিকাংশ লেখাই অর্থহীন। তবে আপনার কমেন্ট মাইনিং-এর ক্ষমতা আছে তাই মন্তব্য পাচ্ছেন।

৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ।

২৬| ৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: মেয়াবাই, শুভ গরম মোবারক। ;)

৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আহা গরমের এখনো অনেক বাকি B-))

২৭| ০২ রা মে, ২০১৯ রাত ৯:৫৭

মনিরা সুলতানা বলেছেন: ফাঁকিবাজি ;
এক পোস্টেই বলা যেতো।

০২ রা মে, ২০১৯ রাত ১০:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগের এই দুর্দিনে একটা পোস্ট আসতেই ঘন্টা বা তারো বেশি লাগছে। নতুন পোস্টের সংখ্যা নিতান্তই কম। তাই ব্লগের জন্যই গল্পটাকে পার্ট পার্ট করে পোস্ট করছি। এই কয়দিনে কতটি পোস্ট হয়েছে? খুবই কম।

আশাকরি বুঝতে পেরেছেন :)

লাইকের জন্য অশেষ কৃতজ্ঞতা :)

২৮| ১২ ই মে, ২০১৯ রাত ৯:২৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



নিজের কাহিনী কইতাছো বুঝবার পারছি ।

১৩ ই মে, ২০১৯ রাত ৮:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশি বুঝা ভালো না ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.