![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"শব্দ শব্দ লাগবে শব্দ ! " , বাইরে ফেরিওয়ালার হাঁক।
" কয় টাকা করে একটা শব্দ ? " , লেখকের প্রশ্ন।
" দশ ট্যাকা প্রতি পিছ "
"ধুর বেশি বলছো কেন ? সেদিনই একজনের কাছ থেকে ৮ টাকা পার পিছ নিলাম "
"তা নিতে পারেন বাবু। তবে আমার এ শব্দ অন্য রকম। লেখার জেল্লা হাজারগুণ বাড়িয়ে দেয় "
"তাই নাকি ! কয়েকটা না শুনে তো নেওয়া যায় না। শোনাও দেখি তোমার শব্দ "
"অরুণিমা, নিরাক,আলোচ্ছটা,অবনি,অম্বর,ডুগডুগি,জোয়াল,ইঁদারা,খড়ম.... "
" বাহ ! নতুনত্ব আছে দেখছি .. "
"নিবেন তাহলে? আচ্ছা ৯ ট্যাকা করে দিয়েন। তবে বেশি নিতে হবে কিন্তু ! "
"ঠিক আছে, ৬ কেজি দাও "
"এই নিন বাবু "
অতঃপর ৬ কেজি শব্দ কাগজে ঢেলে শুরু হলো অনিন্দ্যর লেখা......
*ফেরিওয়ালার বিক্রিত শব্দগুলো বর্তমানে বিলুপ্ত প্রায়
১৫ ই মে, ২০১৯ দুপুর ১২:৫৩
আর্কিওপটেরিক্স বলেছেন: ঠিক তাই !
২| ১৫ ই মে, ২০১৯ দুপুর ১২:৪৬
জুন বলেছেন: শুধু প্লাস দিলে হৈবো নাকি আর্কি
১৫ ই মে, ২০১৯ দুপুর ১২:৪৭
আর্কিওপটেরিক্স বলেছেন: তাহলে মাইনাস দাও
৩| ১৫ ই মে, ২০১৯ দুপুর ১২:৫৪
আখেনাটেন বলেছেন:
১৫ ই মে, ২০১৯ দুপুর ১২:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন:
৪| ১৫ ই মে, ২০১৯ দুপুর ১২:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ আমারও কিছু শব্দ লাগবো
দর কত কেজি
১৫ ই মে, ২০১৯ দুপুর ১:০০
আর্কিওপটেরিক্স বলেছেন: বাজার থেকে ২ কেজি ওজনের বাংলা একাডেমির ডিকশনারি কিনে নাও
৫| ১৫ ই মে, ২০১৯ দুপুর ১:০৫
ভুয়া মফিজ বলেছেন: এত্তো কুট্টি কুট্টি পোষ্ট দেন ক্যান?
১৫ ই মে, ২০১৯ দুপুর ১:০৭
আর্কিওপটেরিক্স বলেছেন: নাক ব্যাথা তাই কুট্টিমামা পোস্ট
৬| ১৫ ই মে, ২০১৯ দুপুর ১:০৬
জুন বলেছেন: মাইনাস দেয়ার সিস্টেম থাকলে কি আর + দেই
ডেইলি পোষ্ট, ডেইলি পোষ্ট, তায় আবার এক দুই লাইনের
মাইনাসের কথায় মনে হৈলো আপ্নে পুপা
১৫ ই মে, ২০১৯ দুপুর ১:১০
আর্কিওপটেরিক্স বলেছেন: আচ্ছা বাবা বড়ো পোস্টও দিবো
ডেইলি পোস্টের কারন হলো ব্লগে পোস্ট খরা। আমি লেখার আকার নয় মানে বিশ্বাসী। আশাকরি বুঝতে পেরেছ
পুপা হবো কেন আমি নুপা
১৫ ই মে, ২০১৯ দুপুর ১:১২
আর্কিওপটেরিক্স বলেছেন: আরেকটা কথা, মাহজাবীনের নাটকগুলা সেই
৭| ১৫ ই মে, ২০১৯ দুপুর ১:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: রোজার দিন ডিকশনারী আলগাইতে পারতাম না মিয়া । সহজ শব্দ দিন
১৫ ই মে, ২০১৯ দুপুর ১:৩৭
আর্কিওপটেরিক্স বলেছেন: নিলক্ষেত গেলেই হবে
৮| ১৫ ই মে, ২০১৯ দুপুর ১:৩৯
আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,
সস্তায় পস্তায়। সস্তায় কিনেছেন তো, মেড এ্যাজ চায়না...............
এইগুলান দিয়া অনিন্দ্যরে ল্যাকতে কন । ৬ কেজি লাগবোনা, ৬ গ্রামেই কাম শ্যাষ
অপিচ, অনপনেয় ইস্তক, উচাটন, উপধান, ওচলানো, এক্তিয়ার, কথঞ্চিৎ...........
সব মেড ইন জার্মানী। চাইলে আরও দ্যাহাইতে পারি।
আইজ কোনও কাম আছিলো না মনে হয়?
১৫ ই মে, ২০১৯ দুপুর ১:৪৬
আর্কিওপটেরিক্স বলেছেন: সস্তায় কিনলে পস্তাতে হয়। অনিন্দ্যরে দেহি সুপার মার্কেট থেকে কিনতে বলতে হবি তাইলে যদি চায়ানার জায়গায় বাংলা পায়
যে শব্দ দিছেন ৬ ন্যানোগ্রামেই জীবন শ্যাষ জার্মান জিনিস ভালা
আরো দেখলে চক্ষে চচমা নিশ্চিহ্ন থুক্কু নিশ্চিৎ
নাহ বইসা বইসা কম্পিউটার প্যাচ করছি
৯| ১৫ ই মে, ২০১৯ দুপুর ২:২৫
মুক্তা নীল বলেছেন: শব্দেরা খেলা করে ধরণীর মাঝে
যতই পুরাতন হোক
তা রয়ে যায় আত্মার মাঝে ...
১৫ ই মে, ২০১৯ বিকাল ৩:০৯
আর্কিওপটেরিক্স বলেছেন: শব্দ হলো জীবনের ভাষা.....
১০| ১৫ ই মে, ২০১৯ দুপুর ২:৪৯
রাজীব নুর বলেছেন: আমার ভান্ডারে কিছু শব্দ আছে। লাগলে বলবেন।
১৫ ই মে, ২০১৯ বিকাল ৩:১০
আর্কিওপটেরিক্স বলেছেন: দিন দেখি নিই ঝোলা ভরে.....
১১| ১৫ ই মে, ২০১৯ বিকাল ৩:০৪
মেঘ প্রিয় বালক বলেছেন: ভাই আমারগুলো কিনবেন??
১৫ ই মে, ২০১৯ বিকাল ৩:১০
আর্কিওপটেরিক্স বলেছেন: কেন নয় ! এই নিন বস্তা
১২| ১৫ ই মে, ২০১৯ রাত ১০:১২
মাহমুদুর রহমান বলেছেন: এখন তো ফেরিওয়ালাদেরই খুঁজে পাওয়া যায় না।
১৫ ই মে, ২০১৯ রাত ১১:৩০
আর্কিওপটেরিক্স বলেছেন: অল্প হলেও আছে তো !
১৩| ১৬ ই মে, ২০১৯ রাত ১:২০
ল বলেছেন: আমারো লাগবেক
১৬ ই মে, ২০১৯ সকাল ১০:১১
আর্কিওপটেরিক্স বলেছেন: এই নিনঃ
১৪| ১৬ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
চাঁদগাজী বলেছেন:
এটা আপনার পোষ্ট ছিলো? লেখার শুরু দেখে ভেতরে পড়ার চেষ্টা করিনি। আপনি, আপনার বিদেশী অভিজ্ঞতা নিয়ে লিখতে পারেন।
ব্লগে, আমার এলাকায়, প্যাঁচার ছবি দিয়ে ১ম পোষ্টটি বিড়াল নিয়ে। এটা আগের লেখা; সম্প্রতি আমাকে "জেনারেল" করায়, লিখতে ইচ্ছে হচ্ছিল না; তাই এটাকে পুনরায় প্রকাশ করেছিলাম।
১৬ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
আর্কিওপটেরিক্স বলেছেন: হ্যাঁ এটা আমারই পোস্ট। লিখবো সময় মতো।
ড্রাফট তুলে নেওয়ার জন্য কৃতজ্ঞতা। আপনার পরীক্ষাটা তাহলে ছিলো, "কে আপনার পোস্ট রিপোস্ট কিনা বুঝতে পারে"। অনেকেই দেখলাম পাশ করেছেন।
পোস্টটা পড়ে মন্তব্য করবো।
১৫| ১৬ ই মে, ২০১৯ রাত ১০:৪৫
মনিরা সুলতানা বলেছেন: আমার কিছু শব্দ কিনতে হবে, অনেকদিন কিছু লিখতে পারছি না ।
১৬ ই মে, ২০১৯ রাত ১১:৫৪
আর্কিওপটেরিক্স বলেছেন: রাইটিং ব্লক নাকি? সেক্ষেত্রে আমি প্রচুর পড়ার জন্য বলবো। নিতান্তই সাধারণ জিনিস নিয়ে বর্ননামূলক লেখার চেষ্টা করুন। এক্ষেত্রে জানালার নীল পর্দাটা বা টেবিলের ওপরের বিড়ালটা লেখতে সাহায্য করতে পারে। এদেরকে নিয়ে লিখে ফেলুন কয়েক ছত্র।
আর লেখাটা তো পেশা নয় নেশা। সময়মত ব্লক ঠিক হয়ে যাবে।
শব্দ লাগলে ফেরিওয়ালাকে ফোন দিন। এই যে নাম্বারঃ ০১***********
১৬| ১৭ ই মে, ২০১৯ ভোর ৪:৩৪
একাকি ওমর বলেছেন: লেখাটা ছোট কিন্তু ভালো
১৭ ই মে, ২০১৯ ভোর ৫:৫১
আর্কিওপটেরিক্স বলেছেন: অসংখ্য ধন্যবাদ
১৭| ১৭ ই মে, ২০১৯ সকাল ১০:৫৮
বাঙালী ঋষি বলেছেন: শব্দের কুঁড়ি আপনার হাতেই মহীরুহ হয়ে উঠলো।
১৭ ই মে, ২০১৯ সকাল ১১:০২
আর্কিওপটেরিক্স বলেছেন: অসংখ্য ধন্যবাদ
১৮| ১৭ ই মে, ২০১৯ দুপুর ১:২৯
মনিরা সুলতানা বলেছেন: রাইটিং ব্লক নাকি? সেক্ষেত্রে আমি প্রচুর পড়ার জন্য বলবো। নিতান্তই সাধারণ জিনিস নিয়ে বর্ননামূলক লেখার চেষ্টা করুন। এক্ষেত্রে জানালার নীল পর্দাটা বা টেবিলের ওপরের বিড়ালটা লেখতে সাহায্য করতে পারে। এদেরকে নিয়ে লিখে ফেলুন কয়েক ছত্র।
আর লেখাটা তো পেশা নয় নেশা। সময়মত ব্লক ঠিক হয়ে যাবে।
শব্দ লাগলে ফেরিওয়ালাকে ফোন দিন। এই যে নাম্বারঃ ০১***********
হাহাহা তেমন কিছু না, রাইটার হলে রাইটিং ব্লক থাকে
এমনি ব্যক্তিগত ঝামেলায় মন শান্ত নেই, ব্লগে হাহাকার সব মিলিয়ে লেখায় আনন্দ নেই । আশা করছি ফিরছি আপনার কোথায় আমল করতে চেষ্টা করব।
ও হ্যাঁ ফেরিওয়ালার নাম্বারের জন্য ধন্য ধন্যবাদ।
১৭ ই মে, ২০১৯ বিকাল ৪:০৭
আর্কিওপটেরিক্স বলেছেন: রাইটার নয় তো কি ! আপনি অতীব চমৎকার লেখেন।
সময়টাই খারাপ। ব্লগের জন্য মনটা হাহাকার করে
বসে আছি সুবার্তার আগমনের !
ভালো থাকবেন
১৯| ১৮ ই মে, ২০১৯ দুপুর ২:১৫
নীল আকাশ বলেছেন: শব্দ নিয়ে তো ভালই শব্দের কারুকাজ পড়ালেন।
১৮ ই মে, ২০১৯ দুপুর ২:৩৭
আর্কিওপটেরিক্স বলেছেন: শব্দ নিয়ে খেলাধুলা চলে আরকি
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৯ দুপুর ১২:২০
পবিত্র হোসাইন বলেছেন: শব্দ মায়ার খেলা।