নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

আসুন দেশ গঠনে নিরবে কাজ করা সোনালী সন্তানদের নিয়ে কিছু লিখি !

১৯ শে মে, ২০১৯ রাত ১১:৪১



ব্লগ একটা বিশাল বড় মাপের প্ল্যাটফর্ম। যুক্তিযুক্ত মুক্ত চেতনার আলোচনা ক্ষেত্র। নাগরিক সাংবাদিকতার উপযুক্ত এক মাধ্যম। দেশ-বিদেশের হাজারো মানুষের কলরবে বাংলা ব্লগ আজ মহীরূহ আকার ধারণ করেছে। সামহোয়্যারইন ব্লগ সেই সোনালী পদযাত্রার সবচেয়ে বড় এক নক্ষত্র। এটি বাংলা ভাষার প্রথম ব্লগও বটে। কালের প্রবাহে সামহোয়্যারইন ব্লগ আমাদের দিয়ে চলেছে চমৎকার মানের লেখা এবং অসংখ্য গুণী লেখক, কবি, সাহিত্যিক। দেশপ্রেম এবং দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই ব্লগাররা তুলে নিয়েছেন কিবোর্ড। ফলাফল হলো এক ব্লগার প্রজন্ম যারা নানা বিষয়ে দেশ-বিদেশের কল্যাণে লিখে থাকেন।

ব্লগে এর আগেও দেশের নিরবে - নিভৃতে থাকা সোনার সন্তানদের নিয়ে পোস্ট হয়েছে। যারা স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের গরীব - দুস্থ, সুবিধাবঞ্চিত, নিপিড়ীত মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। লাইম লাইট, প্রচারণা তারা চান না। নিজের কাজটুকু করে যাচ্ছেন নিরবে।

এসব মহান ব্যক্তিগণের উদাহরণ হতে পারে আমাদের জন্য অনুপ্রেরণার। একটু উদ্যোগ পারে জীবন বদলাতে।


তাই আসুন দেশের এসব নির্লোভ নিরহংকার মানুষদের নিয়ে কিছু লিখি !

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৯ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:


দেশ গঠনে নীরবে কে কাজ করেছেন, সেই রকম কারো নাম আমার জানা নেই; আপনার জানা আছে? ৩০ লাখ শহীদ ও ১ লাখ ২০ হাজার মুক্তিযোদ্ধার নাম আপনার মুখস্হা আছে কিনা দেখেন।

২০ শে মে, ২০১৯ ভোর ৪:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: পলান সরকারের নাম শুনেছেন ? এরকম হাজারো মানুষের নাম লুকিয়ে আছে দেশের কোণে কোণে। না জানা থাকলে গুগল করুন।

৩০ লক্ষ শহিদ এবং ১ লক্ষ ২০ হাজার মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা করতে, সম্মান জানাতে নামের প্রয়োজন হয় না। তাঁরা দেশের শ্রেষ্ঠ সন্তান। আমার জন্য কেবল আপনার নামটা মনে রাখলেই যথেষ্ট।

তা আপনার কি নাম মুখস্থ আছে ?

২| ২০ শে মে, ২০১৯ রাত ১:১৩

বলেছেন: সাদা মনের এসব মানুষকে নিয়ে লেখা হোক -----
সাথে সমাজের কুৎসিত, বিকৃত কীটদের কৃতকর্মের কথা তুলে ধরা হোক।

২০ শে মে, ২০১৯ ভোর ৪:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ঠিক বলেছেন :)

৩| ২০ শে মে, ২০১৯ রাত ৩:৩৮

পথিক প্রত্যয় বলেছেন: জাতি গঠনে আমার ভৃমিকাও একদিন স্বীকৃতি পাবে।

২০ শে মে, ২০১৯ ভোর ৪:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রত্যেকের ভূমিকাতেই গড়ে উঠছে বাংলাদেশ। লিখুন সমাজ নিয়ে, মানুষ নিয়ে।

৪| ২০ শে মে, ২০১৯ ভোর ৪:১৪

চাঁদগাজী বলেছেন:



আমার মুখস্হের মাঝে আমাদের গ্রুপের ৬ জন শহীদ মুক্তিযো্দ্ধা, তা ব্যতিত অনেক মুক্তিযোদ্ধা, ১১ সেক্রটরের কমান্ডারদের নাম মনে আছে।

২০ শে মে, ২০১৯ ভোর ৪:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার তো মনে থাকবেই। মনে রাখা না রাখা দিয়ে সম্মান প্রদর্শন হয় না। হৃদয়ে অনুভবের প্রয়োজন শুধু !

আবারো আসার জন্য ধন্যবাদ :)

৫| ২০ শে মে, ২০১৯ ভোর ৬:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যারা স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের গরীব - দুস্থ, সুবিধাবঞ্চিত, নিপিড়ীত মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। লাইম লাইট, প্রচারণা তারা চান না। নিজের কাজটুকু করে যাচ্ছেন নিরবে।
........................................................................................................
এই লেখার সবার আগে মন্তব্য করে ছিলাম ,
কিন্তু র্দুভাগ্য "ব্রাউজ করতে না পারার বন্দী জীবন"
অব্যাহত থাকায় পোষ্টে ঘুরতে ঘুরতে হারায়ে গেল ।
........................................................................................................
আপনার লেখায় সহমত ও সর্মথন থাকল

২০ শে মে, ২০১৯ দুপুর ১২:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: ঐক্যমত্যের জন্য ধন্যবাদ :)

৬| ২০ শে মে, ২০১৯ দুপুর ১২:৫৩

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,



ব্লগ ও ব্লগারদের বিষয়ে নিরব-নিভৃতে লুকিয়ে থাকা সত্যটাকেই আবার তুলে আনলেন -
ব্লগ একটা বড় মাপের যুক্তিযুক্ত মুক্ত চেতনার আলোচনা ক্ষেত্র। নাগরিক সাংবাদিকতার উপযুক্ত এক মাধ্যম। সামহোয়্যারইন ব্লগ সেই সোনালী পদযাত্রার সবচেয়ে বড় এক নক্ষত্র। কালের প্রবাহে সামহোয়্যারইন ব্লগ আমাদের দিয়ে চলেছে চমৎকার মানের লেখা এবং অসংখ্য গুণী লেখক, কবি, সাহিত্যিক। দেশপ্রেম এবং দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই ব্লগাররা তুলে নিয়েছেন কিবোর্ড। ফলাফল হলো এক ব্লগার প্রজন্ম যারা নানা বিষয়ে দেশ-বিদেশের কল্যাণে লিখে থাকেন।

আপনার আহ্বানের সাথে একাত্মতা জানিয়ে প্রত্যাশা - দেশের নির্লোভ নিরহংকার মানুষদের নিয়ে কিছু লিখবেন ব্লগাররা !

২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: আহমেদ জী এস,



ব্লগ একটা নতুন জেনারেশনের সৃষ্টি করেছে। যাদের হাতিয়ার হলো কিবোর্ড।

একাত্মতা পোষণের জন্য অসংখ্য ধন্যবাদ :)

৭| ২০ শে মে, ২০১৯ দুপুর ১:২৭

ভুয়া মফিজ বলেছেন: কোন একজন সূর্যসন্তানকে নিয়ে লিখে শেষে যদি এই লেখাটুকু দিতেন, তাহলে সবচেয়ে ভালো হতো। আপনার ধৈর্য কম বোঝা যাচ্ছে। এর আগেও একটা সিরিজ শুরু করেছিলেন, সম্ভবতঃ শেষ করেননি।

হাওয়াই মিঠাই না, বড় একটা লেখা দেন.....পড়ে যেন একটু আরাম পাওয়া যায়।

২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো কথা বলেছেন :)

আমার ধৈর্য কেমন তা আর বললাম না B-)) চীনে জোকের ন্যায় লেগে থাকি ;)

সিরিজ তো চলতেই থাকে। বৃষ্টি, ঝড়-ঝাপ্টার কারনে কিছু ম্যাচ পরিত্যক্তও হয়। তবে শেষ একদিন হবেই B-))


আমি লেখার আকার নয় মানে বিশ্বাস করি। ৭০টা ড্রাফট আছে এখন। সময় মতো লেখা আসিবে।

ধৈর্যের ফল মিঠা। তবে আমি একটু নোনতা - মিষ্টি পেয়েছি ;)

৮| ২০ শে মে, ২০১৯ দুপুর ১:৪১

সেলিম আনোয়ার বলেছেন: উত্তম প্রস্তাবনা।

২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৯| ২০ শে মে, ২০১৯ দুপুর ২:০৪

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মানবতার বড় উদাহরণ দেশের ও মানুষের জন্য কাজ করা। যারা তা করে তাদের নিয়ে লেখাও ভালো কাজ।

২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: সহমত পোষণ করছি :)

১০| ২০ শে মে, ২০১৯ দুপুর ২:৪৮

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: এবং দেশের ও দশের ক্ষতি যারা করে তারাই মানবতার বড় শত্রু, উদাহরণ হিসাবে একুশে টেলিভিশনে ঘটা ঘটনাই বলা যেতে পারে।

২০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ :)

১১| ২০ শে মে, ২০১৯ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: ইয়েস।

২০ শে মে, ২০১৯ রাত ১০:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংস :)

১২| ২০ শে মে, ২০১৯ রাত ৮:৪৯

সুমন কর বলেছেন: সহমত।

২০ শে মে, ২০১৯ রাত ১০:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

১৩| ২০ শে মে, ২০১৯ রাত ৯:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কেউ একজন তো শুরু করবে। আপনি না হয় শুরু করুন। তারপর আমরা আসবো আপনার সাথে সাথে।

২০ শে মে, ২০১৯ রাত ১০:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখা যাক কে শুরু করে !

১৪| ২০ শে মে, ২০১৯ রাত ১০:০৪

ইব্‌রাহীম আই কে বলেছেন: আমরা ভালো মানুষকে কখনো সম্মান দিতে পারিনি, স্বীকৃত দিতে পারিনি তাদের কাজকে, শ্রদ্ধা জানাতে পারিনি তাদের আত্মত্যাগকে।

এরকম একজন মানুষের নাম যদি বলতে হয়, আমি বলবো, "জামাল নজরুল ইসলাম।" আইন্সটাইনের সহযাত্রী/সমতুল্য ছিলো। উনি একমাত্র বিজ্ঞানী ছিলেন আইন্সটাইন যার উপর কৃতজ্ঞ ছিলো, এভাবে বললেও ভুল হবেনা। অথচ আমরা আজ উনার নাম পর্যন্ত জানিনা!

২০ শে মে, ২০১৯ রাত ১০:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: জামাল নজরুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গর্ব। উনার সম্পর্কে আজই কয়েকটি আর্টিকেল পড়লাম। জানে না, জানাতে হবে !

১৫| ২০ শে মে, ২০১৯ রাত ১০:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: সহমত। এবার কাজ শুরু করলেই হয়।
এই মহান কাজের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল।

২০ শে মে, ২০১৯ রাত ১০:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: সকলের এগিয়ে আসাই কাম্য :)

ঐক্যমত্যের জন্য ধন্যবাদ :)

১৬| ২১ শে মে, ২০১৯ রাত ১:৫৪

মুক্তা নীল বলেছেন:
খুব ভালো একটি প্রস্তাবনা রেখেছেন । এতে অনেক কিছু জানা হবে । আমিও আপনার সাথে একমত।

২১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ঐক্যমত্যের জন্য অসংখ্য ধন্যবাদ :)

১৭| ২১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

জুন বলেছেন: ভালো প্রস্তাব । দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা সোনালী সন্তানদের তুলে আনতে হবে আলোয়।
প্রদীপের নীচের অন্ধকারে তারা যেন হারিয়ে না যায় ।

২১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রস্তাবটিতে ঐক্যমত পোষণের জন্য অসংখ্য ধন্যবাদ জুনাপু :)

তারা হারিয়ে যাবে না কখনো ! মানুষের মাঝে বেঁচে থাকবে। হয়তোবা আমরা জানবো না তাদের কথা.........

তাই এসো তুলে নিই কিবোর্ড !

১৮| ২১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬

রোকসানা লেইস বলেছেন: দেশে নিরবে নিভৃত্যে নিজের মনে অনেকে অনেক কাজ করেন।
মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে, চা খাওয়ান এক চা ওয়ালা
বীরপ্রতিকের সমাধী পরিস্কার রাখেন নিজের মতন ধোয়ামোঝা করে অতি সাধারন একজন মানুষ নিজস্ব ভালোবাসায়।
গরিবদের বিনামূল্যে প্রতিদিন ভাত খাওয়ান এমন বেশ কিছু মানুষ আছেন।
প্রতিবন্ধীদের জন্য স্কুল খুলেছেন সম্পূর্ণ নিজস্ব খরছে কৃষক
পথ শিশুদের শিক্ষা দিচ্ছেন অনেকেই।
বিয়ে বাড়ির বাড়তি খাবার সংগ্রহ করে পথের মানুষদের পৌঁছে দিচ্ছেন একটা গ্রুপ।
পথের কুকুর বিড়ালদের সংগ্রহ করে নিজের বাড়িতে রাখছেন।
বাচ্চাদের কাগজ কলম কিনে দিচ্ছেন একজন ভ্যান চালক।
গাছ থেকে লোহা তুলে গাছের যন্ত্রনা লাঘব করছেন
এমন অনেক কাজই হচ্ছে নিরবে নিভৃতে অতি সাধারন মানুষের দ্বারা।
মাঝে মধ্যে খবরে দেখি চোখ ভিজে উঠে।
দেশে থেকে তাদের খবর সংগ্রহ করে তাদের সম্পর্কে আরো বেশি বলা সম্ভব। তবে কখনোই তাদের আকাশ ছোঁয়া কাজের কাছেও যাওয়া সম্ভব হবে না লিখে।

২১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: কখনোই তাদের আকাশ ছোঁয়া কাজের কাছেও যাওয়া সম্ভব হবে না লিখে - তা তো বটেই !


কিন্তু আমার আপনার একটা লেখা পড়ে আরেকজন উদ্বুদ্ধ হতে পারে। এসব মাটির মানুষদের উদাহরণ হতে পারে অন্যদের জন্য অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত।

পেপারে অনেক কিছুই আসে। সব পেপার তো আমরা পড়ি না। আর বিদেশে থাকলে তো অনলাইন ভার্সনই ভরসা। তাই ব্লগেও মাটির মানুষদের নিয়ে কিছু লেখা দরকার।

সবশেষে বিস্তারিত মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ :)

১৯| ২২ শে মে, ২০১৯ রাত ১২:১৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: সরি, ওটা স্টিফেন হকিং হবে, আইন্সটাইন না।

ভুলটার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

২২ শে মে, ২০১৯ সকাল ৭:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: স্টিফেন হকিং আর জামাল নজরুল ইসলাম বন্ধু ছিলেন।

আবারো আসার জন্য ধন্যবাদ :)

২০| ২২ শে মে, ২০১৯ ভোর ৪:৪১

নতুন বলেছেন: ভালো প্রস্তাব....

দেশের জনগনের মনে দেশের জন্য আমি কি করেছি সেই ভাবনা টা আশা জরুরী.... সবাই দেশের জন্য একটু কাজ করলেই অনেক কাজ করা হয়ে যাবে.... :)

২২ শে মে, ২০১৯ সকাল ৭:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: একজনের উদাহরণ হাজারো জনকে উদ্বুদ্ধ করতে পারে। নিজ নিজ ক্ষেত্রে নিজের কাজটুকু করে যাওয়ার মাধ্যমেই অনেক কিছু করা যায়। অনুপ্রেরণা মানুষকে শক্তি যোগান দেয়। তাই দেশের নিভৃতে থাকা সাদা মনের মানুষদের নিয়ে কিছু লেখা দরকার।

ঐক্যমত্যের জন্য অসংখ্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.