নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

সামু ব্যবহারের যত উপায়

৩১ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪০


সামু ব্লক নিয়ে ব্লগারদের চিন্তার শেষ নেই। তাই আমার আজকের পোস্ট সামু ব্যবহারের সহজ সহজ কয়েকটি উপায় নিয়ে। এই পোস্টে মোবাইল এবং ডেস্কটপ উভয়ের জন্যই আনব্লকিং সিস্টেম নিয়ে লিখেছি। সাথে আছে বিস্তারিত স্ক্রিনশট এবং বিবরণ। আশাকরি ব্লগারদের কাজে লাগবে।

কোনো ক্লিক না করেই আনব্লক করুন সামুঃ শুধুমাত্র স্মার্টফোনে (No VPN, Proxy or TOR !!!)

১। প্রথমে নিচের লিংক থেকে আপনার প্ল্যাটফরম অনুযায়ী অ্যাপটা নামান।

এনড্রয়েডঃ https://play.google.com/store/apps/details?id=com.cloudmosa.puffinFree

আইওএসঃ https://itunes.apple.com/app/puffin-web-browser/id472937654

২। তারপর অ্যাপ ওপেন করে নিচের স্টেপগুলো ফলো করুনঃ (এন্ড্রয়েড এর জন্য)


এরপর Next চাপতে থাকুন। নিচের মতো আসবেঃ


এখানে দুটো বক্সেই টিক থাকতে হবে। টিক দেওয়াই থাকে। তাই আবারো Next চাপুন। এখন আপনার কাছে লোকেশন পারমিশন চাইবে। ভয় নেই Allow করে দিন।


এরপর ব্যবহার করতে থাকুন সামু !


আইওএসেও প্রায় সেইম :)



ডেস্কটপঃ

ক. ডাবল ক্লিকে সামু আনব্লকঃ

এই লিংক থেকে সফটওয়্যারটি নামানঃ (ডিরেক্ট লিংক) https://www.psiphon3.com/psiphon3.exe

অথবা ওয়েবসাইটঃ https://www.psiphon3.com/en/download.html

ফাইলটা আপনার ডেস্কটপে কপি করুন (যেখানে My computer বা This PC বা Recycle Bin থাকে সেখানে কপি করুন)।


তারপর Psiphon3 এ ক্লিক করুন। এমনটা আসবেঃ


এর সাথে আরেকটা ইন্টারনেট এক্সপ্লোরার ট্যাব ওপেন হয়। ওটা জাস্ট আপনার নিউ আইপি দেখানোর জন্য। ওটা কেটে দিলেই হবে।

এবার যেকোনো ব্রাউজারে ব্যবহার করুন সামু :) :) :)


খ. ক্রোম এক্সটেনশনঃ

১। গুগল ক্রোমের ওয়েব স্টোরে যান। নিচের নামটা সার্চ দিনঃ



এরপর Add to chrome এ ক্লিক করুন। এমনটা আসবেঃ



Add Extension এ ক্লিক করলে এক্সটেনশন ব্রাউজারে ডাউনলোড হবে এবং যুক্ত হবে তখন ব্রাউজারের ডান দিকের কোনায় ইনফিনিটি সাইন এর মতো একটা আইকন পাবেন। ওটায় ক্লিক করুন। এমনটা আসবেঃ



সুইচের মতো অংশটায় ক্লিক করুন। ভিপিএন অন হয়ে যাবে। এরপর মনের সুখে চালান সামু। বন্ধ করতে কোনার আইকনে ক্লিক করে সুইচটা বন্ধ করলেই হয়ে যাবে।

দেখুন সামু চলছেঃ





গ. অপেরার বিল্ট -ইন ভিপিএনঃ

এই লিংকে যানঃ https://opera.com

ব্রাউজারটি নামান এবং ইন্সটল করার সময় নিচের মতো করুনঃ



Options এ ক্লিক করুন। নিচের মতো আসবেঃ



উপরের তিনটা চেকবক্সেই টিক উঠিয়ে দিন। তারপর Install এ ক্লিক করুন।

ইনস্টলেশন হয়ে গেলে বামপাশের গিয়ার আইকনে ক্লিক করুন। নিচের মতো আইকনটাঃ


অপেরা ব্রাউজারের সেটিংস আসবে। ডানের কোনায় সার্চ বক্সে VPN লিখে এন্টার দিন। নিচের মতো আসবেঃ



ভিপিএনটা এনেবল করে দিন। এবার পুরোদমে চলুক ব্লগিং ! :) :) :)

সামুঃ (VPN থাকলে VPN লেখা দেখাবে )


ঘ. টর ব্রাউজারঃ

লিংকঃ https://www.torproject.org/download/

ইন্সটল এন্ড কানেক্ট। দেন ব্রাউজ।



ব্রাউজিং করতে করতে এমনটা আসতে পারে। জাস্ট ক্লিক OK।



টর আর স্মার্টফোনের পাফিন ব্রাউজার সেম। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ B-))



আরো উপায় নিয়ে পোস্ট আসবে......


Q & A :

১.উপরের সিস্টেমগুলো কি সেফ?

যতক্ষণ পর্যন্ত সাইটে SSL আছে ততক্ষণ পর্যন্ত সেফ। আর এগুলোতে আইডি হ্যাক হবার ভয় নেই বললেই চলে। SSL সাইট এবং সার্ভারের মধ্যে সিকিউর এনক্রিপ্টেড চ্যানেল তেরী করে। তাই আপনার পাসওয়ার্ড এবং বাকি লগইন ডেটা বাইরের কারো দ্বারা পড়ার উপায় থাকে না।

২.প্রক্সি দিলেন না কেন?

সেফ নয় তাই। প্রক্সি SSL থাক না থাক ডেটা জাস্ট এনক্রিপ্ট করে। সেই এনক্রিপ্টেড ডেটা প্রক্সি সাইটের সার্ভারে সেভ থাকে। যে কেউ ঐ লিংক ব্যবহার করে আপনার ডেটা হাতিয়ে নিতে পারে।

৩.কোন ক্রোম ভিপিএন জাতীয় এক্সটেনশানগুলো সেফ?

যেগুলোতে হাজার হাজার রেটিং এবং ইন্সটলেশন থাকে। আমার দেওয়া এক্সটেনশনটা ক্রোম স্টোরের এক নাম্বার ভিপিএন এক্সটেনশন। আপনি অন্য কোনো এক্সটেনশনও ব্যবহার করতে পারেন।

৪.ভিপিএন সেফ?

বলা যায়। তবে প্রিমিয়ামগুলো বদের হাড্ডি। এরা ডবল এজেন্ট এর মতো আপনার কাছ থেকেও টাকা নিবে আবার সরকারের কাছে ডেটাও বেচবে। তবে ভালো কয়েকটি হাতেগোনা ভিপিএন প্রোভাইডার আছে। তাই আমার মতে ফ্রি ব্যবহার করাই ভালো। যদি না আপনি স্পিড চান।

৫. পাফিন ব্রাউজার সেফ?

ইয়েস ! সম্পূর্ণ সেফ। এটা ক্লাউড টেকনোলজির চমৎকার এক ব্রাউজার। আমি নিজে ব্যবহার করি। যেকোনো সাইট সবসময়ই ওপেন। সাথে সুপার্ব স্পিড।

৬. এগুলো ব্যবহার করার সময় অন্য সাইট ব্যবহার করা যাবে কি?

যেসব সাইটে অর্থনৈতিক ট্রানজ্যাকশান হয় সেগুলো ব্যবহার না করাই ভালো। যেমনঃ ব্যাংকের ওয়েবসাইট, ডিজিটাল ওয়ালেট, পেপাল, বিটকয়েন ওয়ালেট।

৭.পোস্টটা এতো পরে করলেন কেন?

দেশে এসে টেস্ট করেই পোস্টটা দিলাম। সাথে মনে হয়েছিল যে, ব্লক সাময়িক সময়ের জন্য। তাই এই দেরি !!

৮.যদি কিছু হয়ে যায়?

দেন ইউজ এ্যাট ইওর ওউন রিস্ক। আসলে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। আপনার পাসওয়ার্ড চেন্জ করা গেলেও ইমেইল তো চেঞ্জ করা যাবে না। সামুর সিকিউরিটি যথেষ্ট মজবুত। সাথে আমি নিজে, সামুর নানান বিষয়ে গবেষণা করি। এর আগেও ব্লগের কিছু সিকিউরিটি সমস্যার কথা ব্লগ কতৃপক্ষকে জানিয়েছি। তাঁরা সেগুলো যথেষ্ট গুরুত্বের সাথে সমাধান করেছেন। সাইটের SSL ও আমার রেকমেন্ডেশনেই করা।



সবশেষে, হ্যাপি ব্লগিং ! :) :) :)


পুরো পোস্টের PDF

মন্তব্য ৪৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৯ রাত ৮:০৬

রাকু হাসান বলেছেন:

গ্রেট !!! দুর্দান্ত কাজ করলেন মিয়াসাব :) টর স্লো লাগে আমার কাছে । আমি ক্রোমে সেট ভিপিএন ইউজ করছি । লিমিটেড ,দিনের নির্দিষ্ট কিছু ঘণ্টা ব্যবহার করছি । আপনারগুলো দিয়েও ট্রাই করবো । এই পোস্ট অনেক মানুষ পড়া উচিত । পড়লে উপকৃত হবে ব্লগার ও পাঠক । অনেক ধন্যবাদ । আপনার তো মনে হয় Deep Web,Charter Web,Marianas Web কোনো কিছুই বাদ নাই । ভাবসাব দেখে :||
লাইক ও প্রিয় দুইটাই ।

০১ লা জুন, ২০১৯ সকাল ১১:৩৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগারদের উপকারের জন্যই এ লেখা। পোস্টের শেষে পুরো পোস্টের PDF সংযুক্ত করেছি। সেভ করে রাখতে পারেন :)

কি যে বলেন, আমি কেবল সার্ফেস ওয়েবেই ঘুরি ;) ;)

২| ৩১ শে মে, ২০১৯ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: সব ঠিক আছে। আমিও এই ভাবেই চালাই।
কিন্তু আমি সঠিক নিয়মে ব্লগা চালাতে চাই। আমরা ব্লগার। চোর, ছিনতাইকারী বা দূর্নীতিবাজ না। দেশের প্রতি আমাদের সীমাহীন টান ভালোবাসা আছে। থাকবে আমৃত্যু।
আমাদের উপর এই অন্যায় অবিচার অনবিলম্বে প্রত্যাহার চাই।

০১ লা জুন, ২০১৯ সকাল ১১:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: ঠিক কথা বলেছেন রাজীব ভাই। ব্লক হোক মুক্ত !

৩| ৩১ শে মে, ২০১৯ রাত ৮:২৪

ভুয়া মফিজ বলেছেন: এইসব দিতাছেন.....আপনেরে কিন্তু জ****রের বিশেষ বাহিনী তুইলা নিয়া যাইতে পারে! :P

পোষ্টটাকে নোটিশবোর্ডে পিন করে দেয়ার অনুরোধ করছি কর্তৃপক্ষকে।

আর আপনি ব্যবহারকারীদের কাছ থেকে আপাতঃ দৃষ্টিতে অনেক সিলি প্রশ্নের সম্মুখীন হতে পারেন। বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। সবাই কিন্তু আপনার মতো এক্সপার্ট না। :)

০১ লা জুন, ২০১৯ সকাল ১১:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: নিক না তুইলা :D :P


সিলি প্রশ্ন নিয়ে আমার কোনো সমস্যা নাই B-))

৪| ৩১ শে মে, ২০১৯ রাত ৮:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এত জটিল জিনিস আমার লাগে না। আমি খুব খুশি।

০১ লা জুন, ২০১৯ সকাল ১১:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: বিদেশে থাকার এই এক সুবিধা :)

৫| ৩১ শে মে, ২০১৯ রাত ৮:৩৭

সুমন কর বলেছেন: ভালো পোস্ট। অনেকের কাজে আসবে......

০১ লা জুন, ২০১৯ সকাল ১১:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখা যাক....

০১ লা জুন, ২০১৯ দুপুর ১২:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্টের শেষে পুরো পোস্টের PDF সংযুক্ত করেছি। সেভ করে রাখতে পারেন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে পারেন :)

৬| ৩১ শে মে, ২০১৯ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:



ভালো।

০১ লা জুন, ২০১৯ সকাল ১১:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: Thanks B-))

৭| ৩১ শে মে, ২০১৯ রাত ৯:৩১

পুলক ঢালী বলেছেন: পটেরিক্স ভাই খুব কাজের পোষ্ট দিয়েছেন। গতকাল সামুতে ঢুকতে না পেরে ভাবলাম সামু তাহলে চিরতরে ঘুমিয়ে গেল ???
আজ কৌতুহল বশতঃ আবার ট্রাই করে ঢুকতে পারলাম। আগে https:// আসতোনা not secure লেখা থাকতো এখন মনে হচ্ছে সামু সেইফ ক্যাটাগরি অর্জন করেছে (ব্রাউজিং এর ক্ষেত্রে) :)
ভাই আপনার টর ঐ লিংক থেকে ডাউনলোড করতে পারছিনা। আমি ব্রাউসেক ব্যবহার করে সামুতে ঢুকি স্পীড ভালই।
আপনার পোষ্টের জন্য ধন্যবাদ।
ভাল থাকুন।

৩১ শে মে, ২০১৯ রাত ১০:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: গতকালকে SSL certificate expire হয়ে যায়। তাই সাময়িক সমস্যা হয়েছিল। এখন SSL renewed. তাই সেইফ বা Secure Connection দেখতে পাবেন। এটা সেইফ ক্যাটাগরি বা তেমন কিছু নয়। জাস্ট ব্রাউজারের সাথে সার্ভারের সিকিউর কানেকশন প্রকাশ করে। অনেক ক্ষতিকর সাইটেও SSL certificate এর কারনে সেইফ দেখতে পাবেন। তাই বিভ্রান্ত হবেন না।

টরের লিংক ঠিকই আছে। আপনার জন্য ডাইরেক্ট লিংকঃ
https://www.torproject.org/dist/torbrowser/8.5/torbrowser-install-win64-8.5_en-US.exe

ব্রাউসেকও ভালো। BrowserSec ফুল ফর্ম।

৮| ৩১ শে মে, ২০১৯ রাত ১০:১৫

মনিরা সুলতানা বলেছেন:
ভালো পোষ্ট; তাও কিছু ব্লগার একটিভ হোক।

০১ লা জুন, ২০১৯ সকাল ১১:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখা যাক !!

০১ লা জুন, ২০১৯ দুপুর ১২:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: পোস্টের শেষে পুরো পোস্টের PDF সংযুক্ত করেছি। সেভ করে রাখতে পারেন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে পারেন :)

৯| ৩১ শে মে, ২০১৯ রাত ১০:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
SSL কি https এর মালিক?

এতে সামুর খরচ কেমন?

৩১ শে মে, ২০১৯ রাত ১০:৩১

আর্কিওপটেরিক্স বলেছেন: https হলো Hypertext Transfer Protocol Secure যা একটা কমিউনিকেশন প্রটোকল যা TLS বা SSL দ্বারা এনক্রিপ্টেড হয়। HTTPS হলো HTTP থেকে বেশি সিকিউর।

SSL হলো Secure Sockets Layer যা একধরনের নিরাপত্তা ব্যবস্থা। এটার মাধমে নিরাপদে পাসওয়ার্ড ও অন্যান্য সিকিউর ডেটা ট্রান্সফার করা হয়। ডেটাকে এনক্রিপ্ট করা হয় এই SSL certificate দিয়ে। এর পরবর্তী রূপ হলো TLS বা Transport Layer Security.

SSL certificate বিভিন্ন কোম্পানি সেল করে। সবচেয়ে জনপ্রিয় হলো Comodo এর SSL certificate যা পেইড।

বিস্তারিত জানতে গুগলে দেখতে পারেন। এ বিষয়েও আমি একটা পোস্ট দিবো একদিন।

সামু Let's Encrypt এর SSL ব্যবহার করে। এটা ফ্রি বাট বারবার রিনিউ করতে হয়।

১০| ৩১ শে মে, ২০১৯ রাত ১০:২৯

অপু তানভীর বলেছেন: আমি টর দিয়ে চালাই । টরই ঝামেলা মুক্ত মনে হয় বেশি । অবশ্য মাঝে মাঝে প্রক্সি সার্ভার ব্যবহার করি !

কাজের পোস্ট ! কিন্তু সমস্যা হচ্ছে যারা যারা এই পোস্ট দেখতে পারছে তারা ইতিমধ্যেই যে কোন একটা পদ্ধতি ঠিকই বের করে ফেলেছে । ব্লগার ফিউশন ফাইভ অনেক আগে এই রকম বেশ কিছু পদ্ধতি নিয়ে পোস্ট দিয়েছিলেন । তখনও একবার ব্লগ বন্ধ হোওয়ার আশংকা দেখা দিয়েছিলো ।

৩১ শে মে, ২০১৯ রাত ১০:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: টর ভালো তো বটেই। তবে অনেকের কাছে স্লো মনে হতে পারে।

যারা দেখতে পারছে তাদের দ্বারা যারা দেখতে পারছে না তাদের কাছে উপায় পোঁছাতেই এই পোস্ট। একজন ব্লগার উপকৃত হলেও অনেক।

ব্লগার ফিউশন ফাইভ, নাফিস ইফতেখার, ত্রিভুজরা নানান টেকি বিষয়ে লিখতেন। যারা আজ কালের প্রবাহে লেখেন না। ব্লগার ত্রিভুজ তো তার ব্লগে লিখেই রেখেছে, "ব্লগিং করে..... "। এই হলো অবস্থা !

দেখা যাক ব্লগের এ ঘনঘটা কবে কাটে !

১১| ৩১ শে মে, ২০১৯ রাত ১১:০১

রাকু হাসান বলেছেন:

psiphone 3 কানেক্ট করেছি । ডুকলামও সহজে । যখন ওপেনকৃত ট্যাব কেটে দিচ্ছি তখন ডিস কানেক্ট হয়ে যাচ্ছে । সুতারাং তাহলে এই ট্যাব ওপেন রেখেই কাজ চালাতে হবে! তাই তো । দেখানো উপায়গুলোর মাঝ এটাই বেস্ট পদ্ধতি আমার জন্য । আবারও ধন্যবাদ আপনাকে।

৩১ শে মে, ২০১৯ রাত ১১:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: ওপেন কৃত ট্যাব মানে Psiphon3 এর ট্যাবটা কেটে দিলে ডিসকানেকটেড হয়ে যাবে।

Psiphon3 সিস্টেমে ইন্সটল হয় না। তাই ট্যাবটা ওপেন রাখলেই হবে। সেটিংস এ এ ব্যাপারে দেখতে পারেন। এটা একটা Plug and Play টাইপ সফটওয়্যার। সামনে চললে আছে, কেটে দিলে নাই। তবে আপনার আইপি কোনটা এমন কোনো ট্যাব কেটে দিলে সমস্যা হবে না।

আপনার উপরের কমেন্টের উত্তর পরে দিবো। আপাতত যাদের সমস্যা হচ্ছে বা বুঝতে অসুবিধা তাদের কমেন্টের জবাব দিচ্ছি।

১২| ৩১ শে মে, ২০১৯ রাত ১১:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন: অনেক অনেক অনে.....ক ধন্যবাদ! টানেল বিয়ার নিয়ে হাঁপিয়ে উঠেছিলাম। এখন থেকে অনেক শান্তিতে ব্লগিং করতে পারবো।

কিন্তু, একটি স্থায়ী সমাধান দরকার। মুক্ত হোক ব্লগিং।

ধন্যবাদ নিরন্তর।

০১ লা জুন, ২০১৯ সকাল ১১:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: টানেল বিয়ার রেট লিমিটেড। মনে হয় মাসে ৪০০ এমবি বা ১ জিবি এমন কিছু লিমিট আছে। আমার ব্যবস্থাগুলোতে কোনো লিমিট নাই। ফ্রিতে আরামে ব্লগ চালাতে পারবেন :)


ব্লকের আশু সমাধান আজ সময়ের দাবি !!!


আপনাকেও ধন্যবাদ :)

১৩| ৩১ শে মে, ২০১৯ রাত ১১:৩৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
একজন আপি কলেন, 'পুফিন খুব ঝামেলার সফটওয়্যার,
এটা দিয়ে টাইপ করা বিরাট ঝামেলা।'
প্রথম দিকে ব্লগার হাবিব ভাইয়ের ম্যাসেজ পেয়ে আমি নিজেও মোবাইলের জন্য এটা ব্যবহার করেছিলাম, অনেক ঝামেলা সামাল দিতে হয়েছে
; প্রেমিকা সামাল দিতে এতো কষ্ট হয়নি! সালার পুফিন X( । যাকগে, বাকিগুলো বড্ড ভাল আছে। সুস্থমত সঙ্গিনীর জায়গা দখলের চেষ্টা করে বটে।


আজ পদাতিক চৌধুরী ভাই অপেরার সন্ধান দিলেন। সবাই প্রিয়জনদের মিলনমেলাকে যৌবনে ফিরিয়ে আনতে চায়। ভালবাসায় কেউ কম না।


ক্রোম বেচারা বড্ড সুবিধার। ;) আর আপনিও বডে ;) ;) ;)


পুফিনটারে ঠেলা মেরে একেবারে নিচে নামিয়ে আনুন! হালায় একটা ঝামেলা। ;)


ভালবাসা প্রিয়জন ♥

০১ লা জুন, ২০১৯ সকাল ১১:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপুগুলাও কম ঝামেলার নয়। একেকটা দুষ্টের শিরোমণি ;)

আসলে পাফিনটা একটু বেশি ফাস্ট। আপুরা স্লো তে অভ্যস্ত ;)

সবাই সবার সাধ্য মতো চেষ্টা করছে ব্লগকে মুখর করতে। এরই ধারাবাহিকতায় আমার এ পোস্ট।

আমি তো... B-))


পুফিনে নাই কোনো সেট আপ, নাই কোনো ঝামেলা। ব্যবহার করতে করতে সহ্য হয়ে যাবে৷ ;)

স্মার্টফোনের জন্য এটাই সহজ এক পন্থা। তাই উপরেই থাক। সবাই নিচে আসতে চায় কেন :P

লাভ ইউ ঠু :D

১৪| ০১ লা জুন, ২০১৯ রাত ১২:৩৬

বলেছেন: ধন্যবাদ

০১ লা জুন, ২০১৯ সকাল ১১:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

১৫| ০১ লা জুন, ২০১৯ রাত ১২:৪১

রোকসানা লেইস বলেছেন: কার্যকরি হোক সবার ব্যবহারের জন্য। তবে অনেকে দেখতে পাবে না। ফেসবুক বা অন্য ভাবে নিয়মভাঙ্গার নিয়মটা জানানো হোক সবার মাঝে।

০১ লা জুন, ২০১৯ সকাল ১১:৫৪

আর্কিওপটেরিক্স বলেছেন: যারা দেখতে পাবে না তাদের কাছে পোস্টটার সফটওয়্যারগুলোর কথা শেয়ার করতে হবে। পোস্টের শেষে পুরো পোস্টের PDF সংযুক্ত করেছি। সেভ করে রাখতে পারেন এবং অপরকে শেয়ার করতে পারেন।

কবে যে সামু মুক্ত হবে !!!

১৬| ০১ লা জুন, ২০১৯ দুপুর ১:১২

হাবিব বলেছেন: আমিও পুফিন ব্যবহার করি

০১ লা জুন, ২০১৯ বিকাল ৫:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: তাহলে তো ভালোই :)

১৭| ০১ লা জুন, ২০১৯ বিকাল ৩:৫৯

জাহিদ অনিক বলেছেন:
গুড পোষ্ট।

০১ লা জুন, ২০১৯ বিকাল ৫:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: Thanks :)

১৮| ০১ লা জুন, ২০১৯ বিকাল ৪:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: পাফিন বেত্তমিজ, পোস্ট করতে অনেক কষ্ট, পাফিনের গলায় টিপি মাইরা ধরতে ইচ্ছে করে

০১ লা জুন, ২০১৯ বিকাল ৫:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: তুমিই কি তবে ১৩ নং এর বলা আপি :D

দুষ্টু হলেও পাফিন ভালো ;)

০১ লা জুন, ২০১৯ বিকাল ৫:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: *১৩ নং কমেন্টের

১৯| ০১ লা জুন, ২০১৯ বিকাল ৫:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আয় হায় ভাইয়া রে ১৩ ন্মবর কমেন্ট পড়িনি। কাকতালীয় হা হা হা হা, পাফিন দিয়া ব্রাউজ করতাছি তো তাই, সব কমেন্ট পড়া যায় না

০১ লা জুন, ২০১৯ রাত ৯:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: কাকতালীয় না ;)

পাফিন দিয়াই তোমার কমেন্টের উত্তর দিলাম B-))

২০| ০১ লা জুন, ২০১৯ রাত ৯:৫৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
'আপুগুলাও কম ঝামেলার নয়। একেকটা দুষ্টের শিরোমণি '

আমরা মানুষকে তখনই দুষ্টু বা কিউটের ডিব্বা বলি যখন সে খুবই চঞ্চল ও দ্রুতগামী হয়। একটু পেছন ফিরে থাকালে দেখতে পাই, যারা ছোট থাকতে ঘরের আসবাবপত্র নিজের মত করে গুছিয়ে নিয়ে তারপর হুট করে চেতে গিয়ে পুরো ঘরে কিয়ামতি কাণ্ড করে বসে তারাই কিন্তু দুষ্টু হওয়ার সুউপাধি অর্জন করে ;)। যাকগে, আমি উনাদের বিষয়ে সাফাই গাচ্ছি নো! আপনি নিজেই তাদেরকে শিরোমণি কয়ে দিয়ে দুষ্টুদের মত আমার কাজ গুছিয়ে দিয়েছেন ;)


আমি যখন মোবাইলের সাহায্য নেই, তখন সোপার ভিপিএন এক্টিভ করে নেই। আসলে পুফিনে এভাবে স্বাচ্ছন্দ্যে টাইপিং করা যায় না। যাকগে, আপনি কিন্তু বেশি ভোট পেয়ে জয়ী আছেন ;)

০১ লা জুন, ২০১৯ রাত ১০:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আহা.... নিজ অভিজ্ঞতা থেকে বলেছি তো ;) তাই আপনার কাজও হয়ে গেছে B-))

তবু দুষ্টুমি আমার কাছে ভালো লাগে :D

সুপার ভিপিএন তো মনে হয় কাভা ভাই সাজেস্ট করেছিলেন। যাই হোক, এটাও ভালো। আপনি Orbot দিয়েও চালাতে পারেন :)

ঠিকই বলেছেন, নরম হাত দিয়ে পাফিনে টাইপ করা শক্ত ;)

ভোটের কথা থাক B-)

২১| ০১ লা জুন, ২০১৯ রাত ১০:০২

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,




পুরোদস্তুর উপকারী পোস্ট।

এর ভেতর থেকে আমি বাসায় দুইটা আর অফিসে বসে আর একটা ব্যবহার করি।


০১ লা জুন, ২০১৯ রাত ১০:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার মতামতের জন্য ধন্যবাদ :)

বাসায় অপেরা আর ক্রোম আর অফিসে টর নাকি?

২২| ০১ লা জুন, ২০১৯ রাত ১০:৫২

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,


নোপ!!!!!!
আসলে হয়েছে কি বাসায় হঠাৎ হঠাৎ আগের মতোই সামুর কানেকশান পাই, সরাসরি গুগল থেকে। থাকে বেশ ক'দিন। গত ক'দিন থেকে ছিলোনা। যখন থাকেনা তখন টর আর টানেল বিয়ার। টানেল বিয়ারটা ইজি। এখন টানেল বিয়ার থেকে মন্তব্য করছি।

অফিসেও সরাসরি গুগল থেকে সামুতে যাই। অফিসে অন্য ব্রাউজার ব্লকড বাই আওয়ার আইটি ডিপার্ট..... । থাকলে আমি আছি নইলে নেই। মাছি মারি। আজ সকালে সেটা ব্লকড । তাই সকালে ছিলুম না।

এখন মজার ব্যাপারটি বলি - আপনার প্রতিমন্তব্যটি দেখে কি লিখবো ভাবতে গিয়ে মনে হলো দেখি একটু গুগলে সামুর ওয়েব সাইটে খোঁচা দেই। ওমমমা ... সিসেম ফাঁক। এখন সামুতে স্বাভাবিক সময়ের মতোই পেজটি খোলা আছে... :(
যেখানে সকালেও দেখাচ্ছিলো " পেইজ ইজ ব্লকড"।

এই জন্যে বিলম্ব সহ সামুতে ঢোকার ছাদছিরি নেই। আন্ডারষ্ট্যান্ড? :P

০১ লা জুন, ২০১৯ রাত ১১:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: টানেল বিয়ারও ভালো। বাট রেট লিমিটেড।

এটা বোধহয় আপনার আইএসপি কর্তৃক সামু ব্লকড না করার কারনে হয়। বিটিআরসির মর্জি, আর্জির কথা বলা যায় না। এখন ব্লক এখন খোলা।

অফিসের এই এক সমস্যা। এটা ব্যবহার করা যাবে না, নানান সাইট ব্লক ব্লা ব্লা....

এখন তাহলে খোলা। বন্ধ থাকলে মাছি না মারাই আমার কাছে বেটার মনে হয় ! ইউ শুড ট্রাই সামথিং এটলিস্ট।

দেশে কিছু আইএসপিতে দেখলাম এই লেখা দেখায়ঃ " This webpage has been blocked"।
"পেইজ ইজ ব্লকড" এরকমটা আমি পাই নি। এটা মনে হয় আপনার অফিস নেটওয়ার্কে দেখায়।

টোটালি আন্ডারস্টুড B-))

২৩| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:০১

মাহের ইসলাম বলেছেন: এটাকেও প্রিয়তে নিয়েছি।
পিডিএফটও ডাউনলোড করেছি।

অনেক অনেক ধন্যবাদ।

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

PDF টা দুঃসময়ে কাজে লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.