নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

ইঁদুরের দুনিয়ায়

১৮ ই জুন, ২০১৯ বিকাল ৩:০৩



আ......আ.... আমি আটা চুরি করিনি :`>



এই অসময়ে কি চাই :-B



ঐ....... ঠিকঠাক ধরেছিস তো ! দেখিস পড়ে না যাই !



ভালো মতো বলছি ! লেজ তোল X((



বেশ আরাম তো ☺



আমাল মা কুতায়?



আমাদেল ভয় লাগচে :((



কেউ দেখছে না, নিয়ে যাই B-)



এটা কি রে??



পোস্টে লাইক না দিলে পাওয়ার কেবলটা B-))



ছবিঃ ইন্টারনেট।

মন্তব্য ৪০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৯ বিকাল ৩:১৫

রাজীব নুর বলেছেন: প্রতি বছর ইঁদুর কত টাকার ধান নষ্ট করে তা জানেন??

২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: জানি না রাজীব ভাই.....

২| ১৮ ই জুন, ২০১৯ বিকাল ৩:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: শেষের ডরে দিয়ালইছি হাহাহাহাহাহ

২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: :D

৩| ১৮ ই জুন, ২০১৯ বিকাল ৪:৫১

হাবিব বলেছেন: B-) B-)

২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: :P

৪| ১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগিং, নাকি শিশুপার্ক?

২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগিং

৫| ১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইঁদুর গবেষক অর্কি ভায়া ;) :P

হা হা হা

দারুন সব ছবিগুলো! যদিও পাশৈর বাসার মুদি দোকানির কষ্ট দেখী প্রতিদিন ভোরে!
একটা না একটা খাঁচায় পড়ে! আর কুকুরদের সামনে ছেড়ে দেয় :((

শেষর ছবির কাটার পরের ছবিটা নাইক্যা ;)

২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: হায় হায় !! আমারে ইঁদুর বিজ্ঞানী বানায়ে দিলেন :D

আমিও একটু হেসে নিই B-)) B-))

সবকিছুরই দরকার আছে। ইঁদুরদেরও খেতে হবে তো :(


পরের ছবিটা আপলোড করার আগেই তারটা দু’টুকরো ;)

৬| ১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

পবিত্র হোসাইন বলেছেন: বাহ্ ! দারুন ছবি, দারুন ক্যাপশন ;)

২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: মশলা ঠিকঠাক হয়েছে তাহলে ;)

৭| ১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

মুক্তা নীল বলেছেন:

ভাইয়্যু ,

এমামামামামা শেষমেষ ইন্দুর গবেষণা আমার খুব ভয় লাগে।

২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আপ্পু....

আমার এক কাজিন তেলাপোকা ভয় করে। তাই ওরে তাজা তেলাপোকা ধরে ভয় দেখাতাম B-))


এত্ত কিউট জিনিস ভয় পাওয়া ঠিক নয় :)


আমার তো আদর করতে ইচ্ছে হয় ☺

৮| ১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

আরোগ্য বলেছেন: ইঁদুর দেখতে ঘেন্না লাগে। শেষের কথার ভয়েই লাইক মাইরা দিলাম।

আমাদের দুরন্ত বিড়ালটা একটা পাওয়ার ক্যাবল নষ্ট করেছে।

২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:৫৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আহারে এত্ত কিউট কিউট ইঁদুর ভয় পেলে চলে?

শেষের কথাখানি রাখার জন্য অসংখ্য ধন্যবাদ :P


একটা পাওয়ার কেবল গেছে, আরও যাবে B-)

৯| ১৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,




দারুন সিনক্রোনাইজেশান।
সবটাই চমৎকার কিন্তু " আমাল মা কুতায়?" অনবদ্য।
শেষের ছবিটার কান্ড কারখানা দেখে একটা লাইক দিলুম বাধ্য হয়ে। ;)

২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকু থ্যাংকু :)

"আমাল মা কুতায়" টা আমার কাছেও সেরা...

লাইকের জন্য আপনার জন্য রইলো পনির :P

১০| ১৮ ই জুন, ২০১৯ রাত ১০:০১

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার ইঁদুর পার্ক।
লাইক দিয়েছি হা হা হা হা...

২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: শেষমেশ চন্দ্রগাজীর কথা শুনে পার্ক :P

বুড়ো বয়সে পার্কে.... :D

লাইকস এন্ড কমেন্টস এর জন্য থ্যাংকস ☺

১১| ১৮ ই জুন, ২০১৯ রাত ১০:১৭

শায়মা বলেছেন: কি সাংঘাতিক! :(

২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আপুনির ইদুরে ভয়টয় আছে নাকি #:-S

তেলাপোকা চলবে নাকি :P

আমার এক কাজিনের গায়ে তেলাপোকা দেওয়ার চেষ্টা করতাম। বেচারী ভয়েই দৌড়ে পালাতো :D


যাক বাবা !! তোমার পাওয়ার কেবলটা রক্ষা পেল বটে ;)

১২| ১৮ ই জুন, ২০১৯ রাত ১০:৩১

জুন বলেছেন:

২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: ভাভারে ভাভা !! এটা প্লাস না পেলেও মাইনাস করতে দেরি করবে না =p~

তবে তোমার বিড়ালের বইটা কাটতে ইঁদুরের কয়েক.... ;) ;)

লাইন ওঠার পরেই রিপ্লাই দিলুম B-)

১৩| ১৯ শে জুন, ২০১৯ রাত ১২:৪৮

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর উপস্থাপনা।

২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: অসংখ্য ধন্যবাদ ☺

১৪| ১৯ শে জুন, ২০১৯ সকাল ৭:১৫

বলেছেন: সাথে আফনের একটা পিক দিলে কেমন হতো!!! হা হা

২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার একটা পিক দিলে ক্যাপশান হতোঃ দৌড়া ! আর্কিওপটেরিক্স আইলো B-)


B-))

১৫| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ১:১৫

ভুয়া মফিজ বলেছেন: ইদুর ভাষাবিদ আর্কিওপটেরিক্স! :D

২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: কইছেন একখান কতা ভায়া :D :D

১৬| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ১:৪৬

জুন বলেছেন: আমার প্রথম মন্তব্যে এই লাইনটা উঠে নাই :P
বিড়াল বই এর পাতা উল্টাচ্ছে আর মনে মনে বলছে, "প্লাস চিনহটা জানি কই"!
=p~

২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: উঠে নাই মানে বুঝবার পারছি !!! বিড়াল ইঁদুরের আস্তানায় যাইতে পারে নাই :P

বই এর পাতা উল্টে যাওয়ার আগেই পোস্টের সকল মুষিক গুম হইয়া যাইবে :D


থ্যাংস এগেইন ফর দ্যা মাইনাস থুক্কু প্লাস চিনহ =p~

১৭| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ১:৪৮

করুণাধারা বলেছেন: কবে কোথায় যেন পড়েছিলাম, প্রাচীনকালে কোন কোন পাখি ইঁদুর খেতে পছন্দ করতো...

এত জিনিস থাকতে ইঁদুর নিয়ে পোস্ট দিলেন কেন?

২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রাচীনকালের সেই পাখির সাথে আর্কিওপটেরিক্সের মিলটিল পেয়েছেন নাকি :D


এত জিনিস থাকতে ইঁদুর নিয়ে পোস্ট দিলেন কেন?

আচ্ছা, এরপর আমার ক্রাশদের নিয়ে একটা পোস্ট দিবো B-) ;)

১৮| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:০৩

ক্লে ডল বলেছেন: ইঁদুরের দুনিয়ায় পরিভ্রমণ করিয়া এবং কিউট কিউট ইঁদুরদের দেখিয়া চক্ষু শীতল হইল! :) সাথে ক্যাপশনও অনবদ্য।

২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার চক্ষু শীতল হইলেও কাহারো কাহারো ভয়ে চোখ বন্ধ হইয়া গিয়াছে :D

ছবির সাথে মশলা-লবন তাহলে ভালোই লেগেছে :)

১৯| ১৯ শে জুন, ২০১৯ রাত ১০:৪১

সুমন কর বলেছেন: ক্যাপশনগুলো ভালো হয়েছে।

২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: অল ক্রেডিট গোজ টু ইদুরস !!! সাথে আর্কিওপটেরিক্স :D

২০| ২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:৫১

হাবিব বলেছেন: সবগুলো ইঁদুর কতো কিউট...........

২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: কিন্তু এই কিউটগুলোই বেশিরভাগ সময় খাবার পায় না। চুরি করে খাওয়া লাগে :( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.