নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

Update your Firefox browser now !

১৯ শে জুন, ২০১৯ সকাল ১১:৫৫


মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহারকারীরা যত দ্রুত সম্ভব লেটেস্ট ভার্সনে আপডেট করুন। একটি মারাত্মক নিরাপত্তা ত্রুটির কারনে আপনার ব্রাউজারের পাশাপাশি কম্পিউটার হ্যাকিং এর শিকার হতে পারে। এটা একটা Zero Day Vulnerability. ইতোমধ্যে হ্যাকাররা এই বাগের ব্যবহার করে হামলা চালানো শুরু করেছে। তাই অতিসত্বর আপডেট করুন !

ফায়ারফক্স ব্রাউজার সাধারণত প্রতিবার রিস্টার্টেই আপডেট হয়ে যায়। তবুও About সেকশনে যেয়ে আপনার ব্রাউজারের ভার্শন চেক করুন। যদি সেটা Firefox version 67.0.3 or Firefox ESR 60.7.1 হয় তবে আপনি সেফ। নাহলে আপডেট দিয়ে দিন। মজিলার ওয়েবসাইট থেকেও লেটেস্ট ভার্সন নামানো যাবে। এরই সাথে অন্যান্য ফায়ারফক্স বেসড ব্রাউজার যেমনঃ টর ও আপডেট করে ফেলুন।


Affected OS:
1. Windows
2. MacOS
3. Linux

Android & iOS not affected.


Security vulnerabilities fixed in Firefox 67.0.3 and Firefox ESR 60.7.1

Mozilla patches Firefox zero-day abused in the wild

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৯ সকাল ১১:৫৮

ঘূণে পোকা বলেছেন: উপকারী পোস্ট

২২ শে জুন, ২০১৯ রাত ১:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: আরেকটি আপডেট এসেছে। আমার নতুন পোস্ট দেখুন :)

২| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ১:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সঠিক সময়ে অবহিত করার জন্য ধন্যবাদ

২২ শে জুন, ২০১৯ রাত ১:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: আরেকটি আপডেট এসেছে। আমার নতুন পোস্ট দেখুন :)

৩| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:২৮

করুণাধারা বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ।

২২ শে জুন, ২০১৯ রাত ১:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: আরেকটি আপডেট এসেছে। আমার নতুন পোস্ট দেখুন :)

৪| ১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:৩৯

জাহিদ অনিক বলেছেন: করে নিলুম আপডেট- 67.0.3 (64-bit
কিন্তু মজিলার এই ত্রুটি হলো কীভাবে?

১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: ২০১৬ এর পর এই প্রথম এতো ক্রিটিক্যাল বাগ। এটা হলো Zero Day Vulnerability. গুগলের Project Zero এর এক রিসার্চার এটা রিপোর্ট করেন। Zero Day এর কারন বলাটা টাফ। আমি মনে করি, পূর্বের কোনো আপডেট কোডে ভুল থাকায় এই ত্রুটি। কেননা আপডেট মানেই হ্যাক প্রুফ নয় !

২২ শে জুন, ২০১৯ রাত ১:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: আরেকটি আপডেট এসেছে। আমার নতুন পোস্ট দেখুন :)

৫| ১৯ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: ধন্যবাদ।

২২ শে জুন, ২০১৯ রাত ১:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: আরেকটি আপডেট এসেছে। আমার নতুন পোস্ট দেখুন :)

৬| ১৯ শে জুন, ২০১৯ রাত ৯:২১

সুমন কর বলেছেন: আমারটা ৬৮.০, চলবে তো !! আর আপডেট দেই নাই।

১৯ শে জুন, ২০১৯ রাত ৯:৪৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি Firefox beta চালান। এটারও আপডেট আসলে দিয়ে দিন। চেক করুন আপডেট এসেছে কিনা।


বেটা ভার্সন সাধারণত এডভান্সড ইউজারের জন্য। এতে অনেক বাগ এবং নিউ নিউ ফিচার থাকে। বাগগুলো ফিক্স করা হয় এবং কিছু ফিচার স্টেবলে দেওয়া হয়। Firefox এর ক্ষেত্রে আমি Firefox Developer Edition চালাই। বেটাও ব্যবহার করি।

সাধারণ ব্যবহারের জন্য Stable Release ই বেস্ট।

১৯ শে জুন, ২০১৯ রাত ৯:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: Beta ব্যবহারে বেশ রিস্ক আছে। আপনি স্টেবল ভার্সন ব্যবহার করলে ভালো হয় !

৭| ১৯ শে জুন, ২০১৯ রাত ১০:৩৬

সুমন কর বলেছেন: এতো শত তো বুঝি না, মে মাসে ফায়ারফক্সের এ্যাড-অন সমস্যার পর থেকে বিটা ভার্সনই ব্যবহার করছি।
stable নাকি Developer Edition ??

১৯ শে জুন, ২০১৯ রাত ১১:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: মে মাসের সমস্যার কারন ছিলো সার্টিফিকেট এক্সপায়ার হয়ে যাওয়ার। তাই ফায়ারফক্সের সব ভেরিয়ান্ট ইনক্লুডিং টরেও এক্সটেনশন বা অ্যাড অন ডিজেবল হয়ে গিয়েছিল।

Stable বা Developer Edition??
আপনার যেটা ইচ্ছে :) দুটোই বেটার থেকে ভালো।

২২ শে জুন, ২০১৯ রাত ১:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: আরেকটি আপডেট এসেছে। আমার নতুন পোস্ট দেখুন :)

৮| ২১ শে জুন, ২০১৯ রাত ১২:২৯

নীল আকাশ বলেছেন: whoer এর মতো আরেকটা প্রক্সি সাইটের নাম দিন আমাকে। ভিপিএন অফিসের কম্পিউটারে কাজ করে না।

২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: সামু ব্যবহারের যত উপায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.