নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

একটি কবিতার কথা...

২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:১৬


অদ্ভুত আঁধার এক
- জীবনানন্দ দাশ

অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই – প্রীতি নেই – করুণার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি
এখনো যাদের কাছে স্বাভাবিক ব’লে মনে হয়
মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।



মাত্র কয়েক ছত্রে ফুটে উঠেছে সময়ের নিষ্ঠুর ছোবল। কতকাল আগে লেখা তবুও মনে হয় আজকের প্রতিবিম্ব !


অমর কবির কবিতারা বোধহয় এমনই হয় !!

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২১

করুণাধারা বলেছেন: ....
আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি-ছায়ে
হেনেছে নিঃসহায়ে
আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে
কী যন্ত্রণায় মরেছে পাথরে নিস্ফল মাথা কুটে...

২৫ শে জুন, ২০১৯ বিকাল ৩:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রশ্নরা রয়ে যায় ..

২| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

বলেছেন: হাল ছেড়ে যে নাবিক হারিয়েছে দিশা

তেমনি দেখেছি তারে অন্ধকারে
বলেছে সে
এতদিন কোথায় ছিলেন!!

পাখির নীড়ের মত চোখ তুলে
নাটোরের বনলতা সেন!!!


কতকাল আগে বলা নারী আজও তেমনি -- হা হা হা।।।

২৫ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: সোনার অক্ষরে লেখা কবিতারা অম্লান থাকে আজীবন।

সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে—সব নদী—ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।

৩| ২১ শে জুন, ২০১৯ রাত ৮:১৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৭ শে জুন, ২০১৯ রাত ১:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: কবির জন্য শ্রদ্ধা

৪| ২১ শে জুন, ২০১৯ রাত ৯:০৪

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,




ভিড়ের মধ্যে একা একজন কবি। যিনি লেখেন ---
মাথার ভিতরে
স্বপ্ন নয় - প্রেম নয় - কোনও এক বোধ কাজ করে ...

তাঁর লেখায় জীবনের প্রগাঢ়তম আনন্দ বেদনার রূপ উন্মোচিত, ইন্দ্রিয় দিয়ে যা বুঝতে হয়, হৃদয় দিয়ে যা উপলব্দি করতে হয়। প্রানের গভীরে যে বোধ, তাকে তিনি অভাবিতপূর্ব গতিময় করে গেছেন ভাষার স্পন্দনে। বণিক পৃথিবীর দিকে ধ্যানী মহাকালের দৃষ্টিতে তাকিয়েছিলেন বলেই তিনি অমন করে লিখে গেছেন................

২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: বর্তমানে একজন শক্তিমান কবির জন্য হাহাকার হয় আহমেদ জী এস। উনবিংশ আর বিংশ শতকের মতো কবির অভাব এখন।

তাঁর লেখা অসাধারণ রকমের চমৎকার !! অতুলনীয় কবিতার প্রত্যেকতি শব্দ !!


বণিক পৃথিবীর দিকে ধ্যানী মহাকালের দৃষ্টিতে তাকিয়েছিলেন বলেই তিনি অমন করে লিখে গেছেন................

হয়তোবা তাই.... মহাকালের লিখন যায় না খন্ডন।

৫| ২১ শে জুন, ২০১৯ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:


উনি ভয়ংকর কঠিন সময়ে কর্মজীবনে প্রবেশ করেছিলেন।

২৭ শে জুন, ২০১৯ রাত ১০:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সিটি কলেজের চাকরি হারাবার পরে উনি আর কোনো কাজে থিতু হতে পারেননি। বিভিন্ন কলেজে খন্ড কালীন শিক্ষকতা যেমন করেছেন তেমনি বেকারও বসে ছিলেন। উনার অকালমৃত্যু আমাকে সবচেয়ে বেশি আন্দোলিত করে।

৬| ২২ শে জুন, ২০১৯ রাত ১২:১২

মা.হাসান বলেছেন: ক্লাসিক কবিতা, সব সময়ের জন্যই প্রযোজ্য। তবে এখন আঁধার মনে হয় অন্য যে কোন সময়ের চেয়ে বেশি। অন্ধ সেজে থাকাই এখন সবচেয়ে নিরাপদ।

বাংলাদেশ আমেরিকা হয়ে গেলে কপিরাইটের মেয়াদ ৭০ বছর হয়ে যাবে। তখন কিন্তু আপনার ব্যান খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

২৭ শে জুন, ২০১৯ রাত ১১:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: কবির সাথে তাঁর কবিতারাও অমর।

কলিযুগ এসে গেছে বলা যায় কি?? আঁধার দিনদিন বাড়ছে জ্যামিতিক হারে। অন্ধত্বই তাই শেষ পরিণতি !!

ব্যান খেলে সমস্যা নেই। কপিরাইট লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ।

৭| ২২ শে জুন, ২০১৯ রাত ১২:৩২

মুক্তা নীল বলেছেন:
খুব ভালো লাগলো, জীবনানন্দ দাশের কবিতাখানা আমাদের পরিয়ে দিলেন। ধন্যবাদ রইলো ।

২৭ শে জুন, ২০১৯ রাত ১১:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: পরিয়ে নয় পড়িয়ে।

পুনরায় পাঠে কৃতজ্ঞতা

৮| ২২ শে জুন, ২০১৯ রাত ২:২২

মেঘ প্রিয় বালক বলেছেন: কবি অমর হয়ে রয়েছেন তার কবিতার কথামালায়।

২৭ শে জুন, ২০১৯ রাত ১১:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: ঠিক তাই !!

৯| ২২ শে জুন, ২০১৯ সকাল ৯:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: ফ্যান্টাস্টিক!!!
একেবারে অমর কথামালা।
আমার অন্যতম প্রিয় একটি কবিতা।

শুভকামনা জানবেন।

২৭ শে জুন, ২০১৯ রাত ১১:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আমারও প্রিয়। রূপসী বাংলার কবির সোনার কথামালা যে !!!


শুভকামনা টেকেন :)

১০| ২২ শে জুন, ২০১৯ সকাল ৯:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অমর কবিতারা বোধ হয় এমনই হয়!

কথা সত্য।

অদ্ভুত আঁধারে ঢেকে আছে মানবতা! গণতন্ত্র! মনুষ্যত্ব!

+++

২৭ শে জুন, ২০১৯ রাত ১১:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার আজকের কবিতাটা দেখতে পারেন।

আঁধার আজ জাঁকিয়ে বসেছে।

অমর কবিতা অমর কবি।

১১| ২২ শে জুন, ২০১৯ বিকাল ৫:১৭

নীলপরি বলেছেন: চিরকালীন কবিতা । ভালো লাগলো পোষ্ট ।

২৭ শে জুন, ২০১৯ রাত ১১:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতার নেই কাল পাত্র পরিচয় !!

কবিতা চিরকালের, অমর।

১২| ২২ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

মাহমুদুর রহমান বলেছেন: বাহ!
খুব সুন্দর।

২৭ শে জুন, ২০১৯ রাত ১১:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: কবির বাকি কবিতাগুলো পড়ে দেখতে পারেন :)

১৩| ২৫ শে জুন, ২০১৯ বিকাল ৪:০৩

সেলিম আনোয়ার বলেছেন: জীবনে প্রথমবার এই কবিতা পড়ে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ভাবনার সাগরে ডুবে গিয়েছিলাম। সেই তাড়িত হওয়া এখনো মনে আছে...

২৭ শে জুন, ২০১৯ রাত ১১:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: মহান শব্দমালা মস্তিষ্কের গহীনে মিশে যায়। ভাবায়..

ধন্যবাদ প্রিয় কবি !!

১৪| ২৭ শে জুন, ২০১৯ সকাল ৮:২৫

কালো যাদুকর বলেছেন: সালেই কবিরা কতকাল পরের কথা - কত আগেই লিখে গেছেন।

২৭ শে জুন, ২০১৯ রাত ১১:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: কেন যে উনি মাত্র ৫৫ বছর বাঁচলেন !!!

তবুও উনি বেঁচে আছেন আমাদের হৃদয়ে, মননে। অমর তিনি, তাঁর কবিতারা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.