নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

পুনরায় ফায়ারফক্স ব্রাউজার আপডেট করে নিন !!

২১ শে জুন, ২০১৯ রাত ১১:৪৯


আরেকটি Zero Day vulnerability এর কারনে মজিলা ফাউন্ডেশন পুনরায় ফায়ারফক্স ব্রাউজার আপডেট করেছে। পূর্বের Firefox 67.0.3 and Firefox ESR 60.7.1 ভার্সনে এই নতুন নিরাপত্তা ত্রুটি পাওয়ার কারনে তাড়াতাড়ি আপডেট দিতে বলা হয়েছে। বর্তমান লেটেস্ট ভার্সন Firefox 67.0.4 এবং Firefox ESR 60.7.2 এ আপডেট করতে হবে। নাহলে পূর্বের Zero Day এর সাথে এই নতুন ত্রুটি কাজে লাগিয়ে কম্পিউটার হ্যাকিং এবং সাইবার হামলার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের ত্রুটির রিপোর্ট করেছে Coinbase Security.

সাধারণত ব্রাউজার রিস্টার্ট করলেই আপডেট হয় তবে About সেকশানে যেয়ে আপনার ফায়ারফক্স ব্রাউজার আপডেট করে নিন। লেটেস্ট প্যাচড সেফ ভার্সন হচ্ছেঃ Firefox 67.0.4 এবং Firefox ESR 60.7.2


Security vulnerabilities fixed in Firefox 67.0.4 and Firefox ESR 60.7.2

Update: Tor Browser is updated !


একই সাথে টর ব্রাউজার এবং অন্যান্য ফায়ারফক্স বেসড ব্রাউজার যেমনঃ আইসওয়াজেল এ আপডেট আসলে ইন্সটল করতে হবে। বেটা ইউজার বা নাইটলি ইউজাররা আপডেট পেতে পারেন। তবে স্টেবল ভার্সনই বেস্ট।


মজিলার এই সপ্তাহটা বড খারাপ যাচ্ছে !!

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৯ রাত ১২:৩৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: UC Forum:forum.ucweb.com
UCBrowser V11.1.1.1_91 Android pf139(en-us) inapppatch1 (Build18031216)
& Chrome 70+
আমার ব্রাউজার কি আপডেট?

২২ শে জুন, ২০১৯ রাত ১:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: UC ব্রাউজার এখনো !! (নানান বাগ আছে)

আপডেট কিনা দেখতে এবাউট সেকশানে গেলেই হবে।

২| ২২ শে জুন, ২০১৯ রাত ১২:৩৮

মেঘ প্রিয় বালক বলেছেন: এই এ্যাপসটা আমার নেই,তাই আপডেট দেওয়ার ভেজাল হতে মুক্তি পেলাম। আহ্ কি শান্তি

২২ শে জুন, ২০১৯ রাত ১:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: :)

৩| ২২ শে জুন, ২০১৯ রাত ১:০০

রাকু হাসান বলেছেন:

মজিলাকে নিয়ে খুব বেশি নিরাত্তার ব্যাপারে উচ্চ বাচ্য শুনেনি তেমন আমি । তবে এই সাপ্তাহে বলতেই হচ্ছে খারাপ যাচ্ছে । আমি ক্রোমেই স্বাচ্ছন্দবোধ করি । তবু আপডেট করে রাখছি । ধন্যবাদ জানানোর জন্য ।

২২ শে জুন, ২০১৯ রাত ১:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ১৬ সালের পর এই প্রথম এতো বাজে অবস্থা !

৪| ২২ শে জুন, ২০১৯ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:


এটি একটি হাউকাউ ব্রাউজার

২২ শে জুন, ২০১৯ রাত ১:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: এটার সোর্সকোড দিয়ে দুনিয়ার সবচেয়ে সিকিউর ব্রাউজার টর তৈরী। বেশিরভাগ লিনাক্স ডিস্ট্রিবিউশান এ ডিফল্ট হিসেবে ফায়ারফক্স বা ফায়ারফক্স বেসড ব্রাউজার থাকে। আমার কাছে এটা সেরা ব্রাউজার।

আপনি গুগল ক্রোম ব্যবহার করেন তা আমি জানি। ক্রোমিয়াম বেসড ব্রাউজার দিয়ে সবচেয়ে বেশি বট চালানো হয়। তাই গুগলের নিজস্ব ব্রাউজারে ক্যাপচার পরিমাণ অন্যান্য ব্রাউজারের থেকে বেশি !

৫| ২২ শে জুন, ২০১৯ রাত ২:১৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বাগের গুষ্টিমারি। ওসব বাগ মাগ ধুয়ে পানি খা।

৬| ২২ শে জুন, ২০১৯ সকাল ৮:০৪

রাজীব নুর বলেছেন: ঝামেলা বিহীণ কিছু নেই?

২২ শে জুন, ২০১৯ রাত ৯:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: ইন্টারনেটই একটা ঝামেলা !!

৭| ২২ শে জুন, ২০১৯ সকাল ১০:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: শেয়ার করায় ধন্যবাদ :)

+++

২২ শে জুন, ২০১৯ রাত ৯:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: :)

৮| ২২ শে জুন, ২০১৯ দুপুর ২:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ফায়ারফক্স একসময় এর বিকল্প ছিল না। বিশেষ করে এক্সপির আমলে।

বর্তমানে পিসিতে চরম, মোবাইলেও চরম

২২ শে জুন, ২০১৯ রাত ৯:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: দুনিয়াটা চরমে ভরে গেছে.....

৯| ২২ শে জুন, ২০১৯ বিকাল ৩:২৯

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি ক্রোম চালাই

২২ শে জুন, ২০১৯ রাত ৯:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আমি w3m B-))

১০| ২৩ শে জুন, ২০১৯ রাত ২:৪৩

রাকিবুল ইয়াসিন বলেছেন: আমি নাইটলি চালাই

২৩ শে জুন, ২০১৯ রাত ৮:০৪

আর্কিওপটেরিক্স বলেছেন: Stable চালানোটা বেস্ট....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.