![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নদী
গ্রামটা একজন শিল্পীর আঁকা ছবির মতোই। নানান রঙে রঙিন এক জনপদ। গ্রামে সবার আগে যা চোখে ধরে, তা হলো একটি নদী। সাপের এঁকেবেকে চলার সাথে তুলনীয় জলদেহ। কয়েকটি নৌকার আসা-যাওয়া। জেলে নৌকো, খেয়া নৌকোতে সয়লাব। গ্রামের সবারই নদীটার সাথে আত্মিক সম্পর্ক আছে। সেটা হতে পারে কিশোরদের গোসল করা, সাঁতার কাটা কিংবা মৃতের লাশ ভাসিয়ে দেওয়া। সকল ক্ষেত্রেই এই নদীর দরকার হয় !
পরিবর্তন
দিন দিন প্রতিদিন। আমি পরিবর্তিত হই। আজ চোর কাল পুলিশ। আজ উকিল কাল অপরাধী। ২৪টে ঘন্টাই তো ! তারপর আমি অন্য কেউ, অচেনা - অজানা রহস্যময় ! এরকম পরিচয় নিয়ে খেলার মজাই আলাদা। কাল আপনার সাথে কথা বললাম, আজ আপনাকে আর চিনবো না। দারুণ না ! আমার মানুষকে ঠকাতে বড্ড ভালো লাগে। কিন্তু ঠকতে কারোরই ভালো লাগে না। এটা আমি জানি। তাই নিজেই ঠকাই !!
আলো
দিনের আলো প্রথমেই পাহাড়ে পড়ে। তারপর ঝর্ণার মতোই, হ্যাঁ ঠিক ঝর্ণার মতোই আমাদের গ্রামে গড়িয়ে পড়ে। পাখির কলকাকলিতে আমাদের সকাল শুরু হয়। আর শহুরে সকালটা দেখ। আলো ঠিকরে পড়তে পারে না সুউচ্চ ভবন থেকে। রাতের নিয়ন বাতির জায়গা দখল করে সৌর আলো। পাখির কলকাকলির স্থলে গাড়ির হর্ণ। কেমন যেন লাগে আমার কাছে। যেন প্রাণ আছে তবে খাঁচায়।
ভুল
জানো আমি ভুল করতে ভালোবাসি..
তাই বুঝি?
ঠিক তাই।
ভুল করলে লাভ?
সবকিছু কি লাভ লোকসানের খাতায় লেখা যায়?
যায় তো।
নাহ ! যায় না। তোমার প্রতি ভালোবাসার যেমন কোনো হিসেব নেই।
বা রে... সত্য পথিক !
হুম। কিছুটা বলতে পারো।
ভুল করো তবে আমাকে..
এখানেই চুপ করে যাও। তোমাকে ভুলে যেতে পারিনে।
তাই যেন হয় !
তাই হচ্ছে এবং হবে।
তাহলে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল কোনটা?
সবচেয়ে বড় ভুলটা এখনো করিনি।
কেন?
কারন সবচেয়ে বড় ভুল হলে মৃত্যু হয় !!
সবুজ
সবুজ... আমার প্রাণের সবুজ আজ হারিয়ে যাচ্ছে। কিছুতেই আটকাতে পারছিনা সবুজের এই মৃত্যু। সবুজ রে.... ক্ষমা করে দিস লোভী এই মানব সম্প্রদায়কে !
এটা আমার "একটুকরো লেখা" নামক পোস্টের তৃতীয় অংশ
চলবে...
১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৭
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ।
২| ১৩ ই জুলাই, ২০১৯ রাত ১:১৬
মা.হাসান বলেছেন: প্রথম দুই অংশ পড়িনি, ভালো লাগলো। ছবিগুলো তাৎপর্যপূর্ন। সবুজের বিষয়ে যা লিখেছেন তা দেখে রজার ওয়াটার্সের অ্যামিউজড টু ডেথ গানের কথা মনে পড়ে গেল।
অনেক ভালো লাগা।
১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৪৮
আর্কিওপটেরিক্স বলেছেন: না পড়লে সমস্যা নাই। এটা পড়লেই হবে ☺
৩| ১৩ ই জুলাই, ২০১৯ রাত ২:০৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভুল কি কোন কবিতা!
ভালই তো কবিতা
আর নদীর ছবিটি আমাদের কৈশোরে নিয়ে গেল।
ভাল লাগা জানবেন +++
১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫০
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার কবি মন। তাই সবকিছুতেই প্রেয়সীকে দেখতে পান
নদীর ছবিটা তাহলে সার্থক
৪| ১৩ ই জুলাই, ২০১৯ রাত ৩:১৬
চাঁদগাজী বলেছেন:
আপনার ব্লগিংটা কেমন যেন আলাদা ধরণের!
১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৫৯
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার কথাটা শুনে বহুকাল আগে শোনা একটা ঘটনা মনে পড়ে গেল !
তখন বোধহয় স্কুল বা কলেজে পড়ি। একটা স্বনামধন্য পত্রিকায় কবিতা পাঠানোর জন্য আমার এক বড় ভাইয়া অনুরোধ করলেন। লেখা পাঠানোর সাতদিন সময়সীমা ছিলো। আমি সপ্তম দিনে কিছু-মিছু লিখে পাঠালাম। ভাইয়া পত্রিকায় পাঠিয়ে দিলেন। তারপর কয়েকমাস পরে সাহিত্য পত্রিকাটি প্রকাশিত হলে দেখা গেল আমার একটি কবিতা ছাপা হয়েছে। আমার এক কবি টাইপ বন্ধুও কবিতা পাঠিয়েছিল। ওর কোনো লেখা ছাপা হয় নি। আমারটা কিভাবে ছাপা হয়েছে শুনে আমি আশ্চর্য হলাম। সম্পাদক সাহেব নিজে বলেছিলেন, "আমার কবিতাটি বাকি সব কবিতার চেয়ে আলাদা। স্ব গুণে গুণান্বিত। "
হতে পারে আমার ব্লগিং আলাদা ধরনের। কোনোদিন ভেবে দেখিনি আসলে !
৫| ১৩ ই জুলাই, ২০১৯ ভোর ৬:৫৭
ল বলেছেন: গুড পোস্ট।।।
সবচেয়ে বড় ভুল হলে মৃত্যু হয় কার মনের নাকি মানুষের!!!
১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০০
আর্কিওপটেরিক্স বলেছেন: নির্ভর করে মানুষের উপর !
কেউ খায় বাঁচার জন্য, কেউ বাঁচে খাওয়ার জন্য।
৬| ১৩ ই জুলাই, ২০১৯ সকাল ৭:৪৩
রাজীব নুর বলেছেন: মন দিয়ে পোষ্ট পড়লাম।
১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০১
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই
৭| ১৩ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: নদী, গ্রাম, পাহাড় আলো, পাখির কাকলী, সবুজ সবই প্রকৃতির নিত্যতা।
নগরায়নের নামে আমরা আত্মঘাতি হয়ে হত্যা করছি প্রকৃতিকে। যার কুফল আমাদের ভুগতেই হবে।
চিরন্তন সত্য আক্ষেপই ফুটে উঠেছে ছত্রে ছত্রে।
সবুজের কাছৈ ফিরে আসকু মানুষ। নিজেদের সুন্দর ভবিস্যতের জন্যই।
ফিরবে কি?
১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০২
আর্কিওপটেরিক্স বলেছেন: ফেরার সম্ভাবনা আছে কিনা বলা যাচ্ছে না
প্রকৃতির ভূমিকাই প্রধান।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
৮| ১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৩৫
মুক্তা নীল বলেছেন:
ভাইয়্যু ,
প্রতিটি আর্টিকেল কোন না কোন অর্থ বহন করে।
ভালো লিখেছেন +++
১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
আর্কিওপটেরিক্স বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৯ রাত ১২:১১
মাহমুদুর রহমান বলেছেন: কোন মানুষই ভুলের বাহিরে নয়।মানুষ মাত্রই ভুল।আর ভুল করতে করতেই মানুষ শেখে।
মনোহর ছবিগুলোতে ভালো লাগা।