![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্ষাকাল। নীল আকাশে একমুঠ ছাই। আকাশের কান্না। গাছের পাতায় ফোঁটা ফোঁটা জল। সূর্যের আলো। মুক্তোর খেলাধুলা।একফালি রঙধনু। নদীর ফরসা জল। পাহাড়ি ঝরণা। তারপর, নীলের দুনিয়া। গলে যাওয়া মুক্তো। জলীয়বাষ্প। ভেজা সময় !
৩১ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪৭
আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি !!
এটুকুতে এক পৃষ্ঠাও ভরবে না। আপনার দুঃখটা বুঝতে পারছি। এটুকুই লিখুন
২| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ১১:১২
محمد فسيح الاسلام বলেছেন: বাহ! বেশ ভালো লাগলো।
৩১ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪৮
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ
৩| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ১১:৩১
জুনায়েদ বি রাহমান বলেছেন: অল্প কথায় বর্ষাকালের প্রকৃতির বর্ণনা। ভালো হয়েছে।
৩১ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪৮
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো লেখার চেষ্টাচরিত্র চলে
৪| ৩০ শে জুলাই, ২০১৯ ভোর ৬:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কবিতা কিনা বুঝতে পারলাম না।
৩১ শে জুলাই, ২০১৯ রাত ৮:৪৯
আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতা নয় !
একজন সাধারণ মানুষের নগণ্য উপলব্ধি মাত্র !
৫| ৩০ শে জুলাই, ২০১৯ সকাল ৭:৫৪
ইসিয়াক বলেছেন: উড়ে যেতে মন চায় ফানুসের মতো।
শুভসকাল
৩১ শে জুলাই, ২০১৯ রাত ৮:৫০
আর্কিওপটেরিক্স বলেছেন: দেশে এখন রাত। তাই শুভরাত্রিই বলি !!
মনটা বড়ো লাগাম ছাড়া। ফানুস হতে পারলে.. বেশ হতো !
৬| ৩০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:০৪
নীলপরি বলেছেন: ভালো লিখেছেন ।
৩১ শে জুলাই, ২০১৯ রাত ৮:৫০
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ আপু
৭| ৩০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: হুম।
৩১ শে জুলাই, ২০১৯ রাত ৮:৫০
আর্কিওপটেরিক্স বলেছেন: হুম হুম
৮| ৩০ শে জুলাই, ২০১৯ সকাল ৯:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
৩১ শে জুলাই, ২০১৯ রাত ৮:৫১
আর্কিওপটেরিক্স বলেছেন:
৯| ৩০ শে জুলাই, ২০১৯ সকাল ১০:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
৩১ শে জুলাই, ২০১৯ রাত ৮:৫১
আর্কিওপটেরিক্স বলেছেন: এবার ...
ধন্যবাদ
১০| ৩০ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর দু লাইন।
৩১ শে জুলাই, ২০১৯ রাত ৮:৫১
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ লিটন ভাই৷
১১| ৩১ শে জুলাই, ২০১৯ রাত ১:০২
অর্ক বলেছেন: ভালো লাগলো প্রিয় আর্কিওপটেরিক্স।
আপনার জন্য আমার অনুদিত, আমার খুবই প্রিয় একজন কবি, হিন্দি সাহিত্যের অন্যতম প্রধান কবি, কবি সর্বেশ্বর দয়াল সাক্সেনা’র একটি কবিতাঃ
লাল হতের তালু
সর্বেশ্বর দয়াল সাক্সেনা
প্রথম বার
আমি দেখলাম
গুবরে পোকাকে পদ্মে
বদল হতে,
ফের পদ্মকে বদলাতে
নীল জলে,
ফের নীল জলকে
অসংখ্য সাদা পাখিতে,
ফের সাদা পাখিগুলোকে বদলাতে
লাল আকাশে,
ফের আকাশকে বদলাতে
তোমার হাতের তালুতে,
আর আমার চোখ বন্ধ করতে
এভাবে অশ্রুকে
স্বপ্ন হতে -
প্রথম বার আমি দেখলাম ।
***
অল্প কথা, কিন্তু কী গভীর কী মর্মভেদী!
শুভেচ্ছা নিরবচ্ছিন্ন আর্কিওপটেরিক্স। এখানে আমার একটা চোখ সবসময় আপনার লেখায় থাকবে। চর্চা চলুক।
০১ লা আগস্ট, ২০১৯ রাত ১:১৩
আর্কিওপটেরিক্স বলেছেন: আমার এই সামান্য লেখায় এমন মনোলোভা কবিতা !!!
এ যে ট্রানজিশান.. প্রকৃতির সাথে জীবনের । এমন চমৎকার সুন্দর কবিতাটি অনুবাদ করে আমার এই জীর্ণ শীর্ণ লেখায় এনেছেন বলে প্রিয় কবিকে শুধু ধন্যবাদ দিতে চাইনে। সবকিছু লেখা সম্ভব নয়। নয় সম্ভব সবকিছু !!
এই কতিপয় পঙক্তিতে ফুটে উঠেছে আকাশের ন্যায় বিশালতা। কবিতাটি যেন বাক্যবাণ। হৃদয়ে, মানসপটে আঘাত হানে !
আমার লেখার প্রতি লক্ষ্য রাখলে বড়োই ভালো হয় ! সবাই তো সবকিছু উপলব্ধি করতে পারে না। প্রিয় কবির জন্য এ ডিজিটাল ক্যানভাসে আমন্ত্রণ রলো সদা, সর্বদা । শুভেচ্ছা বয়ে চলুক আজীবন।
আপনার লেখা মিস করি। ফিরলে কি ক্ষতি হয় !
আপনার অনুভূতিকে আমি শ্রদ্ধা করি। তারপরেও বলি, এসো ফিরে এসো !
০১ লা আগস্ট, ২০১৯ রাত ১:১৬
আর্কিওপটেরিক্স বলেছেন: কমেন্টের উত্তর দিতে দেরী হয়ে গেল আন্তরিকভাবে দুঃখিত।
সময়টা মাঝেমধ্যে জ্বালায়। কিন্তু এই সময়েই আমাদের আনাগোনা।
১২| ০১ লা আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৩
মনিরা সুলতানা বলেছেন: বাহ !
০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ১:১৬
আর্কিওপটেরিক্স বলেছেন: কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৯ রাত ১১:১০
চাঁদগাজী বলেছেন:
আমাদের সময়, ২য় শ্রেণীতে বাংলা হাতের লেখা ছিল প্রতিদিন ১ পৃষ্টা (হোমওয়ার্ক)।