নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

Shazam - এক ক্লিকে গানের নাম খোঁজা এবং কার্যপদ্ধতি

০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৪৭


বাড়ির পাশে একটা গান বাজছে। চেনা চেনা লাগে তবুও অচেনা। কিংবা গাড়িতে করে কোথাও যাচ্ছি। হঠাৎ সহযাত্রীর ফোনে কোনো অজানা গান বেজে উঠলো। তখন মন চায় গানের নামটা জানতে। কিন্তু অনেক সময় অপরিচিত পরিবেশে এমন জানতে চাওয়াটা অস্বস্তিকর হয়ে উঠতে পারে। এর সমাধান ?
Shazam করো!

Shazam হলো মিউজিক ডিসকাভার করার জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত এক সফটওয়্যার। এটা বর্তমানে Apple Inc এর একটি অ্যাপ। এটা অ্যান্ড্রয়েড, আইওএস এবং ম্যাকের জন্য পাওয়া যায়। উইন্ডোজের জন্য Shazam এর কোনো অ্যাপ নেই। তবে বিকল্প আছে। এ বিষয়ে পোস্টের শেষে আলোচনা করবো।

ইনস্টলেশন এবং ব্যবহারঃ
অ্যান্ড্রয়েডঃ https://play.google.com/store/apps/details?id=com.shazam.android
আইফোনঃ https://itunes.apple.com/app/shazam/id284993459
ম্যাকঃ https://apps.apple.com/us/app/shazam/id897118787

আপনার সুবিধাজনক প্ল্যাটফর্মের জন্য উপর থেকে Shazam নামিয়ে নিন। তারপর পারমিশন চাইলে দিয়ে দিন।
ইনস্টল করা হয়ে গেলে যেকোনো গান বাজতে থাকা অবস্থায় Shazam ওপেন করুন। আপনার মোবাইল ডেটা বা WIFI অন রাখতে হবে। ডিভাইস অডিও সোর্সের কাছাকাছি থাকলে ভালো। দূরে থাকলেও চলবে।নিচের মতো আসবেঃ



এরপর Tap to Shazam এ ক্লিক করুন। এরকম আসবেঃ




গানটি Shazam এর লাইব্রেরিতে থাকলে মুহূর্তেই গানটির নাম এবং বিভিন্ন ডিটেইলস আসবে। নিচের মতোঃ



পাশের lyrics ট্যাবে গেলে গানের যে লাইন বাজছে তার লেখ্যরূপ দেখাবে। নিচের মতোঃ



পাশের ট্যাবগুলোতে ভিডিও সহ আরো ডিটেইলস পাবেন।


গানটি শোনার উপায়ঃ
Apple Music App থাকলে ওপেন ইন Apple Music এ ক্লিক করলেই হবে। সবচেয়ে সহজ উপায় হলো গানের নামটা YouTube এ সার্চ করা। তাহলেই ডাউনলোড করাও ইজি হয়ে যাবে।

Windows ইউজারঃ
Shazam বাদেই Cortana ব্যবহার করে গানের নাম শনাক্ত করতে পারবেন।Cortana open করুন। গান বাজাতে থাকা অবস্থায় "What is this song?" বলুন। গানের ডিটেইলস চলে আসবে।
এছাড়াও http://midomi.com/ ব্যবহার করতে পারেন।


কিভাবে কাজ করে?
Shazam এ প্রচলিত প্রায় সব গানের Fingerprinting করা আছে। তাই গানের যেকোনো লাইন বাজলেও Shazam তার Fingerprint বা Signature ধরে গানের নাম বের করে ফেলে। অতিরিক্ত জটিলতা পরিহার করার জন্য বেশি কিছু লিখলাম না।
ডিটেইল আর্টিকেলঃ
https://www.quora.com/How-does-Shazam-work-What-is-the-logic-behind-Shazam-tracing-out-the-exact-song-by-just-a-sample-of-it


সীমাবদ্ধতাঃ
১।আপনার নিজের গলায় গাওয়া গান ডিটেক্ট করতে পারবে না।
২।কনসার্ট বা এরকম অনুষ্ঠানের গাওয়া গান ডিটেক্ট করতে পারবে না। কারন এতে গানের সিগনেচার পরিবর্তন হয়ে যায়।
৩। মিনিমাম ৫ সেকেন্ডের জন্য গানটি Shazam এর কাছে পৌঁছাতে হবে। নাহলে হবে না।
৪। ইন্টারনেট সংযোগ থাকতেই হবে।
৫।অনেক সময় ইন্সট্রুমেন্টাল গানে দুই রকমের রেজাল্ট শো করতে পারে।
৬। কিছু বাংলা গান নাও পেতে পারেন।

মন্তব্য ৩৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:২৮

চাঁদগাজী বলেছেন:



মনে হচ্ছে, বেশ ইন্টেলিজেন্ট অ্যাপ

০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: হ্যাঁ।

২| ০৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম

০৭ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: জানো তাহলে..

৩| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৪

নীল আকাশ বলেছেন: দারুন জিনিস ট্রাই করে দেখতে হবে। তবে আমার বাংলা গান নিয়ে সন্দেহ আছে চিনতে পারবে কিনা!

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ট্রাই করুন। বাংলা গানও চিনতে পারবে :)

৪| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২৩

ইসিয়াক বলেছেন: ব্যাপক।

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৫| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৮

অন্তরা রহমান বলেছেন: বাহ। আপনিতো দেখি ভালোই টেকি নার্ড আছেন। এর আগে ভিএলসি আর এবার শাজাম। নেক্সট কি?

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৪৭

আর্কিওপটেরিক্স বলেছেন: নেক্সটে অলিম্পিয়াড এবং রোবোটিকস ছিলো। বাট ব্লগ ব্লকের কারনে পরে পোস্ট করবো।

টেকি আর নার্ড শব্দ দুটো বোধহয় আলাদা অর্থ বহন করে। Techie একটা অর্থ বোঝায় আর Nerd আরেকটা। যাইহোক মন্তব্যের জন্য ধন্যবাদ :D

আমার পুরনো পোস্টগুলো পড়লেই আরো ক্লিয়ার হবেন :)

৬| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: আপনি একজন আই টি এক্সপার্ট।

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই :)

৭| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৫৮

মাহের ইসলাম বলেছেন: খুব ভালো লেগেছে।
পোস্টটি প্রিয়তে নিয়ে নিলাম।

ভালো থাকবেন, শুভ কামনা রইল।

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: বহুদিন পরে আপনাকে দেখলাম.. ভালো আছেন নিশ্চয়ই ..

পোস্টটা প্রিয়তে নিয়েছেন জেনে খুবই খুশি হলাম। আপনাদের সুবিধার জন্যই এই পোস্ট। সামান্য উপকার হলেও আমার এ লেখা সার্থক হবে।

শুভকামনা নিরন্তর :)

৮| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:২৪

মাহের ইসলাম বলেছেন: ধন্যবাদ। আলহামদুলিল্লাহ্‌।
আল্লাহ্‌ ভালো রেখেছেন।

কিছুটা ব্যস্ততা আর কিছুটা ব্লগের ব্যান খাওয়া - সব মিলিয়ে অনিয়মিত হয়ে পড়েছিলাম।
আশা করছি, এর পর থেকে আপনাদের লেখা পড়ার সুযোগ নিয়মিত পাবো।

মোবাইলে রেকর্ড করা অডিও ক্লিপকে টেক্সট-এ কনভার্ট করার কোন আপস (বানান লিখতে পারছি না) আছে?

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: এতশত ঘটনা তো আমি জানতেই পারিনি। যাইহোক ভালো আছেন জেনে খুশি হলাম।

এটা ব্যবহার করুন। আমি শীঘ্রই এই অ্যাপটা নিয়ে পোস্ট দিবোঃ
https://play.google.com/store/apps/details?id=com.google.audio.hearing.visualization.accessibility.scribe
Just লেখায় ধরে রাখলেই কপি হয়ে যাবে। দেন জাস্ট Paste

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: নেট কানেকশন অন রেখে শুধু বলবেন। কোনো ক্লিপের দরকার নেই।

৯| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৪৬

মাহের ইসলাম বলেছেন: ভাই, আমি মনে হয় বুঝাতে ভুল করেছি। ব্যান বলতে আমি ব্যান খাইনি। সামুকে নরম্যাল নেটে ব্যান করা হয়েছে। সেটা বুঝিয়েছি। তখন সামুতে লগ ইন করতে পারতাম না।

এখন অপেরা ব্রাউজার দিয়ে ঢুকেছি। এখনো গুগল দিয়ে লগ ইন করতে পারি না।

লিংকের জন্যে অসংখ্য ধন্যবাদ।

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: My bad !!

এই পোস্টটা দেখতে পারেনঃ সামু ব্যবহারের নানা উপায়

আশাকরি আপনার কাজে লাগবে :)

১০| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫০

মাহের ইসলাম বলেছেন: আপনার অ্যাঁপসে ইংরেজি টেক্সটকে বাংলা করবো কিভাবে?

আসলে আমি লোকজনের ইন্টারভিউ নিয়ে টাইপ করতে করতে ক্লান্ত। তাই ভাবছি, একটা অ্যাঁপস থাকলে আর টাইপ করতে হতো না।
মোবাইলে বাংলা মেসেজ অটো টাইপ হয়। কিন্তু রেকর্ড করা অডিও থেকে টেক্সট হয় না।

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: English (USA) এ চাপ দিলেই বাংলা আসবে। আপনি সেটিংস আইকনে চাপ দিয়ে More settingsএ যান। সেখানে Primary আর সেকেন্ডারি Language সেট করে দিন। হয়ে গেল।

অডিও টু টেক্সট কনভার্টার আছে তো !! প্লে স্টোর এ পাবেন।

১১| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৫৯

মাহের ইসলাম বলেছেন: অডিও টু টেক্সট কনভার্টার দিয়ে রেকর্ড করা অডিও কনভার্ট করতে পারছি না।
আর যে কয়টাতে পারছি, সেগুলোতে বাংলা নেই।

হয়ত আরো খুজলে পেয়ে যাবো।

অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: বুঝেছি এবার। রেকর্ডিং এর ফাইল এক্সটেনশন কি? .mp3 নাকি .avr নাকি অন্য কিছু?

এরকম কনভারসন করতে পেইড সফটওয়্যার লাগবে বলে মনে হয় !

১২| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:২৪

মাহের ইসলাম বলেছেন: ফাইল এক্সটেন্সন এমপি ৩।
আমারও তাই মনে হয়।
ফ্রিতে বাংলা টাইপ করা যাবে না ।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।

০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১০:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: অনলাইন সাইটগুলোতে ট্রাই করতে পারেন।

শুভকামনা রলো।

১৩| ০৮ ই আগস্ট, ২০১৯ রাত ১:৫৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: এপ্স এরর লাইব্রেরি'টা বেশ বড় মনে হচ্ছে

০৮ ই আগস্ট, ২০১৯ সকাল ৮:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: বিশাল বলা যায়। অনেকগুলো ভাষার গান ডিটেক্ট করতে পারে।

১৪| ০৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

সুমন কর বলেছেন: হুম, জানলাম। গুড পোস্ট।

০৮ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকস :)

১৫| ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৪০

শহুরে আগন্তুক বলেছেন: এতো মানুষ এখনও এর খবর জানে না!
এই ধরণের অ্যাপ প্রথম ব্যবহার করতাম TrackID.

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:২৩

আর্কিওপটেরিক্স বলেছেন: অনেকেই জানে না। এ বিষয়ে বাংলায় তেমন ডিটেইল আর্টিকেল ছিলো না। তাই এই ক্ষুদ্র প্রচেষ্টা।

আমি Shazam এর সাথে পরিচিত হই নোকিয়ার বাটন ফোনের মাধ্যমে। সেটা এখন ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ।

১৬| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ১২:১৬

শহুরে আগন্তুক বলেছেন: অত্যন্ত কাকতালীয় একটা ঘটনা ঘটল ।

এই পোস্টটা পড়ে একটা গান Shazam এ চেক করলাম । অ্যালবাম কভারের ছবিটা পরিচিত লাগলো । একটু পর ভেবে বের হল এই কভারটা একটু আগেই আমি ব্লগে দেখেছিলাম ।

গানটা ছিল Something Just Like This.
.

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: এটাও তো চেইনস্মোকার এর :D

Life is a paradox.

পুনরায় আসার জন্য অসংখ্য ধন্যবাদ :)

১৭| ১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:১২

রোহান খান বলেছেন: ভালো পোষ্টু

১৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: থ্যাংকু ☺

১৮| ১১ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৫

শহুরে আগন্তুক বলেছেন: সে জন্যই তো টিনের চালে কাক,
জাতি এক্কেবারে অবাক! :)

১৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.