![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈপরীত্য
আজকে রেবার চতুর্থ জন্মদিন। বিশাল বড় কেক সহ বিভিন্ন উপহার সামগ্রীতে ঘর ভর্তি। রহমান সাহেবের একমাত্র কন্যা বলে কথা। মহাসমারোহে কেক কেটে অনুষ্ঠান শুরু করা হলো।
নিলয়। বয়স সাত কিংবা আট। রাস্তায় থাকে। বাবামায়ের পরিচয় অজানা। নিলয় নামটা কোথা থেকে এলো সেটাও কেউ জানে না। বোধহয় নিজেই নামটা নিয়েছে। জন্মদিন তো দূরের কথা, একবেলা ভাত পেতেই সংগ্রাম করতে হয়।
ভালো থাকা
"বাবা যখন মারা যান তখন আমি ক্লাশ টেনে পড়ি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা যাওয়ার পরে আমাকেই পরিবারের হাল ধরতে হয়। তাই পড়াশোনা আর এগোয়নি। তবুও পরিবার নিয়ে ভালোই আছি। অন্তত থাকতে চাই। " - শত প্রতিকূলতায় মাথা তুলে দাড়িয়ে থাকা কোনো একজন।
জিপিএ
অমুক বিশ্ববিদ্যালয়ে পরিক্ষা না দিতে পারা ছাত্রটি আজ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ে। শিক্ষা ব্যবস্থা কি আজ এতোটাই নিরুপায় যে নিজ ক্ষেত্রে সেরাকে মূল্যায়ন করার ক্ষমতাটুকু আর নেই?
মেঘ
বাবা বাবা, আমাকে একটা মেঘ এনে দাও না।
মেঘ তো আনা যায় না মা। তবে আমি তোমাকে বানিয়ে দিবো।
সত্যি বাবা !
তিন সত্যি !
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৪
আর্কিওপটেরিক্স বলেছেন: বাস্তবতাকে আঁকার চেষ্টা করি !
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪
শায়মা বলেছেন: মেঘ কেমন করে বানায়!!!!!
পেঁজা পেঁজা তুলো দিয়ে তাই না !!!!!
আমিও আমার বেবিদের জন্য অনেক বানাতে পারি.......
তুলোর মেঘ
তুলোর ভেড়া
তুলোর ইগলু
তুলোর ক্যান্ডিফ্লস!!!!!!!!
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৮
আর্কিওপটেরিক্স বলেছেন: তুলো কেন ক্লেয়ন দিয়েও বানানো যায় বেইবি !
তবে তুলোর জিনিসগুলো শিশুদের মতোই হয়। কিউট, তুলতুলে !
তুলো দিয়ে একটা বালিশ বানিয়ে দাও।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:১৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় জীবনের গল্প এঁকেছেন।
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৯
আর্কিওপটেরিক্স বলেছেন: চেষ্টা করি জীবনকে তুলির ক্যানভাসে আনতে !
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছোট ছোট সুন্দর
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২০
আর্কিওপটেরিক্স বলেছেন: ছোট ছোট বড় ধন্যবাদ
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩১
নীল আকাশ বলেছেন: জীবন খুব কঠিন। কারও কারও জন্য সেটা আরও বেশি নিষ্ঠুর হয়ে যায়।
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২১
আর্কিওপটেরিক্স বলেছেন: কঠিনেরে ভালোবাসিলাম !
জীবনের জন্য উপমার অভাব হয় না।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০১
জাহিদ অনিক বলেছেন:
অন্য রকম, চতুর্মাচত্রিক
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২১
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ ☺
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৬
শায়মা বলেছেন: লেখক বলেছেন: তুলো কেন ক্লেয়ন দিয়েও বানানো যায় বেইবি !
তবে তুলোর জিনিসগুলো শিশুদের মতোই হয়। কিউট, তুলতুলে !
তুলো দিয়ে একটা বালিশ বানিয়ে দাও।
আজকে তোমাকে চিনতে আমার বাকী নেই বাইবু!!!!!!!!!!!
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৯
আর্কিওপটেরিক্স বলেছেন: আমি কে বেইবি??
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৩২
শায়মা বলেছেন: এক নিক ব্যান থাকলে যে এই নিক ইউজ করে ভালোমানুষ সাজিয়া থাকে সে ......
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯
আর্কিওপটেরিক্স বলেছেন: নোপ বেইবি !
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭
শায়মা বলেছেন: আহা আহা আমি একজন অতি অভিজ্ঞ ব্লগ প্রাণী! কাজেই ......
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮
আর্কিওপটেরিক্স বলেছেন: ব্লগ ডিটেকটিভ শামা আপা
তোমাকে আরো ইনভেস্টিগেট করতে হবে বেইবি
১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫
শায়মা বলেছেন: ঢং ঢাং ছাড়ো!!!
আমার সাথে তো ঢং ঢাং এও হেরে যাবে বাবু!!!!!!!!!
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৯
আর্কিওপটেরিক্স বলেছেন: আমি কখ্খোনোই হাব্বো না বাবু
১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০৪
আমি তুমি আমরা বলেছেন: চমৎকার চারটি অণু(নাকি পরমাণু?)গল্প পড়লাম। চারটিই ভাল লেগেছে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:০২
আর্কিওপটেরিক্স বলেছেন: অণু-পরমাণু দুটোই ধরতে পারেন !
পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫
ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর এবং বাস্তব সত্য কথকতা।
ধন্যবাদ