নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

Python 2 এর কফিনে শেষ পেরেকটি লাগবে ১লা জানুয়ারি ২০২০ সালে

১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০৫


হ্যাঁ। Python 2 এর অফিশিয়াল সাপোর্ট ২০২০ সাল থেকে আর থাকছে না। অর্থাৎ Python 2 এর আর কোনো আপডেট আসবে না । ২০০০ সালে রিলিজ হয় Python 2। ২০০৬ সালে আসে Python 3। বর্তমানে Python 3 ই বেশি জনপ্রিয়। কিন্তু Python 2 এর ব্যবহারও কম নয়। বিশেষ করে অনেক প্রতিষ্ঠানে এটার ব্যবহার এখনো আছে। কিন্তু শেষ রক্ষা আর হলো না। এখন Python 2 থেকে Python 3 তে শিফট হওয়াটাই একমাত্র উপায়।

পাইথন ২ আর কতদিন থাকবে?
https://pythonclock.org/

অফিশিয়াল ব্লগপোস্টঃ
https://www.python.org/doc/sunset-python-2/

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৫২

হাসান কালবৈশাখী বলেছেন:
এই অজগর সাপ দিয়ে কি কাজ হয়?

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: গুগল চলছে পাইথন দিয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ, মেশিন লার্নিং এ, ওয়েব এপ্লিকেশনে।

সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট পুরোটাই পাইথনে।

এটা একটি হাই লেভেল প্রোগ্রামিং ভাষা।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৩:৪৩

ঋণাত্মক শূণ্য বলেছেন: ২০০৬ থেকে ২০২০! ১৪ বছর। এত দিনে অন্তত আপডেট হওয়া উচিৎ ছিলো। পাইথনের অফিসিয়াল বক্তব্যের সাথে আমি পুরাই একমত। দুইটাকে এক সাথে আপডেট করে যাওয়া বা চালিয়ে যাওয়া আসলেই ঝামেলার।

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: দুটো চালানো কষ্টকরই বটে !
আপডেট হয় তো !
পাইথনের লেটেস্ট ভার্সন 3.7 (Python 3) এবং 2.7(Python 2)

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০১

রাজীব নুর বলেছেন: এই সব বুঝি না।

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০৫

আর্কিওপটেরিক্স বলেছেন: :)

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১২

শায়মা বলেছেন: পাইথন ছোবল দিয়ে পেরেক তুলে ফেলুক......

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: হাহা ..... যা বলেছো :)

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫১

রায়হান চৌঃ বলেছেন: ২০০৯-১০ সালে ই আমরা বলতাম এখন .NET এর যুগ :), আর Python তো এর পরও ১ যুগ কাটিয়ে দিলো......... সুতরাং এই বার Python এর ছুট্টি...............

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: Python 2 এর ছুটি হবে। পাইথন ৩ এর ছুটি হওয়ার সম্ভাবনা নেই। কারন বিপুল ব্যবহার।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:২৬

জাহিদ অনিক বলেছেন: এখনো কিছু কিছু জাভা ২ চায় পাইথনের। এসব বাগ ভাল্লুক মুক্ত হলে হোক ছুটি ২ এর !

শায়মা বলেছেন: পাইথন ছোবল দিয়ে পেরেক তুলে ফেলুক...... 8-| 8-|

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ডিপেন্ডেন্সি থাকবেই। সেটুকু কাটিয়ে এগুতে হবে !

শায়মাপু দারুণ একটা কথা বলেছে :)

৭| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪০

খায়রুল আহসান বলেছেন: পাইথনকে আমি পাইথন বা অজগর হিসেবেই চিনি। পোস্ট পড়ে যা বুঝলাম, এটা একটা টেকি টার্ম, যা নিয়ে মাথা ঘামানো আমার কম্ম নয়।
তবে সবার মন্তব্যকে ছাপিয়ে গেছে শায়মার মন্তব্যটাঃ পাইথন ছোবল দিয়ে পেরেক তুলে ফেলুক......

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: পাইথন একটি হাই লেভেল প্রোগ্রামিং ভাষা।

শায়মার মন্তব্যটা আসলেই সবাইকে ছাপিয়ে গেছে। হাসলাম একচোট :)

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫২

একাকি ওমর বলেছেন: এনাকোন্ডা ইন্সটল করতে দারুন ঝামেলায় পড়েছিলাম।ওতে বাই ডেফল্ট পাইথন ২ চলে ।টেন্সর ফ্লো সবকিছু চলে পাইথন থ্রী তে ।সবসময় এরর খেতাম ।কারনটা বুঝতেই আমার সপ্তাহ খানেক লেগেছিল।

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: পাইথন ২ এর সমস্যাগুলো কিছুদিন থাকবে। এই সময়েই মেজর শিফটগুলো হয়ে যাবে। এনাকোন্ডায় এখন ভার্সন সিলেক্ট করা যায়। জুপিটারেও। টেন্সর ফ্লো এখন ৩ ই লাগে। টেন্সর ফ্লো কিসে ইনস্টল করেছেন? CPU or GPU. Installing on GPU is the best choice.

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৭

বিজন রয় বলেছেন: ওটা না থাকলে আমার কোন ক্ষতি-বৃদ্ধি হবে নাহ!!

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রযুক্তি জগতের ক্ষতি হবে !

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

রেদওয়ান ফেরদৌস বলেছেন: এখন কিন্তু R পাইথন এর বেশ ভাল অল্টারনেটিভ এর পক্ষে এগুচ্ছে। মেশিন লার্ণিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ কাজ করার জন্য।

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: নতুনদের জন্য R এর সিনট্যাক্স একটু অন্যরকম। কিন্তু Python সোজা।

হুমমম.... R এখন Python এর সমান্তরালেই চলছে। তবে R, data analysis এর জন্য বেশি ভালো।

১১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:০১

একাকি ওমর বলেছেন: আমার সিপিউ ল্যাপটপ । জিপিউ আসলেই ভাল।আমি সিপিউ তে এস এস ডি মডেল ট্রেন আপ করতে গিয়ে জঘন্য অভিজ্ঞতা হয়েছিল ।দেড় দিনে মাত্র ৮০০ স্টেপ করেছিল।পরে বাধ্য হয়ে স্টপ করতে হয়।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: GPU তে এর চেয়ে কয়েকগুণ স্টেপ পাওয়া যায়। এক সময় Bitcoin mining এর জন্য GPU এর দামটা বেড়ে গিয়েছিল। এখন বোধহয় ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.