নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

Google Play Pass - রিভিউ

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৯


মাত্র ৩ দিন আগে রিলিজ হলো গুগল প্লে'র নতুন ফিচার - Google Play Pass. এই স্পেশাল পাসের মাধ্যমে একটি সুনির্দিষ্ট ফি'য়ের বদলে শত শত প্রিমিয়াম অ্যাপস এবং গেমস ডাউনলোড করা যাবে। এটা অনেকটা Apple এর Apple Arcade এর মতো। শুধু পার্থক্যটা হলো Apple Arcade শুধুমাত্র গেমসের জন্য অন্যদিকে Google Play Pass গেমস এবং অ্যাপস উভয়ের জন্যই।

প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র আমেরিকাতে প্লে স্টোরে Google Play Pass এসেছে। ধীরেধীরে সারাবিশ্বে রোল-আউট হবে। Google Play Pass এর জন্য শুরুতে ১০ দিনের ট্রায়াল ভার্সন থাকছে। ট্রায়াল শেষে বাকি একবছর প্রতিমাসে 1.99 $ দিতে হবে। তারপর থেকে মাসে 4.99 $ গুনতে হবে।

ফার্স্ট লুকঃ
শুরুতে প্লে স্টোরে যান। সার্চবারের নিচে এমন লেখা দেখতে পাবেনঃ


Start free trial এ ক্লিক করুন। নিচের মতো আসবেঃ


আবারো Start free trial এ ক্লিক করলেই ১০ দিনের জন্য ট্রায়াল অন হবে। এই দশদিনের পরে আপনাকে মাসিক 1.99 $ গুনতে হবে যদি না ১০ দিনের মধ্যেই Cancel না করেন। তাই যদি এটা ব্যবহার না করতে চান তাহলে ১০ দিনের মধ্যেই Subscription, Cancel করুন।

এরপর এমন স্ক্রিন আসবেঃ


যেকোনো অ্যাপ বা গেমের নামে ক্লিক করুন। আমি LIMBO তে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন অ্যাপের নামের নিচে কিছু লেখা আছে।


প্লে স্টোরের Subscriptions ট্যাবে গেলে নিচের মতো দেখতে পাবেনঃ



এখান থেকেই ভালো না লাগলে ১০ দিনের আগে Subscription Cancel করতে পারবেন।



সুবিধাঃ
১। শত শত বিখ্যাত অ্যাপস এবং গেমস একদম ফ্রি। কোনো এ্যাড বা ইন অ্যাপ পারচেজেস থাকবে না।
২। নতুন নতুন গেমস এবং অ্যাপস যুক্ত হতেই থাকবে।
৩। আলাদাভাবে কোনো ডলার খরচ না করেই কম খরচে শত শত অ্যাপ চলবে।

অসুবিধাঃ
১। সকল অ্যাপ এখনো উপলব্ধ নয়।
২। মাসিক সাবস্ক্রিপশান।
৩।সারাবিশ্বে (বিশেষতঃ বাংলাদেশে) আসতে অনেক সময় লাগবে।


বিস্তারিত

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৩

রাজীব নুর বলেছেন: বাংলাদেশে আসতে তিন মাস সময় লাগবে??

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: বাংলাদেশে এক পেপাল আসতেই সূর্য ডুবে যায় আর এটা !!

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৭

মাহের ইসলাম বলেছেন: আমিতো গেইম খেলি না।
তাহলে কি কাজে লাগবে ?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৮

আর্কিওপটেরিক্স বলেছেন: অ্যাপস নামাতে পারবেন :)

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৯

নূর আলম হিরণ বলেছেন: ফ্রি ট্রায়ালের সময় যে এপস গুলো নামানো হবে সেগুলি কি ফ্রি ট্রায়ালের পর সাবস্ক্রিপশন না করলে কাজ করবে?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: না।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২৬

আমি তুমি আমরা বলেছেন: এন্ড্রয়েডে এমনিতেই প্রচুর ফ্রী গেম আর অ্যাপ আছে। পেইড গেম বা অ্যাপের প্রয়োজন এখনো অনুভব করিনি।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: এগুলো শুধু ফ্রীতে নামানোই যাবে না বরং গেমস এবং অ্যাপসের ইন-অ্যাপ পারচেজও করা যাবে। অর্থাৎ ফুল এড ফ্রী অ্যাপস/ গেমস।

আমি বহু পেইড অ্যাপ চালাই। পিসি, ম্যাক, উইন্ডোজ এবং আইফোন সবগুলোতেই :)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: গেমের কয়েন বা আইটেম বিনা টাকায় কিনতে পারবেন। শুধু Subscription থাকলেই হলো !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: *প্রথম প্রতিউত্তরে এ্যানড্রয়েড এবং লিনাক্স ও হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.