নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

উত্তর ত্রয়ী

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০২


১। দুটো দেয়াল ঘড়ি। একটার পিছনে আরেকটা লাগানো। ঘড়ি দুটো ভিন্ন সময় দেয়।ঘড়ি না দেখে কিভাবে বুঝবেন ঘড়ি দুটোর সময়ের পার্থক্য?

উত্তরঃ
Case 1:
ধরা যাক, ঘড়ি দুটোই কোনো এক নির্দিষ্ট সময়ে শব্দ করে। তাহলে শব্দের পার্থক্য জানতে পারলেই সময়ের পার্থক্য বোঝা যাবে। এক্ষেত্রে আমরা ঘড়ি দুটোকেই পৃথিবীতে কোনো দেওয়ালে টাঙানো ধরে নিবো।

Case 2:
যদি ধরি, ঘড়ি দুটো অসীমে বা স্পেসে অবস্থিত তাহলে ঘড়ির শব্দ শোনা যাবে না। কারন তখন শব্দের বেগ শুন্য। ফলে সময়ের পার্থক্য অনির্ণেয় হবে।

Case 3:
আমরা যখন ঘড়ি দুটো লাগাবো, তখন দেখলেই সময়ের পার্থক্য জানতে পারবো।


২। একটা এফ ওয়ান রেস চলছে। আপনি দর্শক সারিতে বসা সাধারণ একজন দর্শক। একটি গাড়িকে থামাতে হবে কিন্তু কোন চিৎকার করা যাবে না। কিভাবে থামাবেন?

উত্তরঃ

Case 1:
ধরলাম সত্যিকারেই রেস চলছে। তাহলে দর্শক সারিতে বসে থাকা আমি, একটি ক্যান বা অন্যকিছু গাড়ির সামনে ছুঁড়ে মারলেই হলো ;)

Case 2:
ধরলাম, এটা একটা গেইম। তাহলে ডিভাইস (পিসি, মোবাইল ইত্যাদি) অফ করে দিবো। Done !!! :D

Case 3:
ফ্ল্যাগ দেখানোঃ
এটা সম্ভব হবে না। কারন আপনি দর্শক সারিতে বসে আছেন ।


৩। মেঘের তৈরী ঘুড়ি কোনদিকে যাবে???

উত্তরঃঃ
মেঘের হোক আর কাগজের সেটা বাতাসের ফ্লোর দিকেই যাবে। এক্ষেত্রে উপরের ছবিটাকে ধরলে হবে না। কারন ছবিতে মেঘের গতিপথ পরিষ্কার নয় !



যারা মাথা ঘামিয়ে একটা হলেও উত্তর করেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা। যারা পারেননি তাদেরকেও ধন্যবাদ জানাই চেষ্টা করবার জন্য :)


পূর্বের পোস্টটিঃ ধাঁধা ত্রয়ী


যাঁরা উত্তর করেছেনঃ

ব্লগার আনমোনা বলেছেন: ১। ঘড়ি লাগানোর সময়ই জানো সময়ের পার্থক্য। এইটা সবসময়েই একই থাকবে।
২,৩ পারিনা।

ব্লগার মোঃ মাইদুল সরকার বলেছেন: ১। ঘড়িতে যখন ঘন্টা বাজবে ভিন্ন ভিন্ন সময়ে সেটা গুনে।
২।গাড়িটার সামনে কিছু ছুড়ে মারতে হবে।
৩। ঘুড়ির বিপরীত দিকে যাবে মেঘের ঘুড়ি।


ব্লগার ডঃ এম এ আলী বলেছেন:
১। ঘরি না দেখে আমি সময়ই দেখতে পাবনা ।
ঘরির সময়ই যখন দেখতে পাবনা তখন এদের পার্থক্য নিরুপন
করার চেষ্টাই আমার কাছে বৃথা ।
২) শব্দ করে চিৎকার করলেও ড্রাইভার কিছুই শুনবেনা । যদি থামাতেই হয় তবে
রেসের কোন গাড়ী থামাতে সাধারণত যা করা হয় অর্থাত
ডাবল ওয়েবড হলুদ পতাকা কোন মতে কোন একটাকে দেখাতে পারলে সামনে বিপদের
সম্ভাবনা দেখে সে গাড়িটি থামলেও থমতে পারে । এছাড়া এইধাধার উত্তর জনা নেই ।
৩) মেঘ যে দিকে যায় মেঘের ঘুরিওতো সেদিকেই যাওয়ার কথা ?


ব্লগার Nemo বলেছেন: ১। সময়ের কোন সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। তার উপর সম্ভবত সেকেন্ডকেও বোধকরি নূতন ভাবে নির্ধারণ করা হয়েছে। ঘড়িগুলোর অবস্থানও নিদির্ষ্ট নয় ( পৃথিবীতে, মহাশূন্যে)। তাই এর উত্তর দেয়া নিরর্থক।

২। ভালা পাই না। তাই এর উত্তর দেয়া নিরর্থক।

৩। FAA জানে।

ব্লগার আমি তুমি আমরা বলেছেন: ১-প্রশ্নটা অসম্পূর্ণ মনে হচ্ছে। আরো ডিটেইল লাগবে।
২-কম্পিউটারের পাওয়ার অফ করে দিব। গাড়ী থেমে যাবে।(ধরে নিচ্ছি একটা রেসিং গেমের কথা হচ্ছে এখানে।
৩-এটাতেও আরো ডিটেইল লাগবে।



সামনে আরো আরো প্রশ্ন উত্তর আসবে......

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৭

করুণাধারা বলেছেন: কোন কালের ধাঁধা পোস্ট, তার উত্তর পোস্ট এতদিনে!

কিছুক্ষণ মাথা খাটাতে পেরেছিলাম, তাই পোস্টে লাইক।

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: সময়ের টানে হারিয়ে গিয়েছিলাম ক্ষনিক !

ফলাফলঃ এক কালের প্রশ্নের উত্তর এ কালে।

আশাকরি ভালো আছেন ......

২| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৫০

শায়মা বলেছেন: মাথা খাটানোর আগেই উত্তর পেয়ে গেলাম!

কে আর সময় নত্ত কলে ! :)

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: ছব সময় সময় নত্ত কলতে হয় না :)

৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৭

জুন বলেছেন: আমি ফর্মুলা ওয়ান রেসিং এর একজন পাড় ভক্ত। দর্শকরা রেস ট্রাকের অনেক দুরে বসে থাকে। দর্শক আসনে বসে বোমা ফাটালেও ড্রাইভারদের কানে যাবে না। আর পতাকা দেখাবেন কি করে? চেকার্ড ফ্ল্যাগ ছাড়া তারা কি থামবে?

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: হুমম.... তোমার কথা সত্য আপু। বাট এটাকে ধাঁধা হিসেবেই ধরো। সাধারণ রেসিং এর ক্ষেত্রে এমনভাবে রেস থামানো সম্ভব। এজন্যই দুটো উত্তর দিয়েছি। তিন নাম্বারটা ড. এম এ আলি দিয়েছিলেন। সেটা সম্ভব নয় - এটাই বুঝিয়েছি তিন নাম্বারে।


তারা ফ্ল্যাগ দেখানো ছাড়াই থামবে ! ফ্ল্যাশ গান ইউজ করো ! বাট নো ওয়েপনস এলাউড ইন কুয়েশ্চন বলেছি যে ! তাই হব্বে না .....

৪| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪৫

রাজীব নুর বলেছেন: একসময় ধাঁধা আমার ভীষন প্রিয় ছিল। আজকাল অতি সামান্য ধাধারও উত্তর দিতে পারি না। মাথা আউলায়ে যায়।

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সময়ের খেলা !

৫| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৫০

আমি তুমি আমরা বলেছেন: এতদিন পরে উত্তর?

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: একটু দেরীই হয়ে গেল। K M C ;)

৬| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৫

স্বরচিতা স্বপ্নচারিণী বলেছেন: ব্লগে এলাম অনেক দিন পর। এটার আগের কোন পোস্ট ছিল কিনা জানি না। তাই ধাঁধা আর ধাঁধার উত্তর একবারে পড়লাম। ভালো লাগলো। এমন ধাঁধা আরও পোস্ট করুন। :)

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: হুম... আপনাকে অনেক অনেকদিন পরে দেখলাম। সেই বইয়ের পোস্টে কমেন্ট করেছিলেন এককালে ! তারপর তো ব্লক।


এর আগে আরো পোস্ট আছে। অনেকগুলো। সময় পেলে পড়তে পারেন :)

৭| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১১:২০

খায়রুল আহসান বলেছেন: ২ নং মন্তব্যে শায়মা বলেছেন: মাথা খাটানোর আগেই উত্তর পেয়ে গেলাম!
আমারও একই কথা! :)

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: আসলে বেশ কয়েকদিন সময় ছিলো আগের পোস্টে। তারপর তো ডেডলাইন ওভার হওয়ায় উত্তর দিতেই হলো :)

আশাকরি ভালো আছেন।

৮| ০২ রা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৫৪

সাদিকনাফ বলেছেন: void(0);

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: def void(x):
void(x)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.