![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট বেলায় একটা গল্প পড়েছিলাম। বানর এবং টুপিওয়ালার গল্প। একদম পুরোপুরি মনে নেই। তবে যেটুকু মনে আছে সেটুকুই লিখছি। একজন টুপিওয়ালা অনেকগুলো টুপি নিয়ে বনের মধ্য দিয়ে যাচ্ছিল। পথের কোনো একটি গাছের তলায় সে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে তার সব টুপি বানরদের মাথায়। তখন সে নানাভাবে চেষ্টা করে টুপিগুলো ফিরে পাওয়ার। সবশেষে নিজের মাথার টুপি মাটিতে ছুঁড়ে ফেলে। তার দেখাদেখি বানরগুলোও তাদের টুপি মাটিতে ছুঁড়ে মারে। এভাবে সে টুপিগুলো ফিরে পায়।
এটা একটা পুরনো গল্প। এবার আসি নতুন সময়ের গল্পে। সামজিক যোগাযোগমাধ্যমে একটা পোস্ট এলো। চ্যালেন্জ টাইপ। অমুক কাজটা করে দেখাও দেখি। কিংবা নতুন অ্যাপ দিয়া ছবি, ভিডিও পোস্টিং। হুহু করে বাড়তে থাকলো চেষ্টা - চরিত্র, ব্যর্থতা এবং সফলতার পোস্টের সংখ্যা। ভাইরাল ! ভাইরাল ! মুহূর্তের মধ্যে সমগ্র ইন্টারনেটে তোলপাড়। ফলাফল? আরেকটি বাঁদরামি স্যরি ইভেন্ট !
উপরের দুটি গল্পের মিল কোথায়? কারো দেখাদেখি সেটা করায়। অর্থাৎ অন্যকে কপি বা অনুসরণ করার প্রবণতা। প্রথমটায় বানর, বানরই থাকে কিন্তু দ্বিতীয়টায় মানুষ বানর হয়ে গেছে (যদিও অজান্তেই !!) । তাহলে কি প্রযুক্তি দিনদিন মানুষকে তার অজান্তেই বানরে রুপান্তর করছে??? উত্তরটা দৃশ্যমান আলোকদৈর্ঘের মধ্যে থেকেও কেন জানি অদৃশ্য !
০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৪
আর্কিওপটেরিক্স বলেছেন: হয়তোবা সে সময় সন্নিকটে !
২| ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৬
ইসিয়াক বলেছেন: ভাববার মত বিষয়।
গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে ভাসাতে মানুষ তার প্রকৃতিগত স্বভাবসুলভ আচরণ হারিয়ে ফেলছে ক্রমশ ।এবং পশুত্বের স্বরূপ ধারণ করছে নিজের মধ্যে । ইচ্ছা অথবা অনিচ্ছায়।
ধন্যবাদ
০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৪
আর্কিওপটেরিক্স বলেছেন: বেশিরভাগ মানুষ তার অজান্তেই এতে পা রাখছেন। এতে নিজস্বতা হারিয়ে যাচ্ছে !
৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা
অদৃশ্যও দৃম্যমান হয় বটে, যত লজ্জ্বা স্বীকারে
ইদানিং মোবাইল হাতে মাথা নীচে করে পথে-ঘাটে, বাসে মানুষগুলো দেখলে আমার কেন জানি
জম্বির কথা মনে পড়ে যায়! গেইমের জম্বির মতো মাথা গোজ করে যেন চলছে এক বিশাল সম্প্রদায়!
সামনে পেছনে ডাইনে বায়ে কিচ্ছু খেয়াল নেই।
ধাক্কা লাগছে কিনা হুশ নেই!
মা ডাকছে - কানে হেডফোন! শুনতে পাচ্ছেনা সে ডাক!
সন্তান কাঁদছে- মা বুদ হয়ে আছে সিরিয়ালে নয় মোবাইলে!
ভবিষ্যত প্রজন্ম নিয়ে শংকার যথেষ্ট কারণ আছে বৈকি!
বানর বা জম্বি ইভেন্ট আমাদের কোথায় নিয়ে যাচ্ছে????
০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৬
আর্কিওপটেরিক্স বলেছেন: হুমম... অদৃশ্য দৃশ্যমান হবে... খুললেই
জম্বির উদাহরণ কেন যেকোনো প্রাণির উদাহরণ দিতে পারবেন।
প্রযুক্তির কু জালে আজ জীবন বন্দি।
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশংকা অমূলক নয় !
৪| ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৮
নীল আকাশ বলেছেন: ভালো কিছু ফলো করলে তো হতো?
নতুন কিছু আবিষ্কার করতে বললে বানায় টিকটক ভিডিও।
এদের দ্বারা ভাল কোন কিছুর আশা করাও ভুল!
০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৯
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো কিছু ফলো করে। বাট রেয়ার।
শত কয়লার খনিতে একটুকরো হিরা পাওয়া যাবেই। তাই এখনো ভালোর পাল্লাই ভারি !
৫| ০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩১
করুণাধারা বলেছেন: এভাবে ভেবে দেখিনি!
সত্যিই আমরা খুব অনুকরণপ্রিয়, একেবারে বানরের মতো...
০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫১
আর্কিওপটেরিক্স বলেছেন: অনেক ভাবেই ভাবা যায় বৈকি !
আমরা অনুকরণপ্রিয় হয়ে যাচ্ছি, প্রাণীর মতো !
৬| ০৩ রা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২১
রাজীব নুর বলেছেন: ভালো কিছু মানুষ অনুকরণ করে না। মন্দটা অনুকরন করে।
০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৪
আর্কিওপটেরিক্স বলেছেন: সহমত ! তবে ব্যতিক্রম আছে।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৫৫
ফয়সাল রকি বলেছেন: সবাই এখন বাহবা পেতে চায়, কেউ হেরে যেতে রাজী নয়... প্রতিযোগীতা আর প্রতিযোগীতা!
০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন: সবকিছু কেমন যেন হয়ে যাচ্ছে !
৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ দুপুর ১:০৭
মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুণ টপিক। সময়ের সাথে মানুষ যে কোথায চলে যাবে কে জানে।
০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন: দেখা যাক কোথায় যায় !
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১:১৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বানরের হাতে খুন্তি আর মানুষের হাতে মোবাইল !!বানর একদিন 'মানুষ খেলা' দেখাবে।