![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্টারনেটের যেকোনো কাজেই যেটা সবার আগে দরকার হয় সেটা হলো লিংক। অনেক সময় আমাদের বড় বড় লিংক কাউকে পাঠাতে হয়। এক্ষেত্রে পুরোটা পাঠালে অনেক বড় জায়গা নিয়ে নেয়। দেখতে সেটা কিম্ভূতকিমাকার হতে পারে। এই সমস্যা থেকে বাঁচতে আমাদের যেটা করতে হবে, তা হলোঃ লিংক বা ইউআরএল শর্ট করা। আমার এই পোস্টে লিংক শর্টের পাশাপাশি শর্ট করা লিংকের আড়ালে কি আছে সেটা দেখার উপায়ও বাতলাবো। তো চলুন শুরু করি !
প্রথমে এই সাইটে যানঃ
bit.ly
নিচের মতো বক্স আসবেঃ
এবার বক্সে আপনার কাঙ্ক্ষিত বিশাল লিংকটি পেস্ট করুন এবং Submit এ ক্লিক করুন ।
এখানে আমি আমার ব্লগের একটা লিংক নিলাম।
ঐ বক্সের নিচেই ডানপাশে শর্ট লিংকটা আসবে। নিচের মতোঃ
এবার জাস্ট Copy তে ক্লিক করে লিংকটা কপি করুন। এক্ষেত্রে সিলেক্ট করে কপি করাটাই বেটার অপশান। এতে লিংক ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে।
শর্ট লিংকের অন্তরালে......
এবার আসি কিভাবে শর্ট লিংকটি কোথায় নিয়ে যাবে সেটা দেখা নিয়ে। শর্ট লিংক দেখে ভাইরাল লিংক বা ইউআরএল বোঝা যায় না। তাই সেটাকে এক্সপ্যান্ড করতে হয়। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়।
নিচের সাইটে যানঃ
http://checkshorturl.com
বক্সে শর্ট লিংকটা কপি করে পেস্ট করুন। নিচের মতোঃ
এবার Expand এ ক্লিক করলে শর্ট লিংকটার পুরো ফর্ম এবং ডিটেইলস দেখাবে। দেখুন আমার শর্ট লিংকের ডিটেইলসঃ
এরকম আরেকটা সাইট হলো
http://getlinkinfo.com
এটার রেজাল্টঃ
সতর্কতাঃ
অপরিচিত কারো শর্ট লিংক Expand করে দেখে নেওয়া উচিত। কারন অনেক লিংক এ ফিশিং এবং ভাইরাস থাকতে পারে।
১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন: নাহ জরুরি নয় !
তবে বড়সড় লিংককে বাগে আনতে উপযোগী !
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আবার ক খ গ পড়া শুরু করতে হবে,
মাথায় কিছুই ঢুকে নাই,
সকালে আবার চেষ্টা করব, বুঝতে !!!
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫
আর্কিওপটেরিক্স বলেছেন: দুইদিন পরে উত্তর দিচ্ছি , বুঝেছেন অবশেষে ?
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩৭
রাকু হাসান বলেছেন:
প্রিয়তে ও লাইক । কাজে লাগতেই পারে । এত কিছু জানেন কি করে । আমি তো মুরিদ হয়েছিলাম ,অছিয়ত পাই নি
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭
আর্কিওপটেরিক্স বলেছেন: কিসের উপদেশ চান, বলুন । জিনি হাজির হুয়া
কাজ নেই। তাই খই খাই
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার মাথা ঘুরায়।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮
আর্কিওপটেরিক্স বলেছেন: না বুঝতে পারলেও কোনো ক্ষতি নেই
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৫৬
হাবিব বলেছেন: কম্পিউটার ভাই, আগেও জানতাম বিষয়টা তবে এত বিস্তারিত না। আপনার কাছ থেকে জেনে উপকৃত হলাম
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮
আর্কিওপটেরিক্স বলেছেন: আমার নামটাই কম্পিউটার হয়ে গেল । পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ
৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: কম্পিটারের কাজ তো কিছুই পারি না।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৮
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার ভাইকে বলুন
৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৭
নয়ন বিন বাহার বলেছেন: কাজের একটা জিনিস দিলেন ভাই। ভালবাসা।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২২
আর্কিওপটেরিক্স বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই
৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৯
নীল আকাশ বলেছেন: বিষয়টা এত বিস্তারিত ভাবে জানতাম না। ধন্যবাদ আপনাকে।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১১
ফয়সাল রকি বলেছেন: ভালো পোস্ট।
তবে একটা বিষয় হঠাৎ মাথায় এলো। bitly.com তো নিজেই একটা শর্ট ইউআরএল, এটাকে শর্ট করলে কেমন হয়! দেখা গেলো, শর্ট করতে গেলে উল্টা ঘটনা ঘটলো! bitly.is/2RQuuXI একটা ইউআরএল এলো। একটু এআই ব্যবহার করা উচিত বোধহয় ওদের।
ভালো পোস্ট।
তবে একটা বিষয় হঠাৎ মাথায় এলো। bitly.com তো নিজেই একটা শর্ট ইউআরএল, এটাকে শর্ট করলে কেমন হয়! দেখা গেলো, শর্ট করতে গেলে উল্টা ঘটনা ঘটলো! bitly.is/2RQuuXI একটা ইউআরএল এলো। একটু এআই ব্যবহার করা উচিত বোধহয় ওদের।
.
.
যাইহোক, পোষ্টে +++
১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪
আর্কিওপটেরিক্স বলেছেন: bit.ly হলো bitly.com এর শর্ট লিংক। bit.ly, bitly.com এ রিডাইরেক্ট করে।
এখানে কোনো লিংক চেকিং ম্যাকানিজম নেই। তাই নিজের লিংককেও শর্ট করে ফেলে। এক্ষেত্রে এআই নয় কিছু শর্ত ব্যবহার করাই যথেষ্ট। ওয়েব এড্রেস ফিল্টারিং বলতে পারেন।
১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ কাজের জিনিস তো
ধন্যবাদ তোমাকে
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: তোমাকেও ধন্যবাদ আপু
১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২০
ফয়সাল রকি বলেছেন: হ্যাঁ হ্যাঁ সেরকমই কিছু একটা।
যাইহোক, আমার মন্তব্যে কিছু লেখা কিভাবে যেন দুইবার চলে এসেছে, বুঝতে পারিনি।
১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৬
আর্কিওপটেরিক্স বলেছেন: মন্তব্য দুইবার আসার কারন হলো সামুর বাগ। ছবি আপলোড করার আগে লেখা থাকলে সেটা দুটো হয়ে যায় ....
১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৩
১৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন: এটা কিসের জন্য ?
১৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০০
শের শায়রী বলেছেন: বিস্তারিত জানতাম না। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও ধন্যবাদ
১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪
রূপম রিজওয়ান বলেছেন: পোস্টটা আর মাত্র একদিন আগে দিতে পারলেন নাহ?? খুব দরকার ছিল। যাক গে,ভবিষ্যতে লাগবে। ধন্যবাদ এবং বিজয় দিবসের শুভেচ্ছা।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২৫
আর্কিওপটেরিক্স বলেছেন: আগেও দিতে পারতাম । ড্রাফট ছিলো। এবার না পারলেও ভবিষ্যতে ব্যবহার করো পিচ্চু
বিজয়ের শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটা কি খুব জরুরী !
ঝামেলায় যেতে চাইনা।
চলুক না আগের মতো।