নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

আমার কবিতারা

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৩


বিতা হলো শব্দের জাল। শব্দরা খেলা করে কবিতার মাঠে। মনের ভেতরে থাকা চমৎকার শব্দগুলো আঁকা হয়ে যায় কবিতা নামক তৈলচিত্রে। আমি কবিতা লিখি। তাই আমাকে কবি বলতে পারেন। নিতান্ত সাধারণ কবি যার কবিতাগুলোও সাধারণ। ব্লগে এই দুবছরে যতগুলো কবিতা লিখেছি সেগুলো নিয়ে এই পোস্ট। ব্লগীয় কবিতা সংকলন বলতে পারেন। মতামতের অপেক্ষা অবশ্যই থাকবে !

১। আমার কাছে কবিতা

২। জীবন

৩। মায়া

৪। কবিতা !

৫। সময় নীরধি

৬। আমি ভয় পাই যখন.....

৭। এক মুঠো শূন্যতা

৮। দেখা হবে !

৯। মুক্ত বিহঙ্গ

১০। কেবলই সংখ্যা

১১। বন্ধুত্বের পাগলামি

১২। বিবেকের ধিক্কার

১৩। আকাশের স্বপ্নগুলো

১৪। Lepidopterist

১৫। বরষা

মন্তব্য ৩০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০১

শিখা রহমান বলেছেন: শুভ নববর্ষ প্রাচীন পক্ষী।

সংকলন করে ভালো করেছেন। সময় করে পড়া যাবে।
তবে আমার কেন যেন মনে হয়েছিলো যে আপনি আরো বেশী কবিতা লিখেছেন।

ভালো থাকুন। ২০২০ হোক কবিতাময় ও ভালোবাসাময়।

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা !

আপনি আমার কিছু কবিতা পড়তে চেয়েছিলেন। তাই ভাবলাম সংকলন করে ফেলি। সকলেই পড়তে পারবে।

আরো বেশী কবিতা লিখেছি বোধহয় আপনার পোস্টগুলোর মন্তব্যে :`> । এজন্য আপনার এমনটা মনে হয়েছে।


খুব খুব ভালো থাকুন আর চমৎকার কবিতায় মাতিয়ে রাখুন ২০২০। কাব্যিক ভালোবাসা সবসময় ❤

২| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


শুভ নববর্ষ।

কবিতা নিয়ে আপনার ধারণা (ডেফিনেশন) পুরোপুরি সঠিক নয়; আপনি বলেছেন, "কবিতা হলো শব্দের জাল; .."

আসলে কবইটা হচ্ছে, সাহিত্যের অংশ, যেখানে কোন বিষয়ের সতত সৌন্দয্যকে অনুভবতা ও ইমোশান হিসেবে ছন্দে প্রকাশ করা হয়; ইহা পাঠকের অনুভবতা, অনুধাবনতাকে প্রকাশ করে; ইহা হৃদয়ের অনুভবতার উৎসরণ।

কবিদের ব্যক্তিত্ব থাকতে হয়, তাঁরা সমাজের বিবেক, মানুষের কন্ঠ।

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩২

আর্কিওপটেরিক্স বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা !

আমি জাল বলেছি মায়ার জাল অর্থে। এটাকে কবিতার সংজ্ঞা হিসেবে না ধরাটাই শ্রেয়। আমার ব্যক্তিগত মতামত বলতে পারেন।

আপনি কিন্তু কবিতার আসল কথাটা লিখে ফেলেছেন ! " হৃদয়ের অনুভবতার উদগীরণ "।

কবিদের বিষয়ে ধারণাটাও সম্পূর্ণ সঠিক ! । উদাহরণঃ কাজী নজরুল, রবীন্দ্রনাথ।


সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। একটা কবিতা লিখুন না ;)

৩| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০২

হাবিব বলেছেন: আপনার কবিতাগুলো পাঠ করলে ভাবনার খোরাক পাওয়া যায়

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১০

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা !

কবিতা তো ভেবে লিখি না কিন্তু লেখা হয়ে যায়। মতামতের জন্য ধন্যবাদ :)

৪| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:


আপনি কি ডিজিটাল কবিতা লেখেন?

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ডিজিটাল অর্থাৎ ট্যাব বা ল্যাপটপের কথা বলছেন নাকি?

হ্যাঁ লিখি তো ! তবে কাগুজে বইয়ের মতো কাগজটা বড্ড প্রিয়। তাই কাগজই ভরসা।

৫| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১২

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,



কবিতা শুধু শব্দের জালই নয়, জলকলমীর ভেজা শরীর। চেক শার্টের মতো আঁকিবুকি কাটা মনের দোলনা। কম্পমান পত্রাবলীর সংগীত ।
আসলে কবিতা তো আসে হেমন্তের ঝড়ো হাওয়ার মতো, কুঁড়ি ঝরিয়ে, বীজ ছড়িয়ে, মরা পাতার মতো ভাবনাগুলোকে উড়িয়ে দিয়ে । ইন্দ্রিয়সমূহের বিপুল ও সচেতন বিস্তারে অদৃশ্যকে দেখে দেখে, অশ্রুতকে শুনে শুনে , সব গরল আত্মসাৎ করে--

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতাকে সুনিপুণভাবে চিত্ররূপময়তার সাহায্যে তুলে ধরেছেন। এক রাশ মুগ্তা !

কবিতা শুধু শব্দের জাল নয় প্রেয়সীর রূপ, ভালোবাসার গান। জীবনের চলমান প্রতিচ্ছবি। আকাশ দিয়ে উঁকি দেওয়া তারা, ঝরনার ন্যায় উদ্দাম ধারা !

কবিতা আসে কালবৈশাখী ঝড়ে, বৃষ্টির দিনে মনের ভালোলাগায়, দুঃখের জ্বালায়। কবিতা কবির হৃদয়ের সুর। কবিতা..... মেঘে ভেসে চলা ভালোবাসা......

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: দেখুন কান্ড ! কোবতে নিয়ে লিখতে গিয়ে নববর্ষের শুভেচ্ছা জানাতে ভুলে গেছি !!!!


শুভ শুভ নববর্ষ ! Happy New Year !


*মুগ্ধতা হবে !

৬| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

ডঃ এম এ আলী বলেছেন:
ব্লগীয় কবিতার সংকলন
আমাদের জন্য পাঠ হয়েছে সহজিকরণ ।
প্রথমটি কবিতাটি পাঠ করেছি এটা আমি নিশ্চিত ।

সুন্দর কথা বলেছেন কবিতা হল শব্দের জাল
মনে পরে অনেক আগে কবিতার জন্ম নামে একটা লেখা সামুতে পোষ্ট করেছিলাম। কৌতুক করে দেখিয়েছিলাম শব্দের জাল বিছিয়ে কবিতা লেখার কৌশল ।

ব্লগীয় সংকলনে থাকা অন্য কবিতা গুলি পাঠ করেছি কিনা তা খুঁজে দেখতে হবে।

নব বর্ষের শুভেচ্ছা রইল

০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা !

প্রথমটা আপনি পড়েছেন এটা আমিও নিশ্চিত। আমার মনে আছে ! । সময় করে বাকিগুলো পড়বেন :)


আপনার কবিতা নিয়ে লেখাটা পড়ার অভিলাষ ব্যক্ত করছি !



ভালো থাকুন ।

৭| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

ডঃ এম এ আলী বলেছেন:
পড়ার মত হয়নি তবে মন্তব্যে কবিতাটির লিংক দেয়া আছে।
ইচ্ছে করলে দেখতে পারবেন ।

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ৮:০৮

আর্কিওপটেরিক্স বলেছেন: অবশ্যই দেখবো :)

৮| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ৯:২৭

নুরহোসেন নুর বলেছেন: প্রথম থেকে আবার পড়বো,
নববর্ষের শুভেচ্ছা নিবেন।

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১০:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: নববর্ষের শুভেচ্ছা :)


পড়ে জানাবেন কিন্তু !

৯| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৪

বিজন রয় বলেছেন: আমি কবিতা পছন্দ করি না!!

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১১:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আমিও !

প্রজাপতি বিশারদকে নতুন বছরের শুভেচ্ছা ;)

১০| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আর কবিতা যদি রাগ- অনুরাগ হয়, যদি অন্ধের জোস্ন্যা স্নান তবুও কি তাকে কবিতা বলব।


নতুনব বছরের শুভেচ্ছা জানবেন।

০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ২:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: সেটাও কবিতা। মনের ভাবকে যেমন ক্লাসিফিকেশন করা যায় না, তেমনি কবিতাকেও নয় !

নতুন বছরের শুভেচ্ছা রইলো :)

১১| ০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: খুব ভালো।

০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই :)


নতুন বছরের শুভেচ্ছা !

১২| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: কবিতার বই কবে বের করবেন??

০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১১:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: আরো কিছু লিখি আগে। তারপর দেখা যাবে !

১৩| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতা সংকল। দারুণ ব্যাপার।

০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১১:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: দারুণ বলছেন ? খুশি হলাম।

নতুন বছরের শুভেচ্ছা !

১৪| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ৮:৫০

সাইন বোর্ড বলেছেন: খুব চমৎকার একটা কাজ করেছেন ।

০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১১:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ ভাই !

নতুন বছরের শুভেচ্ছা !

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:৩৪

খায়রুল আহসান বলেছেন: আপনার লেখা কবিতাগুলোর এ সংকলনটি করে খুব ভাল একটা কাজ করেছেন, আপনার নিজের জন্যেও, আমাদের, মানে পাঠকদের জন্যেও।
এ তালিকার একাধিক কবিতায় আমার মন্তব্য রয়েছে। বিশেষ করে প্রথমটায় একটা বিশদ মন্তব্য করেছিলুম (২১ নং)! :)
পোস্টে 'লাইক' +।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.