নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

শব্দ নিয়ে কথাবার্তা

০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৫


ব্দেরও যে রূপ, রস, গন্ধ আছে সেটা অনেকেই বোঝে না। শব্দ, ভাষার এই জিনিসটা যে কতটা গভীরতা ধারণ করে সেটা সাধারণভাবে বোঝা মুশকিল ! বোঝানো, সেটা আরো হাজারগুণ। কিন্তু এটাই ঘটে সাহিত্যে। এর কারনেই হৃদয়ে সৃষ্টি হয় এক অন্য অনুভূতি। যেটা শব্দ অনুযায়ী বাহিত হয় সুখ থেকে দুঃখের কিংবা অদ্ভুততম কিছুর দিকে। লেখা দিয়ে, শব্দ দিয়ে আঘাত বলতে পারেন। মনকে কেমন যেন করে দেয় এমন। এই কেমন, আসলে কেমন সেটা বোঝানো অনেক শক্ত।

কিছু উদাহরণের দিকে হাত বাড়াই।

"And, when you want something, all the universe conspires in helping you to achieve it."
অ্যালকেমিস্ট এর এই অংশটুকু মাত্র এক বাক্যের। কিন্তু এর মহিমা বুঝতে আপনাকে ঘুরতে হবে পুরো বই। কেবল তখনই আপনার মনে, হৃদয়ে প্রস্ফুটিত হবে গভীরতম অনুভূতি। যেটা বদলানোর ক্ষমতা রাখে হাজারো জীবন।

আবার ধরুন,
"There is only one thing that makes a dream impossible to achieve: the fear of failure."
এই বাক্যটুকু পড়ে কতজনের চিন্তাভাবনা পাল্টে গেছে সেটা অননুমেয়। কিন্তু ছোট একটা বাক্য মাত্র।

কথায় বলে, অসির চেয়ে মসি বড়। এজন্যই বোধহয় ! কলম, হালের কিবোর্ড নিউক্লিয়ার বোমার চেয়ে বড়। তবে সেটা শক্তিশালী মননের কারো কাছে থাকতে হবে। কলম দিয়ে এটম বোমার মোকাবেলা করা আর পিপড়ে আর হাতির আক্রমণ একই কথা। কিন্তু যুদ্ধ আসলে শব্দের। মোটাদাগে বুদ্ধির।

সমরেশ মজুমদার একটা কথা মনে এলো,

“আকাঙ্ক্ষার জিনিস পাওয়া হয়ে যাওয়ার পরে শিশুরা যেমন হেলায় ফেলে রাখে ঠিক তেমনি করে ভালবাসা ফেলে রাখতে নেই । কারণ ভালবাসা প্রতিমুহূর্তে প্রতিপালিত হতে চায় তাকে আগলে রাখতে হয়।”

এটুকু পড়েই বুঝতে পারলেন ? না হয় নি। আরো চিন্তা করে দেখুন দেখি !


আরন্যক থেকে একটা লাইন তুলে আনলামঃ
"একখানা লোহার কড়াই যে এত গুণের, তাহার জন্য যে এখানে লোক রাত্রে স্বপ্ন দেখে, এ ধরনের কথা এই আমি প্রথম শুনিলাম।"
পাঠক ! আপনি বোধহয় একখানা লোহার কড়াই স্বপ্নে দেখবেন না কিন্তু তাই বলে কি এটা কারো স্বপ্ন হতে পারে না ? অবশ্যই পারে। কেমন অদ্ভুত নয় কি !


No one writes to the colonel থেকেঃ
"'This burial is a special event,' the colonel said. 'It's the first death from natural causes which we've had in many years."'
মার্কেজের এই নভেলা পড়ে বুঝেছিলাম কফির কোটার মাহাত্ম্য। দুঃসময়ে সেটা ধুয়েও কফি খেতে হতে পারে। যাই হোক, উপরে বাক্যটার একটা অর্থ আছে। গভীরই বলা যায়। কর্নেল যে ব্যাক্তির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ করেছেন তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। যেটা তৎকালীন সময়ে একটা অভূতপূর্ব ঘটনা।

কথায় উক্তিতে অনেক হলো। এবার বিদায় !

























হ্যাঁ এই করুণ রসটুকুই সৃষ্টি করতে চেয়েছি !!! এত তাড়াতাড়ি শেষ করলেন কেন ? বলবো,
"It's better to burn out than to fade away"

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ আপু

২| ০৭ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪১

ভুয়া মফিজ বলেছেন: অত্যন্ত উচ্চমার্গের কথা-বার্তা। বুঝতে একটু সময় লাগবে। একবার পড়লাম, আবার পড়তে হবে....হে হে হে!!

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: আমিও পড়লাম । হে হে হে B-))

৩| ০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
এ যে জ্ঞাণী গুণীর অমৃত বচন...................

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: হুমম

৪| ০৭ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই,
সরষে ফুলের পাপড়ি নাড়ি ডাকছে মোরে তাই।

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: সোনালি সেই শৈশব :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.