নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

রিদ্মিক কিবোর্ডঃ শামীম হাসনাতের গল্প

০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ২:০২


জ বলবো প্রচারের আড়ালে থেকে যাওয়া মেধাবী এক ছেলের গল্প। যার হাত ধরে মোবাইলে বাংলা লেখা হয়েছে পানির মতোই সহজ । মোবাইলে বাংলা লেখার সফটওয়্যার? হ্যাঁ রিদ্মিক কিবোর্ডের কথাই বলছি।

নামটা নিশ্চয়ই কখনো শোনেননি ! না শোনারই কথা। তিনি কোনো প্রচারণা চান না। নিরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন মোবাইলে বাংলা লেখার জন্য। তিনি মোঃ শামীম হাসনাত। বুয়েটের কম্পিউটার সাইন্স এ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগ থেকে পাশ করা একজন বাংলা প্রেমী। তার সম্পর্কে খুব কমই জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের পড়াকালীন তিনি বানিয়ে ফেলেন রিদ্মিক কিবোর্ড। এরপর থেকে নিয়মিতই আপডেট করে যাচ্ছেন মোবাইলে বাংলা লেখার এই সফটওয়্যারটিকে। শুরতে এন্ড্রয়েডে সফটওয়্যারটি থাকলেও পরে তৈরী করেছেন আইওসের জন্য।

২০১২ সালে প্রতিষ্ঠা করেন রিদ্মিক ল্যাবস। ২০১৮ সালের আগস্ট মাসে রিদ্মিক ল্যাবসকে একটি কোম্পানি হিসেবে শুরু করেন। উদ্দেশ্য আরো আরো এ্যাপস বানানো। বর্তমানে এই কোম্পানিতে কাজ করছেন প্রায় অর্ধশত মানুষ।


রিদ্মিক কিবোর্ড
সফটওয়্যারটির About এ লেখাঃ
"Ridmik keyboard is a free application to help spread Bangla in the 'machines'."
ব্যাস এটুকুই। কারো নাম লেখা নেই ! মাতৃভাষার জন্য কাজ করেও লোকচক্ষুর আড়ালে থাকাটা মহানুভবতাই প্রকাশ করে।

রিদ্মিক কিবোর্ডে আছে, ডাঃ মেহেদী হাসান খানের অভ্র লে-আউট। এছাড়াও আছে প্রভাত এবং জাতীয় লে-আউট। আছে ইমোজি এবং নাম্বার বারও। সহজে বাংলা লেখার একটি সফটওয়্যার। এই বিষয়ে সবচেয়ে জনপ্রিয় মোবাইল সফটওয়্যারও বটে !


বিনামূল্যের কিবোর্ডটির সর্বশেষ আপডেট ২০১৯ সালের ৮ই অক্টোবর। ১০০ মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে। রেটিং ৪.৫/৫।

অ্যাপ ডেস্ক্রিপশানঃ
"Write in Bangla & English seamlessly with Ridmik Keyboard "

রিদ্মিকের অফিশিয়াল ওয়েবসাইটঃ https://www.ridmik.com/
প্লে স্টোর লিংকঃ
https://play.google.com/store/apps/details?id=ridmik.keyboard
অ্যাপ স্টোরঃ
https://apps.apple.com/us/app/ridmik-keyboard/id1475531051

শামীম হাসনাতের ওয়েবসাইটঃ http://www.hasnath.net/
গিটহাবঃ https://github.com/sha256





বিঃদ্রঃ এই পোস্টের কোনো কমেন্টের উত্তর দেওয়া হবে না।

মন্তব্য ১৩ টি রেটিং +১২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ২:২৭

ফেরদাউস আল আমিন বলেছেন: অভিনন্দন, হাজারো

২| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৪৭

সোহানী বলেছেন: ভালো লাগলো আর্কু এমন আড়ালে থাকা দেশের সম্পদকে পরিচয় করানোর জন্য।

৩| ০৯ ই জানুয়ারি, ২০২০ ভোর ৫:১৫

ঢাকার লোক বলেছেন: আমিও এই রিদমিক কি বোর্ডের প্রভাত ব্যবহার করেই লিখছি। হাসনাত সাহেবের জন্য রইল অফুরন্ত শুভকাম!

৪| ০৯ ই জানুয়ারি, ২০২০ ভোর ৫:১৬

ঢাকার লোক বলেছেন: অফুরন্ত শুভকামনা!

৫| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫৪

হাবিব বলেছেন: আমি আমার মোবাইলে রিদ্মিক কি বোর্ড ইন্সটল করতে পারি না। ডিভাইস ৪.১.২ কিটকাট

৬| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:১৫

নুরহোসেন নুর বলেছেন: রিদ্মিক আমাদের মত অনাড়ী বাংলা লেখকদের জন্য আর্শীবাদ বয়ে এনেছে,
নিশ্চয় এটি বাংলাপ্রেমীদের যথার্থ ভালবাসার বহিঃপ্রকাশ।

৭| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:১৫

নীল আকাশ বলেছেন: সুন্দর তথ্য সবার কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ।

৮| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৯| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রিদ্মিক, অভ্র সবাই কম বেশী 'বিজয়' দ্বারা প্রভাবিত। 'রিদ্মিক'এর অনেক বছর আগেই পিসি-তে 'বংশী' নামে একটা বাংলিশ সফটওয়ার ছিল। এখন এন্ড্রয়েড আসাতে মোবাইলে আসতেই হবে সবাইকে...

১০| ০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৭

জুন বলেছেন: রিদ্মিক কী বোর্ড আমার ট্যাবে আর মোবাইলে ইন্সটল করা। ল্যাপটপে অভ্র :`>

১১| ০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৫

করুণাধারা বলেছেন: রিদমিক কীবোর্ড ব‍্যবহার করি, কিন্তু শামীম হাসনাতের কথা জানতাম না।

তথ্য মূলক পোস্ট ভালো লাগলো।

১২| ১০ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৩

জাহিদ হাসান বলেছেন: এন্ড্রয়েড মোবাইলে আমি রিদ্মিক ব্যবহার করে বাংলা লেখি।
আর কম্পিউটারে আমি বিজয় বাংলা কিবোর্ড ব্যবহার করে বাংলা লেখি।

১৩| ১১ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫১

আমি তুমি আমরা বলেছেন: শামীম হাসনাত সম্পর্কে জেনে ভাল লাগল। আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.