নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

উইন্ডোজ হাই রিস্ক আপডেটঃ এখনই আপডেট ইনস্টল করুন !

১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১:২৫


মারাত্মক নিরাপত্তা ত্রুটি থেকে বাঁচতে এখনই আপনার উইন্ডোজ ডিভাইসটি আপডেট করুন। এটা WannaCry এর মতোই মারাত্মক নিরাপত্তা ত্রুটি। যত তাড়াতাড়ি করবেন তত ভালো।


Source:
https://msrc-blog.microsoft.com/2020/01/14/january-2020-security-updates-cve-2020-0601/

https://portal.msrc.microsoft.com/en-us/security-guidance/advisory/CVE-2020-0601

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:



আপনি কি কিসে কাজ করেন? কম্প্যুটিং'এ চাকুরীর অবস্হা কি?

১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার কথা অনুযায়ী আমি এখন বেকার। যাই হোক.. যখন যা ইচ্ছে হয় তাই করি।

উত্তর দিতে দেরী হওয়ায় কিছু মনে করবেন না। এধরনের পোস্টে আমি শুধুমাত্র যাদের টেকনিক সাহায্য দরকার বা প্রশ্ন আছে তাদের প্রশ্নগুলোর তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করি। এরপর আসে সাধারণ কমেন্ট।

২| ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১:৪৮

চাঁদগাজী বলেছেন:



চাকুরী আছে তো, মন্তব্য করে উত্টর পাই না?

১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: F T আছে তো৷ ;)

৩| ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:৫৬

ডঃ এম এ আলী বলেছেন:
গুরুত্বপুর্ণ সংবাদটুকু জানানোর জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল

৪| ১৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৪৯

নজসু বলেছেন:



ধন্যবাদ ভ্রাতা ।


৫| ১৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৫

মোঃ ইকবাল ২৭ বলেছেন: দরকারী পোস্ট, প্রিয়তে নিয়ে রাখলাম। অসংখ্য ধন্যবাদ।

৬| ১৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: না করবো না।

১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: কেন???

৭| ১৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৩

একাল-সেকাল বলেছেন:
আমার উইন্ডোজ করতে দিবেনা।
লিংক টা উইন্ডোজ ১০ এর জন্য। উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা নিরাশ হল।

১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: উইন্ডোজ ৭ এর এন্ড অফ লাইফ ছিলো গতকাল। ভয়াবহ দরকারী বাদে কোনো আপডেট উইন্ডোজ ৭ পাবে না। ( যেমনটা পেয়েছিল উইন্ডোজ এক্সপি, WannaCry attack এর সময়)।

এজন্য লিনাক্স বা উইন্ডোজ ১০ এ যেতে পারেন।

৮| ১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিস্তারিত জানান,
কি এবং কেন?

১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: এটা Windows ১০ এবং এর সার্ভারগুলোর জন্য আপডেট। অনেক গুরুত্বপূর্ণ একটি আপডেট।

এটার কথা আমেরিকার NSA পর্যন্ত আলোচনা করছে। এই পোস্টের Source গুলো দেখলেই বুঝবেন।

NSA এর press-release:
https://media.defense.gov/2020/Jan/14/2002234275/-1/-1/0/CSA-WINDOWS-10-CRYPT-LIB-20190114.PDF

৯| ১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৭

হাসান কালবৈশাখী বলেছেন: - যাদের জেনুইন WINDOWS-10 এবং অটো আপডেট হয়, তারাও?

১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: অটো আপডেটও অনেক সময় ব্রেক করে। (যখন আপডেটারটাই আপডেট করা হয় তখন এমনটা হতে পারে)।

তাই অটো আপডেট থাকলেও চেক করে দেখাটাই ভালো। ক্রিটিক্যাল বাগ বলে কথা !

১০| ১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৬

ফয়সাল রকি বলেছেন: সেভেন চলে যে এখনো ল্যাপটপে :(

১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি লিনাক্স যেমন উবুন্টু চালাতে পারেন। আর উইন্ডোজ ১০ তো আছেই। পুরোনোকে সর্বদা আঁকড়ে ধরে থাকতে নেই !

১১| ১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৯

ফয়সাল রকি বলেছেন: কথা ঠিক। কিন্তু ল্যাপটপটা অনেক পুরোনো, ড্রাইভার সাপোর্ট পাবো কি না চেক করতে হবে আগে।

১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: Linux চলার কথা। ইন্টারনেটে দেখতে পারেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.