নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

অলকানন্দা

১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৯



খেলার মাঠটা কবেই ভরে গেছে
ইটের দালানে,
ফুলের বাগান !
সে তো ঝরে পড়েছে
মিশে গেছে মাটির অভ্যন্তরে।

এক চিলতে মেঘের রাজ্য ছিলো,
রাস্তায় দাঁড়িয়ে মুগ্ধতার মোহজাল ছিলো,
ছিলো শূন্য রাস্তা... দিগন্ত জুড়ে,
ছিলো পাখির গুনগুনিয়ে গাওয়া গান
সবুজের সমারোহ।

আর এখন ?
কালো ধোঁয়ায় আচ্ছন্ন এক শহর !
নষ্টালজিক করে দেওয়া এক অতীত....
বসবাস অযোগ্য এক রাজধানী।

তবুও এই স্বপ্নের শহরে
হাজারো মানুষের পথচলা,
উত্তপ্ত দুপুরের ছায়াহীন অলস প্রান্তরে
জীবনের কলতান।

এটাই সেই মায়ার রাজ্য ,
একটি শহর ... যা কখনো ঘুমায় না।

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১১

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।

১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২০

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই :)

২| ১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৬

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে।
শুভকামনা।

১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ :)

৩| ১৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


কম্প্যুটিং'এ চাকুরীর বাজার কি রকম? ইরান'এর সাথে কোনফ্লিক্ট কোনভাবে কম্প্যুটিং'এর চাকুরীর বাজারে প্রভাব ফেলেছে?

১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো। ভবিষ্যতে আরো বেশি ভালো হবে।

ইরানের কনফ্লিক্ট এর সাথে চাকুরির বাজারে সমস্যার কোনো কারন তো দেখছি না ।

৪| ১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১১

নেওয়াজ আলি বলেছেন: মনোরম লেখা।

১৫ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২২

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ ভাই !

৫| ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৬

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,




দিন বদলায় প্রহরে প্রহরে, সন্ধ্যা নামে , নামে রাত! সকল ভালোলাগাকে নিয়ে দিনের আলো নিভে গেলে একসময় সন্ধ্যা আর রাতের অন্ধকারকেও যেন ভালো লাগতে শুরু করে।

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: মানুষ সবকিছুর সাথেই নিজেকে মানিয়ে নিতে পারে। তাই তো ভালো লাগে লাল সকাল, সোনালী বিকেল, চাঁদের আলোয় আলোকিত শহর !

কৃতজ্ঞতা..

৬| ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: মনটা ছুয়ে গেল ভাই আপনার নষ্ট্যালজিক কবিতা।

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ :)

৭| ১৫ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০৮

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এই শহর আমাকে মায়াজালে বন্ধী করতে পারেনি। তবে অন্নজালে আটকা পড়ে আছি।

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: সবাই যে মায়ার জালে আবদ্ধ হবে এমনটি নয় !

তবে ভালোবাসাটা কিভাবে যেন চলে আসে। এখন যেমনঃ যদি ঢাকার বাইরে থাকেন দিনের পর দিন, তাহলে মনটা কেমন কেমন করবে নিশ্চয়ই ! এটাই আরেক ধরনের জাল।

৮| ১৭ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

আশরাফ আনন্দ বলেছেন: কি অদ্ভুত.! তাই না ভাই.? তবুও শহরটা কতজনের কতরঙ্গের স্বপ্নের..। ভালো লেগেছে ভাই।

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আমাদের জীবনটাই অদ্ভুত ! অদ্ভুত আমাদের চাওয়া পাওয়া। তাই তো জীবনটা এত রঙীন, Vivid !

ভালো থাকুন :)

৯| ২৩ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
শহরের কথা , ফেলে আসা সময়... পড়ন্ত বিকেলের বিষন্ন আলো।
কবিতায় ++

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: হুমমম..

পাঠে কৃতজ্ঞতা :)

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:১২

খায়রুল আহসান বলেছেন: এটাই সেই মায়ার রাজ্য - আমাদের এই শহরটাকে অনেক সুন্দর করে গড়ে তোলা যেত। মেয়র আনিসুল হক সাহেব শুরুও করেছিলেন, কিন্তু শুরুতেই সব শেষ হয়ে গেল! এখন যিনি আছেন, তাকে একটি ক্লাউন ছাড়া আর বেশী কিছু ভাবতে পারি না।
ক্যাপশনের ছবিটা চমৎকার। পোস্টে ৬ষ্ঠ প্লাস +

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: সব ভালোই কেন যেন একটু একটু করে শেষ হয়ে যায় ।

এই অপরিকল্পিত নগরী সংস্কারে উনার মতো একজনের দরকার ছিলো। কিন্তু নির্মম পরিহাসই বটে, তিনিই চলে গেলেন।

দেশের ক্ষমতার ধারাটাই এমন, সব সময় কাজের যোগ্য লোককে পাবেন না। থাক সে কথা !

মায়ার রাজ্যে নিরাপদ থাকুন, ভালো থাকুন :)

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:১৩

খায়রুল আহসান বলেছেন: আহমেদ জী এস এবং শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) এর মন্তব্য দুটো ভাল লেগেছে।

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.