নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে অনলাইনে কেনাকাটা এবং প্রতারণাঃ কেস স্টাডি -১

৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৩৯


কেস -১
মোতালেব সাহেব অনলাইনে একটি ঘড়ি অর্ডার করলেন। ধরা যাক, স্টোরটির নাম দেশী-ঘড়ি। সেখানে Casio এর একটি ঘড়ি, যার দাম ৫০০০ টাকা। তিনি কার্ডে পেমেন্ট করলেন। ৭ দিন পর পার্সেল চলে এলো। কিন্তু সেটা অন্য ঘড়ি। কাস্টমার কেয়ারে ফোন দিলে বলে, রিটার্ন করতে। সেটার জন্য আবারো দৌড়ঝাপ শুরু। আরো সাতটি দিনের অপেক্ষা।

কেস -২
সম্পূর্ণ নতুন আইফোন ১০, মাত্র ১০০০০ টাকা। এটা দেখেই জহির সাহেব সাইটটিতে যোগাযোগ করলেন। প্রতারকরা বললো, আসল মাল। এখন ডিসকাউন্ট চলছে তাই এত কম দাম। তিনি টাকাটা বিকাশ করলেন। এরপর কেউ আর ফোন ধরে না।

কেস -৩
মিস টিনা, ফেসবুকে একটা পোস্ট দেখে একটি পোশাক অর্ডার করলেন। পেমেন্ট করলেন বিকাশে। বেশ কিছুদিন পরে কুরিয়ার এলো। ভিতরে এক টুকরো পাথর ! । ফেসবুক পেজটি আসমানে চলে গেছে।

কেস -৪
অনলাইনে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নানান ওষুধ। যেগুলোর জন্য ডাক্তারের প্রেসক্রিপশান প্রয়োজন। রানা একপাতা ঘুমের ওষুধ কিনলো। একটা খেয়েই চিরঘুমে তলিয়ে গেল সে।

কেস - ৫
অফার অফার অফার ! ৬৭ % মূল্য ছাড়ে টি ভ্যালি থেকে আসল চা অর্ডার করলেন তমাল সাহেব। চা আসতে আসতে কয়েক মাস লেগে গেল। কাস্টমার কেয়ার বলে, " অনেক অর্ডারের কারনে সমস্যা হচ্ছে স্যার "। এরপর হুট করেই দাম বাড়িয়ে দিলো সাইটটি। অতিরিক্ত টাকার সাথে অতিরিক্ত ধৈর্য এবং সময়ের বিনিময়ে চা পেলেন তমাল সাহেব। অর্ডার ছিলো গ্রিন টি। এলো নরমাল টি। বাংলাদেশে সব সম্ভব !

কেস -৬
অনলাইনে আরডুইনো অর্ডার করলো পার্থ। চালাতে গিয়ে দেখে, সেটা চলছে না। ফলে সে কাস্টমার কেয়ারের শরণাপন্ন হলো। সেখান থেকে বলা হলো, " আমরা নষ্ট প্রোডাক্টের জন্য দায়ী নই। আমরা ভালো প্রোডাক্টই দিয়েছি। তাই কোনো রিটার্ন হবে না "। দেশের শিক্ষার্থীরা আরেকটি আরডুইনো কেনার টাকা কোথায় পাবে ??


পাঠক, উপরের মতো হাজারো কেস আছে অনলাইনে বাংলাদেশের সাইটগুলোতে। যেখানে গ্রাহক অনেক ক্ষেত্রে লুণ্ঠিত হয়। হাতেগোনা কয়েকটি সাইট আছে যেগুলো ভালো। বাকিগুলো প্রতারিত হওয়ার পরেই চিনবেন।


বাংলাদেশে অনলাইন কেনাকাটা নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন???



চলবে....

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৫

হাবিব বলেছেন: তারপরও আমাদের হুশ হয়না। কিছু মানুষ ডিজিটাল যুগে এসে ডিজিটাল প্রতারণার ফাঁদ পাতছে। দু:খজনক!!!

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০১

আর্কিওপটেরিক্স বলেছেন: হুমম

২| ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৪

নতুন বলেছেন: মানুষ বেঝতে পারছেনা যদি আমাদের দেশী অনলাইন ব্যবসায়ীরা ভ্যাজাল দিয়ে জনগনের সাথে প্রতারনা করে।

তবে খুবই শীগ্রহী আমাজনের মতন কম্পনাী এসে সবাইকে হঠিয়ে দেবে। :(

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০২

আর্কিওপটেরিক্স বলেছেন: সবাই যে ভেজাল দেয়, তা নয় !

এবিষয়ে বিস্তারিত লিখবো..

আমাজনের অপেক্ষা কবে শেষ হবে জানি না ! পেপালই তো এলো না !

৩| ৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৪

নতুন নকিব বলেছেন:



এই ধরণের প্রতারণার ঘটনা এখন হরহামেশা ঘটছে। এগুলো থামাতে রাষ্ট্রীয় পর্যায় থেকে অবশ্যই সঠিক আইনের আলোকে সুনির্দিষ্ট নীতিমালা এবং কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সতর্কতামূলক পোস্টে ধন্যবাদ।

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: নীতিমালা একটা আছে মনে হয় !

আরো বিস্তারিত লিখবো ..

৪| ৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৪০

প্রবাসী পাঠক বলেছেন: অনলাইন কেনাকাটায় খুব সহজেই প্রতারিত হওয়া থেকে বেঁচে যাওয়া যায় এর জন্য দরকার সামান্য একটু বিচক্ষণতা! অনলাইন এ দুইটা মাধ্যমে এখন বাংলাদেশে ব্যবসা হচ্ছে। একটা ফেসবুক পেইজ ভিত্তিক আর একটা ওয়েব সাইট ভিত্তিক। ফেসবুক পেইজ ক্রিয়েট করে ব্যবসা খুব সাধারণ লেভেল এর। জাস্ট একটা পেইজ ওপেন করে বিজ্ঞাপন দিলেই কাজ শেষ। এখানে প্রতারণা করা খুব সহজ। কিন্তু একজন গ্রাহক যদি নিজেই কেনাকাটার ক্ষেত্রে উদাসীন থাকে তাহলে নিজেই প্রতারিত হবার কাজটা এগিয়ে দেন প্রতারকদের হাতের কাছে। প্রতি পেইজেই ট্রান্সপ্যারেন্সি একটা অপশন থাকে। পেইজের এবাউট অপশনে টিম মেম্বার একটা ট্যাব থাকে। কোন পেইজ থেকে কেনার আগে তা চেক করা তো অনেক পরের বিষয় এই বিষয়টা কয় জন জানে তা নিয়েও সন্দিহান। পেইজের পিছনে কারা কারা আছেন, কি তাদের পরিচয় তা যাচাই করে দেখলেই প্রাথমিক ধারণা পাওয়া যায় আপনি প্রতারিত হতে পারেন কিনা।

দ্বিতীয়ত পেমেন্ট এর জন্য বিকাশ খুব জনপ্রিয় অনলাইনে। সেখানেও একটু সচেতন থাকা প্রয়োজন। বিকাশ পার্সোনাল নাম্বারে পে করা কিছুটা রিস্কি। কারণ পার্সোনাল বিকাশ একাউন্টের বিপরীতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই। যে পেইজ বিকাশ মার্চেন্ট একাউন্ট ইউজ করছে তাদের কাছ থেকে প্রতারিত হবার সুযোগ খুবই সামান্য।

তৃতীয়ত, লোভ হচ্ছে অনলাইন এ প্রতারিত হবার অন্যতম একটা কারণ। যেমন আপনি উল্লেখ করেছেন আইফোনের বিষয়ে। একটা আইফোন যতই অফার দেক না কেন দশ হাজারে তা কখনোই সমভব নয়। এখন এই রকম অফারের লোভে আটকে গেলে প্রতারিত হবার চান্স ৯৯ শতাংশ।

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৬

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছেন, আপনি। এগুলোও আমি আমার পরবর্তী পোস্টে সংযুক্ত করবো ।

ফেসবুকে কেনাকাটার ক্ষেত্রে, ভেরিফিকেশন ব্যাজ জাতীয় থাকলে ভালো হতো। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে একটা সেনট্রাল মনিটরিং সিস্টেম থাকলে, প্রতারণার হারটা কমতো !

যাইহোক , এই অসময়ে ভালো থাকুন, সুস্থ থাকুন।

৫| ৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: আমি বুঝি না অনলাইন থেকে কেন কেনাকাটা করতে হবে?
ঢাকা শহরে ঘর থেকে বাইরে পা রাখলেই শপিং মলের অভাব নেই।
সুরভিকেও দেখি অনলাইন থেকে কেনাকাটা করতে। এটা আমার খুব অপছন্দ।

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সবাই তো ঢাকায় থাকে না, রাজীব ভাই ! অনেক পণ্য আছে যেগুলো অনলাইনেই পাওয়া যায়। কিছু কিছু বিদেশ থেকে আনতে হয়। আবার মানুষ ছাড় বা অফারেও মজে যায়।

মতামতের জন্য ধন্যবাদ !

৬| ৩১ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অনলাইন শপিং খুবই ভালো লাগলো।

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার কমেন্টটি মাথার উপর দিয়ে গেল !

৭| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৬

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি অনলাইন শপিং এ এখনো প্রতারণার শিকার হইনি...
নতুন ভাইয়ার কমেন্টে লাইক। আমিও চাই আমাজন দ্রুত বাংলাদেশে কাজ শুরু করুক!

আপনার দিন কেমন যাচ্ছে ভাইয়া? অনেক দিন পর এলাম। :)

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: প্রতারণার শিকার না হলেই ভালো !

দেশে এমাজন কবে আসবে আল্লাহ জানে !

আমার দিন বরাবরের মতোই জোসস যাচ্ছে :)

৮| ৩১ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৮

ভুয়া মফিজ বলেছেন: দুনিয়াটা এখন অসাবধান মানুষের জন্য সুবিধার জায়গা না। অসাবধান হলে অনলাইন বলেন আর অফ লাইন.....সবখানেই ধরা খেতে হবে।

বিশেষকরে বাংলাদেশ এখনও অনলাইন শপিং এর জন্য পুরাপুরি তৈরী হয়ে উঠেনি। সাইবার নিরাপত্তা দেয়ার মতো কোন মানসিকতাও সরকারী লোকজনের মধ্যে নাই। অবশ্য অফলাইনেই কে কারে দেখে!!! :P

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনার কমেন্টটা অনলাইনেই দেখলাম :P

আপনার কথা সত্য !

৯| ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১১

নেওয়াজ আলি বলেছেন: সময়োপযোগী পোষ্ট।

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ !

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমমম

কি আর বলবো ভায়া?
যে দেশে আমার ভোটটাই আমি দিতে পারিনা! রাতের আঁধারে চুরি হয়ে যায়
সেখানে অন্য সাধারন নৈতিকতার আশাও ফিকে হয়ে যায়!

মিনিমাম নৈতিকতা বজায় থাকলে কি অফলাইনে পিয়াজের কেজি ২০০/২৫০ টাকা হতে পারে?

এক অদ্ভুত নৈরাজ্যের দিকে ধাবমান স্ব-দেশ!!
শেষ কোথায়?

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৫

আর্কিওপটেরিক্স বলেছেন: অনলাইনে এসে অফলাইনের কথা বলে গেলেন ;)

অফলাইন, অফই থাক। সামনে আরো কত কি চুরি হবে !

১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৪

অরন্যে রোদন - ২ বলেছেন: আমি প্রতিবার ই প্রতারিত হয়েছি । তবে সেগুলো খুবই সামান্য কটা টাকার ব্যাপার ছিল। এখন আর অনলাইনে কেনাকাটা করিনা। বাস্তবে পন্য দেখে যাচাই করে দামাদামী করে কেনাটাই আমার মতে বুদ্ধিমানের কাজ (অন্তত আমাদের দেশের প্রেক্ষিতে, উন্নত দেশের কথা আলাদা)।

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি আপনার অভিজ্ঞতা নিয়ে এখানে লিখুন !

আমিও এ বিষয়ে আরো লিখবো !

১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪২

মোস্তফা সোহেল বলেছেন: আমি মনে করি বেশী দামি জিনিস অনলাইনে কেনাকাটা না করাই ভাল।
অনলাইন ব্যাবসার দিকে সরকারেরও নজর দিতে হবে।অনেক সাধারন মানুষ আছেন যারা না বুঝেই প্রতারিত হচ্ছেন।
আমাদের বর্তমান পুরোদেশটাই তো একটা প্রতারনার ফাঁদ!

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ ভাই !

তবে অনেক পণ্যই শুধু অনলাইনেই পাওয়া যায়। সেগুলোর জন্য আপনাকে অনলাইনে কেনাকাটা করতেই হবে !

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৪

সেতু আমিন বলেছেন: দারাজ থেকে কয়েকবার প্রোডাক্ট এনেছি, শুধু পাওয়ার ব্যাংক ৪/৫ মাসের বেশি চলেনি। চাইনিজ প্রোডাক্ট ছিল। এরপর থেকে খুব কমই প্রোডাক্ট অনলাইনে অর্ডার করি। লোকাল মার্কেট থেকে কিনে নেই।

০৪ ঠা এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি আপনার অভিজ্ঞতা নিয়ে এখানে লিখুন না !

আমিও লিখবো.. এসব নিয়ে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.