নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

হাতের প্যাঁচ

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:১২


স্মৃতি...

বহুদিন হয়ে গেছে। ধুলার চাদরে মোড়া আসবাবপত্রের মতো স্মৃতির দেহেও ধূলিকণার অবাধ বিচরণ। স্মৃতির পাতার রংগুলো বেসুরে গানের মতোই রংহীন। রংহীন চারপাশ, রংহীন জানালার ধারের ইউক্যালিপটাসের ঝাঁক। ঠুলির মতোই কোনো কিছু চোখে দিয়ে আছি আমি, অদৃশ্য অলঙ্ঘনীয় সে চশমা। চশমাটি বর্তমানের।


ওগো সুর.....

কতকাল আগে শোনা তবুও মনের গহীনে তার রিনঝিন ধ্বনি পদদলিত করছে আমার সমস্ত চেতনাকে। আমি কি বেঁচে আছি ?


লন্ঠন

তার হাতে এক নতুন আলোক উৎসের সন্ধান পেলাম। যার নেই কোনো দ্বীপ্তি কিন্তু আলোর দিশারি হয়ে ছুটে চলেছে অনন্তকাল। এ ছোটার শেষ নেই !


করোনা

সমগ্র বিশ্ব আজ ক্লান্ত বিপর্যস্ত করোনার ছায়ায়। জীবনের ছক বদলে গেছে। রাস্তার পাশের মৃতপ্রায় গাছটি যেন স্বমহিমায় উজ্জ্বল। কার্বনের পরিমাণ কমছে পৃথিবী নামক গোলকের খোলসে। মানুষই দানব মানুষই ঋষি।


হুংকার

বনবিবির বনে হলুদ রাজার বাস।
সমগ্র বনের তিনি ত্রাস।
খেয়ে ফেলেন হরিণ, মানুষ
সারাবছর, বারো মাস।

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: মানুষ খুব শক্তিশালী।
সব কিছুতেই মানুষের জয় হবে।

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১০:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: হুমমম

২| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনি কোথায়?

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১০:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: দেশে

৩| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১০:২১

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,





অনুপস্থিতির চাদর সরিয়ে বর্তমানের চশমাটি নাকের ডগায় এঁটে হাজির হলেন স্মৃতি কাতরতার সুর তুলে।
বিশ্ব যেখানে বিপর্যস্ত সেখানে এমন আবির্ভাব লন্ঠনের আলোর মতোই ছড়িয়ে গেলো মনে হয়।
এমন মধুর হুংকার নিয়ে থাকুন সারাবছর, বারোমাস...............

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১০:৫৫

আর্কিওপটেরিক্স বলেছেন: ছিলাম, তবে এবার উড়ে এলাম সামুর আকাশে .....

কলমের হুংকার চলছে, চলবে...

মানবজাতির এই চরম বিপদে দরকার বিজ্ঞানের লন্ঠন ..

কে জানে কখন চমকে উঠবে চকমকি পাথর ! প্রতিষেধক এসে যাবে।


এক মন্তব্যের ভিতরে পুরো লেখার সারমর্ম তুলে ধরায় আপনাকে অসংখ্য ধন্যবাদ :)

৪| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১০:২১

নেওয়াজ আলি বলেছেন: জয় হবেই মানবতার l

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১০:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: এটাই কাম্য !

জীবনের কলতান মুখরিত হবে আবার !

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১২:০০

নীল আকাশ বলেছেন: দেশে কতদিন থাকবেন? অনেকদিন পরে আপনাকে পেলাম ব্লগে!

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১২:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: কতদিন থাকবো তার কোনো ঠিক নেই !

আমি ব্লগে আসতাম, কিন্তু তেমন পোস্ট করিনি। তাই আপনার মনে হলো অনেক দিন পরে দেখলেন।

ভালো থাকুন, সুস্থ থাকুন :)

৬| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ২:১১

সোহানী বলেছেন: সংজ্ঞা দিলা নাকি ছড়া দিলা, বোজার চেস্টা করছি। কিন্তু ভালো লাগলো...........

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ২:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: বুঝে নাও ;)

৭| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ২:১৬

অন্তরন্তর বলেছেন: বেশ সুন্দর করে গুছিয়ে লিখেছেন। বর্তমান করোনা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে এবং বিজ্ঞান অবশ্যই এর প্রতিকার আবিস্কার করবে। পৃথিবীর মৃত্যু মিছিল দেখে মনে প্রানে চাই আজকেই এটার প্রতিষেধক আবিষ্কার হউক। আর মৃত্যু দেখতে ভাল লাগছে না। আল্লাহ পৃথিবীর সকলকে হেফাজত করুন। শুভ কামনা।

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ২:১৭

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর মতামতের জন্য ধন্যবাদ :)

ভালো থাকুন :)

৮| ০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: নতুন কি বই পড়ছেন??

০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: কার্ল সেগানের Cosmos
জুল ভার্ণ রচনাসমগ্র
আগাথা ক্রিস্টির And then there were none.

আমার পড়া বইগুলো নিয়ে একটা পোস্ট খুব শ্রিঘই করবো :)

৯| ০৪ ঠা এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৯

মুক্তা নীল বলেছেন:
পঞ্চপ্যাচের ভাবনাগুলো ভিন্ন অর্থবহন ভালো লাগছে,
এবার অনেকদিন পর পোস্ট দিলেন।

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ আপু :)

আসলে ব্লগেই ছিলাম, বাট পোস্ট করতেসিলাম না।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০২০ বিকাল ৪:০৪

মা.হাসান বলেছেন: ব্লগে আপনাকেই দেখি বাংলা ইংরেজি সহ অনেক ভাষা ব্যবহার করতে। কিন্তু এই পোস্ট কি ভাষায় লিখছেন বুঝতে পারলাম না। এর চাইতেc++ এ লিখতেন , সহজে বুঝতে পারতাম। X(

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ইহা সাধু ভাষায় লেখা স্বর্গীয় বাণী ;)

১১| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ১০:৪৬

শের শায়রী বলেছেন: ঠিক বুজি নাই :(

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: হাতের পাঁচ - শেষ সম্বল
পাঁচটি লেখা আছে।
প্যাঁচ - কৌশল বা উপশম

এবার বুঝিয়া নিন, বনবিবির রাজা ;)

১২| ০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: করোনা কবিতায় মানুষের দ্বৈত ভূমিকা যথার্থ। কিন্তু মনে রাখবেন লকডাউনের কারণে পৃথিবীর বাতাস প্রকৃতি বিশোধন হচ্ছে প্রতিনিয়ত।

০৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: মানুষের সব ধরনের ভূমিকারই দরকার রয়েছে। তবে সেটা সিচুয়েশনে ভেদে।

সত্যি পৃথিবীর বাতাস এখন শোধিত হচ্ছে! যেটা আমাদের জন্য মঙ্গলকর !

ভালো থাকুন প্রিয় কবি !

১৩| ০৬ ই এপ্রিল, ২০২০ রাত ২:০১

জেন রসি বলেছেন: বর্তমানের চশমা দিয়ে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই দেখে ফেললেন। কিংবা স্মৃতি, আশা এবং আশঙ্কা।

০৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: আপনি বিচক্ষণ পাঠক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.