![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা খুব সহজেই গুগল ট্রান্সলেটের মাধ্যমে যেকোনো ভাষা অনুবাদ করতে পারি। বাংলাও এর ব্যতিক্রম নয়। কিন্তু আমাদের মাতৃভাষার অনুবাদগুলো এখনো সম্পূর্ণ সঠিক নয়। করোনার এই সময়টুকুতে অনুবাদগুলো সঠিক, নির্ভুল করতে আপনিও অবদান রাখতে পারেন। গুগল ট্রান্সলেট কমিউনিটির মাধ্যমে। এজন্য দরকার শুধু একটু সময় এবং সদিচ্ছার। কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার নেই, শুধু বাংলা ভাষার জন্য কিছু করার মানসিকতাই যথেষ্ট !
প্রথমেই চলে যাই,
https://translate.google.com/community
Get Started এ ক্লিক করুন। কোনো গুগল একাউন্টে লগইন না করা থাকলে এমনটা দেখতে পাবেনঃ
লগইন করুন।
এরপর,
আপনি যতগুলো ভাষা জানেন সেগুলো সিলেক্ট করুন। SAVE করুন।
এরপর নিচের মতো একটা পেজ আসবেঃ
TRANSLATE এ ক্লিক করুন।
এমনটা আসবেঃ
আমরা ENGLISH লেখা বক্সে বাংলা বাক্যটির সঠিক বা কাছাকাছি ইংরেজি অনুবাদটি লিখবো। তারপর SUBMIT এ ক্লিক করবো। কোনো বাক্য না পারলে SKIP করুন।
আর.... কোনো বাক্য আপত্তিকর হলে ডান পাশে পতাকায় ক্লিক করুন।
এমন করেঃ
একইভাবে ইংরেজি থেকে বাংলাতেও ট্রান্সলেট করতে পারবেন।
ট্রান্সলেশনের সংখ্যা এবং মানের উপর নানান পয়েন্ট, ব্যাজ ইত্যাদি আছে। এখানে অন্য কারো অনুবাদ যাচাইও করতে পারবেন।
বাংলা ভাষার জন্য সরাসরি কাজ করতে পারার চেয়ে উত্তম কোনোকিছু হতে পারে না।
Help us improve the Google Translate Tool
Happy Translating !!
১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২১
আর্কিওপটেরিক্স বলেছেন: ওমা ! এ যে কচিকাঁচার মেলা
ভালো করে শিখে নাও বাবু
আপনাকেও ধন্যবাদ ভায়া
২| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৫৫
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২১
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ
৩| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০২
জাহিদ অনিক বলেছেন: ম্যাকের ইন্টারফেস সুন্দর
দেখলেই আদর করতে ইচ্ছে করে
১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২২
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দরীদের সবাই আদর করতে চায়
৪| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ একটি পোস্ট।
১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২২
আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ
৫| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:২৪
ব্লগার_প্রান্ত বলেছেন: ওয়াও +
আপনি এতদিন কই ছিলেন ভাই? আশা করি ভালো আছেন।
১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো আছি।
ছিলাম কোথাও .. ডার্কওয়েবে
৬| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪০
ক্ষুদ্র খাদেম বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও
দারুন মানে দারুন
একেবারে জলবৎ তরলং করে দিলেন আমাদের মতো কাঁচাদের জন্য
অনেক অনেক ধন্যবাদ
আমার কথাগুলো বিদ্রোহী সাহেব বলে ফেলেছেন, তাই, আমি আবার কপি করে নিলাম অনেক অনেক ধইন্যবাদ
১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৬
আর্কিওপটেরিক্স বলেছেন: লেখক বলেছেন: ওমা ! এ যে কচিকাঁচার মেলা
ভালো করে শিখে নাও বাবু
আপনাকেও ধন্যবাদ ভায়া :
আমার কথাগুলো আর্কিওপটেরিক্স বলে ফেলেছেন তাই আবার ফুলকপি থুড়ি কপি করে নিলাম
আপনাকেও ধন্যবাদ
৭| ১০ ই এপ্রিল, ২০২০ রাত ১১:২০
সোহানী বলেছেন: চমৎকার ++++! সেইভ করলাম, নিজে এবং বাচ্চাদেরকে এ কাজে লাগাবো।
ভৃগু মন্তব্যে +
১০ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৩
আর্কিওপটেরিক্স বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু
আপাততঃ ছোট বাচ্চাদের এটা শেখানোর দরকার নেই। অনেক আপত্তিকর এবং বাজে শব্দ সংবলিত বাক্যও আসতে পারে। এটা কমানোর জন্য গুগল কাজ করছে।
এক্ষেত্রে আমরাও কাজ করতে পারি। অফেন্সিভ বাক্যগুলোকে রিপোর্ট করার মাধ্যমে কাজটি করা যায়।
৮| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ১:০৯
নেওয়াজ আলি বলেছেন: Good post
১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৭
আর্কিওপটেরিক্স বলেছেন: Thanks
৯| ১১ ই এপ্রিল, ২০২০ রাত ২:০৫
কথার ফুলঝুরি! বলেছেন:
ডান ।
ভালো জিনিস । মজা পেয়েছি । গেইম এর মত নাম্বার পাওয়া যায় ।
১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৮
আর্কিওপটেরিক্স বলেছেন: অনেক অনেক বছর পরে দেখলাম তোমায়, আপু. .. কেমন আছো ?
এতদিন কোথায় ছিলে ???
এই গেইমের মতো কাজ করেই বাংলা অনুবাদকে আমরা সমৃদ্ধ করতে পারছি
১০| ১২ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪৭
ডঃ এম এ আলী বলেছেন:
একটি গুরুত্বপুর্ণ উপকারী পোষ্ট । সরাসরি প্রিয়তে ।
অনেক অনেক শুভেচ্ছা রইল ।
১৩ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:২৯
আর্কিওপটেরিক্স বলেছেন: অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয়
ভালো থাকুন ।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০২০ রাত ৮:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও
জন্য


দারুন মানে দারুন
একেবারে জলবৎ তরলং করে দিলেন আমাদের মতো কাঁচাদের
অনেক অনেক ধন্যবাদ।
যাই একাউন্টা করেই ফেলি
দায় শোধের দায় আছে না