নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

rm -rf /

আর্কিওপটেরিক্স

Cyber Security

আর্কিওপটেরিক্স › বিস্তারিত পোস্টঃ

গেটসনোটসঃ বিল গেটসের ব্যক্তিগত ব্লগ রিভিউ

১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৫


বিল গেটসকে কে না চেনে ! মাইক্রোসফট কর্পোরেশনের সহপ্রতিষ্ঠাতা এই ধনকুবের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় সবসময়ই শীর্ষস্থান ধরে রেখেছেন। তাঁর ব্যক্তিগত ব্লগটি নিয়েই আমার আজকের লেখা। এককথায় চমৎকার তাঁর ব্লগ। সমসাময়িক বিষয় নিয়ে তিনি তো লেখেনই, কিন্তু আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লাগে তাঁর বুক রিভিউগুলো। লাজওয়াব বলা যায়। এত্ত এত্ত বই পড়েন তিনি !

তো চলুন তাঁর ব্লগ রাজ্যে ঢুকে পড়া যাক !

ব্লগ রাজ্যের দরজাঃ https://www.gatesnotes.com/

ঢুকলেই দেখতে পাবেন এই পোস্টের প্রথম ছবিটি। একজন লোক দাড়িয়ে আছে এবং তার এক কোণে কিছু লেখা। বাড়িতে থাকার কথা বলা হচ্ছে সেখানে। ডানপাশে 3 Steps এবং আমাদের লিডাররা কি কি করতে পারেন এমন একটা শিরোনামে একটি পোস্ট !

এরপর, স্ক্রোলিং করতে থাকি। একে একে দেখবোঃ




সেকশানের অভাব নেই তাঁর ব্লগে !!

এবার ঢুকে পড়ি বইয়ের রাজ্যে। মানে, বুক রিভিউের সমুদ্রে আরকি !




গেটস যে প্রতিদিনই তাঁর ব্লগে লেখেন এমনটা নয় ! তবুও আমি প্রায়ই তাঁর ব্লগ হতে ঘুরে আসি। বইয়ের রিভিউটা আমার সবচেয়ে বেশি কাজে লাগে। আজকে ঘুরতে ঘুরতেই এই পোস্টটা লেখার কথা মাথায় এলো । তাই চটপট লিখে ফেললাম !

Login আর Sign Up টা কি নিজেই দেখে নিন ;)

সব শেষে, বিল গেটসের CV :P https://www.gatesnotes.com/Bio


মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:


বিল গেইটস'এর রেজুমে ভালোই, দরখাস্ত করলে এখনো ইন্টারভিউতে ডাকবে অনেকেই।

১৪ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: হুমম।

২| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


আপনি বলছেন যে, আপনি দেশে; কাজ করছেন না?

১৪ ই এপ্রিল, ২০২০ ভোর ৬:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: হ্যাঁ আমি দেশে । সব সময় কাজ করতে নেই !

৩| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২১

আহমেদ জী এস বলেছেন: আর্কিওপটেরিক্স,





চমৎকার শেয়ার।
একেই বলে - 'ব্লগ".................

১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ :)

৪| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৪

রাজীব নুর বলেছেন: সেদিন কোথায় যেন পড়লাম- ২০০ কোটি টাকা শুধু বিল গেটসের নিরাপত্তার জন্য ব্যয় হয়। বিষয়টা আমার বিশ্বাস হয় নি।

১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: তাই নাকি !

৫| ১৩ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

জাহিদ অনিক বলেছেন: এতদিন ওনার বুক রিভিউগুলা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পেতাম। এখন থেকে তার নিজের ব্লগেও পাওয়া যাবে। ভালো শেয়ার।

এত বড় একটা সাইট উনি নিজে মেইনটেন করেন? 8-|

১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: অবশ্যই মূল সোর্স থেকে সবকিছু পড়া উচিত। যেখানে এই রিভিউগুলো পড়েছেন সেখানে কোনো কিছু লেখা ছিলো না ?

উনি বিশ্বের সেরা প্রোগ্রামারদের একজন। সো মেইনটেইন করা কোনো ব্যাপারই না !

৬| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:০৭

ক্ষুদ্র খাদেম বলেছেন: দারুণ লাগলো :)

জাহিদ অনিক বলেছেন: এত বড় একটা সাইট উনি নিজে মেইনটেন করেন? :|

আমারও একই প্রশ্ন??

১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য !

আপনার প্রশ্নের উত্তরঃ
উনি বিশ্বের সেরা প্রোগ্রামারদের একজন। সো মেইনটেইন করা কোনো ব্যাপারই না !

৭| ১৩ ই এপ্রিল, ২০২০ রাত ৮:২৬

বিজন রয় বলেছেন: মাথায় আসে না।

১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আমারও ;)

৮| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৪৯

আমি তুমি আমরা বলেছেন: বিল গেটসের ব্লগ থেকে ঘুরে এলাম। কিন্তু তার ব্লগে আমরা সাইন আপ করে কি করব-বুঝতে পারলাম না।

১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: এটা নিউজলেটার টাইপ বলতে পারেন ! সাইন আপ করলেই বুঝবেন ;)

৯| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৫৫

শের শায়রী বলেছেন: বড় মানুষের বড় ব্যাপার, দূর থিক্কাই চাঁদ ভালো লাগে, কাছে গ্যালে এবড়ো থেবড়ো মাটি :P

১৪ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: একদম ঠিক। দূর থেকে দেখতে হুরপরীর লাহান, চুম্মা দিতে গেলে আটা :P

১০| ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

ইমরান নিলয় বলেছেন: ট্যালেন্ট লোক। বইয়ের লিস্ট দেখলেই বোঝা যায়। বাঙালি চিনলো শুধু তার টাকাটাই।

১৬ ই এপ্রিল, ২০২০ রাত ২:৫৭

আর্কিওপটেরিক্স বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.