![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
দেশের মানুষকে সৌদি না পাঠায়ে এই সন্ত্রাসের দিনে পুলিশে মানুষ নেয়ার দরকার; শেখ হাসিনার সরকারের দরকার একদিনে ২ লাখ পুলিশ ও ১ লাখ আনসার সংগ্রহ করা; এতে মানুষের সিকিউরিটি বাড়বে, মানুষের চাকুরী হবে; পাকী আফগানী বোমাবাজেরা দেশ ছেড়ে তাদের নিজ দেশে পালাবে।
খালেদা জিয়া যেই মাত্র 'অবরোধ' শব্দটা উচ্চারণ করলো, অমনি খইয়ের মত পেট্রোল বোমা ফুটতে শরু করেছে; ৩১ দিন বাংলাদেশ দখল করে রেখেছে সন্ত্রাসীরা: মেহনতী মানুষ কাজে যেতে পুড়ে মরছে, কাজ থেকে ফিরতে পুড়ে কয়লা হচ্ছে; সরকারের পক্ষ থেকে ক্ষীণবল নাসিম, মায়া, হাছান মাহমুদ, সুরনজিত, টুকু, পুকু ঘরে বসে আবোল তাবোল বকছে, মানুষ পুড়েই চলছে; ৫৬ হাজার বর্গমাইলের জন্য ৮০ হাজার পুলিশ কিছুই না।
গতকাল এইচটি ইমাম সবাইকে সন্ত্রাসের বিপক্ষে যুদ্ধে যেতে বলেছে; উহার ডাকে নেড়ী কুকুরও মাথা তুলে তাকাবে না, পেট্রোল বোমা থামানোর জন্য দরকার বড় লাঠি হাতে পুলিশ আর আনসার।
অবরোধের সময় 'রিজার্ভে' টাকা জমানোর দরকার নেই, মানুষের টাকায় মানুষকে রক্ষা করা হোক। রাস্তাঘাট, যানবাহন, শিল্প , ব্যবসা বাণিজ্য এলাকা সন্ত্রাসীমুক্ত রাখার জন্য বড় লাঠির দরকার।
যারা বোমা মারছে, এরা সবাই পাকিস্তান, আফগানিস্তান থেকে ট্রেনিং নিয়ে এসেছে, দেশে এদের ট্রেনিং দিচ্ছে পাকী রাজাকারদের সন্ত্রাসীরা; এদের সংখ্যা বিরাট। এখুনি শক্তি দরকার।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০১
চাঁদগাজী বলেছেন:
ওটা কিছুই না, ফালু, তারেক, কর্ণেল ফারুক, কোকো, শামীম ইসকান্দাররা ঐ রকম টাকা ঘরে রাখে।
জাতির দরকার বড় লাঠি, জাতির টাকার অভাব নেই; চাকুরী হবে; সন্ত্রাসীরা আফগানিস্তান চলে যাবে।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনির্বাচিত স্বৈরাচার এক বছর এক মাসের বেশী সময় ধরে দেশকে দখল করে আছে!
এ ব্যাপারে কিসু বলুন!
হাম্বাফোবিয়া একটা ভাইরাস! দেশের জন্য ক্ষতিকর! খালি হাম্বা ছাড়া সত্য কিছূ চোখে পড়ে না!!!????
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১২
চাঁদগাজী বলেছেন:
বোমা আর সন্ত্রাস ঠেকানোর জন্য নির্বাচিত হওয়ার দরকার নেই। কালকে মিলিটারী যখন আসবে, ভোট নিয়ে আসবে না, লাঠি নিয়ে আসবে।
খালেদা জিয়া ৩১ বছর অপরাজনীতি করছে, শেখ হাসিনা ৩৪ বছর অপরাজনীতি করছে।
খালেদা জিয়া বাংলাদেশের রাজাকার ও উলফার মা; শেখ হাসিনা বাংগালী পেশীম্যানদের মা; বাংগালী ডাকাতরা রাজাকার ও আফগানী তালেবান বোমাবাজদের থেকে কম সন্ত্রাসী, তাদের সরানো যাবে।
রাজাকারেরা সিভিল ওয়ার শুরু করেছে; হাসিনা ব্যতিত কেহ এদের থামাতে পারবে না।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮
মতিউর রহমান মিঠু বলেছেন: 'শেখ হাসিনা ৩৪ বছর অপরাজনীতি করছে।'' বললেন আবার বললেন ''হাসিনা ব্যতিত কেহ এদের থামাতে পারবে না'' কেমনে কিি??
বেয়াই রাজাকারের ব্যাপাারটা কিছু বলেন।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৪
চাঁদগাজী বলেছেন:
উনার রাজাকার বেয়াই বোমা মারছে না, বলে আমার ধারণা।
শেখ হাসিনা ৩৪ বছর আওয়ামী লীগের প্রেসিডেন্ট থাকা মানে অপরাজনীতি; কিন্তু তা সন্ত্রাস নয়।
সন্ত্র্রাস থামাতে হলে উনিই পারবেন, বাকীরা ফেল করবে।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৩
মতিউর রহমান মিঠু বলেছেন: আচ্ছা, বোমা মারছেনা বলে 'রাজাকার' ''মুক্তিযোদ্ধায়'' রূপান্তরিত হইছে তাইনা? ভাল খুব ভাল থিওরি!!
সন্ত্রাসের জননী ''হাসিনা'' আর মাসিমা ''খালেদা... কোন একজন তুলসী পাতা নয়। যদি পারেন সত্য বলেন, দালালী করছেন কেন জনাব?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫২
ঢাকাবাসী বলেছেন: দু লাখ পুলি.. আর এক লাখ আনসা.. ভর্তি করাতে পারলে কমিশন আসবে তিনলাখ * এক লাখ = ৩০০০০০০০০০০ টাকা! তিন হাজার কোটি টাকা! খাইসে!