![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
পাকিস্তানের বেলুচিস্তানে ও সীমান্ত প্রদেশে মানুষ খেতে পায় না, আফিমের পাতা চিবায়; বেলুচিস্তানে মানুষ এখনো পানির অভাবে গোসল করতে পারে না; কিন্তু পাকীরা বাংলাদেশের ক্ষতি করতে ও আফগানিস্তানে তালেবান পুষতে ১০/১৫ বিলিয়ন ডলার খরচ করে; এই টাকা কিভাবে তারা সংগ্রহ করে? এই টাকার সিংগভাগ আসে জাল টাকা, মাদক ব্যবসা, ও অস্ত্র ব্যবসা থেকে।
পাকিস্তানের ১৮ কোটী মানুষের ভেতর কোনটা ভালো মানুষ, আমি তার নাম জানতে চাই।
তারা ঢাকায় যাদের দুতাবাসে চাকুরী দিয়ে পাঠায়, এগুলো আইএসআই এর এজেন্ট ও দাউদ ইব্রাহিমের রিক্রুট; এরা জাল টাকা আনে, মাদকের রুট ও বাজার হিসেবে বাংলাদেশকে ব্যবহার করে; অস্ত্রের চালানী এনে রোহিংগাদের ও রাজাকারদের হাতে তুলে দেয়।
এরা বাংলাদেশ থেকে মানুষ পাঠায় পাকিস্তান, আফগানিস্তান ও আরবদেশ সমুহে; তাদের সন্ত্রাসী ট্রেনিং দেয়।
এদের সাথে আমাদের কোন ব্যবসা নেই, কোন কালচারেল কর্মসুচি নেই; কি কারণে এদের ঢাকায় রাখা হয়েছে। আমাদের দুতাবাস ইসলামাবাদে কি কাজ করছে, বসে বসে টাকা গুনছে?
ইসলামাবাদ থেকে আমাদের দুতাবাস গুটোয়ে, পাকীদের দুতাবাস বন্ধ করা হোক; দেশ ভরে যাচ্ছে জাল টাকা, মাদক ও অস্ত্রে।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩
চাঁদগাজী বলেছেন:
জেনে শুনে দুস্ট পাকি ও চোরাকারবারী পুষছে সরকার ঢাকায়।
পাকী দুতাবাসে যাদের চাকুরী দিয়ে পাঠায়, এগুলো ভালো লোক নয়।
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
জুলহাস খান বলেছেন: একজন দিয়ে পুরো জাতিকে মৃল্যায়ন করা যায় না। যেমনিভাবে একা হাসিনাকে দিয়ে পুরো বাংলাদেশীদের মুল্যায়ন যায় না। তেমনি ভাবে পাকিদের এক বদমাইস দিয়েও পুরো পাকিস্তান জনগনের মুল্যায়ন হয় না। ভূল থেকেই যায়।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
চাঁদগাজী বলেছেন:
যেটাকে ফেরত পাঠানো হয়েছে, উনি নিজের ব্যবসা করতে এদেশে এসেছিলেন বলে আমি মনে করি না।
ফলে, উনি একা নন, উনি পাকিস্তান। উনাকে ধরতে পারায়, উনাকে একা মনে করা ঠিক হবে না।
বাংগালী পুলিশ ধরার আগে, সেই পাকী কি কাজ করে দুতাবাসের সবাই জানতো।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০১
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার কর্মকান্ড থেকে, খালেদা জিয়ার কর্মকান্ড থেকে ৯০ ভাগ বাংগালীকে বুঝা সম্ভব, ও বাংলাদেশকে ১০০ ভাগ বুঝা সম্ভব।
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৪
জুলহাস খান বলেছেন: না সম্ভব না। বাংলাদেশীরা ক্ষমতা পাগল নয়। তারা ক্ষমতা পাগল।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৭
চাঁদগাজী বলেছেন:
আমরিকায় ও ইউরোপে ঠকবাজদের লিস্টে পাকীরা ১ নং স্হানে।
আমাদের মতো দরিদ্র দেশে পাকীরা কি করে বসে বসে?
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১০
জুলহাস খান বলেছেন: হাসিনারা কত নম্বারে দেখেছেন কি???
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৪
চাঁদগাজী বলেছেন:
না দেখিনি, কত নম্বরে?
আমি জানি তিনি ৩৪ বছর আওয়ামী লীগের সভাপতি, যা জাতির জন্য ক্ষতিকর।
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪১
ঢাকাবাসী বলেছেন: মজার!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
ঢাকায় বাকী আছে সোমালিয়ানদের দুতাবাস খোলা।
কি কারনে ঢাকায় দুস্টদের আসতে দেয়া? আমাদের নিজের দুস্টদের বোমায় টিকা মুশকিল।
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৮
হাসান কালবৈশাখী বলেছেন:
আমরিকায় ও ইউরোপে ঠকবাজদের লিস্টে পাকীরা ১ নং স্হানে
জেনে শুনে দুতাবাসের নামে দুস্ট পাকি ও চোরাকারবারী পুষছে সরকার ঢাকায়।
যথার্থ লিখছেন!
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৮
চাঁদগাজী বলেছেন:
যাক, সঠিক লিখেছি শুনে আত্ম বিশ্বাস বাড়লো; পাকীদের দৌড়াবো, মনে করায়ে দেবো ১৯৭১ এর ১৬ই ডিসেম্বরের কথা।
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৬
এ কে এম রেজাউল করিম বলেছেন:
হাসান কালবৈশাখী বলেছেন:
আমরিকায় ও ইউরোপে ঠকবাজদের লিস্টে পাকীরা ১ নং স্হানে
জেনে শুনে দুতাবাসের নামে দুস্ট পাকি ও চোরাকারবারী পুষছে সরকার ঢাকায়।
যথার্থ লিখছেন!
সহমত!!!
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৫৯
চাঁদগাজী বলেছেন:
আসলে, আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিলেন আপনারা ২ জনে।
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৬
৭ ১ নিশান বলেছেন: আমরা যে হারে পাকি পাকি করে গালে মুখে ফেনা তুলে ফেলছি খোজ নিয়ে দেখেনতো পাকিস্তানে বাংলাদেশ নিয়ে এত আলোচনা হয় কিনা । পাগল ছাগল সব
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
পাকীরা জানে না যে, ওদের সরকার কি করে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
শাহরিয়ার খান রোজেন বলেছেন: দুঃখজনক।