![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বিএনপি'র সভাপতি হিসেবে খালেদা জিয়া ৩১ বছর আছেন; তিনি দলকে ক্রমেই মৌলবাদের দিকে নিয়ে গেছেন; একই সময়ে মৌলবাদ বিএনপি'কে দখল করে নিয়েছে। মুসলিম বিশ্বে মৌলবাদীরা সন্ত্রাসে জড়িয়ে পড়েছে; এবং বাংলাদেশে তারা সন্ত্রাস আমদানী করেছে।
খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া দেশী বিদেশী সন্ত্রসের সাথে পুরোপুরি জড়িত; ২০০১ সাল থেকে ২০০৬ অবধি তারেক জিয়া ভয়ংকর দুর্নীতি ও সন্ত্রাসের সাথে জড়িত ছিল।
বিএনপি'কে ব্যবহার করে ও মৌলবাদের সন্ত্রাসকে কাজে লাগিয়ে খালেদা জিয়া 'অবরোধ' নাম দিয়ে ক্ষমতা দখলের পঁয়তারা করছেন; দেশের বর্তমান সন্ত্রাস তাঁর সৃস্টি; বিএনপি এতে ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে; সাথে দেশ ও পুরো জাতি বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিএনপি অকারণে এই শিক্ষাদীক্ষাহীন মহিলাকে পার্টি প্রধান হিসেবে ধরে রেখেছে; বিএনপি'র সিনিয়র নেতারা এ ধরণের ভুলের মাঝে আর থাকা উচিত হবে না। তাদের উচিত হবে, এই মহিলাকে অবসরে পাঠিয়ে দিয়ে, বিএনপি'কে পুনর্গঠিত করে সুস্হ রাজনীতিতে ফিরে আসা; এতে বিএনপি ও জাতি উপকৃত হবে, বিএনপি মৌলবাদ মুক্ত হয়ে আধুনিক রাজনৈতিক দল হিসেবে ভুমিকা রাখতে পারবে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬
চাঁদগাজী বলেছেন:
শিক্ষাদীক্ষাহীন এই মহিলাকে নিয়ে ৩১ বছর বিএনপি জাতির জন্য ভালো কিছু করতে পারেনি; এখন উনার কারণে সন্ত্রাসীরা জাতিকে গ্রাস করছে।
বিএনপি'কে মুক্ত হতে হবে।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫২
রঙতুলি বলেছেন: আহারে আপনের মত শুভ চিন্তা কারি খোদ বি এন পি তে ও একটাও নাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০১
চাঁদগাজী বলেছেন:
একজন আছেন, ড: মইন খান; উনি সাহস করে এ কাজটা করলে মানুষ উপকৃত হবে।
নিশ্চয় ফালু মালু গালু ভাইয়েরা আমার মতো শুভ চিন্তা করতে াপরবে না।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪০
ইমরান আশফাক বলেছেন: এই কথাটি আমি ৫ বৎসর আগে থেকেই বলছি। আওয়ামী লিগে হাসিনার পর হাল ধরার লোক আছে কিন্তু বিএনপিতে আছে কিনা সন্দেহ। তবে খালেদার নূন্যতম যোগ্যতা নেই সেটা নিশ্চিত।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৫৪
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'তে হাল ধরার লোক ড: মইন খান।
বিএনপি ও আওয়ামী লীগে রাজনীতিবিদ নেই।
শেখ হাসিনার উচিত প্রধামন্ত্রীত্ব থেকে সরে যাওয়া।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৯
ইমরান আশফাক বলেছেন: ড: মইন খান একজন সৎ ও বিজ্ঞ ব্যাক্তি সন্দেহ নেই, তবে নেতৃত্ব জিনিসটাই আলাদা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
চাঁদগাজী বলেছেন:
কানা মামা
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৭
নাহিনরানা বলেছেন: সহমত।