নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

খালেদা জিয়াকে বাদ দিয়ে, আওয়ামী-বিএনপি সরকার সম্ভব

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৩

হয়তো একটু দেরীতে হলেও বিএনপি'র কর্মকর্তারা ও আওয়ামী লীগ বুঝতে পারবে যে, দুই দলের মাঝে গরমিল হলো মাঝখানে একটা পরিবার, যাদের অবদান চুরি, দখল ও ষড়যন্ত্র; আসলে কোন রাজনৈতিক মুল্য নেই; সেটা হলো খালেদা জিয়ার পরিবার। বিএনপি খালেদা জিয়ার পেছনে সময় ব্যয় করা মানে সময়ের অপচয় মাত্র। বিএনপি ও আওয়ামী লীগ একই কায়দায় দেশ চালায়, একই তাদের উদ্দেশ্য, তাদের ব্যবসাও একই।



বিএনপি'র সবাই নির্ভর করে খালেদা জিয়ার উপর; এটা মানসিক অবস্হা মাত্র; তারা যদি মনে করে, এই মহিলা একটা বোঝা মাত্র, তখনি তাদের মানসিক মুক্তি আসবে।



ড: মইন খান যদি বিএনপি'কে খালেদা-মুক্ত করে, আওয়ামী লীগের সাথে সমঝোতা করে, সবার জন্য সরকারে যায়গা হবে; সবাই মিলে জমিদারী করতে পারবে; টাকা পয়সার অভাব হবে না।



দুইদলের উপরের কর্মকর্তারা পরস্পরকে জানে; তাদের ব্যবসা বাণিজ্য, কর্মকান্ড একই ধরণের; শুধু খালেদা জিয়া মাঝখানে একটা দেয়ালের মত দাঁড়িয়ে আছে। খালেদা জিয়া না থাকলে, বিএনপি অনেক অপ্রোজনীয় মানুষকে দল থেকে সরায়ে দিয়ে বোঝা কমাতে পারবে।



আওয়ামী লীগ যদি বিএনপি'কে এ ধরণের প্রস্তাব দেয়, বিএনপি'র লোকেরা হয়তো সহজে বুঝতে পারবে যে, তারা অকারণে একটা ভারী পুতুল কাঁধে নিয়ে হাঁটছে। খালেদা জিয়াকে বাদ দিলে অরোধ, হরতাল কিছুর দরকার হবে না; তারা একই মানুষ, শুধু ২ ভাগ হয়ে আছে খালেদা জিয়ার কারণে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১২

♥কবি♥ বলেছেন: হ্যা ভাই রাজনীতি- রাজারা রাজারা এক হয়ে যাবে কোন একদিন, প্রজার সু-দিন মরিচিকা ছিল আছে থাকবে!!!!!!!!!!! সেলুকাস!!!!!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:


বিএনপি, এরশাদ ও আওয়ামী লীগ স্বল্প সম্পদের দেশে মানুষের সুযোগ ও সম্পদ দখল করে ক্যাপিটেলিজম গড়ছে; সেটা এ রকমই হবে।

মানুষের দরকার সবার জন্য ভালো থাকার ও সমান সুযোগ, সেটা আওয়ামী লীগ বা বিএনপি করবে না, মানুষকে করতে হবে।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

হাসিব০৭ বলেছেন: দৌড়া হাম্বা আইলো

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৮

চাঁদগাজী বলেছেন:


বেশীদুর যেতে পারবেন না; কেহ পেট্রোল বোমা মারবে, না হয় ট্রলারে করে মালয়েশিয়া পাঠাবে, না হয় বন্দুক যুদ্ধের সংবাদ হওয়ার সম্ভাবনা আছে।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৮

আমি বন্দি বলেছেন: ভালই বলেছেন।।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৯

চাঁদগাজী বলেছেন:


এটা না হলে, বোমাবাজি , জ্বালাও পোড়াও চলবে; খয়াপিটেল দখল করার যুদ্ধ চলছে।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৯

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: আপনি ঠিকই ধরেছেন, জাতীয়তাবাদকে ধারন করে এরকম পরিবার বাংলাদেশে একটাই "জিয়া পরিবার"। বাংলাদেশ থেকে জাতীয়তাবাদ উচ্ছেদ করতে এই পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে ১/১১ থেকে যা এখনও অব্যাহত আছে। এই পরিবার না থাকলে সব বিম্পি আলীগ সব মিলে মিশে একাকার।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:


আমার ধারণা, জাতীয়তাবাদী ছিলেন শুধু ১৯৭১ সালের জেনারেশন; এখন আছেন মুক্তিযোদ্ধারা; খালেদা জিয়ার পরিবার ডাকাতীবাদি। খালেদা জিয়া ও উনার পরবারের লোকেরা বিলিওনিয়ার।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১৪

আহলান বলেছেন: দুঃখ জনক

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬

চাঁদগাজী বলেছেন:


দু:খজনক হলো, মানুষের সুযোগ দখল করে, সীমিত ষম্পদ দখল করে, ২ কোয়ালিশন ক্যাপিটেলিজম গড়ছে, তাদের যুদ্ধ সম্পদ দখলের যুদ্ধ; এটা নীতির যুদ্ধ নয়।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
আমি মনে করি বিএনপিতে খালেদা জিয়ার দরকার নাই। নতুন কাউকে দায়িত্ব দেয়া দরকার।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:


অনেক আগেই দরকার ছিল, এই পুতুলকে সাজিয়ে গুজিয়ে তারা পুষছে চুরি করার জন্য; তারা সাথে সেই কাজ আওয়ামী লীগের সাথে মিলে করতে পারে; মাঝখানে বোমাবাজি, হরতাল, অবরোধ সব বন্ধ হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.