![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
মমতা বলেছে, "কাঁটাতারের বেড়ায় সম্পর্ক ভাগাগাগী হয় না"। মমতার এ বাক্যটি মমতা সম্পর্কে অনেক কিছু বলছে, যেটা বেশী ফুটে উঠেছে, সেটা হলো, মমতা সত্য কথাটি বলেনি; সত্য হলো, ভারত ও বাংলাদেশ সীমান্ত, একটি সমস্যা কবলিত সীমান্ত; ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে যথার্থ কারণেই; তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক নেই, সেটাই কাঁটাতারের বেড়া রাতদিন ঘোষণা করে চলছে।
কাঁটাতার বেড়াকে আরো শক্ত করবে ভারত; কারণ, এই দু'টি প্রতিবেশী অর্থনৈতিকভাবে পরস্পরের বিপরিত দিকে চলছে; বিপরিতমুখী প্রতিবেশীর সাথে সমস্যা বাড়ে, কখনো কমে না।
মমতা মুখ খুললে ভালো হতো; সে বলতে পারতো, "দেখুন, মেস্কিকো ও আমেরিকান সীমান্তে আমেরিকা কাঁটা তার ও দেয়াল তুলেছে; কিন্তু আমেরিকা ও কানাডার মাঝে কাঁটাতারের বেড়া বা দেয়াল নেই; সুতরাং, আপনারা আপনাদের সমস্যার সমাধান করুন; কানাডা হোন"।
কাঁটাতারের জন্য আমরা ভারতকে দোষারোপ করে ভালোই সময় কাটাচ্ছি, কাঁটাতার দেয়া ছোট মানসিকতার পরিচয়; কিন্তু কাঁটাতার অতিক্রম করতে গিয়ে কারা গুলি খাচ্ছে, কেন গুলি খাচ্ছে, সেটা নিয়ে ভাবার মগজ এখনো কারো নেই বলেই মনে হচ্ছে!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৪
চাঁদগাজী বলেছেন:
সঠিক বলেছেন।
আমাদের সরকারগুলো দেশের সম্পদকে নিজেদের মাঝে ভাগ করে নিচ্ছে; ফলে, সাধারণ মানুষ পেছনে পড়ে যাচ্ছে; এ অবস্হা থেকে মুক্ত হতে পারলে, আমরা ভালো করবো; কাঁটাতার থাকবে না।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: পুরোপুরিই সহমত।
কাঁটাতার সমস্যার সূচনা আর অগনিত ঝুলন্ত মৃতদেহ তার পরিণত।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৬
চাঁদগাজী বলেছেন:
কাঁটাতার হয়ে কেন ভারতীয়রা পার হয় না; কেন তারা গুলি খায় না?
আমাদেরকে আমাদের সমস্যা সমাধান করতে হবে; ভারতীয়রা তা করার কথা নয়।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: একটা উদাহরণ দেই
ভারতীয় প্রায় প্রতিটি নাগরিকেরই লাইফ ইনসুরেন্স করা আছে।
কিন্তু অধিকাংশ বাংলাদেশী এই বিষয়টিকে এজেন্টদের ধাপ্পাবাজি ও অর্থ আত্মসাৎ এর উপায় হিসেবে আখ্যা দেয়।
পরিচিত উদাহরণ কিন্তু ব্যবধানটা আংগুল দিয়ে দেখিয়ে দেয়।
আমরা পিছিয়ে আছি।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৩২
চাঁদগাজী বলেছেন:
ভারত্রোল বর্তমান বিশ্বের অর্থনীতির সাথে তাল মিলিয়ে এগুচ্ছে; আমরা পেট্রোল বোমাা নিয়ে কি করা যায়, সেটা নিয়ে ভাবছি।
ওবামা এসেছিল ব্যবসা করতে; আমাদের এখানে তারানকো আসবে মারামারি বন্ধ করতে; আকাশ পাতাল
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:১২
সচেতনহ্যাপী বলেছেন: বাস্তবে আমরা কি ভারতের এমন শত্রু হয়ে দাড়িয়েছ যে, গরু-ছাগলের মত আমাদের ঘিরে রাখতে হবে!!??
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
ভারতের প্রশাসনে কিছু লোক আছে, যারা বাংলাদেশকে হেয় করতে চায়; তারা এসব করেছে চোরাকারবারী ও অনুপ্রবেশ ঠেকানোর নামে।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৪
রুপম হাছান বলেছেন: ঠিকই বলেছেন চাঁদগাজী ভাই। বর্তমান এই দেশের মানুষের মাথা আছে মগজ নাই। আর থাকলেও তা প্রতিবেশিদের খাতিরেই কাজে লাগানো হয় না। কারণ তাতে করে নিজের ছোটলোকি প্রকাশ পেয়ে যাবে। আমরা হবো অসম্মানিত জাতি।
ভাই চাঁদগাজী মনে রাখবেন, এটা আমি বলছি এবং এটা আমার কথা- মিথ্যা হয়তো মানুষকে অনেক কিছু পেতে সহযোগিতা করে কিন্তু তা ধরে রাখতে সহযোগিতা করে না।
হয়তো অচিরেই ভালো দিক দেখতে পাবে জাতি নতুবা অন্ধকার।