![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
মমতা দিদি শহীদ মিনারে ফুল দিয়েছেন, ইলিশ খেয়েছেন, খুশী; কলকাতায় দিদি বাংলায় কথা বলার লোকও পান না, সবাই হিন্দিতে কথা বলে; দিদি বলেছেন, তিস্তার পানির ব্যাপারে আস্হা রাখতে; আসলে, আস্হা রাখা ছাড়া আমাদের তেমন উপায় নেই; দিদি আর দাদাদের দয়ার উপর নির্ভর করছে পদ্মা, তিস্তা আর মেঘনার পানি।
তিস্তার পানি পেতে শুধু দিদি নয়, নাক বোঁচা চীনাম্যানদের উপরও নির্ভর করতে হবে; ব্ৰহ্ম উনার পুত্রকে জন্ম দিয়েছেন চেং পেংদের দেশে; ভারতে প্রবেশ করে উনি দেবতা হয়েছেন; দেবতার পানিও গ্রাস করছে চেং প্যাং ইয়ংরা।
ভারতে মাথাপিছু আয় হুহু করে বাড়ছে; আগের থেকে খাচ্ছেন বেশী; উনারা পেট্রোল বোমার ব্যবসা ছেড়ে ইউরিনিয়ামের ব্যবসা করছেন; তাতে প্রয়োজনীয় ইলেকট্টিসিটি হবে হয়তো, কিন্তু চাষাবাদের জন্য আরো পানি লাগবে দাদাদের।
মোদীর আন্তর্নদী সংযোগের কাজ এই বছরই শুরু হবে; উহার ব্লু-প্রিন্ট প্রকাশ হলে বুঝা যাবে, শীতে কত পানি গড়াবে ভাটিতে; তবে, উহার পরিমাণ ক্রমেই কমতে থাকবে। মোদী কিন্তু দিদির কথায় চলার লোক না।
ফলে, দিদির উপার শুধু একটা বিষয়ে আস্হা রাখা যাবে, দিদি যদি বেশী করে তিস্তায় পেসাব করেন।
আস্হার বাহিরে আমাদের যা করতে হবে, তা'হলো জলাধার; যাতে শীতের দিনের চাষের পানি থাকবে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪০
চাঁদগাজী বলেছেন:
মেট্রো দিয়ে সংযোগ করবো ফালু আর সালমান রহমানের কল-কারখানা।
মেট্রো পেট্রো করে টাকা চুরি করলে শেখ হাসিনাও পার্টি অফিসে ঘুমাবে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪০
চাঁদগাজী বলেছেন:
জলাধার আমরা বানাবোই।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫
সেলিম আনোয়ার বলেছেন:
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯
চাঁদগাজী বলেছেন:
জলাধার, জলাধার করবো আমরা; দিদিও থাকবে, পানিও থাকবে।
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৮
চাঁদগাজী বলেছেন:
@উড়োজাহাজ,
আমাকে আপনার পোস্টে ব্যান করে নিজের পাখা নিজেই ভাংলেন; আর উড়তে পারবেন না।
মেজাজ খাপা হয়ে গেলে, আমার পোস্টে এসে গালি দিয়ে যাবেন; আমি ব্যান করবো না।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২০
বেদুইন জাহিদ বলেছেন: """"দিদির উপার শুধু একটা বিষয়ে আস্হা রাখা যাবে, দিদি যদি বেশী করে তিস্তায় পেসাব করেন। """"
জটিল একটা কথা বলেছেন!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৫
চাঁদগাজী বলেছেন:
ভারতের নদী সংযোগের যে প্ল্যানন মোদী করেছে, দিদি এর থেকে বেশী কিছু করতে পারবেন না।
আমরা জলাধার বানাবো, মাছ পালবো, ধান করবো; দিদিরা এলে হেয়ে যাবেন।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১১
রামন বলেছেন:
বিদায় বেলা দিদি নাকি বলেছেন, যা চেয়েছি তার থেকে বেশী পেয়েছি আমরা!!!!!!!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৭
চাঁদগাজী বলেছেন:
এগুলো হয়তো সাধারণ সৌজন্যতা; বাংলাদেশ থেকে কি পাবার আছে? সরকার অনেক এটেনশন দিয়েছে; হয়তো, সেটাই বুঝাতে চেয়েছে।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৭
নিস্পাপ একজন বলেছেন: আর যাই হোক ভিভি আইপি নিরাপত্তা আর প্রোটকলের কথা নিশ্চই দিদি ভুলবেন না। আবার আসিবেন ইলিশ খেতে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
মমতা ক্ষমতায় থাকাকালীন চুক্তি হলে ভালো হবে।
আমাদিগকে জলাধার গড়তে হবে।
৭| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ৮:২৭
ইমরান আশফাক বলেছেন: জলাধারটা কোথায় গড়বেন? জায়গা কোথায়? আর মোদি বাবাজী যদি নদী সংযোগ প্রকল্প নিয়ে এগিয়ে যেতে চায় তাহলে আমরা উত্তর-পূর্ব ভারতে (আসাম-ত্রিপুরা) বিচ্ছিন্নবাদের আগুনে একটু বাতাস দিয়ে যাব, বাকী যা করার তা ঐ বিচ্ছিন্নবাদীরাই করবে।
কারন নদীসংযোগ প্রকল্প আমাদের অস্তিত্বের প্রতি সরাসরি হুমকিস্বরুপ, এটাকে এগিয়ে নিয়ে যাওয়া আর আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা একই কথা।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৬
ঢাকাবাসী বলেছেন: জলাধার ইত্যাদি বানালে মাল আসেনা, পলিট্রিক্স থেমে যাবে, মেট্রো রেল বানালে একবারেই শতকোটিপতি! সো জলাধার টলাধার বাদ। ফ্লাইওভার আর মেট্রো... বানাও!