নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মান্নাকে কে গুম করেছে; খোকা, সরকার, শিবির, ছাত্রলীগ?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

বলদের চেয়েও নিরীহ ছাত্র রাজনীতিবিদ মান্না ষড়যন্ত্রের শিকার হয়েছে, বলে মনে হচ্ছে; বর্তমানে পেট্রো-খালেদার অবরোধের সময়, মান্নাকে গুম করে, রাজনৈতিক ইস্যু তৈরি করার জন্য অনেকেই সুযোগ খুঁজছে। সরকার যদি মান্নাকে আটক না করে থাকে, সরকারের উচিত হবে, দ্রুততম সময়ে তাকে মুক্ত করা; কারণ, কেহ যদি তাকে হত্যা করে, সব দোষ পড়বে শেখ হাসিনার সরকারের উপর; এবং এটা সত্য যে, মান্নার কিছু ঘটলে, সরকার পতনের সুচনা হবে সেখান থেকে; কারণ, সবাই জানে যে, মান্না মোটামুটি রাজনৈতিক ক্লাউন, তবে সে ইলিয়াস আলী বা চৌধুরী আলমের মত চোর, ডাকাত নয়।

সরকারের পরেই, মান্নাকে গুম করার সম্ভাবনা আছে মাফিয়া-বস খোকার বাহিনীর; হয়তো, সেজন্যই ষড়যন্ত্র করে খোকা নিউইয়র্কে বসে টেলিফোনে ছা্ত্র মারার মতো কথা নিয়ে আলাপ করছিল মান্নার সাথে। খোকা জানে সরকার তাকে অনুসরণ করছে, টেলিফোনে তার কথা রেকর্ডিং হচ্ছে; যদিও বলদ মান্নার অতো বিদ্যাবুুদ্ধি নেই; সেজন্যই আমি বলে আসছি যে, রাজনীতি করতে হলে, লজিক ও টেকনোলোজিও জানতে হবে।

ছাত্রলীগের সভাপতি না সেক্রেটারী একজন আছে, নাম জানি না, দেখতে মহিষের মতো, উহা বলেছিল যে, মান্নাকে ধোলাই দেবে; উহা অতি উৎসাহিত হয়ে, উহার বাহিনী দ্বারা কি মান্নাকে নিয়ে গেলো?

খোকা বাহিনীর পরেই, সম্ভাবনা আছে শিবির মান্নাকে গুম করতে পারে; তারা নীল নকসা করে এগুচ্ছে; মান্না এমনিতেই ওদের লিস্টে আছে; কারণ, মান্না এক সময়ে বাম ছিল ও ঢাকা ইউনিভার্সিটিতে যাতে শিবির প্রবেশ করতে না পারে, সেই দিকে নজর রাখতো; শিবির যদি মান্নাকে অপহরণ করে, মান্নাকে জীবিত পাওয়া যাবে না; শিবির হলো ঠান্ডা মাথার উন্নত রাজাকার।
মান্না দেশ ও জাতির জন্য রাজনীতি করতে চেয়েছে আজীবন; সে নিরীহ মানুষ, তার অন্য কোন প্রফেশন নেই; সামন্য যা জানে তা হলো বলদি-স্টাইল রাজনীতি; সরকার যদি তাকে আটক করে, সরকারের উচিত মানুষকে জানতে দেয়া, এবং তাকে ছেড়ে দেয়া; আর না আটকায়ে থাকলে, তাকে মুক্ত করার জন্য সর্বশক্তি নিয়োগ করা; কারণ, সে অন্য রাজনীতিবিদদের মতো চোর, ডাকাত নয়; কমপক্ষে সরকারের লোকদের চেয়ে ভালো একজন মানুষ।

মান্নার বউ চালাক মহিলা, উনি কি মান্নাকে পালিয়ে যেতে বাধ্য করলো? সম্ভাবনা কম!


মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

চলতি নিয়ম বলেছেন: যদি সরকারের হাতে থাকে তাহলে বেচে থাকবে নাহলে আশা নাই

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:


সরকারের লোকেরা ধরলে, মান্নার বেলায় তো অস্বীকার করার কথা নয়।
বড়ই চিন্তার বিষয়; আমাদের চোর, ডাকাত রাজনীতিবিদদের মাঝে সে এখনো কমবুদ্ধিমান ভালো মানুষ।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

নীল বৃষ্টি(রিপন) বলেছেন: অন্ধ লোকেও বলতে পারবে,কে গুম করেছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:



আপনি তো চোখে আবার চশমা পরেন, মোটামুটি অন্ধ।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১১

রফিক এরশাদ বলেছেন: আমার মনে হইতেছে তাহাকে হস্তি কর্তৃক উঠাইয়া নিয়া যাওয়া হইয়াছে..

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


সব এরশাদই বিচিত্র মানুষ!

এরশাদরা নারীদের প্রধান্য দেন।

আপনার ভাবনাটা মোটামুটি সম্ভাবনার বাহিরে।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫১

শাহ আজিজ বলেছেন: খুব নাটুকে সময় তাইনা। ৭৮,৭৯ তে আমাদের ছাত্রনেতা মান্না ভাই আজ বিপদের মুখে, কিভাবে এড়াই তার কথা না বলে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


আমি ছাত্রনেতাদের পছন্দ করি না, ওগুলো আসলে ফাউল মাস্তান; তবুও, মান্না যে আমাদের ৩০০ এমপি ও জীবিত সব রাজনীতিবিদের চেয়ে ভালো, তাতে সন্দেহ নেই।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:১৮

প্রামানিক বলেছেন: বড়ই সমস্যা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:


আমাদেরকে দেশ বুঝে নিতে হবে; কয়েকদল ডাকাত এভাবে কতদিন খাবে?

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৩

ইসপাত কঠিন বলেছেন: সে-ই আটক/গুম/অপহরণ করেছে যে জানতো মান্না তার নিজের বাড়ীতে না থেকে ভাতিজীর বাড়ীতে অবস্থান করছে।

কিভাবে জানতো? হিউম্যান ইন্টেলিজেন্স অথবা ইলেক্ট্রনিক ইন্টেলিজেন্স?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৫

চাঁদগাজী বলেছেন:



প্যাটার্ণ দেখে মনে হচ্ছে যে, মান্নাকে নিয়ে ষড়যন্ত্র চলছিল; যারা তাকে ব্যবহার করতে চাচ্ছিল, তারা তাকে কোন না কোনভাবে নজরে রেখেছিল।

সরকারের উচিত, এ ব্যাপারে পরিস্কার থাকা; মান্নার ব্যাপারে ধোকাবাজি কাজ করবে না।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৪

মেশকাত মাহমুদ বলেছেন: শালা দলান্ধগুলোরে দেখলে আমার এন্টিহিস্টামিন আর স্টেরয়েড খেতে হয়। ব্লগটা এধরণের অমানুষ দ্বারা ভরে গেছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:


মানুষকে দলে চলতে হয়; মান্নার তেমন কোন দল ছিল না বলেই এখন তার হদিস নেই; তার তুলনায় বাকীরা সবাই চোর ডাকাত; ওরা দলের কারনে দিনকে রাত করছে।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৯

রফিক এরশাদ বলেছেন: ভাই, এই বিচিত্র দেশে কোন বস্তুটা আপনার কাছে চিত্র মনে হয়েছে? আমি তো দেখি সবই বিচিত্র! যত দোষ নন্দঘোষ! মাঝখান থিকা নামটা পচাইয়া দিলেন...যাওগ্গা আমারে যা খুশি কন কাগুরে কিছু কইয়েন না..আপনের আল্লাহর দোহাই লাগে... :(

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.