![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
অবস্হা দেখে মনে হচ্ছে, খালেদা জিয়াকে গ্রেফতারের আগে সরকার দেশের মানুষকে মানসিকভাবে প্রস্তুত করছে। মানুষ কতটুকু প্রস্তুত কে জানে; তবে, বিএনপি মানসিকভাবে প্রস্তুত হয়েছে; এবং বিএনপি'র জন্য আশির্বাদ হবে এই গ্রেফতার; বিএনপি চোর ডাকাতদের বাদ দিয়ে হয়তো রাজনীতি করার কথা ভাবতে পারবে।
জিয়া অর্ফেনেজ কেইসে খালেদা জিয়া গ্রেফতার হবে প্রথমে; পরে হয়তো, মানুষ পোড়ানোর কেইসসমুহেও উনাকে গ্রেফতার দেখানো হবে। সরকার গ্রেফতার করবে, করবে করে করছে না; মানুষের অবস্হা বুঝার চেস্টা করছে। সরকার এখনো কিছুটা ভয় পাচ্ছে যে, হঠাৎ করে মানুষ ফেটে পড়বে কিনা!
খলােদা জিয়া বা কোন রাজনৈতিক নেতার জন্য মানুষ রাস্তায় বের হবে না; সেই রকম কোন রাজনৈতিক নেতা এখন দেশে নেই; শেখ হাসিনার জন্যও মানুষ রাস্তায় বের হবে না; হয়তো, উভয় ক্ষেত্রে মিস্টি বিতরণ হবে।
খালেদা জিয়া গ্রেফতার হলে, শেখ হাসিনা বিরোধীরা ক্ষ্যাপতে পারে সাময়িকভাবে; তবে, কেহ রাস্তায় নামবে না। দেশের যে অবস্হা, এতে বিদেশীরাও বুঝতে পারছে যে, খালেদা জিয়ার গ্রেফতার আসন্ন।
মনে হচ্ছে, শেখ হাসিনা একা খালেদা জিয়কে গ্রেফতার থেকে বাঁচিয়ে রাখছেন; খালেদা জিয়া হয়তো বুঝতে পারছেন না, শেখ হাসিনাকে হয়তো নিজের ইচ্ছার বিরু্দ্ধে যেতে হবে শেষ অবধি। ফেল করা অবরোধের অবসান ঘোষনা দিয়ে খালেদা গ্রেফতার এড়াতে পারেন শুধু, বাকী সব পথ বন্ধ হয়ে আসছে।
০৩ রা মার্চ, ২০১৫ ভোর ৪:০৫
চাঁদগাজী বলেছেন:
সত্য হলো দেশের এই অবস্হার জন্য জেনারেল জিয়া, এরশাদ, খালেদা ও শেখ হাসিনা দায়ী।
এবারের বোমার সুযোগ করে দিয়েছে খালেদা জিয়া; এটাই সত্য।
এরশাদের সময় হতে সরকারগুলো ২৬ বিলিয়ন ডলার চুরি করেছে; খলােদা জিয়ার বিচার হচ্ছে, ১ পয়সার জন্য, যেখানে উনি পদচিহ্ন রেখে গেছেন।
২| ০৩ রা মার্চ, ২০১৫ ভোর ৪:৪২
মেহেদী_বিএনসিসি বলেছেন: এরশাদের আমলে দেখেছি(যদিও ম্যালা ছুট ছিলাম তখন) রিক্সাওয়ালা মজুর তার কাজ ফেলে স্বউদ্যোগে হাসিনা-খালেদার মিছিলে যেতে.......আর এখন উনাদের চল্লিশায়ও ওই পরিমানে স্বউদ্যোগী মানুষ হবে বলে মনে হয়না.......। ওদের লোভী জিভ দেখতে দেখতে পাবলিক বিরক্ত..........।
০৩ রা মার্চ, ২০১৫ ভোর ৪:৫০
চাঁদগাজী বলেছেন:
বাংলার বর্তমানের কোন রাজনৈতিক নেতার জন্য কেহ বের হবে না; সরকার যা ভয় পাচ্ছে তা অমুলক।
খালেদা জিয়াকে গ্রেফতারে একমাত্র বাধা এখনো শেখ হাসিনা; খালেদা জিয়াকে এখনো সুযোগ দিচ্ছে শেখ হাসিনা।
৩| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৮:৪৬
নিস্পাপ একজন বলেছেন: ভয় পাই
০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৪৫
চাঁদগাজী বলেছেন:
জাতির ইতিহাসের কলংকময় অধ্যায় হয়ে থাকবে ১৯৭৫ সাল থেকে ২০১৮ সালের সময়টুকু।
৪| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১১:২৪
ঢাকাবাসী বলেছেন: কিছু ঘটলে কেউ বের হবেনা ধরে নিন। গবমেন্ট খামাখাই ভয় পাচ্ছে।
০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৮
চাঁদগাজী বলেছেন:
খালেদা জিয়ার গ্রেফতারের পর, মানুষের সামনে থাকে সরকার; মানুষ সরকারকে সরাসরি দেখবে; সরকার সেই ভয়ে আছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৫ রাত ৩:৫৮
এম. রহমান বলেছেন: মানুষ চায় কোনোকিছু করার আগে সত্যটা জানতে। যেহেতু খালেদা জিয়ার গ্রেফতারের ব্যাপারটা আইনী, তাই জনগণ বরং আদালতের রায়টাকেই প্রনিধানযোগ্য ভাববে। এখন সময় বদলেছে, দোষী মানুষকে আইনের জটিল প্রক্রিয়া থেকে বের করতে রাস্তায় মানুষের ঢল নামবে সেটা এখন কল্পনাও করা য়ায় না। শেখ হাসিনাও যদি কোনো মামলার আসামী হিসেবে গ্রেফতার হন তার বেলাতেও একই পরিস্থিতির সৃষ্টি হবে বৈকি।