![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
খালেদা জিয়ার মগজহীন অবরোধ ও হরতালের বিপতিতে শেখ হাসিনা যেসব পদক্ষেপ নিচ্ছে, সেগুলো হয়তো সাময়িকভাবে দরকারী; কিন্তু আসলে, খালেদা জিয়া ও শেখ হাসিনার প্রতিটি ভাবনা ও পদক্ষেপ জাতির জন্য সমস্যা।
এ মহুর্তে যেসব বড় বড় সিদ্ধান্ত নেয়া হচ্ছে, সবগুলোই শেখ হাসিনার ইচ্ছানুযায়ী হচ্ছে; যেমন খালেদা জিয়ার গ্রেফতার, পুরোপুরি নির্ভর করবে শেখ হাসিনার সিদ্ধান্তের উপর; শেখ হাসিনা কখনো এইচটি ইমামের পেছনে নামায পড়ার লোক না।
শেখ হাসিনার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে, বিএনপি সমস্যা উনি দেখছেন, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী হিসেবে; এতে উনার মগজ উত্তপ্ত হয়ে যাচ্ছে। উনি যদি শুধু প্রধানমন্ত্রী হতেন, তা'হলে উনি ১৭ কোটী উনার নিজের মনে হতো। উনি যখন আওয়ামী লীগের সভাপতি হিসেবে তাকান, উনার কাছে বাংলাদেশের জনসংখ্যা কমে যায়; এটা বেশ বড় সমস্যা।
পৃথিবীতে, প্রধানমন্ত্রী পরিচালিত সরকারগুলোতে, প্রেসিডেন্টকে হতে হয় দল নিরপেক্ষ; কিন্ত আমাদের প্রেসিডেন্ট এমন দল নিরপেক্ষ যে, উনি চেয়ারে বসেছেন শেখ হাসিনা ইচ্ছানুসারে, ও উনার চেয়ার কতক্ষণ থাকবে নির্ভর করছে শেখ হাসিনার উপরে; কিন্তু আমাদের ড: কামাল মিয়ার কর্পোরেট সংবিধান বলছে যে, প্রেসিডেন্ট সরকার ভেংগে দিতে পারেন, ও ইচ্ছা করলে নতুন সরকার গঠনের জন্য আহবান জানাতে পারেন। কিন্তু আমাদের খোঁড়া পাতিহাঁস ডিম পাড়েন শেখ হাসিনার কথায়।
আজকের এই পরিস্হিতে, প্রেসিডেন্ট ইচ্ছা করলে খালেদা জিয়াকে সংলাপে ডেকে, আলাপ করতে পারতেন, কোকোর চেহলামে খালেদা জিয়া কি কি দোয়া করলেন, কোকোর মেয়েদের পরীক্ষা কেমন হলো; তা'হলে বোমা কমে যেতো কমপক্ষে।
আগামীতে, এমপি নির্বাচনের দিন, সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে; এসব পাতিহাঁস ইত্যাদি পালন করে লাভ নেই, ডিম মাংস কিছুই নেই; আজকে সরকারের ভেতরে জাতির জন্য কেহ নেই !
০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
এই পাতিহাঁসকে ক্ষমতা দেয়ার আর উপায় নেই; দিলে শেখ হাসিনার লাভ হবে মাত্র; এই প্রেসিডেন্ট পোষা।
ভবিষ্যতে যাতে প্রেসিডেন্ট সরাসরি ভোটে নির্বাচিত হয়, সেই দাবী নিয়ে হাইকোর্টে যেতে হবে।
২| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কথাগুলো ঠিক বলেছেন।
প্রেসিডেন্টকে আরো ক্ষমতা দিতে হবে।
০৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৩
চাঁদগাজী বলেছেন:
প্রেসিডেন্টের বয়সও ঠিক করা দরকার।
কেহ সিংগাপুর হাসপাতালে থাকে, কেহ সেখানে মরে; কারো মাথা খারাপ; এগুলো থেকে মুক্তি পেতে হবে।
শিক্ষিত, সন্মানী ও কর্মঠ মানুষ ভোটে দাঁড়াতে পারবেন।
৩| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১০:৪৯
নতুন বাঙ্গাল বলেছেন: শোনেন প্রেসিডেন্টকে ক্ষমতা দিলেই উনি ব্যাবহার করতে পারবেন এটা ভাবলেন কি করে? বাংালী শেখ হাচিনা খালেদা ছাড়া কিছু বুঝে না। এমনকি যদি পেট্রল বোমা বা পুলিশের ঠেঙানি খাবে তাও হাসিনা/খালেদার হাতেই খাবে।নাহলে ৬০ দিন দাতে দাত কামড় দিয়ে সহ্য করছে এখনও ভোট হলে কেউ হাসিনারে না হয় খালেদারে দিবে। এমনকি সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে ওবামারে দাড়া করাইলে দেখবেন হাসিনা/খালেদা সমর্থিত প্রার্থীর কাছে হেরে যাবে।বাঙালি আসলে আজব জাতি।
০৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:২২
চাঁদগাজী বলেছেন:
মুশকিল হলো, ওবামা এসে দাঁড়ায়নি।
ওবামার মত কেহ এলে জাতি তাকে ভোট দেবে।
৪| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:০০
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: আমি এখন খাঁচার পাখি...........বর্তমান প্রেসিডেন্ট আব্দুল হামিদ
০৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৫
চাঁদগাজী বলেছেন:
আবদুল হামিদ সাহেব বুড়ো মানুষ, উনার দরকার পেনশন!
৫| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:১৩
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ঠিক বলেছেন ভাই।
০৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:২১
চাঁদগাজী বলেছেন:
আমারও তাই মনে হচ্ছে; চলুন, মরাধরা কেহ যেন প্রেসিডেন্ট হতে না পারে, সেই আওয়াজ তুলি।
৬| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৬
ইস্কান্দার মীর্যা বলেছেন: আজকে সরকারের ভেতরে জাতির জন্য কেহ নেই !
শুধু সরকার কেন? কোন রাজনীতিবিদই (আওয়ামীলীগ কিংবা বিএনপি) জাতির জন্য নয় ।
০৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৮
চাঁদগাজী বলেছেন:
রাজনীতির নামে ব্যবসা করছেন অনেকে; কিন্তু আমাদের দরকার রাজনীতিবিদ।
আশাকরি, শীঘ্রই মানুষ ব্যবস্হা নেবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
গ. ম. ছাকলাইন বলেছেন: প্রেসিডেন্টকে আরো ক্ষমতা দেওয়া উচিৎ। তার আগে প্রেসিডেন্টকেও জনগনের ভোটে নির্বাচিত করতে হবে। যেন দেশের দু:সময়ে জনগনের জন্য কিছু করতে পারে।